দ্রব্য মূল্যের করুন দশা-10% Beneficiary To @shy-fox & 5% @ abb-school

in আমার বাংলা ব্লগ11 months ago

আসসালামু আলাইকুম

সবাই ভালো আছেন তো? আশা করি বেশ ভালো আছেন। তবে ভালো আর থাকবেন কি করে বলেন চারদিকের যে অবস্থা। কোথাও যেন কোন শান্তি নেই। নেই কোন আনন্দ। কারন মানুষ দিনে দিনে অসহায় হয়ে পড়েছে। যে হারে জিনিস পত্রের দাম বাড়ছে। কিন্তু সে অনুযায়ী তো আর মানুষের ইনকাম বাড়ছে না। তাই মানুষ এখন দূর্বিসহ জীবন যাপন করছে। আর এজন্যই আজ আমি দ্রব্যমূল্য নিয়ে কিছু কথা বলার জন্য এসেছি। আশা করি আমার আজকের লেখাগুলো ভালো লাগবে আপনাদের কাছে।

shopping-879498_1280.jpg

ছবি সোর্স

বাজারে জিনিস পত্রের দাম শুনলে মাথা ঘুরে যায়। এইতো প্রতিদিন বাসায় প্রতিদিনই শুনি জিনিস পত্রের দাম নিয়ে কথা। আলুর মত জিনিসের দাম নাকি কেজি প্রতি ৫০ টাকা হয়ে গেছে। শুনে তো আমার নিজেরই মাথা ঘুরে গেল। যে আলুর দাম ছিল ১০-১৫ টাকা, তার দাম এখন ৫০টাকা। আর তো রইল পড়ে অন্য সবজির কথা। কোন সবজিই এখন আর ৫০ টাকার নীচে নেই। কি করে মানুষ এখন চলবে। কি খাবে? এগুলো ভাবলেই যেন মাথা গরম হয়ে যায়। আবার তেলের নাম না হয় নাই বললাম।

এদিকে এত দামের জিনিস কিনতে যেয়ে তো মধ্যবিত্ত পরিবার গুলো হিমসিম খেয়ে যাচ্ছে। তারপর তো আছে নিম্নবিত্ত মানুষের কথা। ভাবতে পারেন তাদের কি অবস্থা। কি করে চলে তাদের? আর আমাদের দেশে তো একবার জিনিস এর দাম বাড়লে আর কমার নাম নেয় না। অবশ্য এ অবস্থার জন্য আমরা নিজেরাই দায়ী। কারন দাম যতই বাড়ুক না কেন আমাদের কিনতে হবেই হবে। আমাদের এ সমস্ত কিছু থেকে বেড় হয়ে যেতে হবে।

আমরা যদি বাড়তি দামের জিনিস গুলো না কিনি। আমারা যদি আমাদের প্রতিদিনের খাদ্য তালিকা হতে দামী জিনিস ‍গুলো বাদ দিতে পারি তাহলে অবশ্যই বাজারের এই অবস্থা এক সময় ঠিক হয়ে যাবে। কমে যাবে জিনিসপত্রের দাম। মানুষ গুলো তাদের পছন্দের জিনিস গুলো খুব সহজেই কিনতে পারবে। আর মুক্তি পাবে দূর্বি সহ জীবন থেকে।

এরপর আসলো ডিমের দাম। এত দাম কিভাবে যে বাড়লো ডিমের । যে ডিম আগে খুব সহজেই কেনা যেত ত্রিশ টাকা হালিতে। এখন সে ডিম কিনতে হয় ৫০ টাকা হালিতে। একটি ডিমের দাম পড়ে ১২টাকার উপরে। ভাবা যায় সেই কথা। কি যে অবস্থা। গরীব মানুষের পক্ষে তো আর ডিম কিনে খাওয়া সম্ভব নয়। আর রইল মাছ মাংসের কথা। আমার তো মনে হয় গরীব মানুষ কেন মধ্যবিত্ত মানুষও এখন এসব খাবারের কথা চিন্তা করার কথা ছেড়ে দিয়েছে।

তাই মনে মনে চিন্তা করি যে কি হবে আমাদের ভবিষৎ।আগামীতে কি আসবে আমাদের জীবনে। আর কবেই বা কমবে এসব জিনিস পত্রের দাম। আমরা কবে আবার সেই আগের মত করে মন ভরে আমাদের প্রিয় খাবার গুলো খেতে পারবো।

কেমন লাগলো আপনাদের কাছে? আশা করি জানাবেন।

ধন্যবাদ সকলকে

Posted using SteemPro Mobile

Sort:  
 11 months ago 

বেশ দারুন একটি পোস্ট শেয়ার করেছেন দেখছি। সত্যি বলতে এ অবস্থা যদি এখন থামানো না যায় তাহলে কিন্তু সামনে আরও ভয়ানক অবস্থা হবে। গরীব মানুষ গুলোর জন্য আমারও বেশ মায়া লাগে। ধন্যবাদ সুন্দর একটি পোস্ট করার জন্য।

 11 months ago 

সেটাই ভাবী গো আপু। ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 11 months ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে সময় উপযোগী একটি পোস্ট লিখে শেয়ার করেছেন। আসলে আমাদের দেশে দ্রব্যমূল্যের দাম প্রতিনিয়ত বেড়েই চলছে। আপনি একদম ঠিক বলেছেন আগে যেই ডিম আমরা ৩০ টাকা হালি ক্রয় করতাম এখন সেই ডিম ৫০ টাকা হলে ক্রয় করতে হয়। সব থেকে মধ্য পরিবারের মানুষদের কাছে এইসব অনেক কষ্টকর হয়ে পড়েছে। ধন্যবাদ আপু এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 11 months ago 

সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59596.75
ETH 2659.83
USDT 1.00
SBD 2.45