DIY - রঙ্গিন কাগজের প্রজাপতি
আমার প্রিয় বাংলা ব্লগ এর ভাই ও বোনেরা, মুসলিম ভাই ও বোনদের জানাই আসসালামু আলাইকুম। সনাতন ধর্মালম্বী ভাই ও বোনদের জানাই আদাব এবং অন্যান্য ধর্ম অবলম্বনকারী ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।
আজ আবারো ফিরে আসলাম আপনাদের মাঝে নতুন একটি DIY - পোস্ট নিয়ে। রঙিন কাগজের তৈরি যে কোন জিনিসই দেখতে আমার কাছে ভীষণ রকম ভালো লাগে। তবে সময় ও সুযোগের অভাবে হয়তো তেমন ভাবে রঙিন কাগজের তৈরি ডাই প্রজেক্টগুলো তুলে ধরতে পারছিনা। তো আজ সকালে আমার ছেলে দৌড়ে এসে আমাকে বলছে, তার বন্ধু রাফির বাবা নাকি রাফিকে একটি ফড়িং ধরে দিয়েছে। এবং সেই ফড়িং এর লেজে সুতো বেঁধে দিয়েছে। যার কারণে ফড়িংটি উড়ে যেতে পারছিল না। আর রাফি সেই সুতোসহ ফড়িং নিয়ে খেলা করে বেড়াচ্ছে।
এই দৃশ্য দেখে আমার ছেলে আমার কাছে ফড়িং ধরে দেয়ার বায়না করতে শুরু করল। কিন্তু সেই মুহূর্তে আমি ফড়িং কোথায় পাবো। তাই আমার ছেলেকে বুঝিয়ে বললাম, আমি ফড়িং ধরে দিতে পারব না, তবে তোমাকে রঙিন কাগজের তৈরি প্রজাপতি বানিয়ে দিতে পারব। আমার ছেলেও আমার কথা অনুযায়ী রাজি হয়ে গেল। তাই খুব দ্রুত তাকে খুব সহজ পদ্ধতিতে একটি প্রজাপতি বানিয়ে দিয়েছিলাম।
আর সেই রঙিন কাগজের প্রজাপতি পেয়ে আমার ছেলেও ভীষণ খুশি হয়েছিল। তো বন্ধুরা আমি কিভাবে রঙিন কাগজ দিয়ে, খুব সহজেই এত সুন্দর একটি প্রজাপতি তৈরি করেছিলাম, তার প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আমার মনে হয় আমার তৈরি রঙিন কাগজের প্রজাপতিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তাহলে বন্ধুরা দেরি না করে চলুন, আমার তৈরি রঙিন কাগজের প্রজাপতি তৈরির ধাপ গুলো দেখে নেয়া যাক।
ক্রমিক নং | উপকরণ |
---|---|
১ | A4 রঙিন কাগজ |
২ | স্কেল |
৩ | কাঁচি |
৪ | এন্টি কাটার |
৫ | গ্লু-গান |
৬ | কম্পাস |
৭ | পেন্সিল |
" ধাপ : ১ "
" ধাপ : ১ "
১। প্রথমে A4 সাইজের একটি রঙিন কাগজ নিতে হবে। তারপর A4 সাইজের রঙ্গিন কাগজের ঠিক মাঝ বরাবর এন্টি কাটার এর সাহায্যে কেটে দুই ভাগে ভাগ করে নিতে হবে।
" ধাপ : ২ "
" ধাপ : ২ "
২। এবার মাঝ বরাবর ভাগ করে নেয়া রঙ্গিন কাগজ দুই টির উপরে, কম্পাসের সাহায্যে বৃত্ত করে আঁকিয়ে নিতে হবে। তারপর কাঁচির সাহায্যে বিত্ত করে কেটে নিতে হবে।
" ধাপ : ৩ "
" ধাপ : ৩ "
৩। এবার বৃত্ত করে কেটে নেয়া অংশ দুটিকে এপিট ওপিট করে ভাঁজ দিতে হবে। তারপর এপিঠ ওপিট ভাঁজ দেয়ার পর, দুটি কাগজের মাঝ বরাবর আরেকটি ভাঁজ দিতে হবে। উপরে দেয়া চিত্রের মত করে।
" ধাপ : ৪ "
" ধাপ : ৪ "
