অসাধারণ কিছু প্রকৃতির ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ27 days ago

আসসালামু আলাইকুম

হ্যালো আমার প্রিয় কমিউনিটির ভাই বোনেরা কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। সবাই সবসময় ভালো থাকেন আমি এই দোয়াই করি। আমিও আল্লাহর রহমতে ও আপনাদের সবার দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আসলে যতই দূরে থাকিনা কেন মনে হয় যেন আপনাদের সবার কাছেই আছি। আর সবার আরও কাছে থাকার জন্য সবসময় নতুন নতুন পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হই । আর এতে করে আমাদের এই পরিবারে সম্পর্ক আরও মজবুদ আর ভালোবাসায় বন্ধনে শক্ত থাকে। আসলে এই কমিউনিটিতে আসার পর ফটোগ্রাফি করা এখন আমাদের সবার একটি নেশায় পরিনত হয়েছে। যে যেখানে যাইনা কেন যাই দেখি ইচ্ছে হয় মোবাইলে ক্যাপচার করে রাখি। আর ফটোগ্রাফি করতে করতে এতই করে নিয়েছি যে মোবাইলে আর কোন জায়গা নাই। আবার এখানে ফটোগ্রাফিগুলো ফেলেও দিতে ইচ্ছে করে না।তাই ভাবলাম আজ একটি ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করি। আর সেই থেকে আজ আমার ফটোগ্রাফি নিয়ে আসা।

আসলে আমাদের এই বাংলাদেশ অপুরূপ রূপে রূপায়িত। আর এ দেশের সকল কিছু দেখে আমি মুগ্ধ হয়ে যাই। যেখানে যাই যেদিকে তাকাই সবই যেন ভালো লাগে। আর তাই মন মানে না কোন বাধা। ভাবি না মোবাইলে জায়গা আছে কিনা শুধু সুন্দর কিছু দেখলেই ফটোগ্রাফি করতে মন চায়। আর সেই থেকেই আমার মোবাইলে জমে থাকা অফরন্ত ফটোগ্রাফি থেকে আজ আপনাদের মাঝে কিছু রেনডম ফটোগ্রাফি নিয়ে হাজির হলাম। আশা করি আমার আজকের ফটোগ্রাফিগুলো অবশ্যই আপনাদের মন কেড়ে নেবে। তাহলে চলুন আমার আজকের রেনডম ফটোগ্রাফির গ্যালারি থেকে আপনাদের ঘুরিয়ে নিয়ে আসি।

image.png

অসাধারণ কিছু প্রকৃতির ফটোগ্রাফি

image.png

image.png

বেশ কিছুদিন হলো আমরা একটি পারিবারিক সমস্যায় দিন পার করছি। তাই তেমন করে কমিউনিটিতে একটিভ থাকতে পারছি না। তবে আশা করছি সব সমস্যা কাটিয়ে আগামী সপ্তাহে আগের মত একটিভ থাকতে পারবো। কিন্তু আজ ভাবলাম যে আমার মোবাইলের গ্যালারীতে থাকা কয়েকটি ফটোগ্রাফি শেয়ার করি বন্ধুদের সাথে। কারন এই ফটোগ্রাফি গুলোর সব একটি সুন্দর এবং স্বচ্ছ প্রকৃতির কথা বলে। মানুষের মনকে রাঙিয়ে তুলে এমন সুন্দর প্রকৃতি। বেশ কিছুদিন আগে আপুর সাথে নদী ভ্রমনে বেড়িয়ে ছিলাম। সেদিন নদীর পাড়ের প্রকৃতির ফটোগ্রাফি গুলো আমার মোবাইলের গ্যালারীতে রয়ে গিয়েছিল। তাই আপনাদের মাঝে ফটোগ্রাফি গুলো শেয়ার করার চেষ্টা করি।

image.png

image.png

নদীর পাড়ের সবুজ প্রকৃতি যেমন সুন্দর তেমন করে সুন্দর নদীর পানি গুলো। আর বিকেলের সুন্দর আবহাওয়ায় এমন সুন্দর প্রকৃতির মাঝে ঘুরে বেড়ালে মনটা ভালো হয়ে যায়। আর এমন ভালো মন নিয়ে চলা যায় অনেক দিন। আমরা সেদিন ৫০০ টাকা দিয়ে নৌকা ভাড়া করে নদীর এ পাড় থেকে ওপার ঘুরে বেড়িয়েছি। আর উপভোগ করেছি চারদিকের সুন্দর প্র্রকৃতি আর পরিবেশ। যতদূর পর্যন্ত চোখ যায় শুধু সবুজ আর সবুজ। আর এমন সবুজ প্রকৃতির মাঝে নদীর মাঝে নৌকা নিয়ে ঘুরে বেড়াতে কিন্তু সবারই বেশ ভালো লাগে।

