মানব জীবনের কিছু বড় ব্যাধি

in আমার বাংলা ব্লগ7 months ago

person-835453_1280.jpg

source

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি কিন্তু আল্লাহর রহমতে বেশ আছি। আর তাই আমার চারিপাশে যারা আছেন সবাই সুস্থ থাকেন এই দোয়াই করি। আজ আমি যেই ব্লগটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তা হলো সমাজের মানুষের বড় ব্যাধি কী? আসলে বর্তমানে আমাদের এই পৃথিবীতে সমাজের ব্যাধিগুলোর কথা বলে শেষ করা যাবে না। সমাজে বিভিন্ন রকমের ব্যাধির মধ্যে আমরা বসবাস করছি। তাহলে চলুন আমার ব্লগটি একটু সময় নিয়ে পড়ে আসি।

আমরা আসলে কখনও নিজেকে নিয়ে ভাবি না। সবসময় সমাজ ও আত্মীয় স্বজন নিয়ে ভাবি। আর নিজেকে নিয়ে যাই ভাবি না কেন তা আবার অন্যের মাঝে বিলিয়ে দেই। ভাবি যে আমি যদি বন্ধু আত্মীয় পারা প্রতিবেশীর জন্য কিছু না করতে পারলে তারা কি ভাববে আমাকে নিয়ে? আর এটাও হলো এক ধরনের ব্যাধি।

বর্তমান সমাজের মানুষগুলোর মধ্যে এখনও এই রকম কিছু ব্যাধি মানুষ আছে যারা নাকি চোখে মুখে অনেক আত্মসম্মান বোধ নিয়ে ঘুরে বেড়াচ্ছে। অন্যের জন্য কিছু না করতে পারা, অন্যকে সাহায্য না করতে পারা, নিজের আনন্দকে অন্যের জন্য নষ্ট করা, নিজের সুখ কারো জন্য বিলিয়ে দেয়া এবং নিজের যা আছে তা থেকে আশেপাশের ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পারা প্রতিবেশীর মধ্যে বিলিয়ে দেওয়াটাই যেন কিছু মানুষ নিজের দায়িত্ব মনে করে। আর এই আত্মসম্মান বোধ থেকে একসময় এই সকল মানুষগুলো সমাজ থেকে হারিয়ে যায়। দূর্বিসহ হয়ে পরে তাদের জীবন।

একসময় দেখা যায় সেই মানুষগুলো একা হয়ে পড়ে। কখনও কি ভেবে দেখেছেন যাদের জন্য আপনি নিজের আনন্দকে ও সুখটাকে নষ্ট করেছেন তারা কেউ আপনাকে কোন সাহায্য করতে আসবে না। এক সপ্তাহ না খেয়ে থাকেন বা একমাস অসুস্থ্য থাকেন অথবা কোন বিপদে পরেন কেউ আপনাকে জিজ্ঞাসা করতে আসবে না। এমনকি আপনার মৃত্যুর পরও ২/৪ দিন আপনাকে মনে রাখবে। তারপর আপনার জন্য বসে বসে কাঁদবে না। মনে রাখবে না আপনার কথা। তাই এই ভয়ানক ব্যাধি থেকে একমাত্র নিজেকে নিজেই ভালো রাখতে পারবেন।

আপনি দিনের পর দিন যাদের জন্য নিজের ভালো লাগাটার কোন দাম দেন নাই। সেই অন্য কেউ আপনার ভালো লাগাটাকে কোন মূল্যায়ন করবে না। কারন আপনিই আপনার ভালো থাকা ও ভালো লাগটাকে মূলহীন ভেবেছেন। আর মানুষতো ভাববেই। আর তাই এটা ভাবতে হবে যে আগে নিজেকে নিয়ে ভাবতে হবে। নিজে ভালো থাকতে হবে। তাহলেই তো অন্যকে ভালো রাখতে পারবেন। কে আমাকে নিয়ে কি ভাবলো, এই না ভেবে যেভাবে আগে নিজে ভালো থাকতে পারবেন তাই নিয়ে ভাবা দরকার। কারন নিজে ভালো থাকলেই তো অন্যকে ভালো রাখতে পারবো। কারন ভেবে দেখেন তো সূর্যকে আমরা প্রচুর গরমে কত বকা দিয়ে থাকি। আবার শীত আসলে তাকে আবার স্বাগতম জানাই আর এই হলো আমাদের ব্যাধি।

