You are viewing a single comment's thread from:
RE: রেসিপি - চাল কুমড়া দিয়ে দেশি মুরগির মাংসের ঝোল।
আপু চালকুমড়া দিয়ে দেশি মুরগির মাংসের ঝোল রেসিপি আমার খুবই প্রিয় একটি রেসিপি। তবে চাল কুমড়াটা কচি হলে খেতে খুবই স্বাদ লাগে। আমার বাসাতেও মাঝে মাঝে চাল কুমড়া দিয়ে দেশি মুরগির মাংসের ঝোল রেসিপি তৈরি করা হয়, যার কারণে বেশ বুঝতে পারছি এই রেসিপিটি খেতে কতটা মজার হয়েছিল। এছাড়াও আপনার রেসিপির কালার দেখে খুবই লোভনীয় লাগছে। আপু আপনার রন্ধন প্রণালীও জাস্ট অসাধারণ হয়েছে। অনেক অনেক ধন্যবাদ আপু, খুব সুস্বাদু ও মজার এই রেসিপিটি শেয়ার করার জন্য।
আমার তো অনেক ভালো লাগে ভাইয়া চাল কুমড়া কিংবা লাউ দিয়ে মুরগির মাংস রান্না করে খেতে। তবে ভাতের চাইতে রুটি কিংবা পরোটা দিয়ে খেতে আরো অনেক ভালো লাগে।