RE: প্রেমের বিয়ে সবসময় সুখের নাও হতে পারে 💔 || দ্বিতীয় এবং শেষ পর্ব
আপু, যদিও বা আপনার এই গল্পের প্রথম পর্বটি আমার পড়া হয়নি, তবে শেষ পর্বটি পড়ে শামীম ও মিষ্টির প্রেম করে বিয়ে, অতঃপর সংসার ভেঙে যাওয়ার পরিণতি বেশ ভালই বুঝতে পারলাম। আপনি ঠিক বলেছেন আপু, প্রেমের বিয়ে যে সবসময় ভালো হয় তা কিন্তু নয়। আমার চোখে দেখা এমন অনেক প্রেমের বিয়ে দেখেছি, যেখানে সুখের চেয়ে অশান্তি বিরাজ করে বেশি। তবে মিষ্টি কিন্তু খুবই খারাপ কাজ করেছে, স্বামীর অবর্তমানের সুযোগ পেয়ে সে পরকীয়ায় লিপ্ত হয়েছে। একদিকে শামীম যেমন সংসারে সুখের জন্য কঠোর পরিশ্রমে ব্যস্ত ছিলেন, আর অন্যদিকে সেই সময়ে মিষ্টি অন্য কারোর সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন। এমনটি আসলে হওয়া উচিত ছিল না। শামীম ও মিষ্টির ভালোবাসা আর ভালবাসা রইল না। ভালোবাসা কথাটি খুবই অর্থবহ এবং মধুর সম্পর্ক, আর এ সম্পর্কের মান অনেকেই জানেনা আপু। আর এজন্যই হয়তো শামীম ও মিষ্টির ডিভোর্স হয়ে গেছে, আর সেই ডিভোর্সের বলিদান হতে হয়েছে তাদের সন্তানকে।
ভালোবাসা কথাটি ছোট হলেও এর গভীরতা অনেক। আসলেই এর মর্যাদা সবাই রাখতে পারে না। আপনার সুন্দর একটি মন্তব্য পেয়ে খুবই ভালো লাগলো ভাইয়া। ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।