স্ব-রচিত কবিতা- খুঁজি মাগো তোমায়

in আমার বাংলা ব্লগ10 months ago

আসসালামু আলাইকুম

হ্যালো কেমন আছেন সবাই ? আশা করি যে যেখানে আছেন ভালো ও সুস্থ আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ্। আপনাদের সবার জীবনের সুস্থতা কামনা করে আজ আবারও আপনাদের মাঝে চলে এলাম আমার আরও একটি ব্লগ নিয়ে। মাঝে মাঝে মনের ভিতর নিজের অজান্তেই কিছু কথা ভেসে বেড়ায়। সেই কথা গুলো যদি সাদা কাগজে লেখা যায় তা হয়ে উঠে কবিতা বা সাহিত্য। তাই তো আজও চেষ্টা করছি কিছু লেখার।আসলে কবিতা লেখার অভ্যাস কখনও আমার ছিল না। কবিতার প্রতি আমার দূর্বলদা ছিল। কবিতা আবৃত্তি শুনতে বা কবিতা পড়তে আমার ভালো লাগতো। কিন্তু কবিতা বললেই লেখা হয়ে যায় না। কবিতা লেখার জন্য সময় নিয়ে লিখতে হয়। আমি তো কোন কবি নই। তাই কবিতা সময় নিয়ে ভেবে চিনতে লিখলাম।

আজও আমি আপনাদের জন্য একটি কবিতা লেখার চেষ্টা করলাম। আসলে এই কমিউনিটিতে এসে আপনাদের সবাইকে দেখে আমারও কবিতা লেখার উৎসাহ জাগলো। আর সেই উৎসাহ থেকেই আমিও নিজের মনের আবেগ আর অনুভূতি থেকে ছন্দে ছন্দে কবিতা লেখার চেষ্টা করি। আসলে কবিতা লেখতে আবেগ দক্ষতা সৃজনশীলতা থাকা প্রয়োজন। যার কোনটাই আমার নেই। তবুও যে মন মানে না। তাই মাঝে মাঝে কবিতা লেখার চেষ্টা করি।আর আপনাদের মাঝে একটি করে কবিতা শেয়ার করার জন্য হাজির হই। আজও ঠিক সেই ভাবেই আপনাদের সবার ভালোবাসা আর অনুপ্রেরণা নিয়ে চলে এলাম আমার আরও একটি ব্লগ নিয়ে। আসলে সবারই অনেক স্বপ্ন থাকে। তাই এখন কবিতা নিয়ে স্বপ্ন দেখছিলাম আর মনে মনে ভাবছিলাম আমি যদি আকাশ ছুঁতে পারতাম। তাহলে মেঘও ছুঁতে পারতাম। মেঘের সাথে মনের যত খেলা আছে সকল খেলা করতাম। সূর্যের আলোও ছুঁতে পারতাম। মাঝে মাঝে বিশাল আকাশের দিকে চেয়ে থাকি। আর কল্পনাতে হারিয়ে গিয়ে কত কথা ভাবি । আজও আমি হারিয়ে গিয়ে একটি কবিতা লেখার চেষ্টা করলাম। জানিনা কেমন হয়েছে আমার আজকের এই কবিতা। তবে আমি আশা করি আজকেও আমার কবিতা আপনাদের ভালো লাগবে। কল্পনার লেখাগুলো কল্পনার মতোই সুন্দর হয়। তাই আজও আমার কবিতা আপনার ভালো লাগবে। তাহলে চলুন আজ আমি কি কবিতা লিখলাম দেখে আসি।

moon-437762_1280.jpg

Source

স্ব-রচিত কবিতা
খুঁজি মাগো তোমায়

লেখা- মাহফুজা নীলা

চাদঁনী রাতে আকাশ পানে,
খুঁজি আমি মাকে,
ঐ আকাশের কোথায় যেন,
আমার মা থাকে।।

মা যে আমার গেছে চলে,
আসবে নাকো ফিরে,
মায়ের জন্য এখন শুধু,
বুকে ব্যাথা করে।।

থাকতে আমি বুঝিনিকো,
মায়ের কত কদর,
মায়ের জন্য এখন শুধু,
বাড়ছে আমার আদর।।

জানি আমি কভু যে মা,
আসবে নাকো ফিরে,
তবুও আমি মায়ের জন্য,
থাকি শুধু বসে।।

মাগো তুমি যদি পারো,
করে দিও ক্ষমা,
তোমার কাছে আমার পাপের,
নেই কো কোন সীমা।।

পরিশেষে আপনাদের সবার সুস্থতা ও মঙ্গল কামনা করে আজকের মত করে আামার পোস্ট এখানেই শেষ করছি। ভালো ও হাসিখুশি থাকবেন সবাই।

আমার পরিচিতি

আমি মাহফুজা আক্তার নীলা। আমার ইউজার নাম @mahfuzanila। আমি একজন বাংলাদেশী ইউজার। আমি স্টিমিট প্লাটফর্মে যোগদান করি ২০২২ সালের মার্চ মাসে। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে যোগদান করে আমি অনেক বিষয় শিখেছি। আগামীতে আরও ভালো কিছু শেখার ইচ্ছে আছে। আমি পছন্দ করি ভ্রমন করতে, ছবি আঁকতে, বিভিন্ন ধরনের মজার মাজার গল্পের বই পড়তে, ফটোগ্রাফি করতে, ডাই প্রজেক্ট বানাতে ও আর্ট করতে। এছাড়াও আমি বেশী পছন্দ করি মজার রেসিপি করতে। মন খারাপ থাকলে গান শুননি। তবে সব কিছুর পাশাপাশি আমি ঘুমাতে কিন্তু একটু বেশীই পছন্দ করি।

