মায়ের মত আপন কেহ নাই
আসসালামু আলাইকুম
আসসালামু আলাইকুম
কেমন আছেন আমার প্রিয় সহযাত্রী ভাই বোনেরা? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আপনাদের সবার দোয়ায় আলহামদুলিল্লাহ্ ভালো আছি। তবে মনমানসিকতা ভালো নেই। আর মনমানসিকতা যদি ভালো না থাকে তাহলে শরীর মন অচল হয়ে পড়ে। তারপরেও আপনাদের সবার মাঝে আমার আরও একটি পোস্ট নিয়ে হাজির হলাম। আজ আমি একটি জেনারেল রাইটিং নিয়ে আপনাদের সবার মাঝে হাজির হয়েছি।আশা করি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। তাহলে চলুন আজ আমার জেনারেল রাইটিংটি দেখে আসি যে কি বিষয় নিয়ে লেখলাম।
বন্ধুরা যদিও মনটি ভালো নেই কারন বেশ কিছুদিন যাবৎ আমাদের এবং আপু দের পরিবারের মধ্য দিয়ে বয়ে যাচেছ ঝড়। বিভিন্ন পারিবারিক কাজে আমরা বেশ ব্যস্ত হয়ে পড়েছি। একদিকে আপুর ব্যস্ততা, অন্যদিকে আমাদের। সত্যি বলতে পৃথিবীটাই এমন। তার মাঝেও আমি আমার আরও একটি পোস্ট নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। আজ আমি একটি জেনারেল পোস্ট নিয়ে আসছি। আজ আমার জেনারেল পোস্টি হলো মায়ের মত আপন কেহ নাই। তাহলে চলুন আজ আমার পোস্টি দেখে আসি।
source
সেই ছেলেবেলায় মাকে হারিয়েছি। মায়ের মুখটা আজও ভুলিনি। আর ভুলবোও না। কারন মা আমার ছিল বেশ মায়াবী তার মায়া ভরা মুখখানী কখনও ভোলার নয়। যতটুকু মনে পড়ে ছেলেবেলায় যখন জ্বর হতো তখন মা সারাক্ষন মাথার কাছে বসে থাকতো। শরীর হাত পা মুছিয়ে দিতো। বেশ অস্থির থাকতো। কেন জ্বর কমছে না। কেন সুস্থ হচিছ না। মা তো মা। তার তুলনা সে নিজেই। আমাদের সুখের জন্য আমার মা অনেক ত্যাগ স্বীকার করেছে। মা কে কখনও দেখিনি যে নিজের জন্য বাবার কাছে কোন বায়না করতে।দেখিনি নিজে ভালো কিছু পড়তে বা খেতে। ছেলেবেলায় আমার প্রায় টনসিলে গলা মুখ ফুলে যেত। প্রায় মামপ্স হতো। আর মা কে দেখতাম সারারাত জেগে জেগে আমাকে কাপড় গরম করে ছেক দিতো। যাতে করে আমার ব্যাথা একটু কমে। বার বার আমাকে গরম পানি আর আদা জল করে দিতো।ছেলেবেলায় আমি ছিলাম অসুখের ঢেকি। কথায় কথায় আমার অসুখ বাঁধতো। আর মা আমাকে নিয়ে বেশ চিন্তা করতো। আর বাবা কে বার বার বলতো আমাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে। আমার জন্য আমার মায়ের ছিল বেশ অস্থিরতা। মা সব সময় আমার পছন্দের খাবার গুলো আমারবী অসুখের সময় রান্না করে দিতো। আমাকে ভালো স্কুলে পড়ানো নিয়ে মায়ের ছিল বেশ অস্থিরতা। আমি যেন ভালো স্কুলে পড়ি তার জন্য মা অনেক চেষ্টাই করেছে। আমি স্কুলে যাওয়ার সময় প্রায় মা আমার চুলে বেনী করে দিতো। সন্ধ্যায় পড়ার সময় যেন জোড়ে জোড়ে পড়ি সেই জন্য আবার বকাও দিতো। আবার আমার সব অন্যায় গুলো মা আড়াল করে রাখতো। যাতে করে বাবা বকা না দেয়। কত বার যে মার আচল থেকে টাকা চুরি করেছি সেটার হিসাব সেই। মা বুঝতে পারতো । কিন্তু কিছু বলতো না। বুঝেও না বুঝার ভান করে থাকতো। কি করে ভুলি আমার সেই মাকে?
