এলোমেলো কিছু ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ7 months ago

আসসালামু আলাইকুম

কেমন আছেন সবাই? আশা করি এই প্লাটফর্মের সবাই অনেক ভালো আছেন। আমিও আপনাদের সকলের দোয়ায় আলহামদুলিল্লাহ্ অনেক ভালো আছি। আজ আমি ফটোগ্রাফি পোস্ট নিয়ে আবারও আপনাদের সবার মাঝে এলাম। আসলে এই কমিউনিটিতে যখন থেকে জয়েন করেছি তখন থেকেই বেশী বেশী ফটোগ্রাফির ঝোক যেন আরও বেড়ে গেছে। আর যেখানেই যাই কিছু না কিছু ফটোগ্রাফি না করলে কেন জানি ভালো লাগে না। আর তাইতো কিছুদিন আগে সকাল সকাল রমনা পার্কে যেয়ে বেশ কিছু ফটোগ্রাফি করেছিলাম।

image.png

সত্যি বলতে কি কোথাও ঘুরতে গেলে কেন জানি সুন্দর প্রকৃতি দেখলে আমি আর থেমে থাকতে পারি না। শুধু মন চায় ফটোগ্রাফি করি। আর তাই তো তখনই বেশী বেশী করে ফটোগ্রাফি করে রাখি।এই তো কদিন আগে আপুর সাথে গিয়েছিলাম তাদের হাসপাতালে ডাক্তার দেখাতে। তো যাওয়ার পথে এমন সুন্দর রাস্তা আর প্রকৃতি দেখে আর তর সইলো না। নেমে পড়লাম ফটোগ্রাফি করতে। কারন এমন প্রকৃতি তো আর আমি একা দেখে মজা নেই। আপনাদের সাথে একটু শেয়ার করলেই শান্তি।

image.png

image.png

আমরা যখন আগার গাঁ দিয়ে যাচ্ছিলাম তখন দেখলাম বেশ সুন্দর সবুজ প্রকৃতি। এক বিশাল মাঠ। আমার কাছে কেন জানি গ্রাম গ্রাম মনে হচ্ছিলো। আর মাঠের মাঝে একটি বড় বটগাছ যেন মাঠের আকর্ষন আরও বাড়িয়ে দিয়েছে। তো যাই হোক নেমে গেলাম আর ঘুরে ঘুরে দেখতে লাগলাম সেই প্রকৃতি। সবুজ শ্যামল বাংলার প্রকৃতি আর আকাশ দেখে তো মন ভরে গেল।

image.png

image.png

তারপর সেখানে দেখলাম বেশ কিছু সরকারি প্রতিষ্ঠান। প্রতিটা সরকারি প্রতিষ্ঠানের রাস্তাগুলো বেশ সুন্দর ছিমছাম আর ফুলের বাগান সজ্জিত। তারপর সেখানে গেলাম আর কিছু ফুলের ফটোগ্রাফি করলাম। তবে কি জানেন সব জায়গা গুলোতেই যেন একই রকমের ফুলের বাগান করা। আর আমিও ঘুরে ঘুরে দেখলাম সেই ফুলের বাগান গুলো।

image.png

image.png

তারপর তো দেখলাম বেশ পরিস্কার পরিচ্ছন্ন কিছু রাস্তা। যেখানে দাড়িয়ে তাকিয়ে থাকলে মনে হয় যেন বাহিরের কোন দেশে দাড়িয়ে আছি। কোন জন মানব তেমন নেই সেই রাস্তা গুলোতে। শুধু সুন্দর সুন্দর প্রকৃতি। আর ফুলের বাগান। যত দূর চোখ যায় শুধু নীল আকাশ আর সবুজ প্রকৃতি আর পিচ ঢালা পথ। এসব কিছুই যেন কিছু সময়ের জন্য আমার মন কে নাড়া দিয়ে গিয়েছিল।

image.png

image.png

এই হলো আমার আজকের অসাধারণ ফটোগ্রাফি। আশা করছি আপনাদের সবার কাছে্ আমার আজকের এই ফটোগ্রাফি অনেক ভালো লাগবে। আজ এই পর্যন্তই। আবারও নতুন কোন ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসবো। সেই পর্যন্ত সবাই ভাল থাকুন। আল্লাহ হাফেজ।
ফটোগ্রাফির বিবরন
বিষয়ফটোগ্রাফি
ডিভাইসOPP-A16
ফটোগ্রাফার@mahfuzanila
ভৌগলিক অবস্থানরমনা, ঢাকা

ধন্যবাদ সকলকে

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 7 months ago 

আপনার সবগুলো ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে। বিশেষ করে জনমানব নেই এমন সুন্দর একটি রাস্তা ফটোগ্রাফি আমার কাছে অনেক ভালো লেগেছে। তাছাড়া কিছু ফুলের ফটোগ্রাফি ও গ্রামের মাঠ ও গাছের ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর ফটোগ্রাফি আমাদের মধ্যে শেয়ার করার জন্য।

 7 months ago 

ধন্যবাদ আপু আপু ফটোগ্রাফি দেখে সুন্দর মন্তব্য করার জন্য।

 7 months ago 

সুন্দর একটি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করেছেন আপু। ভালো হয়েছে ফটোগ্রাফি গুলো। বেশ ঝক ঝকে। প্রতিটি ছবিই সুন্দর, তারমধ্যেও প্রথম গাছের ছবিটি ভালো লেগেছে। প্রকৃতি, ফুল রাস্তা ও গাছের এলোমেলো ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 7 months ago 

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 7 months ago 

আপনার এলোমেলো ফটোগ্রাফি গুলো দেখে ভালো লাগলো আপু। সবগুলো ফটোগ্রাফিতেই প্রাকৃতিক সৌন্দর্য ফুটে উঠেছে। অসাধারণ ফটোগ্রাফি করেছেন আপনি। বিশেষ করে বড় গাছ এবং রাস্তার দৃশ্য গুলো আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। ধন্যবাদ আপু দারুন কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 7 months ago 

ধন্যবাদ আপু এমন ‍সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 7 months ago 

বাহ্ দিনে দিনে তো দেখছি আপনার ফটোগ্রাফির হাত বেশ ভালো হচেছ। তাই তো আজও আপনি আমাদের সাথে প্রকৃতির বেশ সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করলেন। আপনি প্রতিটি ফটোগ্রাফি কিন্তু চোখে পড়ার মত। ধন্যবাদ এমন সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 7 months ago 

ধন্যবাদ আপু সব সময় ভালো ভালো মন্তব্য করে উৎসাহিত করার জন্য।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 68195.23
ETH 2703.52
USDT 1.00
SBD 2.78