গ্রামীণ জীবনে মানসিক প্রশান্তি পাওয়া যায় ভাইয়া, সেই প্রশান্তি কখনো শহুরে জীবনে পাওয়া যায় না। আর তাইতো আপনি অনেকটা সময় গ্রামের নৈসর্গিক প্রাকৃতিক পরিবেশের সাথে নিজেকে জড়িয়ে বড্ড মায়ায় পড়ে গেছেন। হয়তো এজন্যই শহরে চলে আসতে আপনার কষ্ট হয়েছে। গ্রামের নিরিবিলি ও প্রশান্তি আপনার মেজাজকে ফুরফুরে করবে এটাই স্বাভাবিক। অন্যদিকে আবার যান্ত্রিক শহরের অস্থিরতা আপনার মেজাজকে বিগ্রে দেবে এটাও স্বাভাবিক। তাই আপনার চিন্তাভাবনাকে আমি সাধুবাদ জানাচ্ছি ভাইয়া।
দেখি ভাই, সবকিছু ঠিকঠাক থাকলে, খুব শীঘ্রই গ্রামে একবারে শিফট হয়ে যাব।