পরিশেষে আর কি লিখবো। শুধু বলবো যে এই ব্যাধি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আর নয়তো এই ব্যাধির থেকে না পারবো নিজে ভালো থাকতে, না পারবো সমাজের কাউকে ভালো রাখতে। আজ এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন।

ধন্যবাদ সকলকে

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 7 months ago 

আমরা অনেকেই নিজেকে নিয়ে ভাবি না আবার অনেকেই আছে যারা নিজেকে ছারা কিচ্ছু ভাবে না।তবে দুটোর কোনটিও অতিরিক্ত ভালো নয়।অনেকে নিজেকে না ভেবে শুধু অন্যদেরকে নিয়ে ব্যাস্ত হয়ে থাকে তারা দিন শেষ অনেক কষ্ট পায় । দিনের পর দিন নিজের ভালো লাগার বিসর্জন দিয়ে অন্যের ভালো নিয়ে পড়ে থাকে তারা কষ্ট পায় সব সময়।ধন্যবাদ সুন্দর পোস্ট টি শেয়ার করার জন্য।

 7 months ago 

ঠিক বলেছেন আপু আসলে কোনকিছুর অতিরিক্ত ভালো না। ধন্যবাদ আপু আমার পোস্টি আপনার ভালো লেগেছে বলে ।

 7 months ago 

একদমই ঠিক বলেছেন আপু। আমাদের এই ব্যাধি থেকে বেরিয়ে আসতে হবে না হলে আমরা বিভিন্ন ধরণের সমস্যার মধ্যে পরে যাবো। আসলে এখন এই স্বার্থের দুনিয়ায় কেউ কারো নয়। সবাই সবার স্বার্থের জন্য ছুটে চলেছে। দোয়া করি সব কিছু যেনো ঠিক হয়ে যায়। অনেক সুন্দর কিছু কথা লিখেছেন আপনার পোস্ট এর মাধ্যমে। অনেক ধন্যবাদ আপনাকে আপু।

Posted using SteemPro Mobile

 7 months ago 

অবশ্যই আমাদের এই ব্যাধি থেকে বেড়িয়ে আসা দরকার। কারন এখন সমাজের যে অবস্থা তাতে করে এমন অবস্থা চলেতে থাকলে এক সময়ে নিজেই নিজেকে খুঁজে পাওয়া যাবে না। অন্যের উপকার করতে তো শক্তির প্রয়োজন হয়। আর নিজের মধ্যে সেই শক্তি সঞ্চার করে আমাদের কে সামনের দিকে এগিয়ে যেতে হবে।

 7 months ago 

হুম আপ ঠিক তাই । ধন্যবাদ গুছিয়ে মন্তব্য করার জন্য।

 7 months ago 

খুবই সুন্দর বিষয় নিয়ে আলোচনা করেছেন। সমাজে বা পরিবারে এরকম অনেক লোক রয়েছে। নিজের আত্মীয়-স্বজন নিজের কাছের লোক গুলোর জন্য জীবনের সবকিছু ত্যাগ করে। তার জন্য করে থাকে কিন্তু একসময় তিনি অবহেলিত হয়। তার জন্য একটু ভাবার সময় নেই যিনি তাদের নিয়ে ভেবেছেন। সেজন্য নিজেকে নিয়ে ভাবতে হবে খুবই ভালো লাগলো।

Posted using SteemPro Mobile

 7 months ago 

ঠিক বলেছেন ভাইয়া অনেক সময় কাছের মানুষের কাছে বেশী অবহেলা পাওয়া যায়। ধন্যবাদ ভাইয়া বেশ সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 7 months ago 

চমৎকার একটি বিষয় নিয়ে পোস্ট শেয়ার করলেন। আমার কাছে খুব ভালো লেগেছে। এটা খুব বড় সত্যি এখন কেউ কারো কথা মনে রাখেনা।যতোই আপনি করেন না কেন দিনশেষে কেউ থাকে না পাশে।তাই নিজের ভালো লাগার আগে মূল্য দিতে হবে।নিজেকে ভালো রাখতে হবে।তবেই আত্মতৃপ্তি পাওয়া যাবে।

 7 months ago 

আসলেই তাই যতই করি না কেন দিন শেষে কেউ পাশে থাকে না। ধন্যবাদ আপু আপনাকে সুন্দর একটি মন্তব্য করে পাশে থাকার জন্য।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.028
BTC 57344.91
ETH 3100.39
USDT 1.00
SBD 2.42