আমার তৈরি করা ৭টি DIY পোস্ট এর রিভিউ//১০% বেনিফিশিয়ারি shy-fox🦊এর জন্য
"আজ বৃহস্পতিবার-৩রা চৈত্র-১৪২৮ বঙ্গাব্দ, ১৭ই-মার্চ-২০২২ সাল"
আমার প্রিয় বাংলা ব্লগ এর ভাই ও বোনেরা, মুসলিম ভাই ও বোনদের জানাই আসসালামু আলাইকুম। সনাতন ধর্মাবলম্বী ভাই ও বোনদের জানাই আদাব এবং অন্যান্য ধর্ম অবলম্বনকারী ভাই ও বোনদের জন্য আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছি, সুস্থ আছি।
আজ আবারো উপস্থিত হলাম আপনাদের মাঝে আমার তৈরি পুরানো DIY পোষ্ট গুলোর রিভিউ নিয়ে। আমি এখন পর্যন্ত কোন পোস্ট এর রিভিউ উপস্থাপন করি নি। আর তাই আজ হঠাৎ করেই মনে হলো আমার পুরানো ডাই পোস্ট গুলো আপনাদের মাঝে তুলে ধরি। আমার কাছে মনে হয় অনেকেই হয়তো আমার রিভিউ পোষ্টের মধ্যে সবগুলোই পোস্ট দেখেননি। সেজন্য আমি আমার পোস্টে রিভিউ দিচ্ছি যারা আমার এই ডাই পোস্টগুলো কখনো দেখেননি তাদের আবার নতুন করে দেখার জন্য পোস্ট রিভিউ এর মাধ্যমে উপস্থাপন করছি।
"প্রথম-১"
আমার বাংলা ব্লগের জন্য আমি সর্বপ্রথম এই ফানুস টিকে DIY পোস্ট হিসেবে তৈরি করেছিলাম। আর এই ফানুষটিকে আমি অত্যন্ত চমৎকারভাবে তৈরি করেছিলাম। এই ফানুস তৈরি করার পরে যখন আগুন ধরিয়ে ফানুষটিকে আকাশে উড়িয়ে দিয়েছিলাম। ফানুসটি উড়তে উড়তে প্রায় ১০ তলা বিল্ডিং এর সমতুল্য উচ্চতায় ছুঁয়ে ছিল। দেখে খুব আনন্দ পেয়েছিলাম। আমার তৈরী ফানুষটি খুব বেশিদূর যেন উরতে না পারে সেজন্য আমি ফানুষের ভেতরে মোমের পরিমাণটা একটু কম করে দিয়েছিলাম। সব মিলিয়ে আমার তৈরী রঙিন কাগজের ফানুষটি দুর্দান্ত হয়েছিল। যদি কখনও সময় ও সুযোগ হয় তাহলে আমার পোস্টে গিয়ে ঘুরে আসবেন,ইনশাআল্লাহ ভালো লাগবে।
"দ্বিতীয়-২"
আমার বাংলা ব্লগের জন্য আমি দ্বিতীয়বার এই দোতলা ঘর টিকে DIY পোস্ট হিসেবে তৈরি করেছিলাম। ফেলে দেয়া কার্টুন এবং রঙিন কাগজ ব্যবহার করে যে এত সুন্দর একটি DIY প্রজেক্ট তৈরি করা যায়, তা হয়তো বা আমি নিজেই না বানালে বিশ্বাস করতে পারতাম না। আর এখন আমি আবারও আপনাদের মাঝে আমার তৈরি দোতলা ঘরটিকে উপস্থাপন করছি। আমার পোষ্টের লিংক তুলে দেওয়া হল সময় সুযোগ হলে ঘুরে আসবেন। আশা করি অবশ্যই আপনাদের ভালো লাগবে।
"তৃতীয়-৩"
আমার বাংলা ব্লগের জন্য আমি তৃতীয়বার এই কার্গো শিপ টিকে DIY পোস্ট হিসেবে তৈরি করেছিলাম। এই কার্গো শিপটি তৈরি করেছিলাম ককশিট এবং রঙিন কাগজ ব্যবহার করে। শিপটি আমি তৈরি করতে গিয়ে বারবার ধৈর্য হারিয়ে ফেলছিলাম। শেষ পর্যন্ত মনে হয়েছে আমি কি এই কার্গো শিপটি তৈরি করতে পারবো। আমি অনেক ধৈর্য ধরে এবং অনেক পরিশ্রম করে শেষ পর্যন্ত এই শীপটি তৈরি করতে সক্ষম হয়েছি। আশা করি সবাই আমার পোস্টে গিয়ে ঘুরে আসবেন। ইনশাল্লা অবশ্যই ভালো লাগবে আমার তৈরি কার্গো শিপটি।
"চতুর্থ-৪"
আমার বাংলা ব্লগের জন্য আমি চতুর্থবার অত্যাধুনিক তিনতলা বাড়ি টিকে DIY পোস্ট হিসেবে তৈরি করেছিলাম। এই তিন তলা বাড়িটি তৈরি করেছিলাম ককশিট এবং রঙিন কাগজ ব্যবহার করে।এই বাড়ীটিও তৈরি করতেও আমার ভীষণ পরিশ্রম হয়েছিল। কিন্তু যখন সবার কাছে এই তিন তলা বাড়িটিকে ভীষণ ভাল লেগেছিল। তখন বুঝতে পেরেছিলাম আমার পরিশ্রম সফলতা লাভ করেছে। আর তাই আমি আজকে এই তিন তলা বাড়ি টিকে আবারও আপনাদের মাঝে উপস্থাপন করছি। আমার বিশ্বাস আপনাদের কাছে ভালো লাগবে। পোষ্টের লিংক দেয়া হয়েছে, তাই আশা করব আমার পোস্টে গিয়ে একটু ঘুরে আসবেন। পোস্টটি দেখলে অবশ্যই অবশ্যই ভালো লাগবে।
