ভাই আপনার আমের ফটোগ্রাফি দেখে সবারই জিভে জল চলে আসবে। আর যেভাবে লবণ মরিচ মাখিয়ে রেখেছেন তা দেখেই তো মনে হচ্ছে এক ফালি আমের টুকরা নিয়ে লবণ মরিচে মাখিয়ে খাই। যাইহোক ভাই, আপনার ফলের ফটোগ্রাফি গুলো কিন্তু দারুণ হয়েছে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।
সবার জল চলে আসলে কিভাবে হবে!দেশে তো বন্যা হয়ে যাবে😆।ধন্যবাদ আপনাকেও।