ভাইয়া ১৮ দিনের ঈদের ছুটি বেশ উপভোগ করেছেন দেখছি।মাঝরাতে শপিং, রাজহাঁস খোঁজার অভিযান, নদীর চরে ইফতার, পিকনিক সবকিছু মিলে দারুন সময় কাটিয়েছেন। আর পরিশেষে তো সরাসরি গাছ থেকে পাড়া একদম নির্ভেজাল ও অরজিনাল তালের রস খাওয়া।তবে ভাইয়া আমি কখনো তালের রস খাইনি। তাই আপনার পোস্টে থাকা রস গুলো দেখে উপলব্ধি করছি, খেতে ঠিক কতটা মজার হবে। যাইহোক ভাইয়া ভর দুপুরে তালের রস খাওয়া নিয়ে দারুণ অনুভূতি ব্যক্ত করেছেন, এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।