যেখানে সেখানে কথা না লাগিয়ে গাছ লাগান
আসসালামু আলাইকুম
আসসালামু আলাইকুম
কেমন আছেন আমার বাংলা ব্লগ পরিবারের এপার ওপার বাংলার সকল সহযাত্রী ভাই ও বোনেরা? আশা করি যে যেখানে আছেন ভালো ও নিরাপদে আছেন। আমি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ্ ভালো আছি। তবে আমি ভালো থাকলে কি হবে? ভালো নেই আমার দেশের অনেক জেলার মানুষ। আজ কয়েকদিন হয়ে গেল আমাদের বাংলাদেশে বন্যা এক ভয়াবহতার রূপ নিয়েছে। আর তার প্রভাব পরেছে আমাদের দেশের অনেক জেলার মানুষের ও গ্রামের উপর। আর এই মানুষগুলো এই অবস্থায় অনেক দূর্বিসহ জীবন পার করে যাচেছ। তাই তাদের জন্য খুব চিন্তা হচ্ছে। তাদের জন্য কিছু না করতে পারাটা নিজের কাছে অনেক অপরাধী লাগছে। তারপরও তাদের জন্য দোয়া করে যদি নিজেকে একটু অপরাধ মুক্ত করতে পারি। জানিনা ক্ষমা পাবো কিনা। তাই আসুন আমরা সবাই দেশের জন্য ও দেশের সবার জন্য দোয়া করি যেন এই দেশের সবাই ভালো থাকে।
বন্ধুরা যদিও মনটি ভালো নেই কারন চারিদিকের যেই অবস্থা দেখে অনেক চিন্তা হয়। আগামী দিনগুলো কেমন যাবে। আগামী কেন কাল সকালে সূর্য দেখতে পারবো কিনা তাও জানিনা। তার মাঝেও আমি আমার আরও একটি পোস্ট নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। আজ আমি একটি জেনারেল পোস্ট নিয়ে আসছি। আজ আমার জেনারেল পোস্টি হলো যেখানে সেখানে কথা না লাগিয়ে গাছ লাগান। আসলে গাছ যেমন আমাদের জরুরী তেমনি পরিবেশ ও মানুষের জীবনও আমাদের সবার জন্য অনেক জরুরী। তাহলে চলুন আজ আমার পোস্টি দেখে আসি।
Canva দিয়ে তৈরি
আসলে আমাদের এই দেশ একদম গাছ শুন্য হয়ে পরেছে যার কারনে দেশের পরিবেশের অনেক ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে। আবার অন্যদিকে বাড়ছে আমাদের চারপাশে কথা চালার মানুষ। যার বিরুপ প্রভাব ফেলছে আমাদের চারপাশের পরিবেশ সমাজ ও পরিবারগুলোতে । আমাদের চারপাশে এমনও অনেক মানুষ আছে যারা পরিবার সমাজ ও পরিবেশ নষ্ট করে ফেলছে। কিন্তু তারা বুঝতে পারছে না যে এটি একটি মারাত্বক রোগ। আর এই রোগের পরিস্থিতিতে আমরা সবাই পড়ছি। আর এই সব মানুষদের কারনে ধ্বংস হয়ে যাচ্ছে পরিবেশ ও মানুষের জীবন। এই একটি ব্যাপার নিয়ে কিছুদিন আগে আমাদের এলাকায় বড় একটি দূর্ঘটনা ঘটে গেছে। এই অভ্যাস গুলো অনেক খারাপ। মানুষের খেয়ে দেয়ে তো আর কোন কাজ নেই। একজনের কাছে যায় আর তার কথা নিয়ে আরেক জনের কাছে লাগায় । তাই এই ধরনের মানুষগুলো থেকে অনেকটা সাবধানে থাকতে হবে। আর মানুষ বুঝে কথা বলতে হবে।
কিন্তু মানুষ চিনবো কি করে সবাইকে তো এক রকম লাগে। এর আড়ালে খারাপ মানুষ থাকে তা বুঝবো কি করে? আমরা যেহেতু মানুষ আর তাই মানুষ হিসাবে আমরা পৃথিবীতে সমাজ পরিবেশ ও পরিবার নিয়ে বসবাস করি। কিন্তু এর মাঝে অনেক ভালো ও মন্দ মানুষ বসবাস করে। তা দেখে বোঝার উপায় নেই যে কে ভালো আর কে মন্দ। কাকে বিশ্বাস করবো আর কাকে বিশ্বাস করবো না। সবাই যেন ভদ্রতার মুখোশ পড়ে সমাজে ঘোরাফেরা করছে।আর এর মাঝে এক শ্রেনীর মানুষ আছে যারা একজনের কথা আরেক জনের কাছে গিয়ে লাগিয়ে দেয়। এটা হচ্ছে সেই সকল মানুষদের একটা অভ্যাস। আর এই কথা চালার কারনে দেখা যায় অনেক সময় অনেক মানুষের সাথে সম্পর্ক নষ্ট হয়ে যায়। কারো সংসার ভেঙ্গে যায়। কারো পরিবারে অশান্তি সৃষ্টি হয়। আর এই সব মানুষগুলোকে নিয়ে সমাজে চলাফেরা করা অনেক মুসকিল।