আর ঈদ আসলে তো সব চেয়ে দামী পোশাকটা আমাকেই বানিয়ে দিতো। মা আগে থেকেই বলে দিতো দাম যা নেয় নিবে ওর কাপড় যেন সুন্দর হয়। হায় রে মায়ারী মা। অবশ্য মা আমার চেয়ে আপু কে বেশী আদর করতো। কারন মা সব সময় আমাকে বলতো ঘরের কাজ করার জন্য। আর আপু কে কোনদিন কোন কাজ করতে দিতো না। বরং আপু কে কেউ কিছু বললে বেশ বকাঝকা করতো। সে যাই হোক। তবুও আমি আমাকে অনেক অনেক ভালোবাসি। আজ মা নেই মায়ের অভাব বুঝি। মাঝে মাঝে মনে চায় মায়ের কাছে চলে যাই। তাই তো বলি মায়ের মত আপন কেহ নাই।
আশা করি আমার আজকের পোস্টটিও আপনাদের বেশ ভালো লেগেছে। আজ আর নয়। আল্লাহ্ হাফেজ। ভালো থাকবেন সবাই।
পরিচিতি
আমি মাহফুজা আক্তার নীলা । আমার ইউজার নাম @mahfuzanila। আমি একজন বাংলাদেশী ইউজার। আমি স্টিমিট প্লাটফর্মে যোগদান করি ২০২২ সালের মার্চ মাসে। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে যোগদান করে আমি অরেনেক বিষয় শিখেছি। আগামীতে আরও ভালো কিছু শেখার ইচ্ছে আছে। আমি পছন্দ করি ভ্রমন করতে, ছবি আঁকতে, বিভিন্ন ধরনের মজার মাজার গল্পের বই পড়তে, ফটোগ্রাফি করতে, ডাই প্রজেক্ট বানাতে ও আর্ট করতে। এছাড়াও আমি বেশী পছন্দ করি মজার রেসিপি করতে। মন খারাপ থাকলে গান শুনি। তবে সব কিছুর পাশাপাশি আমি ঘুমাতে কিন্তু একটু বেশীই পছন্দ করি।
আসলেই মায়ের মতো আপন আর কেউ নেই। আপনার মা'কে ছোটবেলায় হারিয়েছেন, এটা জানা ছিলো না আমার। ব্যাপারটা জেনে খুব খারাপ লাগলো। প্রতিটি মা যেভাবে সন্তানের যত্ন করে,সেটা অন্য কারো দ্বারা সম্ভব নয়। আপনার মা ওপারে ভালো থাকুক,সেই কামনা করছি। পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।
দোয়া করবেন ভাইয়া আমার মায়ের জন্য। ধন্যবাদ ভাইয়া আপনার মন্তব্যের জন্য।
আপু আপনারা মাকে ছোটবেলায় হারিয়েছে সেটা আমার জানা ছিল না। সত্যি আপু পৃথিবীতে মা তো মা। মায়ের অভাব কোন কিছুতেই পূরণ করা সম্ভব নয়। দোয়া করি আপু যাদের মা আছে ভালো থাকুক সুস্থ থাকুক। আর যারা মৃত্যু বরণ করেছে তাদের আল্লাহ জান্নাতুল ফেরদৌস দান করুন। আমিন।
ঠিক বলেছেন আপু মায়ের অভাব অন্য কিছু দিয়ে পূরণ করা যায় না। ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।
যার মা বেঁচে আছে তার দুনিয়া বেঁচে আছে। যার মা নেই, সেই বুঝে মায়ের মর্ম। তবে প্রকৃতির নিয়ম আপু যে কোন মুহূর্তেই হারাতে হবে এই প্রিয় মানুষটাকে। কেউ অকালে হারায় কেউ একটু দেরিতে হারায় তবে সবার কাছে আমার এটাই অনুরোধ যার আছে সে যেন মায়ের আনুগত্য প্রকাশ করে খেদমত করে। আর যার চলে যাচ্ছে সে যেন সর্বদা দোয়া প্রার্থনা করে।
সুন্দর বলেছেন আপু যার মা বেচেঁ আছে তার দুনিয়া বেচেঁ আছে। ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য।
এই পৃথিবীতে যে যতই আপন হোক মায়ের মত কখনো হয়না। সবাই কিন্তু ক্ষণিকের জন্য আপন হয় মায়ের মত কেউ কখনো কষ্ট সহ্য করে না। সন্তানের জন্য যেমন করেন মায়েরা। আপনার মায়ের খুব সুন্দর স্মৃতি স্মরণ করলেন আপু পড়ে বেশ খারাপ লাগলো। আন্টির জন্য দোয়া করছি যেন আল্লাহ ব্যস্ত নসিব করেন।
একদম সত্য কথা আপু সবাই কিন্তু ক্ষনিকের জন্য আপন হয়। ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।
আসলে সত্যি কথা বলতে মায়ের মত আপন এই পৃথিবীতে আর কেউ কখনো হতে পারে না। কেন মা হলেন একমাত্র ব্যক্তি যে মানুষটা আমাদের জন্য নিঃস্বার্থভাবে সবকিছু করতে রাজি থাকে। এছাড়াও আপনার পোষ্টের প্রতিটি কথা সত্যি। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আমিও মনে করি মা হলো একমাত্র ব্যাক্তি যে কিনা আমাদের জন্য নিঃস্বার্থভাবে আমাদের জন্য কাজ করে যায়। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
আপু আপনি ছোটবেলায় মাকে হারিয়েছেন জেনে সত্যি অনেক খারাপ লাগছে। আসলে মা হারানোর কষ্ট টা অনেক বেশি। আপনার কষ্ট বুঝতে পারছি আপু। নিজের অনুভূতিগুলো খুবই সুন্দর করে তুলে ধরেছেন আপু।
জি আপু মা হারানোর কষ্টটা অনেক বেশী। ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য।
আপু আপনি আজকে আমাদের মাঝে খুবই সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন। আসলে আপু মায়ের মতো আপন মানুষ আর এই পৃথিবীতে নেই। কেননা মা আমাদের তার নিজের থেকেও বেশী ভালো বাসে। আপনার পোস্টটি পড়ে খুবই ভালো লাগলো। ধন্যবাদ আপু এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করায় জন্য।
আমার পোস্ট পড়ে আপনার কাছে ভালো লেগেছে যেনে আমারও ভালো লাগলো। ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।
মা কে নিয়ে এমন সুন্দর পোস্ট করে করলেন আপু? বুক ফেটে কান্না আসছে। কেন যে মা আমাদের কে ছেড়ে চলে গেল। আর কটা দিন যদি মাকে পেতাম তাহলে হয়তো নিজের পাপের বোঝা কিছুটা কম করে নিতে পারতাম। আমার লেখা গুলো মনের মাঝে গেথেঁ গেল একেবারে । ধন্যবাদ সুন্দর এই পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ।