ভাইয়া হাঁসের মাংস দিয়ে পিকনিক শুনাই তো লোভ লেগে গেল। আর আপনাদের সার্কেলের মধ্যে থাকা সেরা রাধুনী সত্যিকার অর্থেই বোধ হয় খুবই মজার রান্না করেছেন। রেসিপি দেখেই মনে হচ্ছে খেতে খুবই স্বাদ হয়েছিল। পিকনিকের আয়োজন শুনলেই আমারও পিকনিক আয়োজন করার প্রবণতা বেড়ে যায়। যাইহোক সবকিছুই বেশি বেশি করে কব্জি ডুবিয়ে খেয়েছেন জেনে খুবই ভালো লাগলো। মজার পিকনিক নিয়ে সুন্দর একটি পোস্ট তুলে ধরার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
সত্যি দারুণ হয়েছিল রান্নাটা । স্বাদ মুখে লেগে থাকার মত।