❤️ধন্যবাদ সকলকে।❤️

Sort:  
 10 months ago 

কল্পনা শক্তির মাধ্যমে আসলে মানুষ সবকিছুই করতে পারে। যাইহোক খুব ভালো লাগলো আপনার আজকের কবিতাটা পড়ে। দারুন লিখেছেন আপনি পুরো কবিতাটা। খুব সুন্দরভাবে প্রত্যেকটা লাইন সাজিয়েছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 9 months ago 

ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 10 months ago 

খুবই সুন্দর একটা কবিতা লিখেছেন আপনি আজকে। আপনার আজকের লেখায় এই কবিতাটা অনেক সুন্দর ছিল। আর আমার কাছে পড়তেও অনেক ভালো লেগেছে। কবিতার প্রত্যেকটা লাইন আপনি অনেক সুন্দর করে লিখেছেন। মাকে নিয়ে এই কবিতাটা লেখায় আমার কাছে বেশি ভালো লেগেছে। কবিতার প্রত্যেকটা লাইন ছিল অনেক বেশি মন ছোঁয়া।

 9 months ago 

ধন্যবাদ মন্তব্য করে পাশে থাকার জন্য।

 10 months ago 

খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন । বরাবরই আপনি খুব সুন্দর কবিতা লিখে থাকেন। আপনার কবিতা গুলো আমার অনেক বেশি ভালো লাগে। এবং চেষ্টা করি সব সময় পড়ার জন্য। আপনার মত কবিতা লিখতে আমি নিজেও অনেক বেশি পছন্দ করি। সুন্দর কবিতাটি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 9 months ago 

ধন্যবাদ সুন্দর করে মন্তব্য করে পাশে থাকার জন্য।

আপনার মায়ের জন্য মন কেমনের কবিতাটি হৃদয়কে নাড়া দিয়ে গেল। বাবা-মা দুজনেই তো জীবনের ছাতা, কেউ যদি একজন না থাকে তবে বড় বেদনাময় লাগে। মা যতদিন থাকে ততদিন মায়ের সাথে আমাদের যেন সমস্ত যুদ্ধ লড়াই। মা না থাকলে মনে হয় কেন করতাম। তাই না? তবে মায়েরা কখনো সন্তানের ওপর রাগ করে থাকে না, তাই আপনার মা যেখানেই থাকুন না কেন আপনাকে তার সর্বস্ব দিয়ে আশীর্বাদ করছেন।

 9 months ago 

ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 10 months ago 

মূলত যদি কল্পনার জগতে হারিয়ে গিয়ে কবিতা লেখেন তাহলে সেই কবিতা বেশি ভালো লাগে, পড়তে মজা লাগে। কবিতার লাইনগুলো চমৎকার লেগেছে আপু আপনার কবিতা লেখার দক্ষতা শেয়ার করার জন্য ধন্যবাদ।

 9 months ago 

ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 10 months ago 

মাকে স্মৃতিতে আঁকড়ে ধরে কত সুন্দর একটি কবিতা লিখে ফেললেন। মা মানেই অনেককিছু৷ মা কাছে না থাকলেও মায়ের আশীর্বাদের হাত কখনো দূরে যায় না। তাই সব সময় জানবেন আপনার মা আপনাকে ঘিরে রেখেছে এবং সমস্ত বিপদ থেকে রক্ষা করছেন। ভালো থাকবেন।

 9 months ago 

ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 9 months ago 

মাযের কথা মনে করে খুব অনুভূতি দিয়ে সুন্দর একটি কবিতা আজ আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার শেয়ার করা আজকের কবিতাটি আমার কাছে দারুন লেগেছে। সব মিলিয়ে দারুন ছিল আজকের কবিতাটি।

 9 months ago 

ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 9 months ago 

আপনার কবি প্রতিভার দেখছি কোন জবাব নেই৷ খুব সুন্দর ভাবে আজকে আপনি এই কবিতা শেয়ার করেছেন৷ যেভাবে আপনি এখানে এই কবিতার লাইনগুলো একের পর শেয়ার করেছেন তা খুব সুন্দর হয়েছে৷ একই সাথে এই কবিতা শেয়ার করার মাধ্যমে আপনার কবি প্রতিভা ভালোভাবেই ফুটে উঠেছে৷ ধন্যবাদ এত সুন্দর একটি কবিতা তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য৷

 9 months ago 

ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 9 months ago 

সুস্বাগত আপনাকে।

 9 months ago 

বাহ আপু অসাধারণ কবিতা লিখেছেন তো আপনি। আপনার কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো।খুঁজি মাগো তোমায় কবিতাটা শুরু থেকে শেষ পর্যন্ত অসাধারণ হয়েছে। আর প্রত্যেক মানুষের স্বপ্ন তাকে আকাশ ছোঁয়া। সুন্দর মনের সুন্দর অনুভূতি দিয়ে কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন।

 9 months ago 

ধন্যবাদ সুন্দর করে মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.34
JST 0.035
BTC 112231.07
ETH 4466.94
SBD 0.85