সুস্বাদু খাসির মাংসের ঝোল রেসিপি||১০% বেনিফিশিয়ারি shy-fox 🦊 এর জন্য
আমার প্রিয় বাংলা ব্লগ এর ভাই ও বোনেরা, মুসলিম ভাই ও বোনদের জানাই আসসালামু আলাইকুম। সনাতন ধর্মালম্বী ভাই ও বোনদের জানাই আদাব এবং অন্যান্য ধর্ম অবলম্বনকারী ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।
আজ আবারো ফিরে আসলাম আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে। এইতো কিছুদিন আগে আমার অর্ধাঙ্গিনীর স্কুলের সকল শিক্ষকরা মিলে আমার বাসায় এসেছিল। আর সেদিন আমি তাদের জন্য বিভিন্ন ধরনের খাবারের আয়োজন করেছিলাম। তার মধ্যে খাসির মাংসের রেসিপি ছিল উল্লেখযোগ্য। আর তাই আমি সেই খাসির মাংসের রেসিপি আমার বাংলা ব্লগে পোস্ট করব বলে নিজহাতে কিছু রেসিপির ফটোগ্রাফি করেছিলাম। তাই আজ আমি আপনাদের মাঝে সেই খাসির মাংসের রেসিপি কিভাবে তৈরি হয়েছিল তা উপস্থাপন করতে যাচ্ছি। খাসির মাংস খেতে আমার কাছে খুবই ভালো লাগে। আর এই ভালোলাগার রেসিপি কিভাবে তৈরি হয়েছে তা আপনাদের মাঝে তুলে ধরছি। তো বন্ধুরা দেরি না করে চলুন শুরু করা যাক সুস্বাদু খাসির মাংসের রেসিপি তৈরীর প্রক্রিয়া।
ক্রমিক নং | উপকরণ | পরিমাণ |
---|---|---|
১ | খাসির মাংস | ৩ কেজি |
২ | পেঁয়াজ | ৭৫০ গ্রাম |
৩ | রসুন বাটা | পরিমাণমতো |
৪ | আদা বাটা | পরিমান মত |
৫ | জিরা বাটা | পরিমান মত |
৬ | শুকনা মরিচ গুঁড়া | পরিমাণমতো |
৭ | হলুদ গুঁড়া | পরিমান মত |
৮ | রাঁধুনি মাংসের মসলা | পরিমাণমতো |
৯ | সয়াবিন তেল | পরিমান মত |
১০ | লবণ | পরিমান মত |
"ধাপ ১"
প্রথমে চুলায় কড়াই বসিয়ে দিয়ে কড়াই গরম করে নিয়ে পরিমাণমতো সয়াবিন তেল ঢেলে দিতে হবে।
"ধাপ ২"
এবার সোয়াবিন তেল গুলো গরম হয়ে আসলে, কেটে নেয়া পেঁয়াজগুলো কড়াইতে ঢেলে দিতে হবে।
"ধাপ ৩"
এরপর পেঁয়াজগুলো গরম তেলে ভেজে বাঁদামী রংএর করে নিতে হবে। উপরে দেয়া চিত্রের মত করে।
"ধাপ ৪"
এবার পেঁয়াজগুলো বাদামি রং হয়ে আসলে উপকরণে দেয়া সকল মসলা এবং পরিমাণমতো পানি ঢেলে দিতে হবে। তারপর চামচের সাহায্যে পানি ও মশলাগুলো মিশিয়ে নিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে।
"ধাপ ৫"
এবার পানি ও মসলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে খাসির মাংস গুলো কড়াইতে ঢেলে দিতে হবে।
"ধাপ ৬"
তারপর মাংসগুলো ঢেলে দেবার পর চামচের সাহায্যে কষানো মসলার সাথে মাংসগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে।
"ধাপ ৭"
এবার কিছুক্ষণ জ্বাল দেবার পর কষানো ঝোলগুলো শুকিয়ে নিতে হবে। উপরে দেয়া চিত্রের মত করে।
"ধাপ ৮"
তারপর কষানো ঝোল গুলো শুকিয়ে আসার পর পুনরায় পরিমাণ মত পানি ঢেলে দিতে হবে আরেক কষান দেয়ার জন্য।
"ধাপ ৯"
তারপর কসানোর জন্য ঢেলে দেয়া পানি গুলো ঝোলে পরিণত হয়ে আসলে, আবারো আরেক কষান দেয়ার জন্য কড়াইতে পরিমান মত পানি ঢেলে দিতে হবে। এবং আবারো পানি গুলো শুকিয়ে ঝোলে পরিণত হয়ে আসলেই তৈরি হয়ে যাবে আমাদের সুস্বাদু খাসির মাংসের ঝোল রেসিপি টি।
"ধাপ ১০"
পরিশেষে মাংস যখন পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে, ঠিক তখন আমি মাংসের বাটি হাতে নিয়ে নিজের একটি ছবি তুলে নিলাম।
Device name | One plus |
---|---|
Model | Nord N100 |
Photographer | Mahbubul Islam |
আমি মোঃ মাহবুবুল ইসলাম লিমন। বাংলাদেশ আমার জন্মভূমি। বাংলা ভাষা আমার মাতৃভাষা। আমি এই অপরূপ বাংলার কোলে জন্ম নিয়ে নিজেকে অনেক অনেক গর্বিত মনে করি। এই বাংলায় আমার ভালো লাগে, বাংলায় চলতে, বাংলায় বলতে, বাংলায় হাসতে, বাংলায় গাইতে, বাংলায় শুনতে, আরো ভালো লাগে এই অপরুপ সুন্দর বাংলার প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে নিজেকে হারিয়ে যেতে দিতে। সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমাকে সহযোগিতা করবেন। আমি যেন আগামীতেও আরো অনেক সুন্দর সুন্দর পোস্ট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারি। সবাই পরিবারের সকল সদস্যকে নিয়ে ভাল থাকবেন, সুস্থ থাকবেন। এই প্রত্যাশাই সর্বদা।