৪। এবার দুটি কাগজের মাঝ বরাবর আরেকটি ভাঁজ দেয়ার পর, ভাঁজ এর মাঝ বরাবর গ্লু-গান দিয়ে জুড়ে দিতে হবে। যাহা প্রজাপতির পাখার রূপ আসবে। তারপর বানিয়ে নেয়া পাখা দুটি গ্লু-গানের সাহায্যে জুড়ে দিতে হবে। যা প্রজাপতির রূপ নেবে। উপরে দেয়া চিত্রের মত করে।
" ধাপ : ৫ "
" ধাপ : ৫ "
৫। এবার ২০×১ সেন্টিমিটার রঙিন কাগজ এন্টি কাটার এর সাহায্যে কেটে নিতে হবে। তারপর স্কেলে রঙিন কাগজ দুটির মাথা ঘোষে মাঝ বরাবর ভাঁজ করে নিলেই, প্রজাপতির শুরের রূপ নেবে।
" ধাপ : ৬ "
" ধাপ : ৬ "
৬। এবার প্রজাপতির বানিয়ে নেয়া শুর টি, পূর্বে বানিয়ে নেয়া প্রজাপতির পাখা দুটির মাঝে গ্লু-গান এর সাহায্যে জুরে দিতে হবে। উপরে দেয়া চিত্রের মত করে। এভাবে জুরে দিলেই তৈরি হয়ে যাবে, আমাদের কাঙ্ক্ষিত রঙ্গিন কাগজের প্রজাপতি।
আশা করি আমার DIY - পোষ্টটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমে জানাবেন। আজ আর নয়, দেখা হবে আগামীতে নতুন কোন পোস্ট নিয়ে।
আমি মোঃ মাহবুবুল ইসলাম লিমন। বাংলাদেশ আমার জন্মভূমি। বাংলা ভাষা আমার মাতৃভাষা। আমি এই অপরূপ বাংলার কোলে জন্ম নিয়ে নিজেকে অনেক অনেক গর্বিত মনে করি। এই বাংলায় আমার ভালো লাগে, বাংলায় চলতে, বাংলায় বলতে, বাংলায় হাসতে, বাংলায় গাইতে, বাংলায় শুনতে, আরো ভালো লাগে এই অপরুপ বাংলার প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে নিজেকে হারিয়ে যেতে দিতে। সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমাকে সহযোগিতা করবেন। আমি যেন আগামীতেও আরো অনেক সুন্দর সুন্দর পোস্ট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারি। সবাই পরিবারের সকল সদস্যকে নিয়ে ভাল থাকবেন, সুস্থ থাকবেন। এই প্রত্যাশাই সর্বদা।
রঙিন কাগজ ব্যবহার করে আপনি অসাধারণ ভাবে প্রজাপতির অরিগামী প্রস্তুত করেছেন সত্যি অবাক হয়ে গেলাম এমন সুন্দর প্রজাপতি 🦋🦋 দেখে।
বিশেষ করে আপনার কাগজগুলো ভাজ করার দৃশ্য দেখলাম ভালোভাবে একদম নিখুঁত করেছে এটি এজন্যই সৌন্দর্যটা এত বেশি।।
অনেক অনেক ধন্যবাদ ভাই, আমার তৈরি রঙিন কাগজের প্রজাপতিটি আপনার কাছে ভালো লাগার জন্য।
রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর প্রজাপতি তৈরি করেছেন।এই রঙিন কাগজের প্রতিটি দেখতে খুবই সুন্দর লাগছে। এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
ধন্যবাদ ভাই, আপনার সুন্দর মন্তব্যের জন্য।
আপনি রঙিন কাগজ ব্যবহার করে খুবই সুন্দর একটা প্রজাপতি তৈরি করেছেন। রঙিন কাগজ ব্যবহার করে এভাবে অনেক কিছুই তৈরি করা যায়। আপনি খুবই সুন্দরভাবে উপস্থাপন করেছেন এই প্রজাপতিটি তৈরি করার। মাঝখানে যদি দুটি পুঁতি দেওয়া হতো তাহলে সৌন্দর্যতা আরো বেশি বেড়ে যেত প্রজাপতিটির। আপনার উপস্থাপনা দেখে যে কেউ এটি তৈরি করতে পারবে। আপনার তৈরি করার পদ্ধতি ও বেশ ভালো ছিল।
