কই মাছের তেল ঝাল, সত্যিই আপু রেসিপিটি যে ঝাল হয়েছে তা কালার দেখেই বোঝা যাচ্ছে। কই মাছের পাতলা ঝোল একটু ঝাল করে খেতেই বেশি ভালো লাগে। আমাদের প্রিয় শুভ ভাইয়ের কাছে কই মাছ পছন্দের তা আপনার পোষ্টের মাধ্যমে জানা হয়ে গেল। আর আমাদের শায়ান বাবু দেখছি বড় কই মাছটি লুফে নিচ্ছে। ছোট্ট কিউট হাতে রান্না করা মাছ ধরার দৃশ্যটি ভীষণ ভালো লাগছে। যাইহোক আপু, খুবই মজাদার একটি রেসিপি শেয়ার করেছেন এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
হ্যাঁ ভাইয়া আপনার ভাইয়ার খুব পছন্দের মাছ এটি। আর বাবুও দেখি বেশ পছন্দ করেছে। আর আমার কাছে এটা খুবই ভালো লেগেছে যে বাবু নিজের থেকে মাছ খেতে চাচ্ছিল। ধন্যবাদ ভাইয়া।