image.png

image.png

যাই হোক আমাকে আরও বেশী মুগ্ধ করেছে নদীর ঘাটে বেধেঁ রাখা নৌকা গুলো। বেশ সুন্দর দৃশ্য। যেন পটে আকাঁ ছবি। নৌকার মাঝিরা বসে থাকে পাড়ের যাত্রীদের জন্য। কখন যাত্রী আসবে আর কখন যে মাঝির নৌকায় উঠবে। এমন দৃশ্য গুলো দেখে মনের মাঝে কেমন যেন শান্তি অনুভূত হয়। আর প্রকৃতি এমন সুন্দর যে এখানে এমন প্রকৃতির মাঝে ঘুরে বেড়ানো যায় অনেক সময় ধরে।

আর এই হলো আমার আজকের ফটোগ্রাফি। দেখেন কি চমৎকার প্রকৃতি। ফটোগ্রাফি দেখলেই লোভ লেগে যায়। এমন সুন্দর প্রকৃতির দৃশ্যের ফটোগ্রাফিও অসাধারণ লাগছে।আর এই ছিল আমার সবগুলো ফটোগ্রাফি আজ আপনাদের সাথে শেয়ার করা।

কেমন লেগেছে আমার আজকের ফটোগ্রাফিগুলো? আশা করি আপনাদের সবার কাছে আমার আজকের ফটোগ্রাফিগুলোও অবশ্যই ভালো লেগেছে। আজ তাহলে এখানেই আপনাদের সাথে আমার আজকের ব্লগটি শেষ করছি। আবারও আগামীকাল নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসবো। আপনাদের সবার সু-স্বাস্থ কামনা করে আজকের মত এখানেই বিদায় নিলাম। ভালো থাকবেন সবাই। আল্লাহ্ হাফেজ।

ফটোগ্রাফির বিবরন
বিষয়ফটোগ্রাফি
ডিভাইসOPP-A16
ফটোগ্রাফার@mahfuzanila
ভৌগলিক অবস্থানঢাকা, বাংলাদেশ

পরিচিতি

আমি মাহফুজা আক্তার নীলা । আমার ইউজার নাম @mahfuzanila। আমি একজন বাংলাদেশী ইউজার। আমি স্টিমিট প্লাটফর্মে যোগদান করি ২০২২ সালের মার্চ মাসে। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে যোগদান করে আমি অনেক বিষয় শিখেছি। আগামীতে আরও ভালো কিছু শেখার ইচ্ছে আছে। আমি পছন্দ করি ভ্রমন করতে, ছবি আঁকতে, বিভিন্ন ধরনের মজার মাজার গল্পের বই পড়তে, ফটোগ্রাফি করতে, ডাই প্রজেক্ট বানাতে ও আর্ট করতে। এছাড়াও আমি বেশী পছন্দ করি মজার রেসিপি করতে। মন খারাপ থাকলে গান শুননি। তবে সব কিছুর পাশাপাশি আমি ঘুমাতে কিন্তু একটু বেশীই পছন্দ করি।

ধন্যবাদ সকলকে

Sort:  
 27 days ago 

প্রাকৃতিক পরিবেশ থেকে ধারণ করা সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো আজকে আপনি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। এমন সুন্দর চিত্র আমি অনেক অনেক পছন্দ করি। মাঝে মাঝে প্রাকৃতিক পরিবেশের মাঝে ঘোরাঘুরি করতে পারলে মনটা ফ্রেশ থাকে এবং কাজে একটিভ হওয়া যায়। দারুন ফটো শেয়ার করেছেন আপু। সুন্দর এই পোস্টটা উপস্থাপন করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 26 days ago 

