ভাই আপনার এই ভূতের গল্প পড়ে, রাতের বেলায় বাইরে যেতেতো ভীষণ ভয় করছে। কেননা এখন তো আমের সময় চলছে, যদি আবার সাদা কাপড় পড়ে কেউ আম কুড়াতে আসে, তাহলেতো আমি জ্ঞান হারিয়ে ফেলবো। ভাগ্যিস আপনার দাদু জ্ঞান হারায়নি। তার জায়গায় আমি থাকলে তো বেহুশ হয়ে পড়ে রইতাম। বৃষ্টির দিনে ভূতের গল্পটি পড়ে সত্যিই গা ছমছম করছে। চমৎকার গল্প শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ গল্পটি পড়ে আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