পাপকে ঘৃণা কর পাপীকে নয়

in আমার বাংলা ব্লগlast month

আসসালামু আলাইকুম

কেমন আছেন আমার প্রিয় পরিবারের সকল ভাই-বোনেরা ? আশা করছি এই গরমে সবাই ভালো থাকলেও বেচেঁ আছেন। আমিও আলহামদুল্লিলাহ্ ভালো আছি। এই প্রচন্ড গরমে শান্তি পাচ্ছি না । তারপরও বলবো আলহামদুল্লিলাহ্ ভালো আছি। আসলে পৃথিবীটা যেন দিন দিন কেমন হয়ে যাচেছ। কেউ ভালো থাকলেও যেন ভালো নেই। সুখে থাকলেও যেন মনে শান্তি নেই। পৃথিবীযত উন্নত হচ্ছে, ততই যেন মানুষগুলোর মধ্যে আরও সমস্যা আর অশান্তি বেড়ে যাচ্ছে। চারিদিকে যেন হাহাকার পড়েছে। আর এই সকল কিছু হচ্ছে দুনিয়াতে পাপের পরিমান দিন দিন বেড়ে চলেছে বলেই । আগের দিনে কিন্তু মানুষগুলো সহজ সরল ছিল। এত প্যাচগোছ ছিল না। আর এই সময়ের মানুষগুলো যেন কেমন হয়ে গেছে। ‍দিন দিন মানুষগুলো কঠিন হয়ে যাচ্ছে। পাপের সংখ্যা যেন দিন দিন বেড়ে চলেছে।

@mahfuzanila.png

Canva দিয়ে তৈরি

হ্যাঁ বন্ধুরা আজ আমি আপনাদের মাঝে হাজির হলাম আমার আজকের আরও নতুন একটি ব্লগ নিয়ে। আর আজকের ব্লগের বিষয় হলো জেনারেল রাইটিং পোস্ট নিয়ে। আজ আমি পাপকে ঘৃণা কর পাপিকে নয় এই বিষয়ের উপর কিছু লেখালেখি করে আপনাদের মাঝে উপস্থাপন ও শেয়ার করবো। এই বিষয়ের উপর আমার মনে যা আসবে আমি তাই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো। জানিনা আপনাদের কেমন লাগবে। তবে আমি আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আসলে পৃথিবীটা অনেক বড়। আর এই পৃথিবীর মানুষগুলোর সংখ্যাও দিন দিন বৃদ্ধি পেয়ে চলেছে। যার কারনে বেড়ে চলেছে অনেক অভাব অনটন, চাহিদা, বিলাসিতা, আকাঙ্খা। আর এই কারনে মানুষগুলোও যেন কঠিন হয়ে যাচ্ছে।

আসলে কথায় আছে পাপকে ঘৃণা কর পাপীকে নয়। আমি মনে করি প্রতিটি মানুষ জন্ম থেকে নিষ্পাপ হয়ে এই পৃথিবীতে আসে। জন্মের আগে কেউ পাপ কি পূর্ন কি বুঝে না। কিন্তু সেই মানুষটি যখন আস্তে আস্তে এই পরিবেশে বড় হয় সমাজের ও পরিবারের পারিপার্শ্বিকতার সকল অন্যায় গুলো দেখতে দেখতে এক সময় বড় হয়ে ওঠে। তখন দেখা যায় সেই মানুষটি বিভিন্ন পাপ ও অন্যায় কাজে লিপ্ত হয়ে পরে। দেখা যায় অনেক সন্তান শিক্ষার অভাব, অনটন অশান্তির কারনেও বিভিন্ন পাপ কাজ করতে বাধ্য হয়। সেক্ষেত্রে দেখা যায় পরিবারের মানুষগুলো তাকে ভালো পথে না ফিরিয়ে তার পাপটাকে ঘৃণা করে তাকে দূরে সরিয়ে দেয়। যার ফলে দেখা যায় সেই সন্তানটি ভালো হওয়ার পরিবর্তে আরও খারাপ ও পাপ কাজে নিজেকে জড়িয়ে ফেলে।

