শিক্ষিত সমাজ আজ অসহায়
কেমন আছেন আমার প্রিয় এপার ওপার বাংলার সকল ভাই ও বোনেরা? আশা করি দেশের এই সংকটের মধ্যে যে যেখানে আছেন ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় মোটামুটি আছি। আসলে দেশের পরিস্থিতি আবারও কিছুটা খারাপ মনে হচেছ। বুঝতে পারছি না কোন দিকে যাচ্ছে দেশটি। আসলে এই দেশে এই সমস্যাগুলোর মধ্যে সবচেয়ে ক্ষতিগস্থ হচ্ছে অসহায় মানুষগুলো। দেশের এই সমস্যায় সবদিকের উপর প্রচন্ড চাপ পড়েছে। আসলে এই পরিস্থিতিতে কেউ ভালো আছে বলে আমার মনে হচ্ছে না। আমরা বাঙালী, স্বাধীন দেশের মানুষ। এই দেশে আগে শান্তি ছিল। দেশের এই পরিস্থিতি দেখবো কখনও আশাসতি করিনি। এই দেশ থেকে সকল শান্তি উঠে গেছে। আসলে স্বাধীন দেশে যদি দূরনীতি ভরা থাকে তাহলে সেই দেশ কতটা ভালো থাকেতে পারে। বলে না ঘরের ইঁদুর যদি বেড়া কাটে সেই বেড়া দিয়েতো সকল আবর্জনা ঢুকে ঘর নোংরা হয়ে যাবে। ঠিক একইভাবে এই দেশেও দূরনীতি আর ক্ষমতার জোড়ে দেশটি নষ্ট হয়ে যাচ্ছে।
এই যে,কিছুদিন আগে দেশে কি ভয়াভহ পরিস্থিতি গেল। কত কচি আর মেধাবী ছেলে মেয়ে মারা গেল। দেশের সবার মুখে একি কথা কে নেবে এ কচি প্রানগুলোর জীবনের দায়? আজ যে মেধাবী ছেলেগুলো বুক পেতে জীবন দিচ্ছে তারা অনেক কষ্ট বুকে নিয়ে শহীদের পথ বেছে নিয়েছে।কারন তারা হয়তো অনেকে গরীব ঘরের সন্তান।আর তাদের উপর নির্ভশীল তাদের পরিবার। হয়তো তারা মেধাবী হয়েও অনেক কষ্ট করেও একটি চাকুরী যোগার করে নিতে পারেনি। আজ এই কোটার প্রশ্ন কেন আসে? আজ এই জন্য কত মেধাবী শিক্ষার্থী অঝরে ঝরে পড়েছে। শুধু কি কোটার দোষ? না, অনেক দূরনীতির কারনেও শিক্ষিত হয়েও মামা চাচা নয়তো মোটা অংকের ঘুষ আর নয়তো কোটার চাপে তাদের মেধাবীর সাটিফিকেটগুলোও হয়তো চাপা পড়ে আছে।
কত শিক্ষীত মেধাবী ছেলেমেয়ে চাকুরী না পেয়ে হতাশা গস্থ হয়ে জীবন পার করছে। দেখা যায় পরিবারের দায়দায়িত্ব নিয়ে তাদের মুখে হাসি ফোটানোর জন্য বেছে নিয়েছে সিএনজি,কেউ বা রিক্সা আবার কেউ ছোটখাটো সেলসের কাজ করছে। যা কিনা তাদের শিক্ষার সাথে যায় না। আবার কেউ বা বেছে নিয়েছে ছিন্তাই এর পথ। বা কেউ ব্যর্থ হয়ে মেধার সার্টিফেকের মূল না পেয়ে হতাশায় চলে গেছে নেশার-এ। এই কি বাংলাদেশ? আর কতকাল চলবে এই দূরনীতি। আবার অনেক সময় দেখা যায় বড় বড় নেতারা বা দাদারা মেধাবী শিক্ষার্থীদের মেধার কাজে লাগিয়ে তাদের বক্তিগত কাজে ব্যবহার করে অন্ধকার জীবনের দিকে ঠেলে দিচ্ছে। এতে করে দেখা যায় সে না পারছে সামনে এগিয়ে আসতে আর না পারছে পেছনে ফিরে যেতে। এর ফলে তাদের জীবন ধ্বংশ হয়ে পড়ছে।
তাহলে পড়া লেখা করে কি লাভ? পড়া লেখাই পৃথিবী থেকে তুলে দেয়া হোক। কি লাভ এত বড় বড় ড্রিগ্রী নিয়ে? কত পরিবার না খেয়ে কষ্ট করে সন্তানদের সমাজে প্রতিষ্ঠিত করার জন্য লেখাপড়া শেখায়। যে সেই সন্তানটি পরিবারের হাল ধরবে। কিন্তু দূরনীতিবাজদের দূরনীতির কারনে দেখা যায় তাদের চাকুরী না হয়ে, হয় অশিক্ষিত মানুষের। কারন তাদের অবৈধ টাকা আছে বা বড় বড় মামা চাচা আছে। অথচ বড় ড্রিগী নিয়ে সিএনজি বা রিক্সা চালাতে কোন লেখা পড়া লাগে না। আর কোটা তুলে দিলেই কি সব সমস্যা সমাধান হয়ে যাবে? এ দেশ থেকে যতদিন দূরনীতি যাবে না ততদিন সমাজ ঠিক হবে না। আগে মানুষদের তাদের চরিত্র বদলাতে হবে তাহলেই তো একটি সুস্থ সমাজ গড়ে তোলা সম্ভব হবে। আর এই জীবন থেকে বেরিয়ে আসার আমাদের কোন পথ নাই। কারন এই জীবন একটি অভ্যাসে পরিনত হয়েছে।
