তারাভরা আকাশের মাঝে পাহারের ঝর্ণার সৌন্দর্য

in আমার বাংলা ব্লগ3 months ago

আসসালামু আলাইকুম

হ্যালো! বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন।আমি আজ দুদিন ধরে কিছুটা অসুস্থ। পায়ে একটি ফোড়া হয়েছে। আর এই ফোড়াতে যে এত ব্যাথা সেইটা এই প্রথম দেখলাম। কারন আমার কখনও এই ধরনের ফোড়া হয়নি। হয়েছে আজ ৪-৫ দিন। তখন মনে করেছি সেরে যাবে। কিন্তু আজ দুদিন ধরে প্রচন্ড ব্যাথায় সহ্য করা যাচ্ছে না। গতকাল রাতে ডাক্তার দেখিয়েছি। আল্লাহ্ ভরসা। আজ ভাবছি কি পোস্ট দিব। এই ব্যাথা নিয়ে কিছুই করতে পারছিলাম না। শুধু শুয়ে শুয়ে কমেন্ট করছিলাম। আর মোবাইলে খুঁজছিলাম কিছু যদি পাই। দেখলাম কয়েকমাস আগে বসে বসে একটি পেইনটিং করেছিলাম। কেন যেন পেইন্টিংটি মনে ধরেনি। তাই ভালো করে মন দিয়ে ছবিও তুলিনি। আর এখানে পোস্ট দিব তাও ভাবিনি তাই পোস্ট করিনি। তখন ছবিগুলো মোবাইলে যে রয়েগেছে খেয়াল করিনি। আজ এই মূহূর্তে ভাবলাম যে এইটা পোস্ট করে দেই। আসলে অনেকদিন ধরে কোন পেইনটিং করা হয় না। বসে চেষ্টা করলেই কিন্তু পারা যায়। কিন্তু বসতেই কেন যেন ইচ্ছে করে না। ভাবছি মাঝে মাঝে পেইন্টিং করবো। পেইনটিং করতে আমার ভালো লাগে যদিও তেমন পারি না। তারপরও চেষ্টা করলে সব হয়।

IMG_20240731_125419.jpg

IMG_20240731_125201.jpg

আর এই ভাবনা থেকেই শুয়ে শুয়ে ছবিগুলো এডিট করে নিলাম। আর ভাবলাম আসলে কোন জিনিসকে অবহেলা করতে নেই। কখন কোন জিনিসটা কোন কাজে যে লেগে যায় আমরা কেউ বলতে পারি না। এই যে আজ যেটাকে আমি অবজ্ঞা করেছি সেইটাই আজ আমি আপন করে কাছে টেনে নিচ্ছি। হ্যাঁ আমার প্রিয় আমার বাংলা ব্লগের কমিউনিটির সকল কে আমার অন্তরের ভালোবাসা জানিয়ে চলে এলাম আমার আরও একটি পোস্ট নিয়ে। আজ আমি একটি তারাভরা উজ্বল আকাশের নিচে পাহারের মাঝে ঝর্ণার সৌন্দর্য্ একটি পেইন্টিং নিয়ে। আমার এই পেইন্টিং আপনাদের ভালো লাগলে আমি ধন্য হবো। তাহলে চলুন দেখে আসি পেইনিটিংটি আমি কিভাবে করলাম।

প্রয়োজনীয় উপকরণ সমূহ

IMG_20240731_174255.jpg

 সাদা কাগজ
 ফেব্রিক্স রং
 কালার মোম রং
 মাস্কিং টেপ

প্রস্তুত প্রণালী

ধাপ-১

1.jpg

প্রথমে একটি সাদা কাগজ নিয়ে চারিকিনারে টেপ লাগিয়ে নিলাম।

ধাপ-২

IMG_20240731_120918.jpg

এবার পেইজটির মধ্যে লাইট ও ডীপ ব্লু কালার মোম দিয়ে আকাশের অংশ এঁকেঁ নিলাম।

ধাপ-৩

4.jpg

এবার কালো কালার রংটা দিয়ে ঝর্নার জন্য দাগ টেনে আর ঝর্নার মাঝে একটু সৌন্দর্য্যে
জন্য কালো রং দিয়ে নিলাম।

ধাপ-৪

4.jpg

এবার আবার পাহাড়ের উপরের অংশ আঁকাবাঁকা করে কালো মোম রং দিয়ে একেঁ নিলাম।

ধাপ-৬

IMG_20240731_122344.jpg

এবার আকাশের রংগুলো হাতের আঙ্গুল দিয়ে মিশিয়ে নিলাম আর পাহাড়ের দুসাইট এ কালো মোম পেন্সিল দিয়ে একেঁ নিলাম।

