You are viewing a single comment's thread from:

RE: মিষ্টি আলু এবং কুমড়োর সাথে বড়ো হরিনা চিংড়ির সুস্বাদু রেসিপি

দাদা, আপনি প্রতিনিয়ত যে রেসিপিগুলো আমাদের মাঝে তুলে ধরেন তা সব সময়ই ভিন্ন রকমের হয়। আর ভিন্ন রকমের হয় বলেই আমার মনে হয় স্বাদের পরিমাণ অনেক বেশি পাওয়া যায়। আজ আপনি মিষ্টি আলু এবং কুমড়ার সাথে বড় হরিণা চিংড়ির যে মজার রেসিপি তৈরি করেছেন, তা আমার কাছে একদম নতুন ও ভিন্ন রকম মনে হচ্ছে। কেননা আমি কখনো মিষ্টি আলুর তরকারি খাইনি। তাই মিষ্টি আলুর তরকারি খেতে কতটা স্বাদ হয় তাও আমার জানা নেই। তবে মিষ্টি আলু সিদ্ধ করে অনেক খেয়েছি। আজ আপনার রেসিপিতে মিষ্টি আলু ব্যবহার করে যে মজার রেসিপি তৈরি করেছেন, তা দেখে ভীষন খাওয়ার লোভ হচ্ছে। চিংড়ি মাছ আমার খুবই প্রিয়, তার উপরে আবার নতুন রেসিপি। যার কারনে লোভের পরিমাণটা আরো বেড়ে গেছে। যাই হোক দাদা, একদম নতুন ও মজাদার একটি রেসিপি আমাদের মাঝে তুলে ধরার জন্য অনেক অনেক ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.031
BTC 58521.00
ETH 2488.65
USDT 1.00
SBD 2.39