গেস্ট পোস্ট কি?

গেস্ট পোস্ট হল অন্য কারো ওয়েব সাইটে বা ব্লগে নিজের লেখা পাবলিশ করা বা অন্য কারো ওয়েবসাইটে লেখা।

মনে করেন www.asiatimes.com কে আপনি মেইল করলেন যে আপনি তাদের ওয়েব সাইটের আর্টিকেল লিখবেন।
তারা আপনার পারফর্মেন্স জানতে চাবে।

আপনি তাদের সকল কন্ডিশন ফিলাপ করলে আপনার আর্টিকেল তারা তাদের ওয়েব সাইটে পাবলিশ করবে।

এভাবে আসলে গেস্ট পোস্টিংটা হয়ে থাকে।

আপনি যখন তাদেরকে আর্টিকেলটা পাঠাবেন।সেখানে আপনার ওয়েব সাইটের লিংক টা দিয়ে দিতে পারবেন।
এতে করে আপনি ভালমানের গেস্ট পোস্টিং ব্যাকলিংক পেয়ে যেতে পারেন।

গেস্ট পোস্ট ব্যাকলিংক কেন নিবেনঃ
আমরা সাধারণত যে ব্যাকলিংক গুলো করে থাকি যেমন ফোরাম পোস্টিং, আর্টিকেল সাবমিশন,কোয়েসশন এবং আনসার সাবমিশন,ডিরেকটরি সাবমিশন।

এসকল ব্যাকলিংক গুলো থেকে অনেক গুণ কার্যকরি হয়ে থাকে এসকল ব্যাকলিংক।

এসব কয়েক হাজার সাধারণ ব্যাকলিংক এর চেয়েও অনেক বেশি কার্যকর।

তাই বলা হয়ে থাকে, গেস্ট পোস্ট ব্যাকলিংক ছাড়া ওয়েবসাইট র্যাংক করা অকল্পনিও।

Sort:  
Loading...

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 58664.80
ETH 2569.75
USDT 1.00
SBD 2.42