ভাইয়া, সকালে অলসতা আমারও আছে, তবে সংসারের প্যারায় পড়ে, সকালের ঘুমকে ঝেড়ে ফেলে, মেয়েকে ও বউকে স্কুলে পৌঁছে দেয়া আমার যেন নৈতিক দায়িত্ব হয়ে গেছে। তাই বন্ধের দিন ছাড়া ঘুমের অলসতাকে গায়ে জড়াতে পারি না। তবে বৃষ্টির দিন আমার কাছেও খুব ভালো লাগে। আর তাই আমাদের এদিকেও ভালোলাগার দিন শুরু হয়ে গেছে। আজকেও আমাদের এখানে মেঘলা আকাশ আর হালকা ঝিরিঝিরি বৃষ্টি, তাই দিনটা বেশ উপভোগ করলাম। ভাইয়া, সিজনের প্রথম বৃষ্টি নিয়ে খুব সুন্দর বর্ণনা করে, দারুন একটি পোস্ট উপহার দেয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।