নিরূপায়

in আমার বাংলা ব্লগ11 months ago
" আজ বুধবার - ৫ই আশ্বিন - ১৪৩০ বঙ্গাব্দ, ২০, সেপ্টেম্বর - ২০২৩ খ্রিস্টাব্দ "

মার প্রিয় বাংলা ব্লগ এর ভাই ও বোনেরা, মুসলিম ভাই ও বোনদের জানাই আসসালামু আলাইকুম। সনাতন ধর্মালম্বী ভাই ও বোনদের জানাই আদাব এবং অন্যান্য ধর্ম অবলম্বনকারী ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।

pexels-ron-lach-9220870.jpg

source

আজ আবারো ফিরে আসলাম আপনাদের মাঝে নতুন একটি পোষ্ট নিয়ে। আর আজকের পোস্ট হচ্ছে মধ্যবিত্ত এক পরিবারের করুন কাহিনীকে কেন্দ্র করে। এই মধ্যবিত্ত পরিবারটি আমার এলাকায় দীর্ঘ ছয় থেকে সাত বছর হবে একটি বাসায় ভাড়া থাকতো। আর এই পরিবারে প্রধান উপার্জনকারী ব্যক্তির নাম হচ্ছে এনামুল। পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি হওয়া সত্ত্বেও তার পরিবারে যেন সুখ স্বাচ্ছন্দের অভাব ছিল না। কেননা তিনি একটি এনজিওতে চাকরি করতেন।

কিন্তু হঠাৎ করে কি যেন এক কারণবশত এনামুল নামের সেই ব্যক্তিটির চাকরি চলে যায়। চাকরি চলে যাওয়ার কারণে সে বিভিন্ন এনজিওতে নতুন করে আবারো চাকরি খোঁজার চেষ্টাও করেছিল। তবে বর্তমান সময়ে সরকারি কিংবা বেসরকারি চাকরি পাওয়া খুবই মুশকিল হয়ে পড়েছে। তাই তার অভিজ্ঞতা থাকা সত্ত্বেও সে কোনোভাবেই নতুন করে আবারো চাকরিতে যোগদান করতে পারছিল না। এভাবে চলতে চলতে এনামুল সাহেবের সমস্ত জমানো টাকা পয়সা শেষ হয়ে গিয়েছিল।

টাকা পয়সা হাতে না থাকলেও তো সংসারটা এনামুল সাহেবকেই চালাতে হতো। তাই তিনি বিভিন্ন জায়গায় ধারদেনা করেছিলেন, এমনকি লাভের পরে টাকাও নিয়েছিলেন। তার এসব দুঃখের কথা একদিন আমার সাথেও শেয়ার করেছিলেন। তবে আমি সেদিন তার এই করুন অবস্থা ততটা উপলব্ধি করতে পারিনি। তার এই করুন কাহিনী উপলব্ধি করলাম যখন তিনি আমাদের এলাকা থেকে রাতের অন্ধকারে, তার বাড়ির সমস্ত মালামাল নিয়ে পালিয়ে গিয়েছিলেন। যে বাড়িতে তারা ভাড়া থাকতো সে বাড়ির ভাড়াও নাকি তারা ঠিকঠাক মতো দিতে পারছিল না।

তাই বাড়ির মালিক তাদের একপ্রকার জোর করেই বাড়ি থেকে বের হয়ে যেতে বলেছিলেন। যেহেতু এনামুল সাহেব অনেক ঋণগ্রস্থ ছিলেন, সেহেতু সে কাউকে বলে কয়ে আমাদের এলাকাটি ছাড়তে পারছিল না। তাই হয়তো তাকে শেষমেষ এই পালিয়ে যাওয়ার সিদ্ধান্তটা নিতে হয়েছিল। অনেকেই হয়তো এনামুল সাহেবের সম্পর্কে খারাপ খারাপ ধারণা করেছিলেন। কিন্তু আমি ব্যক্তিগতভাবে এনামুল সাহেবের মাঝে তেমন কোন খারাপ দিক খুঁজে পাচ্ছিলাম না। শুধুমাত্র তার সংসার চালানোর জন্য, অন্যের কাছ থেকে ধারদেনা করেছিলেন এটা তার মূল সমস্যা ছিল।

