লেভেল৪হতে আমার অর্জন[email protected]||১০% বেনিফিশিয়ারি@shy-fox এর জন্য

"হ্যালো বন্ধুরা"

=====================================

আসসালামুয়ালাইকুম ও আদাব । আশা করি মহান সৃষ্টিকর্তার কৃপায় সকলেই ভাল আছেন এবং সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে ভাল আছি এবং সুস্থ আছি। আমি গত০১/০১/২০২২ ইং তারিখে ক্লাসে মৌখিক পরীক্ষা দিয়েছি । আজ লিখিত পরীক্ষা দেবার জন্য আজকের এই পোস্ট করছি।

IMG_20220203_201621__01.jpg

প্রথমেই লেভেল ৪ এর ক্লাস নিয়েছেন আমাদের সম্মানিত @moh.arif ভাই এবং @nusuranur আপু ক্লাস টা ভিডিওর মাধমে দেখিয়েছেন। তিনি খুব সুন্দর করে আমাদের ওয়ালেট সম্পর্কে বুঝিয়েছেন। কিভাবে SBD থেকে steem এ কনভার্ট করা যায়।TRX ট্রান্সফার করা এবং poloniex exchange site- এ কিভাবে steem এবং TRX কে USDT - তে exchange করা যায় ইত্যাদি সম্পর্কে আমাদেরকে বিস্তারিত বুঝিয়েছেন।

লেভেল -৪ এর প্রশ্নোত্তর :

P2P কি ?

P2P হচ্ছে person to person transfer . একজনের steemit walet হতে আরেকজনের steemit walet এ SBD, steem অথবা TRX transfer করাকে P2P বলে।

P2P এর মাধ্যমে আপনার steemit একাউন্ট হতে @level4test একাউন্ট এ 0.001 SBD সেন্ড করুন এবং এর স্ক্রিনশট শেয়ার করুন।

প্রথমে আমাদের steemit walet এ ঢুকে ,ওয়ালেট active key দিয়ে লগইন করবো। তারপর SBD amount অপশন এ অথবা downarrow তে clic করলে transfer অপশন পাবো এখানে clic করে TO তে যাকে পাঠাবে তার আইডি লিখব এবং amount এ যত SBD পাঠাবো সেই ডিজিট লিখতে হবে। memo field এ কি জন্য পাঠাবো লিখে next এ ক্লিক করে তারপর ok দিলে SBD transfer হয়ে যাবে।

Screenshot_20220202-215411.jpg

Screenshot_20220202-215513.jpg

Screenshot_20220202-215520.jpg

SBD transfer সম্পন্ন হয়ে গেলো।

P2P এর মাধ্যমে আপনার steemit একাউন্ট হতে @level4test একাউন্ট এ 0.001 steem সেন্ড করুন এবং স্ক্রিনশট শেয়ার করুন

প্রথমে আমাদের steemit walet এ ঢুকে ,ওয়ালেট active key দিয়ে লগইন করবো। তারপর Steem amount অপশন এ অথবা downarrow তে clic করলে transfer অপশন পাবো এখানে clic করে TO তে যাকে পাঠাবে তার আইডি লিখব এবং amount এ যত Steem পাঠাবো সেই ডিজিট লিখতে হবে। memo field এ কি জন্য পাঠাবো লিখে next এ ক্লিক করে তারপর ok দিলে Steem transfer হয়ে যাবে।

Screenshot_20220202-220608.jpg

Screenshot_20220202-220647.jpg

Screenshot_20220202-220653.jpg

P2P এর মাধ্যমে আপনার Steemit অ্যাকাউন্ট হতে @level4test অ্যাকাউন্ট এ 0.01 TRX সেন্ড করুন এবং স্ক্রিনশট শেয়ার

