ভাইয়া, আপনার টাইটেলটা পড়ে আমি তো ভেবেই নিয়েছিলাম আজ বুঝি আপনি গান গাইবেন। কিন্তু আপনার পোস্ট পড়তে গিয়ে আমার ধারণা একেবারেই পাল্টে গেল। তবে কিন্তু গান শুনতে পেলে মন্দ হতো না। যাই হোক ভাইয়া, গরমের তীব্রতা সকলকেই যেন মানসিক বিপর্যায়ে ফেলে দিচ্ছে। আমরা অনেকেই প্রচন্ড গরমে শুধু হাহুতাশ করে দিন কাটাচ্ছি। তবে ভাইয়া এটা ঠিক ঢাকা শহর খুব ঘন জনবসতি হওয়ার কারণে, প্রাকৃতিক বাতাসও যেন গরমের বাতাস হয়ে গেছে। যা গায়ে লাগলেও শান্তি পাওয়া যায় না। আর এই অসহ্য গরমে ভার্সিটির এক্সাম, আবার লোডশেডিং সব মিলিয়ে পরান জ্বলে যাওয়ারই কথা। আপনার সুন্দর উপস্থাপনার জন্য অনেক অনেক ধন্যবাদ।
আমি তো গান গাইতে পারিনা, আর সাহসও করা হয়না কখনও।