পৃথিবীতে কেউ কারও নয়

in আমার বাংলা ব্লগ25 days ago

আসসালামু আলাইকুম

কেমন আছেন আমার প্রিয় সহযাত্রী ভাই বোনেরা? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আপনাদের সবার দোয়ায় আলহামদুলিল্লাহ্ ভালো আছি। তবে মনমানসিকতা ভালো নেই। আর মনমানসিকতা যদি ভালো না থাকে তাহলে শরীর মন অচল হয়ে পড়ে। তারপরেও আপনাদের সবার মাঝে আমার আরও একটি পোস্ট নিয়ে হাজির হলাম। আজ আমি একটি জেনারেল রাইটিং নিয়ে আপনাদের সবার মাঝে হাজির হয়েছি।আশা করি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। তাহলে চলুন আজ আমার জেনারেল রাইটিংটি দেখে আসি যে কি বিষয় নিয়ে লেখলাম।

বন্ধুরা যদিও মনটি ভালো নেই কারন বেশ কিছুদিন যাবৎ আমাদের এবং আপু দের পরিবারের মধ্য দিয়ে বয়ে যাচেছ ঝড়। বিভিন্ন পারিবারিক কাজে আমরা বেশ ব্যস্ত হয়ে পড়েছি। একদিকে আপুর ব্যস্ততা, অন্যদিকে আমাদের। সত্যি বলতে পৃথিবীটাই এমন। তার মাঝেও আমি আমার আরও একটি পোস্ট নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। আজ আমি একটি জেনারেল পোস্ট নিয়ে আসছি। আজ আমার জেনারেল পোস্টি হলো পৃথিবীতে কেউ কারও নয়। তাহলে চলুন আজ আমার পোস্টি দেখে আসি।

boy-1822614_1280.jpg

source

আমরা মানুষ। সৃষ্টির সেরা জীব। আমাদের চোখ কান নাক সবই আছে। আছে বুঝার জন্য বিবেক আর বুদ্ধি। সেই সেগুলোকে কাজে লাগিয়ে আমরা পৃথিবীতে চলে যাচ্ছি দিনের পর দিন। কিন্তু আমরা কি পৃথিবীতে আমাদের সঠিক অবদান রাখতে পারছি? আমার মনে হয় আমরা সেটা পারছি না। কারন আমরা মুখে যতই মানুষ দাবী করি না কেন। প্রয়োজনের মূহূর্তে আমাদের রূপটি আর মানুষের মত থাকে না। আমরা ভুলে যাই কে আপন কে পর। স্বার্থের জন্য আমরা আপনজন কে দূরে ঠেলে দিতে পিছ পা হই না। তবুও এসব নিয়েই আমাদের চলতে হয়।আর আমরা চলেও যাচ্ছি।


জীবনে বিপদের সময়ে প্রিয় মানুষ গুলো কে আর কাছে পাওয়া যায় না। পাওয়া যায় না কারও সাহায্য আর সহযোগিতা। সবাই যেন কেমন পিছ পা হয়ে যায়। যে মানুষটির উপর ভরসা করে আমরা কাটিয়ে দেই জীবনের অধিক সময়, সেই মানুষটিই যদি বিপদের সময় পাশে না দাড়াঁয়, যদি নিজের সুখ আর সংসার নিয়ে ব্যস্ত জীবন পার করে তাহলে তাকে কি আর কাছের মানুষ ভাবা যায়? আমার মনের হয় আমার মত করে আপনারাও একমত হবেন যে এমন মানুষ গুলোর থেকে নিজেকে গু্টিয়ে নেওয়া প্রয়োজন।


যার ‍উপর বা যাদের উপর ভরসা করে জীবনটা কে পরিচালিত করি সেই যদি আমাদের মনের কষ্ট না বুঝে, সেই যদি তার জীবন আর ব্যস্ততা নিয়ে আমাদের কে সাহায্য না করে তাহলে কি করে আমরা তাকে বিশ্বাস করবো বলেন তো। আসলে আমাদের চারপাশে এমন অনেক মানুষই আমরা দেখতে পাই যাদের উপর ভরসা করেও আমাদের কোন লাভ নেই। বরং সেই আমাদের কে ভুল পথে এগিয়ে নিয়ে যায়। আর কোন এক সময় তাকে আর ধরা যায় না। তাই তো বলি পৃথিবীতে কেউ কারও নয়। নিজের বুঝ সব সময় নিজেকেই বুঝতে হয়।


আমাদের চারপাশে এমন অনেক মানুষ আছে যাদের কে আমরা দেখি শুধু সুখের সময় এগিয়ে আসে। কিন্তু দুঃখের দিনে আমাদের কে তারা পাত্তাই দিতে চায় না। আমরা যদি একবেলা না ও খেয়ে থাকি তাহলে তারা কোন খবর নেয় না। নিজের বুঝে সব সময় তারা পাগল থাকে। আবার অনেক মানুষ আছে যারা শুধু নিজের ভালোটাই বেশী বুঝে। আবার অনেক মানুষ আছে যারা কেবল নিজেদের প্রয়োজনে আমাদের কে ব্যবহার করে। সত্যি বলতে এখন আর পৃথিবীতে কেউ কারও নয়। সবাই যার যার নিজের প্রয়োজনে অন্য কে কাছে টানে।