প্রথমে আমাদের ওয়ালেট এ ঢুকে ,ওয়ালেট লগইন করবো। তারপর TRX/ downarrow তে ক্লিক করে transfer এ ক্লিক করব TO তে যাকে পাঠাব তার আইডি লিখে , amount এ যত TRX পাঠাব তার ডিজিট লিখে দিতে হবে। memo তে কি জন্য পাঠাব লিখে next করে ok দিতে হবে তারপর Tron private key দিয়ে transfer করতে হবে।

Screenshot_20220202-221000.jpg

Screenshot_20220202-221019.jpg

Screenshot_20220202-221025.jpg

Screenshot_20220202-221052.jpg

Internal Market এ 0.1 SBD কে Steem এ Convert করুন। এবং স্ক্রিনশট শেয়ার করুন।

প্রথমে আমাদের ওয়ালেট এ ঢুকে ,ওয়ালেট লগইন করবো। তারপর currency market এ যাবো তারপর Buy steem এর total এর ঘরে এ যত SBD কনভার্ট করবো তার amount বসাব এবং price বসাব । তারপর buy steem প্রেস করলে হয়ে যাবে।

Screenshot_20220202-222632.jpg

Screenshot_20220202-222637.jpg

Poloniex Exchange site এ একটি Account Create করুন।

প্রথমে আমাদের poloniex.com সাইটে ঢুকতে হবে তারপর সাইনআপ এ ক্লিক করতে হবে, তারপর আমাদের সেখানে একটি ভ্যালিড ইমেইল এড্রেস দিতে হবে এবং পাসওয়ার্ড দিতে হবে তারপর click to verify এ ক্লিক করে ভেরিফাই করে নিয়ে সাইন আপ এ ক্লিক করতে হবে। তারপর আমাদের ইমেইল এড্রেসে একটি OTP দেয়া হবে সেই OTP টিকে সাবমিট করে সাইন আপ করলেই আমাদের অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে।

Screenshot_20220202-223157__01.jpg

Screenshot_20220202-223236.jpg

Screenshot_20220202-223420__01.jpg

আপনার Steemit অ্যাকাউন্ট হতে Poloniex Exchange site এ Steem Transfer করুন।

প্রথমে poloniex Exchange site এ যাবো ,তারপর লগইন করে ওয়ালেটে ক্লিক করে deposit এ যাবো। তারপর সার্চ অপশনে যেয়ে steem লিখবো যে address ও memo পাব সেটা কপি করব। steem wallet লগইন করে steem এ যাবো। তারপর transfer এ ক্লিক করে to এর ঘরে কপি করা add/memo past করব। নেক্সট দিয়ে ওকে করলে transfer হয়ে যাবে।

Screenshot_20220202-224912.jpg

Screenshot_20220202-224918.jpg

আপনার Steemit অ্যাকাউন্ট হতে Poloniex Exchange site এ TRX Transfer করুন।

প্রথমে poloniex Exchange site এ যাবো ,তারপর লগইন করে ওয়ালেটে ক্লিক করে deposit এ যাবো। তারপর সার্চ অপশনে যেয়ে TRX লিখবো যে address পাব সেটা কপি করব। steem wallet লগইন করে steem এ যাবো। তারপর transfer এ ক্লিক করে switch to Tron এ ক্লিক করে to এর ঘরে কপি করা address past করব। নেক্সট দিয়ে ওকে করে Tron private key দিয়ে transfer করতে হবে।

Screenshot_20220202-225355.jpg

Screenshot_20220202-225402.jpg

Screenshot_20220202-225412.jpg

Poloniex Exchange site এ আপনার Steemit Account হতে প্রেরিত Steem এবং TRX কে USDT তে Exchange করুন এবং এর স্ক্রিনশট শেয়ার করুন।

Steem/USDT conversation

Screenshot_20220202-231237.jpg

Screenshot_20220202-231302.jpg

TRX/USDT conversation

Screenshot_20220202-232238.jpg

Screenshot_20220202-232321.jpg

আমি চেষ্টা করেছি লেভেল -৪ এর প্রশ্নোত্তর ভালো করে গুছিয়ে লেখার। আশাকরি আপনাদের ভালো লাগবে। সবার জন্য শুভকামনা রইল।