কে করবে এর সমাপ্তি? মূল গোড়াইতো দূরনীতি। দেখা যাবে আপনি বাংলাদেশ ছেড়ে চলে যেতে চাচ্ছেন কিন্তু দেশের শেষ সিমানায় গিয়ে আটকে গেলেন। আর এ হলো দেশের শেষ সিমানা পর্যন্ত দূরনীতি।মানুষ যতই নীতি কথা বলুক কাজের ক্ষেত্রে দেখা যায় সেই আসল দূরনীতিবাজ। বলে না দিন শেষে রাত আসবেই। সেইভাবে এক দূরনীতি সরালে হাজার দূরনীতির জন্ম হবে। পরিশেষে আর কি বলবো কিছুই করার নেই। তাই আমি মনে করি কোটার পাশারপাশি দেশকে শান্তি করতে হলে আগে দেশের গোড়া শক্ত করতে হবে। আর নয়তো এক সমস্যা দূর করলেও আরও হাজারও সমস্যা মাথা নাড়া দিয়ে জেগে উঠবে।
এই ভয়াবহ পরিস্থিতির কারণে সবাই আতঙ্কের মধ্যে আছে। আসলে কোথায় যে সেই শিক্ষিত সমাজের মূল্যায়ন করা হবে সেটাই ভেবে পাচ্ছি না। আপনি নিজের অভিজ্ঞতা থেকে অনেক গুরুত্বপূর্ণ কথাগুলো উপস্থাপন করেছেন আপু।
হ্যাঁ আপু এই শিক্ষিত সমাজ কবে উন্নত হবে। ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য
tweeter
আপু এটা সত্যি বলেছেন মানুষ যতই নীতি কথা বলুক না কেন দেখা যায় গোড়ায় দুর্নীতি রয়েছে। বর্তমানে অতিরিক্ত দুর্নীতির প্রভাবে শিক্ষিত সমাজ অসহায় হয়ে গেছে। এমনকি এই শিক্ষিত সমাজও দুর্নীতি করতে শিখে গেছে। অনেক সুন্দর একটি জেনারেল রাইটিং পোস্ট আমাদের সাথে বিস্তারিতভাবে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ আপু।
আমার পোস্টি পড়ে এত সুন্দর করে মতামত পোষণ করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
আপু আপনার আজকের পোস্ট পড়ে যতটা মুগ্ধ হয়েছি, আবার তেমন কর কষ্ট ও পেয়েছি। আপনিবেশ সুন্দর করে শিক্ষিত সমাজের কথা তুলে ধরেছেন। আপনার শেয়ার করা প্রতিটি কথাই সত্য। এমন সুন্দর করে নিজের অনুভুতিগুলো শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
আপনাকেও অনেক ধন্যবাদ আপু সবসময় অনুপ্রানিত করার জন্য।
অনেক সুন্দর সুন্দর কিছু কথা বলেছেন আপু। আপনার লেখা পোস্ট পড়ে ভীষণ ভালো লাগলো। মনে হচ্ছে বর্তমান সময়ে মেধাবী ছাত্রদের কোন মূল্যই নেই। তাদের মূল্য আছে অনেক কিন্তু আমরাই দিতে পারছি না। আপনার মত আমিও একমত আগে দেশকে শক্ত করতে হবে তাহলে আস্তে আস্তে আমরা সব সমস্যার সমাধান করতে পারব।
সত্যি আপু আমরাই মূল্য দিতে পারছি না। এইভাবে অনুপ্রানিতমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ আপু।
আজ আপনি খুব সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনার লেখা পোস্টটি পড়ে অনেক ভালো লাগলো। আপনি আজ অনেক সুন্দর করে শিক্ষিত সমাজের কথা তুলে ধরেছেন বর্তমান সময়ে মেধাবী ছাত্র-ছাত্রীদের কোন মূল্য নেই সেটাই বোঝা যাচ্ছে। আজ আপনি নিজের অভিজ্ঞতা থেকে অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা আমাদের মাঝে শেয়ার করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপু।
ঠিক বলেছেন আপু বর্তমানে মেধাবী ছাত্র-ছাত্রীদের কোন মূ্ল্য নেই। এইভাবে প্রশংসিত মতামতের জন্য অনেক ধন্যবাদ আপু।
আপনাকে স্বাগতম জানাচ্ছি আপু। ভালো থাকবেন সুস্থ থাকবেন।