বয়স নয়, কর্মই সফতলার মূল মন্ত্র-10% Beneficiary To @shy-fox & 5% @ abb-school

in আমার বাংলা ব্লগ10 months ago

আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভালো আছেন। সবাই বেশ ভালো ও সুস্থ থাকেন আমি সবার জন্য এই কামনাই করি। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো ও অনেক সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ কামনা করে আবারও একটি নতুন ব্লগ শুরু করলাম।

people-821624_1280.jpg
source

আসলে মানুষ বাঁচে তার কর্মের মাধ্যমে, বয়সের মধ্যে নয়। আর আমিও এর ভিন্ন কিছু নয়। আমিও একজন মানুষ আর তাই আমিও চেষ্টা করি আপনাদের সবার মাঝে ভালো ভাবে বেঁচে থাকতে। আর এজন্যই আমি সবসময় আমার কর্মের মধ্য দিয়ে আমার বাংলা ব্লগ পরিবারের সবার জন্য কোন না কোন রাইটিং লিখার চেষ্টা করি। জানিনা কতটুকু পারছি বা পারবো। তবে চেষ্টা করে যাব। আর তাই আজ আবারও খুবই সুন্দর একটি বিষয় নিয়ে ব্লগ। নতুন করে আবারও একটি ব্লগ নিয়ে আসলাম আপনাদের সকলেজ জন্য। আমি আশা করি আপনাদের সবার ভালো লাগবে।

আসলে এই পৃথিবিটা অনেক বড়। কিন্তু মানুষের জীবন পৃথিবীর তুলনায় অনেক ছোট। আমরা এই পৃথিবীতে কেউ চিরকাল বেঁচে থাকবো না। কারন প্রতিটি মানুষই জন্ম মৃত্যুর সন্ধিক্ষনে। আর মানুষকে জন্ম নিলে মরতে হবে এটাই হলো চিরসত্য। কিন্তু আজীবন বেঁচে থাকবে আমাদের কাজ। কথায় বলে মানুষ মরে যায় ঠিকি, কিন্তু তার রেখে যাওয়া ভালো কাজগুলো অমরত্ব এই পৃথিবীতে থেকে যায়।

যেমন জীবনে কেউ যদি কোন দিন কোন ভালো কাজ না করে থাকে তবে সে জীবন হলো অর্থহীন, নিষ্ফল। আর সেই নিষ্ফল মানুষটিকে কেউ কখনও মনে রাখে না। আসলে আমার মনে হয় মানুষের পরিচয় হলো তার কাজ বা আচার ব্যাবহারে। আপনি যত বড় পরিবারেই জন্মগ্রহন করেন না কেন, আপনি যদি চারপাশের মানুষের সাথে ভালো আচরন না করেন বা ভালো কোন কাজ করে যেতে না পারেন। তাহলে মৃত্যুর পরে সবাই আপনার খারাপ আচরন গুলোই তুলে ধরবে।

যে যতটুকু ভালো কাজ করে যাবে তার ঠিক ততটুকুই নাম মহিমা হয়ে থাকবে এই পৃথিবীতে। ভালো কাজকে সবাই স্বাদুবাদ জানাবে এটাই সাভাবিক। যে, ভালো কাজ করে যাবে তার ভালো কাজগুলো প্রতিটা মানুষের মুখে চির অমরত্ব হয়ে রয়ে যাবে। মানব সমাজে ধন্য বলে বিবেচিত হবে। আবার যে, মন্দ কাজ করে যাবে তার কথাও প্রতিটা মানুষের মুখে মুখে থেকে যায়। যে যত ভালো কাজ করে যাবে এই পৃথিবীতে,অথবা যার দ্বারা এই মহাবিশ্ব যত উপকারে সাধিত হবে তাকে চির অম্লান করে রাখবে এই পৃথিবী। প্রক্ষান্তরে খারাপ মানুষের কথা কেউ মনে রাখে না। তাদের খারাপ কাজ গুলোও রয়ে যায় মানুষে মুখে মুখে।

যেমন বিখ্যাত কয়েকজন মানুষের কথাই বলি যেমন রবীন্দনাথ ঠাঁকুর কাজী নজরুল ইসলাম, বেগম রোকেয়া, মাদার তেরেঁসা, নেপোলিয়ন মাইকেল মধুসূধন দত্ত সহ আরও অনেকের কথাই বলা যারা নাকি হাজার বছর ধরে তাদের কর্মের মাধামে মানুষের হৃদয়ে অম্লান হয়ে আছেন। নিজেদের এই পৃথিবীতে বাঁচিয়ে রেখেছেন।

তো কেমন লাগলো আপনোদের কাছে আমার আজকের ব্লগটি। আশা করি আপনাদেরও ‍ ভালো লেগেছে । আজ আসি, আগামীতে আবারও আসবো নতুন কোন পোস্ট নিয়ে।

ধন্যবাদ সকলকে

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 10 months ago 

দারুন কিছু কথা ‍নিয়ে আজ দেখি পোস্ট করেছো। খুব মূল্যবান কথা এগুলো। আর এটি সত্য যে মানুৃৃষ তার কর্মেই বাঁচে, বয়সে নয়। যার উদাহরন পৃথিবীতে হাজারটা আছে। তাই আমাদের ও উচিত কাজের মাধ্যমে নিজের জীবনের সফলতা ধরে রাখা।

 10 months ago 

আসলেই বয়স নয় কর্মের মাধ্যমে মানুষ সফলতা পেয়ে থাকে, আপনার এই কথার সাথে একমত। একটা মানুষ যেকোন বয়সেই সফলতা অর্জন করতে পারে, এটা হতে পারে খুব অল্প বয়সে কিংবা বৃদ্ধ বয়সে।

10% Beneficiary To @shy-fox & 5% @ abb-school

এই লাইনগুলো টাইটেলে না লিখলে পোস্টের গুনগত মান ঠিক থাকে। আশাকরি বিষয়টি বোঝাতে পেরেছি। বেনিফিসিয়ারি পোস্টের মধ্যে থাকলেই হলো, সেটা আলাদা করে উল্লেখ করার দরকার নেই।

Posted using SteemPro Mobile

 10 months ago 

কাজের মাধ্যমেই সফলতা পাওয়া যায়। সফলতা অর্জনের জন্য প্রচুর পরিশ্রম করতে হয়। সফলতা অর্জনের জন্য বয়স কখনো বাঁধা হয়ে দাঁড়ায় না। মানুৃৃষ তার কর্মেই বাঁচে থাকে। বেশ সুন্দর বিষয় আমাদের মাঝে উপস্থাপন করেছেন । আপনার পুরো পোস্ট টি পড়ে খুব ভালো লাগলো। এত চমৎকার বিষয় আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 10 months ago 

সফলতার পূর্বশর্ত হচ্ছে পরিশ্রম। একজন মানুষ যদি বুদ্ধি খাঁটিয়ে পরিশ্রম করে তাহলে অবশ্যই সে সফল হতে পারে। আসলে সফলতা পাওয়ার নির্দিষ্ট কোনো বয়স বা সময় নেই। অনেকে খুব তাড়াতাড়ি সফলতা অর্জন করতে পারে, আবার অনেকে লেগে থাকলে দেরিতে হলেও সফলতা অর্জন করতে পারে। তবে এই ছোট্ট জীবনে আমাদের উচিত ভালো ভালো কাজ করা। যাতে করে মৃত্যুর পরেও আমরা কাজের দ্বারা পৃথিবীতে বেঁচে থাকতে পারি।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.031
BTC 60371.26
ETH 2609.98
USDT 1.00
SBD 2.54