ভাই আমাদের ও আসতে বলতেন একটু খেয়ে দেখতাম। অনেক দিন হলো খাওয়া হয় না । আপনি অনেক ভালো রান্না করতে পারেন দেখে বুঝতে পেলাম।মাঝে মাঝে আমাদের একটু দাওয়াত দিয়েন।ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য
আমার ঘরের দরজা খোলা আছে ভাইয়া। আপনি যখন খুশি আসবেন। খাসীর মাংসের সাথে সাথে অন্যান্য রেসিপি দিয়ে দাওয়াত খাওয়াবো। আপনার জন্য শুভকামনা রইল।
ভাই আজকে আপনি খাসির মাংস রেসিপি শেয়ার করেছেন। আপনার খাসির মাংস রান্নার পরিমাণটা মনে হয় অনেক বেশি ছিল যে জন্য গামলা নিয়ে আপনি ছবি তুলেছেন যা দেখে ভালই লাগছে।
ধন্যবাদ ভাই আপনার সুন্দর মতামতের জন্য। বাড়িতে মেহমান এসেছিল, তাই শেষমেষ গামলা নিয়েই নিজের একটি ছবি তুলে নিয়েছি। শুভকামনা রইল আপনার জন্য।
খাসির মাংস আমার খুবই পছন্দ। আমার কাছে অনেক ভালো লাগে খাসি খেতে। রেসিপি দেখে মনে হচ্ছে অনেক সুস্বাদু হয়েছে ভাইয়া। কালারটা বেশ সুন্দর লাগছে। প্রতিটি থাক খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য। আমার পোস্টটি আপনার কাছে ভালো লেগেছে জেনে ভীষণ খুশি হলাম। শুভকামনা রইল আপনার জন্য।
খাসির মাংস দিয়ে খুব সুন্দর একটি ঝোল রেসিপি তৈরি করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন এ জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া, আমার পোস্টে এসে সুন্দর মন্তব্য করার জন্য।
বাহহ ভাই শেষ মেষ গামলা নিয়ে বসে গেসেন রেসিপিতে।খুবই দারুন রেসিপি করেছেন বেশ চমৎকার ভাবে আপনি প্রতিটা ধাপ উপস্থাপনা করেছেন আপনার জন্য শুভ কামনা রইলো।
জি ভাইয়া শেষমেষ গামলা নিয়ে বসতে বাধ্য হলাম। মাংসের পরিমাণটা বেশি ছিল তো তাই পরিবেশনের আগে গামলায় বেড়ে নিয়ে পরবর্তীতে ছোট ছোট বাটিতে করে পরিবেশন করেছি। শুভকামনা রইল আপনার জন্য।
খাসির মাংস খেতে আমার খুব ভালো লাগে,খুব সম্ভবত আমাদের আজকের রেসিপিটে মা খাসির মাংস রান্না করবে।প্রতিটি ধাপ আপনি খুব সুন্দর করে দেখিয়েছেন। ভালো ছিলো।ধন্যবাদ আপনাকে।
খাসির মাংস খেতে আমার কাছেও খুবই ভালো লাগে। আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।
আপনি খুব সুন্দর করে অত্যন্ত দক্ষতা সহকারে খাসির মাংসের ঝোল রেসিপি তৈরি করেছেন। আপনার উপস্থাপন দেখে খুবই ভালো লাগলো আপনি খুব চমৎকারভাবে আমাদের মাঝে রন্ধন প্রক্রিয়া ধাপসমূহ উপস্থাপন করেছেন । দেখে মনে হচ্ছে নিশ্চয় অনেক মজাদার সুস্বাদু হয়েছে।এত অসাধারণ পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।
অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য। এভাবেই পাশে থাকবেন সব সময়। আপনার জন্য শুভকামনা রইল।
আপনি অনেক সুন্দর ভাবে খাসির মাংসের রেসিপি তৈরি করেছেন । একসাথে অনেকগুলো মাংস রান্না করলে সেই মাংসের স্বাদ টা অন্য রকম হয় । আর আপনি সেটা করেছেন। সুন্দরভাবে রেসিপিটি তৈরি করার পাশাপাশি ধাপগুলো অনুসরণ পূর্বক উপস্থাপন করেছেন।
আপনার জন্য শুভকামনা রইল
জি ভাই আমার কাছেও মনে হয় গোশতের পরিমাণ যত বেশি হবে আর রান্নার স্বাদটাও ততো বেড়ে যাবে। আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।
ভাইয়া এত গুলো খাসির মাংস কে খাবে ভাইয়া। আমাকে দাওয়াত দিলে তো আমি চলে যাইতাম ভাইয়া। খাসির মাংস আমি অনেক পছন্দ করি। ভাই আপনার খাসি মাংস দেখে লোভ সামলাতে পারতেছি। আপনার উপস্থাপনা টা অনেক সুন্দর হয়েছে। পোস্ট টি আমাদের মাঝে ভাগ করে নেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
সেদিন আমার বাসায় অনেক মেহমান এসেছিল তাই এই আয়োজন করেছিলাম। তবে আপনার সন্ধান আগে পেলে অবশ্যই অবশ্যই দাওয়াত করে আসতাম। এখন দাওয়াত করছি যে কোন এক দিন চলে আসবেন। খাসির মাংস দিয়ে দাওয়াত খাওয়াবো।