যেহেতু এনামুল সাহেবের চাকরি ছিল না, সেহেতু এনামুল সাহেব ধার দেনা করা ছাড়া তার আর কোন উপায় ছিল না। এনামুল সাহেবের বাবা মা আত্মীয়-স্বজন তাকে তেমন কোন সহযোগিতা করতে রাজি ছিল না। যার কারণে এনামুল সাহেব তার ছেলে মেয়ে ও স্ত্রীকে নিয়ে রাতের অন্ধকারে, তার সমস্ত জিনিস নিয়ে পালিয়ে গিয়েছিলেন। তবে এনামুল সাহেব খুব মানবিক লোক ছিল, সে পালিয়ে গিয়েছেন ঠিকই, তবে সে পালিয়ে যাওয়ার পরও তার যত পাওনাদার ছিল, তাদের সকলের সাথেই তিনি কথাবার্তা বলেছেন। এবং তাদের আশ্বস্ত করেছেন, এনামুল সাহেব একটা চাকরি পেলে, অথবা তার পৈত্রিক সম্পত্তি কিছুটা হলেও বিক্রি করে, সকলের ধার দেনা মিটিয়ে দিবেন।

মধ্যবিত্ত পরিবারে এমন সব ছোটখাটো ঘটনা থাকে তা হয়তো অনেকেই মুখ ফুটে বলতে পারে না। যারা অর্থ সম্পদশালী এক কথায় যারা বড়লোক, তারা তো সুখ স্বাচ্ছন্দে দিন কাটিয়ে দিচ্ছেন। আবার যারা নিতান্ত গরিব লোক, তারা বিভিন্ন ধরনের রিলিফ কিংবা বড়লোকদের কাছে হাত পেতে চেয়ে খেতেও দ্বিধাবোধ করে না। যার কারনে তাদের সংসার টাও ঠিকঠাক ভাবে চলে যায়। যতসব কপাল মন্দ হলো এই মধ্যবিত্ত পরিবারে। এরা না পারে বড় লোকের কাছে হাত পেতে চাইতে, না পারে রিলিফের খাবার খেতে, আবার না পারে রাস্তায় গিয়ে ভিক্ষা করতে। নীরবে নিভৃতে এই মধ্যবিত্ত পরিবার কঠিন বাস্তবতার সাথে লড়াই করে চলছে।

দিন দিন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এই মধ্যবিত্ত পরিবারকে যেন পিষে মারছে। শুধু মধ্যবিত্ত পরিবার বললে ভুল হবে, এই দ্রব্যমূলের ঊর্ধ্বগতি প্রত্যেকটি পরিবারকে সময়ের সাথে তাল মিলিয়ে চলতে বাধাগ্রস্ত করছে। যাই হোক আমি আর সে দিকে যাব না, শুধু বলতে চাই এনামুল সাহেব নিরুপায় হয়ে যে বিপদে পড়েছেন, এমন বিপদ যেন আর কারো ভাগ্যে না জোটে। আজ এনামুল সাহেবের কথা আমার পরিবারে উঠেছিল, যার কারনে এনামুল সাহেবের দুঃখে ভরা করুন কথাগুলো আপনাদের মাঝে শেয়ার করলাম।



আশা করি আমার পোস্টটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমে জানাবেন। আজ আর নয়, দেখা হবে আগামীতে নতুন কোন পোস্ট নিয়ে।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkPKDYqZPTyz3HQnPBAZYA84k8k89ixkhuUsFjZkgWkC1gjU36M1oU8J7FbJUoPMtjB5EHLD1usXZox8d6boJGJdTa7jANjx37k.png
আমি মোঃ মাহবুবুল ইসলাম লিমন। বাংলাদেশ আমার জন্মভূমি। বাংলা ভাষা আমার মাতৃভাষা। আমি এই অপরূপ বাংলার কোলে জন্ম নিয়ে নিজেকে অনেক অনেক গর্বিত মনে করি। এই বাংলায় আমার ভালো লাগে, বাংলায় চলতে, বাংলায় বলতে, বাংলায় হাসতে, বাংলায় গাইতে, বাংলায় শুনতে, আরো ভালো লাগে এই অপরুপ বাংলার প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে নিজেকে হারিয়ে যেতে দিতে। সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমাকে সহযোগিতা করবেন। আমি যেন আগামীতেও আরো অনেক সুন্দর সুন্দর পোস্ট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারি। সবাই পরিবারের সকল সদস্যকে নিয়ে ভাল থাকবেন, সুস্থ থাকবেন। এই প্রত্যাশাই সর্বদা।