আবার আমাদের সমাজে এমনও অনেক মানুষ আছে যারা পরিবারেও শান্তি পায় না আবার সমাজেও আমাষের অবহেলার স্বীকার হয়। আর এমন তুচ্ছ তাচ্ছিল আর অসম্মানের কারনে তারাও বিভিন্ন পাপ কাজ করতে বাধ্য হয়। এই সমাজের মানুষগুলো শুধু মানুষকে নিয়ে সমালোচনা অবহেলা আর দূরে ঠেলে দিতে পারে। কিন্তু কখনও কারো ভালো কিছু করার চিন্তা ভাবনা করে না। দেখা যায় অনেক প্রতিভাবান মানুষগুলো একটু ভালোবাসা ও আদর যত্ন ও একটু সার্পোটের অভাবে তাদের জীবন ধ্বংস হয়ে যায়। কেউ যদি কোন অন্যায় করে তাহলে আমরা তাকে একটু একটু ভালো করার চিন্তা না করে তার সাথে দুটো ভালো কথা না বলে তার সাথে খারাপ ব্যবহার করি। সেই মানুষটি কেন করলো এই কাজ তার কোন কথা না শুনে তাকে অল্প অন্যায়তেই মারধর করি বা পুলিশের কাছে দিয়ে দেই।

তাই বলবো আসুন আমরা পাপগুলো ঘৃণা করি, মানুষগুলোকে নয়। মানুষ খারাপ না, খারাপ হচ্ছে পাপ। আর আমরা ভুল করে পাপের সাথে সাথে মানুষগুলোকে খারাপ ভেবে তাদের আরও অন্যায় করতে বাধ্য করি। যাই হোক পরিশেষে বলবো আমরা যদি পাপগুলোকে ঘৃণা করে মানুষগুলোকে দূরে না ঠেলে ভালোবেসে একটু কাছে টেনে নেই তাহলে এই সমাজ থেকে আরও অনেক পাপ কমে যাবে। অনেক অন্যায়ও কমে যাবে। আর তার সাথে বেচেঁ যাবে অনেক মানুষের ভবিষৎ।

পরিচিতি

আমি মাহফুজা আক্তার নীলা আমার ইউজার নাম @mahfuzanila আমমি পছন্দ করি ঘোরাঘুরি ও ভ্রমন করতে ছবি আঁকতে, বিভিন্ন ধরনের মজার মাজার গল্পের বই পড়তে, ফটোগ্রাফি করতে, ডাই প্রজেক্ট বানাতে ও আর্ট করতে আমি দারুণ পছন্দ করি। আর বেশী পছন্দ করি মজার রেসিপি করতে,মন খারাপ থাকলে গান শুনতে ও আর নতুন নতুন অনেক কিছু শিখতে পছন্দ করি। আরও পছন্দ করি বেশী ঘুমাতে।

❤️ধন্যবাদ সকলকে❤️

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 last month 

আপু আপনি আজকে আমাদের মাঝে খুবই সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন। সত্যি কথা বলতে আপু আপনার পোস্ট পড়ে খুবই ভালো লাগলো। আপনি একদম ঠিক বলেছেন আপু পাপকে ঘৃণা করো পাপীকে নয়। আমাদের সমাজে বিভিন্ন রকমের মানুষের বসবাস। এই সমাজে সবার মন-মানসিকতা এক নয়। যে কারণে আজরা অনেক পাপী হয়ে গেছে। কিন্তু এই সমাজে যারা পাপ কাজ করছে আমরা জদি খুব সুন্দর করে তাদের বুঝিয়ে বলি তারা অবশ্যই পাপ থেকে বেরিয়ে আসবে। কিন্তু আমরা তা না করে ঠিক উল্টোটা করি। তাই আমাদের উচিত পাপকে ঘৃণা করা মানুষকে নয়। পোস্টটি দারুন ছিল অসংখ্য ধন্যবাদ শেয়ার করার জন্য।

 last month 

ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মতামতের জন্য।

 last month 

আসলে আপু আমি আপনার কথার সাথে একমত এই যে এই বিশাল পৃথিবীতে প্রতিনিয়ত নতুন ,নতুন মানুষ জন্ম হচ্ছে আর মানুষ যখন জন্ম তখন সে নিষ্পাপ থাকে। কিন্তু বিভিন্ন কর্মকান্ডে জড়িয়ে অনেক ধরনের পাপ করে ফেলে এজন্য আমাদের সব সময় পাপকে ঘৃণা করতে হবে পাপীকে নয় কারণ একজন পাপী চাইলে সবকিছু ছিন্ন করে আবার নিষ্পাপ হতে পারে।

