অন্যায়কারী এবং অন্যায় সহ্যকারী সমান অপরাধী
আসসালামু আলাইকুম
আসসালামু আলাইকুম
কেমন আছেন আমার প্রিয় সহযাত্রী ভাই বোনেরা? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আপনাদের সবার দোয়ায় আলহামদুলিল্লাহ্ ভালো আছি। তবে মনমানসিকতা ভালো নেই। আর মনমানসিকতা যদি ভালো না থাকে তাহলে শরীর মন অচল হয়ে পড়ে। তারপরেও আপনাদের সবার মাঝে আমার আরও একটি পোস্ট নিয়ে হাজির হলাম। আজ আমি একটি জেনারেল রাইটিং নিয়ে আপনাদের সবার মাঝে হাজির হয়েছি।আশা করি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। তাহলে চলুন আজ আমার জেনারেল রাইটিংটি দেখে আসি যে কি বিষয় নিয়ে লেখলাম। হ্যাঁ প্রিয় বন্ধুরা আজ আবার নতুন আরও একটি পোস্ট নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আসলে দিন দিন পৃথিবীটা অনেক কঠিন হয়ে পড়ছে। আর এই কঠিন পৃথিবীতে আমাদের চলার পথও অনেক কঠিন হয়ে পড়েছে। তাই আমাদের এই চলার পথগুলো চোখ কান খোলা রেখে চলতে হবে।নয়তো কে যে কখন কোন বিপদে পরে যাই কেউ বলতে পারবে না। আমাদের চারিপাশের মানুষজন খুবই ভংঙ্কর। কার ভেতরে যে কি আমরা তার কিছুই বলতে পারি না। তাই একটু অসচেনতার কারনে দেখা যাবে আমাদের জীবনে অনেক বড় ক্ষতি হয়ে গেছে। আর তাই সবসময় আমাদের চোখ কান খোলা রেখে চলতে হবে।
অন্যায় এমন একটি জিনিস যা কেউ বুঝে করে, আবার কেউ না বুঝে করে। তবে অন্যায় বঝে করুক আর না বুঝে করুক অন্যায় অন্যায়ই। অন্যায় করে কেউ কোনদিন পার পায়নি।পৃথিবীতে অন্যায়কারী যুগে যুগে তার শাস্তি পেয়ে আসছে। কিন্তু তবুও কেন জানি অন্যায় পৃথিবী থেকে কমছেই না। তাছাড়া অন্যায়কারিও যেন আজকাল অন্যায় কে অন্যায় হিসাবে মানে না। তাদের কাছে অন্যায় যেন কোন অন্যায় নয়। তারা তাদের মত করে অন্যের উপর অন্যায় করেই যাচ্ছে। কারন তারা বুঝতেই পারে না কোনটা ন্যায় আর অন্যায়। আর আজকাল তো অন্যায় কে বাহবা দেওয়ার মত লোকের অভাব নেই। মানুষ এখন নিজের স্বার্থের জন্য অন্যায়ের সাথে আপোষ করে চলছে। স্বার্থের কারনে মানুষ এখন আর কোনটা অন্যায় আর কোনটা ন্যায় সেটাই বুঝতে চায় না। মানুষ এখন শুধুমাত্র নিজের স্বার্থ দেখে। মানুষ এখন দেখে কোন কাজে তার লাভ আছে। কোন কাজ করলে সে লাভবতী হবে। আর কার সাথে মিশলে সে লাভবান হবে। মানুষ এখন স্বার্থসিদ্ধির জন্য অন্যায় এর সাথে মাথা নত করে রাখে। চোখ বুঝে অন্যায় কে মেনে নেয় দিনের পর দিন। তবে এমন মানুষ গুলোর মনে রাখা উচিত যে অন্যায় যে করে তিনি এবং অন্যায় যে সহ্য করে তারা সমান অপরাধী। তাই প্রত্যেক অন্যায়কারী এবং অন্যায়ে সহায়তাকারী কে একদিন বিচারের কাঠগোড়ায় পৌঁছাতে হবে। তাই আমরা যদি সব সময় অন্যায় থেকে দূরে থাকি এবং অন্যায় কাজে সহায়তা করি তাহলে আমরাও একদিন তার ফল উপভোগ করবো। তাই আমাদের কে অন্যায় থেকে দূরে থাকতে হবে। আর সব সময় মনে রাখতে হবে যে অন্যায় করে কখনও কেউ পার পায় না।
আশা করি আমার আজকের পোস্টটিও আপনাদের বেশ ভালো লেগেছে। আজ আর নয়। আল্লাহ্ হাফেজ। ভালো থাকবেন সবাই।
পরিচিতি
আমি মাহফুজা আক্তার নীলা । আমার ইউজার নাম @mahfuzanila। আমি একজন বাংলাদেশী ইউজার। আমি স্টিমিট প্লাটফর্মে যোগদান করি ২০২২ সালের মার্চ মাসে। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে যোগদান করে আমি অরেনেক বিষয় শিখেছি। আগামীতে আরও ভালো কিছু শেখার ইচ্ছে আছে। আমি পছন্দ করি ভ্রমন করতে, ছবি আঁকতে, বিভিন্ন ধরনের মজার মাজার গল্পের বই পড়তে, ফটোগ্রাফি করতে, ডাই প্রজেক্ট বানাতে ও আর্ট করতে। এছাড়াও আমি বেশী পছন্দ করি মজার রেসিপি করতে। মন খারাপ থাকলে গান শুনি। তবে সব কিছুর পাশাপাশি আমি ঘুমাতে কিন্তু একটু বেশীই পছন্দ করি।
আপু আপনার কথার সাথে আমিও সহমত পোষণ করছি। অন্যায় মেনে নেওয়াটা আরো বেশি অন্যায় মনে হয়। খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে লিখেছেন। আপনার লেখাগুলো পড়ে অনেক ভালো লেগেছে আপু।
ধন্যবাদ আপনার সু্ন্দর মতামতের জন্য।
এখন যদি আপনার কাছে ক্ষমতা এবং টাকা থাকে তাহলে আপনার অন্যায় কর্মকান্ড ন্যায় হয়ে যাবে। সমাজের একটা বিশেষ শ্রেণির সুবিধাবাদী লোক আপনার পক্ষ নেবে। এটা যেন একেবারে নিদারুন বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে। চমৎকার লিখেছেন আপু। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।
ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য।
হায়রে হায় যে জামানা আসলো তাতে কি আর অন্যায়ের প্রতিবাদ করা যায়। অন্যায়ের প্রতিবাদ করলে একেবারে প্যাকেট করে বিন্দাবনে পাঠিয়ে দিবে রে ভাই। বেশ সুন্দর লিখেছেন আপনি। দারুন ছিল আজকের লেখা গুলো। সব মিলিয়ে আমার বেশ ভালো লাগলো।
ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য।