ভাইয়া, আমার বাড়িতেও কাসুন্দি দিয়ে এভাবে আনারস মাখিয়ে খাওয়া হয়। তবে কখনো তেতুল ও ধনিয়া পাতা যোগ করা হয়নি। তাই মনে হচ্ছে আপনার আনারস মাখা খেতে একটু ভিন্ন স্বাদ পাওয়া যাবে। তাই পরবর্তী সময় কখন আনারস মাখা খেলে, আপনার রেসিপি অনুসরণ করে খাওয়ার চেষ্টা করব এবং ভিন্ন স্বাদ পাওয়ার চেষ্টা করব। খুব সুন্দর করে আনারস মাখার প্রতিটি ধাপ শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।