ভাইয়া, লিচু কিনতে গিয়ে লিচু বিক্রেতার সাথে আমারও তর্ক বিতর্কের সৃষ্টি হয়ে যায় লিচু গণনা নিয়ে। মানুষকে প্রতারণা করার কতই না কলা কৌশল আছে।ভোক্তা অধিদপ্তরের লোকেরা কিছু বিক্রেতাদের এ সকল কারসাজি হাতেনাতে ধরেছেন, এটা খুব ভালো কাজ করেছেন। এতে করে জনসাধারণ অনেকটাই সচেতন হয়ে যাবে। লিচু বিক্রেতারদের কারসাজি নিয়ে আপনার অনুভূতিটুকু প্রকাশ করার জন্য অনেক অনেক ধন্যবাদ।