ভাই আমি খুব দ্রুত রঙিন কাগজের প্রজাপতি তৈরি করে ছেলেকে দিয়েছিলাম খেলার জন্য।যার কারণে পুথি লাগানোর সময় পাইনি। তবে আমি এর আগেও রঙিন কাগজের প্রজাপতি তৈরি করেছিলাম। আর সেই প্রজাপতিতে পুথি লাগিয়ে দিয়েছিলাম। আপনার সুন্দর পরামর্শের জন্য অনেক অনেক ধন্যবাদ।
রঙিন কাগজ দিয়ে কত কি তৈরি করা যায় তা আপনাদের দ্বারা প্রমাণিত হয়। খুব সুন্দর করে প্রজাপতি তৈরি করেছেন যেটা দেখতে খুবই সুন্দর লাগছে। আসলে এই ধরনের কাজ নিজের দক্ষতা বাড়ায়।
অনেক অনেক ধন্যবাদ ভাই, খুব সুন্দর মন্তব্য করে আমাকে অনুপ্রাণা দেওয়ার জন্য।
ছোট বাচ্চারা এমনই হয় যখন কারো কাছ থেকে কিছু দেখেন সেটার জন্য বাড়িতে এসে অনেক বেশি বিরক্ত করে। তাও আবার ফড়িংদেখেছে তাহলে তো আরো বেশি বিরক্ত করার কথা। তবে আপনি ভালো বুদ্ধি করে রঙিন কাগজ দিয়ে প্রজাপতি তৈরি করে দিলেন বেশ ভালোই করলেন। অনেক ভালো লেগেছে আপনার তৈরি করা রঙিন কাগজের প্রজাপতি টি।
ঠিক বলেছেন আপু, ছোটরা কারো কোন কিছু দেখলে সেই জিনিস পাওয়ার জন্য খুবই বায়না ধরে। আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।
রঙিন কাগজ দিয়ে প্রজাপতি তৈরি করার দারুন একটা পদ্ধতি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। প্রজাপতি তৈরি করার ক্ষেত্রে আপনি দারুন কিছু রঙিন কাগজের ব্যবহার করেছেন। খুবই ভালো লাগলো আপনার কাগজের তৈরি এই প্রজাপতি দেখে।
ভাই,আমার তৈরি রঙিন কাগজের প্রজাপতি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুব খুশি হলাম। সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।
আমি রঙিন কাগজ দিয়ে তো যেকোনো জিনিস তৈরি করতে যেমন পছন্দ করি তেমনি রঙিন কাগজের তৈরি যে কোন জিনিস দেখতেও আমার কাছে ভীষণ ভালো লাগে। আর আপনি নিজের দক্ষতা এবং সৃজনশীলতাকে কাজে লাগিয়ে খুবই সুন্দর ভাবে ভাঁজে ভাঁজে একটি প্রজাপতি তৈরি করেছেন। আপনার ছেলে অনেক খুশি হয়েছিল এই প্রজাপতিটি পেয়ে এটা জেনে ভালো লাগলো। আসলে এরকম জিনিস গুলো বাচ্চারা একটু বেশি পছন্দ করে। ভালোই ছিল আপনার তৈরি প্রজাপতি।
ঠিক বলেছেন আপু, আমার ছেলে রঙিন কাগজের প্রজাপতি পেয়ে খুবই খুশি হয়েছিল। আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।
কমিউনিটিতে সকলেই এখন অনেক সুন্দর সুন্দর ডাই প্রজেক্ট শেয়ার করে যাচ্ছে আর এই সুন্দর সুন্দর ডাই প্রজেক্ট এর মধ্যে আপনার এই রঙিন কাগজের প্রজাপতি তৈরীর প্রক্রিয়াটি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। দারুণভাবে আপনি রঙিন কাগজ ব্যবহার করে প্রজাপতি তৈরি করেছেন দেখে যে কেউ অবাক হবে। ধন্যবাদ এত সুন্দর একটি রঙিন কাগজের প্রজাপতি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই, খুব সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহ দেওয়ার জন্য।