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

3q52Dkr5nBe3kDiHrk4F3qdzX6E5VuVcCcF7TDQDco37AUsMDxK7aJ1uasvrAaBSP6D1NgNuBSX2m.gif

3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeSsa63mzHQexuvWRDgxAQmHZjMKhFaYGe2ubQmiC33SnsVy3TGA7BbZJiqfXWxLCKhiShcGVU.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRQ2cJZBsiyuMbbQNbt2XY3bPDP3soCEvgarH2Jwxn58HCSwZqnJoPtfVfPHher...923jDPN36y1mC6nREgXLxpVNKY67PEB4YJ8cskAjk61zvxTRrXgaQQvTunA3og4Yf8mwMEEke9xojaKLxamdxm2nQR1Pken3K2jviauVWtn2WPfY4gwfKMThHP.gif

Posted using SteemPro Mobile

Sort:  
 11 months ago 

আসলে বর্তমানে বেশিরভাগ মধ্যবিত্ত মানুষেরা খুব কষ্টে জীবনযাপন করছে। তারা কারো সাহায্যও নিতে পারে লোকলজ্জার ভয়ে। ভাই এনামুল সাহেবের ঘটনাটি পড়ে খুবই খারাপ লাগলো। আপনার পোস্ট পড়ে মনে হচ্ছে উনি খুবই ভালো মনের একজন মানুষ এবং বেশ আন্তরিক। তাইতো পালিয়ে যাওয়ার পরও পাওনাদারদের সাথে কথা বলে আশ্বস্ত করেছেন। উনি যদি ভালো না হতেন,তাহলে কারো সাথেই যোগাযোগ করতেন না। এমনকি পাওনাদারদেরকে টাকাও দিতেন না। কিন্তু উনি দেরিতে হলেও সবার টাকা শোধ করে দিবে। যাইহোক পোস্টটি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

ভাই এনামুল সাহেব লোকটি সত্যিই খুব ভালো মানুষ ছিলেন। তবে বাস্তবের সাথে লড়াই করতে গিয়ে তার এমন বেহাল দশা হয়েছিল। আপনার সুন্দর মতামত প্রকাশ করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 11 months ago 

মধ্যবিত্ত পরিবারের অবস্থা খুব খারাপ। এরা না পারে চলতে না পারে বলতে। আমি নিজেও মধ্যবিত্ত এবং সমস্যা গুলো ফেস করি। আপনার গল্পটার লোকটি নিরুপায় হয়েই এই কাজ করেছে, তবে তিনি অসৎ লোক নন। আশাকরি সবার টাকাগুলো শোধ করে দেবেন।

Posted using SteemPro Mobile

ভাই এনামুল সাহেব লোকটি ভালো সেজন্য হয়তো সবার টাকা ফিরিয়ে দিতে পারেন, এই বিশ্বাস আমার আছে। যাইহোক ভাই আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।

 11 months ago 

দিন দিন দ্রব্যমূল্যের যে উর্ধগতি দেখা যাচ্ছে মধ্যবিত্তদের জন্য আর কিছুদিন পথ চলা খুবই কষ্টদায়ক হয়ে পড়বে। যারা দিন আনে দিন খায় তাদের কি অবস্থা ভাবতে কেমন জানি লাগে। আপনার গল্পটি পড়ে খুবই ভালো লাগলো ভাই। বাস্তবতা আপনি পোস্টের মাধ্যমে তুলে ধরেছেন। এনামুল সাহেবের মত লোক আজকাল খুঁজে পাওয়া খুবই কঠিন। ধন্যবাদ ভাই খুব সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

আমার কাছে মনে হয় এনামুল ভাইয়ের মতো লোক হয়তো খুব কম লোকই আছে। যে কিনা দেনার দায়ে পালিয়ে গিয়েও সকল পাওনাদারের সাথে যোগাযোগ রেখেছে। আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59596.75
ETH 2659.83
USDT 1.00
SBD 2.45