ধাপ-৭

IMG_20240731_122633.jpg

এবার ঝর্না আর পাহাড়টিকে একটু সুন্দর করে ফিনিশিং দিয়ে নিলাম এবং সাদা রং দিয়ে আকাশে একটি সূর্য একেঁ নিলাম।

শেষ-ধাপ

IMG_20240731_122824.jpg

এবার আবারও সাদা রং দিয়ে আকাশে তারা নিয়ে পেইন্টিংটাকে আরও একটু ফিনিশিং দিয়ে শেষ করে দিলাম।

উপস্থাপন

IMG_20240731_125021.jpg

IMG_20240731_124018.jpg

এবার টেপ তুলে আমার আজকের পেইন্টিং এর উপস্থাপনা সমাপ্তি করলাম। জানিনা কেমন হয়েছে আমার আজকের পেইন্টিং। আজ পেইন্টিংটি কেমন হলো আপনাদের জানার অপেক্ষায় থেকে আপনাদের সবার সুস্থতা কামনা করে আমার আজকের ব্লগটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন।

পরিচিতি

আমি মাহফুজা আক্তার নীলা । আমার ইউজার নাম @mahfuzanila। আমি একজন বাংলাদেশী ইউজার। আমি স্টিমিট প্লাটফর্মে যোগদান করি ২০২২ সালের মার্চ মাসে। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে যোগদান করে আমি অনেক বিষয় শিখেছি। আগামীতে আরও ভালো কিছু শেখার ইচ্ছে আছে। আমি পছন্দ করি ভ্রমন করতে, ছবি আঁকতে, বিভিন্ন ধরনের মজার মাজার গল্পের বই পড়তে, ফটোগ্রাফি করতে, ডাই প্রজেক্ট বানাতে ও আর্ট করতে। এছাড়াও আমি বেশী পছন্দ করি মজার রেসিপি করতে। মন খারাপ থাকলে গান শুননি। তবে সব কিছুর পাশাপাশি আমি ঘুমাতে কিন্তু একটু বেশীই পছন্দ করি।

❤️ধন্যবাদ সকলকে❤️

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 months ago 
 3 months ago 

আকাশের চাঁদ তারা দেখা যাচ্ছে তার নিচে ঝর্ণা প্রবাহিত হচ্ছে দারুন হয়েছে আপু আপনার দৃশ্যটি। আর্ট তৈরির প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। তবে এটা জানতে পারলাম যে এই পোস্টটি আপনি অনেকদিন আগে তৈরি করেছিলেন। এখন তৈরি করলে কিন্তু আরও বেশি সুন্দর কিছু তৈরি করতে পারতেন। ধন্যবাদ আপু।

 3 months ago (edited)

হ্যাঁ অনেকদিন আগে করেছিলাম আপনাদের সবার ভালো লেগেছে দেখে অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপু।

 3 months ago 

তারা ভরা আকাশের মাঝে পাহাড়ের ঝরনার সৌন্দর্য দেখে সত্যি আমি মুগ্ধ। প্রথমে সাদা কাগজ এর ওপর চারি কিনারায় টেপ লাগিয়ে নিয়ে লাইট ও ডিপ ব্লু কালারের মোম দিয়ে আকাশের অংশ এঁকে নেওয়াটা আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে। প্রতিটা ধাপ খুব সুন্দর ভাবে ব্যাখ্যা করেছেন অনেক ভালো লাগলো এমন সুন্দর একটি পেইন্টিং দেখে।

 3 months ago 

আমার পেইনটিং নিয়ে সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।

 3 months ago 

অয়েল প্যাস্টেল দিয়ে পাহাড়ের উপর ঝর্ণার যে ছবিটি এঁকেছেন তা ভীষণ সুন্দর হয়েছে। রংয়ের প্রয়োগ একেবারে পারফেক্ট। যদিও আমি চিত্রকলায় পারদর্শী নই, তবু আপনাদের হাত থেকে এত সুন্দর রং তুলির কাজ দেখে মন বড় ভালো হয়ে যায়। আকাশে তারা এবং ঝরনার কম্বিনেশন খুব সুন্দর ভাবে উপস্থাপিত হয়েছে।। মনে হচ্ছে একবার অন্তত এই তারা ভরা আকাশের নিচে ঝরনার সামনে গিয়ে দাঁড়াই।

 3 months ago 

আমার পেইনটিং ভালো লেগেছে বলে এত সুন্দর করে প্রশংসিত মন্তব্য করে পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.16
JST 0.028
BTC 68616.15
ETH 2450.08
USDT 1.00
SBD 2.43