সুজি ও দুধের তৈরি রসোভরি পিঠা||১০% বেনিফিশিয়ারি shy-fox এর জন্য

হ্যালো বন্ধুরা

= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =

আমার বাংলা ব্লগ এর সকল ভাই বোনদের জানাই শীতের শুভেচ্ছা এবং সেই সাথে মুসলিম ভাই-বোন দের জানাই আসসালামু আলাইকুম ও সনাতন ধর্মালম্বী ভাই বোনদের জানাই আদাব এবং অন্যান্য ধর্মালম্বী ভাই ও বোনদের জন্য আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গ্রহণ করবেন ।

IMG_20220127_221940.jpg

সুপ্রিয় আমার বাংলা ব্লগের ভাইবোনেরা, আজ আবারো নতুন একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম ।পিঠা খেতে আমরা সবাই ভালবাসি ! আর শীতকাল মানেই প্রতিটি ঘরে পিঠার উৎসব । আজ আমি আপনাদের সুজি ও দুধের তৈরি রসোভরি পিঠা তৈরির প্রক্রিয়া উপস্থাপন করবো । যারা এই রেসিপিটি কখনো তৈরি করেননি তারা খুব সহজেই আমার এই পোস্টটি দেখে রেসিপিটি তৈরি করতে পারবেন । চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক।

IMG_20220127_205301__01.jpg

ক্রমিক নংউপকরণ সমূহপরিমাণ
সুজি২৫০গ্রাম
দুধ২লিটার
চিনি২৫০গ্রাম
সয়াবিন তেল২৫০ml
ডিম৩ পিস

ধাপ ১:

IMG_20220124_194058.jpg

উপরে দেয়া ছবির মত করে ডিম তিন টি ভালো ভাবে ফেটিয়ে নিতে হবে ।

ধাপ ২:

IMG_20220124_194334.jpgIMG_20220124_194558.jpg

এবার ফেটিয়ে নেয়া ডিমের মধ্যে সুজি,চিনি ও সামান্য পরিমাণ লবণ দিয়ে নেড়েচেড়ে নিতে হবে উপরে দেয়া ছবির মত করে ।

ধাপ ৩:

IMG_20220124_195228.jpgIMG_20220127_210857__01.jpg

এবার কড়াইতে তেল হালকা গরম করে নিতে হবে। তাতে ডিম, চিনি ও সুজির সমন্বয়ে বানানো গোলা চা চামচ দিয়ে ছোট ছোট বল করে গরম তেলে ছেড়ে দিতে হবে। উপরে দেয়া ছবির মত করে

ধাপ ৪:

IMG_20220124_202856.jpgIMG_20220124_202656.jpg

গরম তেলে বল ছেড়ে দেবার পর উপরে দেয়া ছবির মত করে সব বল ভেজে নিতে হবে । এবং উপকরণের ২ লিটার দুধ জ্বাল করে ঘনো করে নিতে হবে ।

ধাপ ৫:

IMG_20220124_203025.jpg

উপরে দেয়া ছবির মত করে এবার বানিয়ে নেয়া বল গুলো তৈরি করা হালকা গরম ঘন দুধের মধ্যে ছেড়ে দিতে হবে । ছেড়ে দিলেই তৈরি হয়ে গেল আমাদের কাঙ্ক্ষিত সেই সুজি ও দুধের তৈরি রসোভরি পিঠা । তৈরি হয়ে যাওয়া সুজির রসভরি পিঠা অন্ততপক্ষে দুই ঘন্টা পর্যন্ত ভিজিয়ে রাখার পর পরিবেশন করতে হবে ।

সম্মানিত আমার বাংলা ব্লগ এর ভাই ও বোনেরা আশা করি আমার তৈরি রেসিপিটি আপনাদের কাছে ভাল লেগেছে। যারা এই রেসিপিটি কখনো তৈরি করেননি "আমার বিশ্বাস " আমার পোস্টটি দেখে খুব সহজেই তৈরি করতে পারবেন । আমার তৈরি সুজি ও দুধের তৈরি রসোভরি পিঠা ।

"ধন্যবাদ সবাইকে"

Sort:  
 4 years ago 

এই পিঠা আমি আগে খেয়েছি বলে আমার মনে হয় না। সম্পূর্ণ নতুন একটি পিঠার রেসিপি আপনি আমাদের মাঝে শেয়ার করলেন। আপনার অসংখ্য ধন্যবাদ।