তবে আমি মনে করি এগুলো খুব খারাপ অভ্যাস। কারন একজনের কথা আরেক জনের কাছে লাগানো খুব খারাপ।এতে করে ঐ ব্যাক্তির আশেপাশের সবার কাছে ওয়েট কমে যায়। তার জন্য পরিবেশ নষ্ট হয়ে যায় ও পরিবেশের ভারসাম্যতা নষ্ট হয়। আর সেই মানুষটি আস্তে আস্তে সমাজ পরিবার পরিবেশ ও বন্ধুবান্ধব সবার চোখে খারাপ হয়ে যায়। আর তার এই অভ্যাসের কারনে ধীরে ধীরে প্রত্যেকের কাছে সম্মান হারিয়ে ফেলে। তাই আমি মনে করি একজনের কথা আরেক জনের কাছে না লাগিয়ে এই সময়টুকু একটি ভালো কাজে লাগান। বেশী বেশী গাছ লাগান। এতে করে আপনার হাত থেকে দেশ পরিবার পরিবেশ ও সমাজ বাচঁবে। আর তার পাশাপাশি দেশেরও অনেক উপকার হবে। তার পাশাপাশি আপনিও অনেক উপকৃত হবেন। সবার সাথে আপনার একটি সুসম্পর্ক ও সম্মান থাকবে। আর গাছ থেকে আপনি প্রচুর অক্সিজেন পাবেন। আর অনেক বিপদ থেকে এই গাছ আপনাকে রক্ষা করবে।
আজ তাহলে আমার ব্লগটি এখানেই শেষ করছি। সবার ভালো ও সুস্থতা কামনা করছি। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন।
পরিচিতি
আমি মাহফুজা আক্তার নীলা । আমার ইউজার নাম @mahfuzanila। আমি একজন বাংলাদেশী ইউজার। আমি স্টিমিট প্লাটফর্মে যোগদান করি ২০২২ সালের মার্চ মাসে। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে যোগদান করে আমি অনেক বিষয় শিখেছি। আগামীতে আরও ভালো কিছু শেখার ইচ্ছে আছে। আমি পছন্দ করি ভ্রমন করতে, ছবি আঁকতে, বিভিন্ন ধরনের মজার মাজার গল্পের বই পড়তে, ফটোগ্রাফি করতে, ডাই প্রজেক্ট বানাতে ও আর্ট করতে। এছাড়াও আমি বেশী পছন্দ করি মজার রেসিপি করতে। মন খারাপ থাকলে গান শুনি। তবে সব কিছুর পাশাপাশি আমি ঘুমাতে কিন্তু একটু বেশীই পছন্দ করি।
"❤️❤️ধন্যবাদ সকলকে❤️❤️
আমি তোমার পরিচিতি খুবই ভালো লগা। নীলা, তুমি একজন অন্যতম সুন্দর ও প্রিয় ব্লগার হিসেবে আছে।
আশা করি, আমরা এই Steemit platform-তে চলতে থাকবো ও তুমি আমার সঙ্গে ভালো ভালো জিনিস শেয়ার করবে। ❤️
এখন, তোমার পাঠকদের দিচ্ছি আমার উইটনেসের ভোট প্রয়োগ করা। https://steemitwallet.com/~witnesses, এ লিঙ্কে যাচ্ছি আর ভোট দিচ্ছি xpilar.witness-কে।
চারিদিকের অবস্থার কথা চিন্তা করে কারোর মন ভালো নেই আপু। সত্যি আপু আপনার পোস্টের টাইটেলটা যেমন চমৎকার ছিল তেমনি ছিল লেখাগুলো। টাইটেলটা পড়েই তো মুগ্ধ হয়েছি। দারুন লিখেছেন আপনি।
যাক ধন্য হলাম আপু। আমার পোস্টের টাইটেল পড়ে আপনি মুগ্ধ হয়েছেন জেনে। ধন্যবাদ আপু আপনাকে।