"পঞ্চম-৫"
আমার বাংলা ব্লগের জন্য আমি পঞ্চমবার এই শহীদ মিনার টিকে DIY পোস্ট হিসেবে তৈরি করেছিলাম। এই শহীদ মিনারটি আমি তৈরী করেছিলাম ককশিট, কার্টুন এবং রঙিন কাগজ ব্যবহার করে। ককশিট কার্টুন রঙিন কাগজ ব্যবহার করে অনেক ধরনের সুন্দর সুন্দর জিনিস তৈরি করা যায়। আর আমি তা দেখেই উদ্বুদ্ধ হয়ে ছিলাম এই শহীদ মিনারটি তৈরি করতে। আমি খুব যত্ন সহকারে এই শহীদ মিনারটি কে তৈরি করেছিলাম, তাই আমার মনে হচ্ছে আপনাদের কাছে এই শহীদ মিনারটি অবশ্যই ভালো লাগবে। লিংক দেয়া হয়েছে, সময় সুযোগ হলে আমার পোস্টে গিয়ে ঘুরে আসবেন আশা করি ভালো লাগবে।
"ষষ্ঠ-৬"
আমার বাংলা ব্লগের জন্য আমি ষষ্ঠ বার এই সোফা সেট টিকে DIY পোস্ট হিসেবে তৈরি করেছিলাম। এই সোফা সেট আমি তৈরী করেছিলাম কার্টুন এবং রঙ্গিন কাগজ ব্যবহার করে। ফেলে দেওয়া কার্টুন দিয়ে এবং রঙিন কাগজ ব্যবহার করে খুবই আকর্ষণীয় কিছু জিনিস তৈরি করা যায়। আর আমার তৈরি সোফা সেট টি সকলের কাছেই পছন্দ হয়েছিল। আর তাই আজ আমি আবারও এই সুন্দর সোফা সেটটির রিভিউ দিলাম। সেই সঙ্গে লিংক এড করে দিলাম যাতে করে আপনারা আমার পোস্টে গিয়ে ঘুরে আসতে পারেন। আশা করি অনেক ভাল লাগবে।
"সপ্তম-৭"
আমার বাংলা ব্লগের জন্য আমি সপ্তম বার এই নৌকা টিকে DIY পোস্ট হিসেবে তৈরি করেছিলাম। এই নৌকাটি আমি কার্টুন এবং রঙিন কাগজ ব্যবহার করে তৈরি করেছি। আমি এই নৌকাটি তৈরি করেছিলাম মূলত ছেলেকে খুশি করবার জন্য। নৌকাটি তৈরি করা শেষ করে যখন ছেলের হাতে তুলে দেই, সে যে কি ভীষণ খুশি হয়েছিল তা ভাষায় প্রকাশ করতে পারবো না। আমার ছেলের খেলনা হিসেবে এই নৌকাটি তৈরি করতে পেরে আমিও ভীষণ খুশি হই। তাই আজ আমি এই নৌকাটি আপনাদের মাঝে পোস্টে রিভিউ দিয়ে উপস্থাপন করলাম। সেইসঙ্গে লিংক দেয়া আছে আপনারা আপনাদের সময়-সুযোগমতো আমার পোস্টে গিয়ে ঘুরে আসবেন। আশা করি আপনাদের ভালো লাগবে।
"আজ আর নয়, এখানেই শেষ করছি। আশা করি আমার রিভিউ পোস্টটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমে জানিয়ে দেবেন।"
আমি মোঃ মাহবুবুল ইসলাম লিমন। বাংলাদেশ আমার জন্মভূমি। বাংলা আমার মাতৃভাষা। এই অপরূপ বাংলার কোলে জন্ম নিয়ে আমি নিজেকে অনেক অনেক গর্বিত মনে করি। এই বাংলায় আমার ভালো লাগে, বাংলায় চলতে, বাংলায় বলতে, বাংলায় শুনতে, বাংলায় গাইতে, বাংলায় হাসতে, আরো ভালো লাগে এই অপরুপ বাংলার প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে নিজেকে হারিয়ে যেতে দিতে। সবাই আমার জন্য দোয়া করবেন এবং সহযোগিতা করবেন, আমি যেন আগামীতে আরো অনেক সুন্দর সুন্দর পোস্ট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারি। সবাই পরিবারের সকল সদস্যকে নিয়ে ভাল থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশাই সর্বদা।
আপনি খুবই চমৎকার ভাবে ডাই পোস্টে রিভিউ আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার এই ডাই পোস্ট এর রিভিউ দেখেই বোঝা যাচ্ছে আপনি অনেক সুন্দর সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করে থাকেন ।আপনার এই পোস্ট গুলো দেখে আমি সত্যিই মুগ্ধ হয়েছি। আপনার কাছ থেকে পরবর্তীতে আরো সুন্দর সুন্দর এরকম রঙিন কাগজের নানা ধরণের পোস্ট আশা করব, ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি রিভিউ আমাদের মাঝে শেয়ার করার জন্য।