 4 years ago 

পিঠাটি সত্যিই অনেক মজাদার ভাইয়া , পোস্টে দেয়া ধাপ অনুযায়ী পিঠাটি অবশ্যই তৈরি করে খাবেন । আশা করি অনেক ভাল লাগবে । আপনার জন্য শুভকামনা রইল ।

 4 years ago 

রস ভারি পিঠার রেসিপিট নতুন দেখলাম মনে হচ্ছে চমৎকার স্বাদ এর আর আপনিও গুছিয়ে সুন্দর ভাব উপস্থাপন করেছেন।শুভ কামনা রইলো।

 4 years ago 

ধন্যবাদ ভাইয়া , পিঠা টি আসলেই অনেক মজাদার ।অবশ্যই তৈরি করে খাবেন । আমার বিশ্বাস অবশ্যই ভালো লাগবে । অনেক শুভকামনা রইল ।

 4 years ago 
  • সুজি ও দুধের তৈরি রসোভরি পিঠা দেখে জিবে দিয়ে জল চলে আসলো। এত লভোনীয় একটি রেসিপি আমাদের মাঝে উপস্থাপন করলেন। ভাই পিঠাটি আমার খুবই পছন্দ হয়েছে এবং সুন্দরভাবে আপনি উপস্থাপন করলেন। আপনার এই ধাপে ধাপে উপস্থাপন দেখে আমি খুবই ভালভাবে দেখে শিখে নিলাম। আপনার জন্য রইল শুভকামনা।
 4 years ago 

ধন্যবাদ ভাইয়া, আপনার মত আমারও একই অবস্থা রসালো পিঠা দেখলেই জিভে জল চলে আসে। তাই এই সুজির রসভরি পিঠা আমার পছন্দের পিঠার তালিকায় অন্যতম পিঠা। সময় সুযোগ হলে একদিন বানিয়ে খাবেন আমার মনে হয় অবশ্যই আপনার কাছে ভালো লাগবে। আপনার জন্য শুভকামনা রইল।

 4 years ago 

সুজি আর দুধের তৈরি অনেক সুন্দর রসে ভরা পিঠা তৈরি করলেন। পিঠা গুলো দেখে মনে হচ্ছে অনেক সুস্বাদু হয়েছে। এরকম সুন্দর সুন্দর পিঠা রেসিপি দেখলে লোভ সামলানো যায় না আর 😋😋 তেমনি আপনার পিঠা তৈরির রেসিপি টা আমার কাছে খুবই ভালো লেগেছে। জাস্ট অসাধারণ একটি রেসিপি তৈরি করলেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 4 years ago 

অসংখ্য ধন্যবাদ আপু, পিঠা গুলো দেখতে যতটা সুস্বাদু মনে হচ্ছে, খেতে তার চেয়েও বেশি সুস্বাদু ছিল। আমার রেসিপিটা আপনার কাছে ভাল লেগেছে বিধায় আপনাকে আবারও অসংখ্য ধন্যবাদ। আমার রেসিপি টা দেখে কোন একদিন সুজির রসভরি পিঠা বানিয়ে খাবেন, সেদিনও আপনি পিঠাটি খেয়ে বলতে পারবেন জাস্ট অসাধারণ হয়েছে। আপনার জন্য শুভকামনা রইল।

 4 years ago 

সুজি ডিমের এই রেসিপিটি খেতে খুবই সুস্বাদু হয়। আমি যেই বার খেয়েছি সেই বারই অবাক হয়েছি। আপনি এটি খুবই সহজ ভাবে তৈরি করে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে আর আপনার জন্য শুভকামনা রইল।

 4 years ago 

পিঠা মানেই ঝুটঝামেলা এটা অনেকেই মনে করে থাকেন সেই ক্ষেত্রে আমার তৈরি রসভরি পিঠা সত্যিকার অর্থেই খুব সহজেই তৈরি করা যায়। যার কারনে আমিও খুব সহজভাবে উপস্থাপন করতে পেরেছি। ভাইয়া, অসংখ্য ধন্যবাদ আপনাকে

 4 years ago 

সুন্দর একটি পিঠা রেসিপি শেয়ার করেছেন আপনি। এই পিঠাগুলো কখনো খাইনি। নামটাও বেশ সুন্দর রসভরি পিঠা। অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 4 years ago 