মানুষকে আইডিয়াটা বেশ দারুন দিয়েছেন। মানুষের যখন কাজকর্ম থাকে না তখন একে অন্যের কথা লাগিয়ে ঝামেলা সৃষ্টি করে বেড়ায়। অবশ্য এই সমস্ত কাজ থেকে বিরত রেখে নিজেকে ব্যস্ত রাখার প্রয়োজন। আর সেক্ষেত্রে গাছ লাগানোটা উত্তম পন্থা, বর্তমান সময়োপযোগী একটা বিষয়। আর সেক্ষেত্রে আপনার এই ভাই কিন্তু প্রত্যেক বছর কম বেশি গাছ লাগিয়েই থাকে ইনশাল্লাহ এবারও অনেক লাগানো হবে। এদিকে অলরেডি বেশ কয়েকটা লাগিয়ে ফেলেছি।
বাহ্ ভাইয়া আপনার কথাগুলে পড়ে কিন্তু আমি সত্যি মুগ্ধ হলাম। ধন্যবাদ ভাইয়া আপনার মন্তবেল জন্য।
অনেক সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আসলে মানুষ চেনা বড় কঠিন। মানুষ তার মুখোশ পরে বেড়ায় কিন্তু অন্তরালে ভালো-মন্দ বিষয় থেকে থাকে যেগুলো আমাদের বোঝা কঠিন। তবে মানুষ যদি খারাপ চিন্তা দূরে রেখে ভালো কাজ করে তাহলে কতই না সুন্দর হয় পরিবেশটা।
খুব সুন্দর একটি মন্তব্য করেছেন আপু। ধন্যবাদ আপনাকে।
আপু দারুন একটি পোস্ট ছিল কিন্তু আজ আপনার।আমরা মানুষ আসলেই গাছ না লাগিয়ে যেন কথা বেশি লাগিয়ে বেড়ায়।টাইটেল টি দেখে যা ভালো লাগলো না কি বলব আর পোস্টটি বেশ অর্থবহুল ছিল,ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।
হ্যাঁ আপু আমিও বলি কথা লাগালে পরিবেশ নষ্ট হয়। আর গাছ লাগালে পরিবেশ সুন্দর হয়। সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ
একদম ঠিক বলেছেন আপু যেখানে সেখানে কথা না লাগিয়ে গাছ লাগালে বেশি উপকার হবে। কেননা আজ আমরা অনেকে আছি যেখানে কথা বলার কোন প্রয়োজন নেই সেখানে অযথা কথা বলে সময় নষ্ট করি। আর এই সময়টুকু নষ্ট না করে যদি এরকম নির্দিষ্ট স্থানে কোথাও গাছ লাগানো হয় তাহলে পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে। সেই সাথে দিনশেষে আমরা সেখান থেকে উপকৃত হব। পোস্টটি দারুন ছিল ।অসংখ্য ধন্যবাদ শেয়ার করার জন্য।
একদম ঠিক বলেছেন কথা লাগিয়ে সময় নষ্ট না করে গাছ লাগালে ভালো হয়। সুন্দর মতামতের জন্য ধন্যবাদ ভাইয়া।
আজকে আপনি খুব সুন্দর একটি মূল্যবান পোস্ট করেছেন। আসলে বর্তমান সময়ে কিছু মানুষ আছে অযথা এখানের কথা ওখানে লাগায়। এই মারাত্মক কথার কারণে আমরা সবাই কোন না কোন ভাবে বিপদে পড়ি কিছু লোকের কারণে। আর তা না করে যদি আমরা গাছ লাগাই তাহলে আমাদের পরিবেশের জন্য ভালো হবে। তবে এটি ঠিক এখন বাংলাদেশে অনেক গাছ শূন্য হয়ে পড়েছে। চমৎকার একটি পোস্ট করার জন্য ধন্যবাদ আপনাকে।
হ্যাঁ ভাইয়া কথা না লাগিয়ে গাছ লাগালে আমাদের সবার উপকার হবে। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া।
tweeter
একদম ঠিকঠাক একটি পোস্ট। আমারও তাই মনে হয়। আমরা যে হারে কথা চালাচালি করি সে হারে যদি গাছ লাগাতে পারতাম তাহলে কিন্তু আমাদের পরিবেশ তার ভারসাম্য হারাতো না। বেশ সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন আপু্ । ধন্যবাদ এমন সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
ঠিক বলেছেন আপু। গাছ লাগালে পরিবেশ ও বেঁচে যেত। ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য।