You are viewing a single comment's thread from:

RE: ফটোগ্রাফি- সাতটি রেনডম ফটোগ্রাফি নিয়ে একটি অ্যালবাম।।

স্টিমিটে আসার পর থেকে দেখছি যে অনেক মেম্বারগন এমন এমন জায়গার ফটো শেয়ার করে যা কখনো দেখা সম্ভব নয়।

ভাই একদম ঠিক কথা বলেছেন, আমার বাংলা ব্লগ কমিউনিটিতে কাজ করার সুবাদে এমন এমন ফটোগ্রাফি দেখি যা অন্য কোথাও দেখা সম্ভব নয়। যদিওবা দেখা যায় তার নির্ভরশীলতা খুবই কম। আর আমরা তো এখানে সকলেই সবকিছুই নিজে তৈরি করে থাকি। আর হ্যাঁ ভাই আপনার ইতিহাস গড়া নিয়ে আমিতো কিছুটা ভ্যাবাচ্যাকায় পড়ে গিয়েছি। মনে মনে চিন্তা করছি, এই ইতিহাস গড়া নিয়ে আমাদের ভাবি ঠিক কতটা কথা শুনিয়েছে আপনাকে। রুটির মানচিত্র বেশ ভালই এঁকেছেন। আপনার প্রতিটি ফটোগ্রাফি দুর্দান্ত হয়েছে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

Sort:  
 2 years ago 

ইতিহাসটা এখানে শেয়ার করে সারাজীবনের জন্য ইতিহাস করে রাখলাম। আগুন কমিয়ে দিলে রুটি হয় না আবার বাড়িয়ে দিলে রুটি পুড়ে যায়। কি মুশকিল,হা হা হা।

Coin Marketplace

STEEM 0.09
TRX 0.30
JST 0.034
BTC 114499.16
ETH 4132.17
USDT 1.00
SBD 0.59