পিঠাটি না খেয়ে থাকলে অবশ্যই তৈরি করে খাবেন । আশা করি অনেক অনেক ভালো লাগবে । পিঠার নাম টা যেমন রসভরি তেমনি খেতেও রসভরি । আপনাকে অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা রইল ।

 4 years ago 

আপনার তৈরি করা পিঠা রেসিপি আমি আগে কখনো খাইনি । তবে আপনার টা দেখে খুব খেতে ইচ্ছা করতেছে । কারণ আপনি অনেক সুন্দর ভাবে রেসিপিটি তৈরি করেছেন । তাছাড়া আপনার বর্ণনা দেওয়া ধাপগুলো দেখে আমিও কোন একদিন চেষ্টা করব ‌‌। এত সুন্দর একটি পিঠা রেসিপি আমাদের সামনে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

 4 years ago 

অনেক অনেক ধন্যবাদ ভাইয়া, আমার পোস্টে এত ভাল মন্তব্য করার জন্য । অবশ্যই পোস্ট এর ধাপ অনুযায়ী একদিন তৈরি করে খাবেন আশা করি অনেক অনেক ভালো লাগবে । আপনার জন্য শুভকামনা রইল ।

পিঠা দেখলেই যেন খেতে ইচ্ছে করে ভাইয়া। পিঠার লোভ সামলাতে পারিনা আমি। আর আপনি যে পিঠা তৈরি করেছেন তা দেখে তো খাওয়ার অনুভূতি 10 গুণ বেড়ে গেল। এই পিঠা অনেকবার খেয়েছি আমি এটি খেতে অনেক সুস্বাদু হয়। আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া আমাদের সাথে শেয়ার করার জন্য।

 4 years ago 

ধন্যবাদ ভাইয়া, পিঠার লোভ আসলেই সামলানো মুশকিল ব্যাপার । আপনার মন্তব্যে বোঝা যাচ্ছে পিঠা আপনার কাছে খুবই একটি পছন্দের কিছু । অবশ্যই আমার পোস্ট এর ধাপ অনুযায়ী তৈরি করে খাবেন ।আপনার জন্য অনেক শুভকামনা রইল ।

 4 years ago 

সুজির রসভরি পিঠা আমার কাছে বেশ পরিচিত। কারণ আমি অনেক আগে একবার এই রসভরি পিঠা তৈরি করেছিলাম। এটি খেতেও অনেক দুর্দান্ত হয়। বিশেষ করে যেকোনো রেসিপি এরকম রসে ভরা হলে খেতে বেশি ভালো লাগে। এই যে আপনার রেসিপিটা দেখেও আমার এখন এই পিঠাটি খেতে ইচ্ছে করলো। অসাধারণভাবে আপনি রেসিপিটি উপস্থাপন করেছেন। আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

 4 years ago 

অসংখ্য ধন্যবাদ আপু, সুজির রসভরি পিঠা আপনার কাছে বেশ পরিচিত শুনে খুব ভালো লাগলো । এটি আসলেই খেতে অনেক চমৎকার এবং সু সাধু । আপনার জন্য অনেক শুভকামনা রইল ।

 4 years ago 

  • এ ধরনের পিঠার দেখলেই তো খেতে খুব ইচ্ছে জাগে। এটি দেখতে খুব অসাধারণ লাগতেছে। রসোভরি পিঠা অনেক ধরনের রয়েছে, কিন্তু আপনি খুব নতুন একটি ইউনিক পিঠা রেসিপি শেয়ার করেছেন। এটি আমি কখনো খাইনি। খুব সুন্দর করে আপনি উপস্থাপন করেছেন। শুভকামনা রইল আপনার জন্য।
 4 years ago 

ধন্যবাদ ভাইয়া, এই ধরনের পিঠা দেখলে আসলেই খাবার স্বাদ জাগে । আমার পোস্টে ধাপ অনুযায়ী অবশ্যই তৈরি করে খাবেন । আশা করি অনেক অনেক ভালো লাগবে ।
আপনার জন্য অনেক শুভকামনা রইল ।

Coin Marketplace

STEEM 0.12
TRX 0.34
JST 0.033
BTC 112926.96
ETH 4171.47
USDT 1.00
SBD 0.86