আপু গাজরের হালুয়া, গাজরের লাড্ডু, গাজরের পানতোয়া খেয়েছি, তবে কখনো গাজরের পুডিং খাওয়া হয়নি। একদিন আমার বড় বোন গাজরের পুডিং তৈরি করেছিল তবে দুর্ভাগ্যজনক সেদিন আমি বাসায় ছিলাম না। যার কারণে আর খাওয়া হয়নি। আজ আপনার তৈরি গাজরের পুডিং দেখে, বড় বোনের গাজরের পুডিং এর কথা মনে পড়ে গেল। যাইহোক আপু, আপনার তৈরি গাজরে পুডিং দেখে মনে হচ্ছে, ঠান্ডা ঠান্ডা এই পুডিং খেতে খুবই স্বাদ পাওয়া যাবে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে মজার এই রেসিপিটি শেয়ার করার জন্য।
আমিও এবারই গাজরের পুডিং প্রথম বানিয়েছিলাম। আপনার বোনের বাসায় যেহেতু খাওয়া হয়নি তাহলে আপনি রেসিপি ফলো করে বাসায় বানিয়ে খেতে পারেন। ধন্যবাদ আপনাকে।