আশা করি আমার আজকের পোস্টটিও আপনাদের বেশ ভালো লেগেছে। আজ আর নয়। আল্লাহ্ হাফেজ। ভালো থাকবেন সবাই।

পরিচিতি

আমি মাহফুজা আক্তার নীলা । আমার ইউজার নাম @mahfuzanila। আমি একজন বাংলাদেশী ইউজার। আমি স্টিমিট প্লাটফর্মে যোগদান করি ২০২২ সালের মার্চ মাসে। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে যোগদান করে আমি অরেনেক বিষয় শিখেছি। আগামীতে আরও ভালো কিছু শেখার ইচ্ছে আছে। আমি পছন্দ করি ভ্রমন করতে, ছবি আঁকতে, বিভিন্ন ধরনের মজার মাজার গল্পের বই পড়তে, ফটোগ্রাফি করতে, ডাই প্রজেক্ট বানাতে ও আর্ট করতে। এছাড়াও আমি বেশী পছন্দ করি মজার রেসিপি করতে। মন খারাপ থাকলে গান শুনি। তবে সব কিছুর পাশাপাশি আমি ঘুমাতে কিন্তু একটু বেশীই পছন্দ করি।

❤️❤️ধন্যবাদ সকলকে❤️❤️

image.png

Sort:  
 25 days ago 

আসলেই বর্তমানে কেউ কারো নয়। এখনকার বেশিরভাগ মানুষ প্রচন্ড স্বার্থপর। তারা নিজেদের স্বার্থ হাসিল করার জন্য একেবারে নিচে নামতে পারে। তাছাড়া তারা হচ্ছে শুধুমাত্র সুসময়ের বন্ধু। যাইহোক আপনাদের ব্যস্ততা তাড়াতাড়ি কমে যাক সেই কামনা করছি। পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 22 days ago 

জি ভাইয়া দোয়া করবেন আমাদের জন্য। ধন্যবাদ আপনার সু্ন্দর মন্তব্যের জন্য।

 25 days ago 

খুব সুন্দর একটা বিষয় নিয়ে আলোচনা করেছেন আপনি। আসলে বিপদে পড়লে কাউকে কাছে পাওয়া যায় না। আর যদিও পাওয়া যায় খুব কম সংখ্যক মানুষ। কারন আমরা জানি বিপদের বন্ধু বড় বন্ধু। আর এই বড় বন্ধু বিরল। কিন্তু সুখের সময় বন্ধুর অহ থাকেনা। সুন্দর একটা বিষয় নিয়ে আলোচনা করেছেন দেখে ভালো লেগেছে আমার।

 22 days ago 

কিন্তু এখন তো আর বিপদের বন্ধু নেই। ধন্যবাদ আপু সুন্দর করে মন্তব্য করে পাশে থাকার জন্য।

 25 days ago 

অনেক সুন্দর একটা পোস্ট আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আসলে দুনিয়াটা স্বার্থপরের স্থান। যতক্ষণ আপনার কাছ থেকে একজন স্বার্থ পাবে ততক্ষণ সে আপনার আপন থাকবে। যখনই আপনার কাছ থেকে স্বার্থ ফুরিয়ে যাবে তখন সে আপনার থেকে বিদায় হয়ে যাবে। আর এই সমস্ত মানুষগুলো বিপদে পড়লে চেনা যায়।

 22 days ago 

না ভাইয়া, দুনিয়া স্বার্থপর না। স্বার্থপর এখানকার মানুষ। ধন্যবাদ সুন্দর করে মন্তব্য করার জন্য।

 24 days ago 

আপু আপনি খুব সুন্দর একটি পোস্ট লিখে শেয়ার করেছেন। আসলে আপু আপনি ঠিকই বলেছেন এই পৃথিবীতে কেউ কারো নয়। পৃথিবীতে অনেক মানুষ আছে যারা সুখের সময় পাশে থাকে। কিন্তু অসময়ে এলেই সেই মানুষদের চেনা যায়। তাছাড়া আজ মানুষ এতটাই অর্থ লোভী হয়েছে যে কারণে মানুষ মানুষের ভালোবাসা ভুলে গিয়েছে। মানুষ মানুষকে আজ শুধু সম্মানের কাছেই চিনে থাকে। পোস্টটি ছিল ধন্যবাদ শেয়ার করার জন্য।

 22 days ago 

জি ভাইয়া এই পৃথিবীতে কেউ কারও নয়। ধন্যবাদ ভাইয়া সুন্দর করে মন্তব্য করে পাশে থাকার জন্য।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.030
BTC 68492.14
ETH 2699.27
USDT 1.00
SBD 2.72