প্রকৃতি ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না

in আমার বাংলা ব্লগ4 months ago

আসসালামু আলাইকুম

কেমন আছেন আমার সকল ভাই-বোনেরা? চারিদেকে যেই গরম পরেছে তাতে করে প্রতি ঘরে ঘরে মানুষ অসুস্থ হয়ে পড়ছে। মহান আল্লাহ যেন এই পরিস্থিতিতে সবাইকে ভালো ও সুস্থ রাখে। মহান রাব্বুল আলামিনের কাছে এই দোয়াই করি। আপনারা সবাই আমার জন্য একটু বেশী করে দোয়া করবেনয আমিতো আবার বেশী অসুস্থ থাকি।মনে করবেন আপনারা সবাই আমাকে একটু বোনাস দিচ্ছেন হিহিহি। আচ্ছা বেশী কথা বলে ফেললাম। ধরেন হঠাৎ যদি মের যাই তাহলেতো আর কথাও বলতে পারবো না। আপনাদের সাথে একটু দুষ্টমিও করতে পারবো না ।এবার চলুন যাই আজ আমি আপনাদের জন্য কি পোস্ট নিয়ে এলাম।

heat-7355046_1280.jpg

source

প্রকৃতি ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না

চারদিকে চলছে তীব্র গরম। আর গরমে আজ জন জীবন অতিষ্ঠ। ঘর থেকে শুরু করে বাহিরেও ছড়িয়ে পড়েছে এই গরমের তীব্রতা। গরমের তীব্রতার কাছে আত্মসর্মন করে স্কুলও বন্ধ ঘোষণা করা হয়েছে। এই দিকে আরবার সারাদেশে হিট এলার্ট জারী করা হয়েছে। মানুষজন কে প্রয়োজন ছাড়া বাড়ীর বাহিরে যেতে বারন করা হচেছ। আর গরমের তীব্রতার হাত থেকে রেহাই পেতে সামাজিক মিডিয়া গুলোতে তুলে ধরা হচেছ হাজারও লাইফ স্টাইল টপিক্স।

তবে এই গরমে কিন্তু সবচেয়ে ক্ষতিগ্রস্থ হচেছ খেটে খাওয়া মানুষগুলো। তারা না পারছে ঘরে বন্ধী হয়ে থাকতে আর না পারছে জীবিকা নির্বাহ করতে। চারদিকে কেমন যেন হাহাকার পড়ে গেছে। শুনছি হাসপাতালেও নাকি রোগীর ভিড় বাড়ছে। মানুষ এখন না পাড়তে বাড়ির বাহিরে যায়। খুব বেশী প্রয়োজন না হলে এমন প্রচন্ড গরমে কেউ যেন বাড়ীরের বাহিরে যেতে চায় না। আর এদিকে তো দিনের পর দিন তাপমাত্রা বেড়েই চলছে। আর যে কতদিন এই তাপমাত্রা বৃদ্ধি পাবে কে জানে?

সত্যি কিন্তু, প্রকৃতি ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। সময় মত প্রকৃতি তার পাওনা সুদে আসলে ঠিকই অসুল করে নেয়। আমরা যে হারে গাছপালা আর বন জঙ্গল কেটে সাভার করে দিয়েছি। যে হারে সবুজ অরন্য কে নিজেদের সুখ স্বাচ্ছন্দের কথা মনে করে ধ্বংস করেছি । তাতে তো প্রকৃতির ভারসাম্য নষ্ট হওয়ারই কথা। আমরা সবুজ অরণ্য কে ধ্বংস করে বড় বড় এপার্টমেন্ট তৈরি করতে ঝুকেঁ পড়েছি। তাতে কি প্রকৃতির এতটুকু কষ্ট হয়না। অবশ্যই প্রকৃতি বেশ কষ্ট পায়।

আর তাইতো প্রকৃতি আজ তার শত রাগ গুলো কে আমাদের উপর প্রতিশোধ হিসাবে ঝেড়ে দিচেছ। হয়তো কখনও বন্যায়, নয়তো গরমের তীব্রতায়। আর না হয় ঝড় বৃষ্টি আর দুযোর্গ দিয়ে। তাই আসুন্আমরা সবাই মিলে প্রকৃতির রাগ ভাঙ্গাই। বেশী বেশী করে গাছ লাগাই। আর প্রকৃতির অভিশাপ হতে নিজেদর কে রক্ষা করি।

পরিশেষে আর কি লিখবো এই অনুভূতি লিখে শেষ করা যাবে না। আশা করবো আমার আজকের পোস্ট পড়ে আপনাদের সবার কাছে বেশ ভালো লাগবে। আর সবাই যার যার জায়গা হতে প্রকৃতির রাগ ভাঙ্গানোর চেষ্টা করবো। ধন্যবাদ জানিয়ে শেষ করছি ভালো থাকবেন সবাই

পরিচিতি

আমি মাহফুজা আক্তার নীলা আমার ইউজার নাম @mahfuzanila আমমি পছন্দ করি ঘোরাঘুরি ও ভ্রমন ছবি আঁকা, বিভি ন্ন ধরনের মজার মাজার গল্পের বই পড়তে, ফটোগ্রাফি করতে, ডাই প্রজেক্ট বানাতে ও আর্ট করতে দারুণ পছন্দ করি। আর বেশী পছন্দ করি মজার রেসিপি করতে,মন খারাপ থাকলে গান শুনতে ও গান গাইতে ঘুরতে যেতে আর সবচেয়ে বেশী ঘুমাতে।

❤️ধন্যবাদ সকলকে।❤️

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 months ago 

অতি উত্তম একটি কথা বলেছেন আপু প্রকৃতি ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আর এটাই হল চরম বাস্তবতা। আপনি নিজেকে যেভাবে করবেন ভবিষ্যতে সেভাবেই পাবেন। মানুষ তার নিজের স্বার্থের জন্য দিন দিন প্রকৃতি বনভূমি গুলো ধ্বংস করে ফেলেছে। আর ধ্বংস করার কারণে আমরা আজকে বিপদের সম্মুখীন। প্রতিদিনের যে তাপ পড়ছে এর জন্য আমরা নিজেই দায়ী। আপনি খুব চমৎকার লিখেছেন লেখাগুলো পড়ে ভালো লেগেছে ধন্যবাদ শেয়ার করার জন্য।

 3 months ago 

ধন্যবাদ ভাইয়া সুন্দর করে মন্তব্য করে পাশে থাকার জন্য।

 3 months ago 

ইদানিং আসলেই প্রচন্ড গরম পড়েছে। আর এই গরমে সব থেকে বেশি কষ্ট পাচ্ছে খেটে খাওয়া মানুষ গুলো। তবে এটা ঠিক যে, আমরা প্রকৃতির উপর যে পরিমাণ অত্যাচার করি, সেক্ষেত্রে এরকম গরম পড়া কিংবা বন্যা হওয়াটাই স্বাভাবিক। তবে আমরা যদি একটু সচেতন হই এবং আবার নতুন করে গাছ লাগানো শুরু করি, তাহলে হয়তো প্রকৃতি আমাদের উপর থেকে তার এই রাগ তুলে নেবে। ভালো লাগলো আপু, আপনার এই পোস্ট টি পড়ে।

 3 months ago 

নিজের মনের অনুভুতি গুলো কে মন্তব্যের মাধ্যমে প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ দাদা।

Coin Marketplace

STEEM 0.14
TRX 0.12
JST 0.026
BTC 54691.22
ETH 2323.26
USDT 1.00
SBD 2.12