ধন্যবাদ সুন্দর করে মন্তব্য করে পাশে থাকার জন্য।

 27 days ago 

আপু এমন প্রকৃতির ফটোগ্রাফি দেখলে অনেক ভালো লাগে। আপনার ফটোগ্রাফি গুলো চমৎকার হয়েছে। নদীর পাড়ে নৌকা গুলো দেখে অনেক ভালো লাগলো। আপনারা নদীর পাড়ে বেশ ভালো একটা সময় কাটিয়েছেন নিশ্চয়। ধন্যবাদ আপনাকে সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 26 days ago 

ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 27 days ago 

জাস্ট ওয়াও আপু আপনি অনেক সময় নিয়ে ধৈর্যের সাথে ফোনের গ্যালারি খুঁজে খুঁজে অসাধারণ কিছু প্রকৃতির ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। যা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু এরকম প্রাকৃতিক সৌন্দর্য্যময় কিছু রেনডম ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 26 days ago 

ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 27 days ago 

সব ধরনের সমস্যা কাটিয়ে আশা করছি আবারও আগের মত কাজ করতে পারবেন। যাইহোক বেশ ভালো লাগলো আপনার আজকের ফটোগ্রাফি গুলো দেখে। প্রকৃতির স্নিগ্ধতা কার না ভালো লাগে। আপনার আজকের প্রত্যেকটা ফটোগ্রাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম। দারুন এর ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপু।

 26 days ago 

ধন্যবাদ সুন্দর করে মন্তব্য করার জন্য।

 27 days ago 

বেশ সুন্দর ফটোগ্রাফি করেছেন আপনি। আপনার প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ ফটোগ্রাফি গুলো দেখতে খুবই সুন্দর লাগছে। প্রত্যেকটি ফটোগ্রাফি খুবই অসাধারণ হয়েছে। এত চমৎকার ফটোগ্রাফি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 26 days ago 

ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 27 days ago 

এরকম সুন্দর কোন জায়গায় ঘুরতে গেলে মন ভালো হয়ে যায়। আর এত সুন্দর প্রকৃতি দেখেই মুগ্ধ হয়ে গেলাম আপু। অসাধারণ হয়েছে ফটোগ্রাফি গুলো।

 26 days ago 

ধন্যবাদ আপু অসাধারণ একটি মন্তব্য করার জন্য।

 26 days ago 

আশা করছি খুব দ্রুতই আপনার পারিবারিক সমস্যা কেটে যাবে। বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের কথা বলে শেষ করা যাবে না। অসাধারণ ছিল আপনার ফটোগ্রাফি গুলো আপু। দারুণ করেছেন। কী সুন্দর প্রকৃতি এবং নদীটা তুলে ধরেছেন ফটোগ্রাফির মাধ্যমে।

 26 days ago 

ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 26 days ago 

বাহ্ দারুন তো প্রকৃতির অপরূপ রূপ কে আপনি বেশ সুন্দর করে আপনার ফটোগ্রাফি পোস্টের মাধ্যমে ফুটিয়ে তুলতে পেরেছেন। আমার কাছে আপনার আজকের প্রতিটি ফটোগ্রাফি দারুন লেগেছে। খুব সুন্দর করে আপনি প্রতিটি ফটোগ্রাফির বর্ণনা তুলে ধরেছেন। ধন্যবাদ আপু আপনাকে।

 26 days ago 

ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 26 days ago 

আপনার আজকের তোলা ফটোগ্রাফি গুলো যে দেখবে সেই মুগ্ধ হবে। কারণ সবগুলো ফটোগ্রাফি এত সুন্দর ছিল যে তাকিয়ে থাকার মত ছিল। যেকোনো কিছুর যদি সুন্দর ভাবে ফটোগ্রাফি করা হয় তাহলে দেখতে খুব ভালো লাগে। আমি তো এখন কোন কিছু দেখলে সাথে সাথে ক্যামেরাবন্দি করে ফেলি। কারণ ফটোগ্রাফি করা ছাড়া এখন একেবারেই ভালো লাগেনা। যে কোন কিছু ফটোগ্রাফি না করলে অন্যরকম লাগে এখন। আপনিও কিন্তু দারুণ ফটোগ্রাফি করতে পারেন। প্রশংসা তো করতেই হচ্ছে।

 26 days ago 

ধন্যবাদ ভাইয়া এমন সুন্দর করে মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.26
JST 0.042
BTC 95548.90
ETH 3565.05
SBD 3.52