অনেক অনেক ধন্যবাদ ভাইয়া, আপনার সুন্দর মন্তব্যের জন্য। আপনার জন্য শুভকামনা রইল।
আপনি খুবই সুন্দরভাবে আপনার তৈরি করা ৭টি DIY পোস্ট এর রিভিউ আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। আপনি প্রতিনিয়ত আমাদের মাঝে খুবই সুন্দর সুন্দর কিছু জিনিস তৈরি করে শেয়ার করেন না আমার কাছে অনেক ভালো লাগে। আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাইয়া পোস্ট গুলো পুনরায় দেখার সুযোগ করে দেয়ার জন্য।
আমার পোস্টে এসে এত সুন্দর মন্তব্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনার জন্য শুভকামনা রইল।
আপনার সবগুলো রিভিউ খুবই সুন্দরভাবে দিয়েছেন ভাইয়া। সত্যি বলতে সবগুলো পোস্টটি আমার ভীষণ ভালো লেগেছে। চমৎকার ভাবে সাজিয়ে উপস্থাপনা করেছেন। ধন্যবাদ ভাইয়া সবগুলো এক সঙ্গে দেওয়ার জন্য।
ধন্যবাদ ভাইয়া, আপনার সুন্দর মতামত দিয়ে আমাকে সহযোগিতা করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।
আপনার প্রত্যেকটা DIY প্রজেক্ট এক কথায় মুগ্ধ করার মত ছিল। আপনি যে খুবই পরিশ্রম করে জিনিসগুলো তৈরি করেছেন তা দেখেই বুঝা যাচ্ছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে সবগুলো ডাই প্রজেক্ট এর এত সুন্দর রিভিউ দেয়ার জন্য।l
অনেক অনেক ধন্যবাদ, আপনার সুন্দর মতামতের জন্য। আপনার জন্য শুভকামনা রইল।
ভাই আপনার তৈরি করা প্রত্যেকটি ডাই প্রজেক্ট অসাধারণ হয়েছে। প্রতিটি তার আলাদা আলাদা সৌন্দর্যের রূপ ধারণ করেছে। আর সুন্দর সব শিল্পকর্ম আমাদের মাঝে এত সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাই।
অনেক অনেক ধন্যবাদ ভাইয়া, আপনার সুন্দর মন্তব্যের জন্য। আপনার জন্য শুভকামনা রইল
এই পোস্ট দেখলেই বোঝা যায় আপনার ডাই পোস্ট করার কতটা দক্ষতা রয়েছে। কোনটা থেকে কোনটার প্রশংসা করব সেটা বুঝতে পারছি না কারন প্রতিটা পোস্ট অসাধারণ সুন্দর হয়েছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভাই এগিয়ে যান।
আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনার জন্য শুভকামনা রইল।
আপনার d.i.y পোস্টগুলো অসাধারণ হয়ে থাকে। তবে সবগুলো এর আগে কখনো দেখি নাই। আজকে আপনার এই পোষ্টের মাধ্যমে সবগুলো পোষ্টের রিভিউ দেখে নিলাম। আমার কাছে সবচেয়ে ভালো লাগছে দ্বিতীয় কাজটি। এরকম সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য।
আপনার সুন্দর মতামতের জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।
আপনার দ্বিতীয় এবং চতুর্থ ডাই পোস্টটি আমার কাছে সবচাইতে বেশি ভালো লেগেছে। চমৎকার দক্ষতায় জিনিস দুটো তৈরি করেছিলেন।
আমার পোস্টটি আপনার কাছে ভাল লেগেছে জেনে ভীষণ খুশি হলাম। আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।
আপনার প্রতিটি ডাই প্রজেক্ট অসাধারণ হয়েছে ।আমার কাছে অনেক ভালো লাগলো আপনার ডাই প্রজেক্ট গুলো।
অনেক অনেক ধন্যবাদ আপনাকে, আপনার সুন্দর মন্তব্যের জন্য।
বেশ ভালোই মেধার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। ভালোই ছিল আপনার উপস্থাপনা শুভেচ্ছা রইল আপনার জন্য।
ভাইয়া, আমার পোস্ট টি আপনার কাছে ভালো লেগেছে, জেনে ভীষণ খুশি হলাম। আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।