Sort:  
 3 years ago 

আপনি লেভেল 4 এর পরীক্ষা খুবই ভালভাবে দিয়েছেন মনে হচ্ছে। এই লেবেলগুলো ক্লাস করা আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমরা এখান থেকে অনেক কিছু শিখতে পারি। আমরা যত বেশি শিখতে পারবো তা আমাদের নিজের জন্যই ভালো। আপনার জন্যও শুভকামনা রইল এগিয়ে যান।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপু, আমার পোস্ট আপনার কাছে ভালো লেগেছে। সত্যিই @abb-schoo এ ক্লাশ করে আমরা অনেক কিছু জানতে ও শিখতে পেরেছি । দোয়া করবেন এভাবেই যেন এগিয়ে যেতে পারি। অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য ।

 3 years ago (edited)

বেশ গুছিয়ে আন্সার করেছেন লেভেল -৪ এর এক্সাম গুলোর।

আপনি আমাদের কমিউনিটির ভেরিফাইড মেম্বার ট্যাগ থেকে দূরে নন।আশা করছি আপনি ভবিষ্যৎ এ কমিউনিটির সকল নিয়ম কানুন মেনে চলবেন।পোস্ট কোয়ালিটি,কোয়ান্টিটি,কমেন্ট এনগেজমেন্ট, ডিস্কোর্ড এনগেজমেন্ট সব কিছু সুন্দর ভাবে করবেন।তবেই ভেরিফাইড মেম্বার হতে পারবেন।
 3 years ago 

আসসালামুয়ালাইকুম এবং অনেক অনেক ধন্যবাদ আপু, আমার পোস্টে এত ভাল মন্তব্য করার জন্য। আমাকে দোয়া করবেন এবং সহযোগিতা করবেন । আমি যেন এভাবেই এগিয়ে যেতে পারি। অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য ।

 3 years ago 

  • প্রথমে আপনাকে অভিনন্দন জানাই আগের প্রত্যেকটি পরীক্ষা দিয়ে আজ আপনি লেভেল 4 এর পরীক্ষা দিয়েছেন এজন্য। আর মাত্র একটি ধাপ বাকি। এই একটি ধাপ পার করলেই ভেরিফাইড হয়ে যেতে পারবেন। শুভকামনা আপনার জন্য
 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া, আপনারা পাশে ছিলেন বলেই আমি এতদূর আসতে পেরেছি। এভাবেই পাশে থাকবেন এবং দোয়া করবেন । তাহলে সামনের একটি ধাপ ও পার হয়ে যাব ইনশাআল্লাহ ।

 3 years ago 

লেভেল 4 এর ক্লাস করে মনে হচ্ছে আপনি অনেক কিছুই শিখতে পেরেছেন। অনেক সুন্দর ভাবে প্রশ্ন গুলো গুছিয়ে লিখতে পেরেছেন। আমরাও লেবেলগুলো করে অনেক কিছুই শিখতে পারলাম। আশা করব পরবর্তীতে ভাইবা পরীক্ষা দিয়ে ভেরিফাইড মেম্বার হতে পারবেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপু, এবং সেইসাথে আরো অনেক অনেক ধন্যবাদ জানাই @abb-school কে। যারা আমাদের শেখানোর জন্য এত সুন্দর ব্যবস্থা করেছে। এই ব্যবস্থা না থাকলে আমরা মনে হয়"আমার বাংলা ব্লগ"কমিউনিটি তে আমরা নিরক্ষর থাকতাম । আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 3 years ago 

লেভেল চার থেকে শেখা বিষয়গুলো খুবই সুন্দরভাবে তুলে ধরেছেন।তবে নিয়মিত পোস্ট করবেন।সপ্তাহে কমপক্ষে তিনটি পোস্ট করা উচিত।ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.20
JST 0.034
BTC 90641.97
ETH 3108.44
USDT 1.00
SBD 2.99