 last month 

ধন্যবাদ সুন্দর মতামত প্রদান করে উৎসাহিত করার জন্য।

 last month 

অনেক সুন্দর একটি টপিকস নিয়ে চমৎকার লিখেছেন আপনি। আপনার লেখাগুলো পড়ে আমার অনেক ভালো লেগেছে। আসলে আমাদের সকলের উচিত হবে পাপী ব্যক্তির সাথে সবসময় ভালো ব্যবহার করা এবং তাকে পাপের পথ থেকে সুপথে ফিরিয়ে আনার আপ্রাণ চেষ্টা করা।

 last month 

ধন্যবাদ ভাইয়া সুন্দর করে মতামত প্রদান করার জন্য।

 last month 

আসলে জন্মের আগে মানুষ পাপ মুক্ত থাকে। কিন্তু জন্মের পরে বিভিন্ন কারণে জড়িয়ে পড়ে বিভিন্ন ধরনের পাপ কাজের সাথে। তবে কিছু কিছু মানুষ জেনে বুঝেও পাপ করে আবার কিছু কিছু মানুষ না বুঝে পাপ করে। যারা জেনে বুঝে করে তারা তো এমনিতেই অন্যায় করছে। তবে যারা না জেনে না বুঝে এই পাপের দিকে লিপ্ত হয়েছে তাদেরকে বোঝানো উচিত এই পাপগুলো সম্পর্কে। কারণ সবাই ছোট থেকে বড় হয়। যখন তারা ছোট থেকে বেড়ে ওঠে তখন তাদেরকে বোঝানো উচিত কোনগুলো পাপ কাজ আর কোন গুলো ভালো কাজ। তাদেরকে বোঝানো উচিত কোনো গুলোর মধ্যে না যাওয়া উচিত। আর এটা তাদেরকে এমনভাবে বোঝানো উচিত যেন তারা খুব সুন্দর মতই বুঝতে পারে। আরে হ্যাঁ অবশ্যই পাপীকে নয় পাপীর ওই পাপ কাজগুলোকে ঘৃণা করা উচিত।

 last month 

ধন্যবাদ ভাইয়া এমন সুন্দর করে মতামত প্রদান করে পাশে থাকার জন্য।

 last month 

বাহ্ দারুন। চমৎকার। এমন সুন্দর একটি পোস্ট দেখে আমি তো মু্গ্ধ হয়ে গেলাম। আজকাল তো আমরা পাপের চেয়ে পাপীকেই বেশী ঘৃণা করি। আর এমন করে পাপী কে ঘৃণা যে একজন মানুষের মধ্যে কত পরিবর্তন আনে সেটাই বুঝতে চায় না কেউ। বোধদয় হউক আমাদের মানসিকতার।

 last month 

ধন্যবাদ আপু সুন্দর মতামত প্রদান করে পাশে থাকার জন্য।

 last month 

খুব সুন্দর বলেছেন আপু। আসলেই সবার উচিত পাপ কে ঘৃনা করা পাপিকে নয়।কেউ যদি পাপকে ঘৃনা করে তাহলে পাপ কাজে লিপ্ত হবে না আর যদি পাপকে ঘৃনা না করে তাহলে পাপ কাজে মানুষ লিপ্ত হবে।তাই পাপিকে নয় পাপকে ঘৃনা করা জরুরি।যদি কেউ কোন খারাপ কাজে লিপ্ত হয় তার সাথে মিশে তাকে ভালো উপদেশ দেয়া উচিত তা না করে যদি না মিশি তাহলে আরো খারাপ কাজে লিপ্ত হবে।ধন্যবাদ সুন্দর কথা গুলো ভাগ করে নেয়ার জন্য।

 last month 

ধন্যবাদ দিদি আপনার এমন সুন্দর মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 64689.90
ETH 3450.92
USDT 1.00
SBD 2.50