রেস্টুরেন্টের স্বাদে চিকেন চাওমিন তৈরি || ১০% বেনিফিশিয়ারি shy-fox এর জন্য

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)
" আজ মঙ্গলবার-২রা কার্তিক-১৪২৯ বঙ্গাব্দ, ১৮,অক্টোবর - ২০২২ খ্রিস্টাব্দ "

মার প্রিয় বাংলা ব্লগ এর ভাই ও বোনেরা, মুসলিম ভাই ও বোনদের জানাই আসসালামু আলাইকুম। সনাতন ধর্মালম্বী ভাই ও বোনদের জানাই আদাব এবং অন্যান্য ধর্ম অবলম্বনকারী ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।

Picsart_22-10-18_13-05-21-866.jpg

আজ আবারো ফিরে আসলাম আপনাদের মাঝে নতুন একটি রেসিপি পোস্ট নিয়ে। আজকে আমি রেস্টুরেন্টর স্বাদে কিভাবে চিকেন চাওমিন তৈরি করা যায় তা দেখাবো। তবে এই চিকেন চাওমিন তৈরি করেছে আমার অর্ধাঙ্গিনী। তার হাতের চিকেন চাওমিন খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে। ছুটির দিন এলেই মাঝে মাঝেই ভিন্ন ধরনের রেসিপি গুলো তৈরি করে পরিবারের সবাইকে খাওয়ানোর চেষ্টা করে। তবে চাকরি করার কারণে খুব বেশি একটা সময় করে উঠতে পারে না। যেটুকু সময় পায় সেটুকু সময়ের মধ্যে পরিবারের সমস্ত কাজকর্ম সেরে আমার ছেলে-মেয়েকে বিভিন্ন ধরনের সুস্বাদু খাবার তৈরি করে খাওয়ায়।

তবে আমি যেটা লক্ষ্য করেছি এই চিকেন চাওমিন তৈরি করতে অনেকটা সময় ও অনেকটা ধৈর্য ধরতে হয়। অনেক কয়টি ধাপ পেরিয়ে তবেই না এই চিকেন চাওমিন তৈরি করা যায়। যদিওবা সময় অনেকটা লেগেছে, কিন্তু আমরা খাওয়ার সময় খুব দ্রুতই শেষ করে ফেলেছি। কেননা চিকেন চাওমিন এতটাই স্বাদ হয়েছে তা আর কি বলবো। আমার কাছে মনে হয় রেস্টুরেন্টের চিকেন চাওমিন এত সুস্বাদু হবে কিনা সন্দেহ আছে। আমি যতবার রেস্টুরেন্টে গিয়ে চিকেন চাওমিন খেয়েছি, আমার মনে হয় তার চাইতেও আমার অর্ধাঙ্গীনির হাতের তৈরি চিকেন চাওমিন অনেক বেশি সুস্বাদু হয়েছে।

আমার অর্ধাঙ্গিনী কত যত্ন সহকারে এত সুস্বাদু ও মজাদার চিকেন চাওমিন তৈরি করেছে তার প্রতিটি ধাপ আমি সুন্দরভাবে আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করবো। আমার বিশ্বাস আপনারা এই রেসিপি অনুসরণ করে তৈরি করে খেলে, ইনশাআল্লাহ অবশ্যই ভালো লাগবে। তো বন্ধুরা আর কথা না বাড়িয়ে চলুন দেখে নেয়া যাক, আমার অর্ধাঙ্গীনীর হাতের তৈরি সুস্বাদু ও মজাদার চিকেন চাওমিন রেসিপি তৈরির প্রক্রিয়া।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkPu9GeMSmoUEZhF7e8ybxjzW2V7SfHpdazuSFrfL8L5qXnYBPCExPv4ysKR4zPgv1LUiXYjQUwrRiFdCMrRbe6Qjhaj3H9A7rE.png

Picsart_22-10-18_13-09-02-138.jpg

ক্রমিক নংউপকরণপরিমাণ
চাওমিন১ প্যাক
চিকেন৫০০ গ্রাম
ক্যাপসিকাম১ টি
গাজর১ টি
টমেটো২ টি
সয়াসসপরিমান মতো
টমেটো সসপরিমান মতো
মেয়োনিজপরিমান মতো
পেঁয়াজ২০০ গ্রাম
১০কাঁচা মরিচ৮-১০ টি
১১শুকনা মরিচ গুঁড়া১ চা চামচ
১২আদা,রসুন পেস্ট১ চা চামচ
১৩সয়াবিন তেলপরিমাণ মতো
১৪লবনস্বাদমতো

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iPEe61cr8zPiuLbbLrV6hCS5Y9GvSFzaYeErWpQi9kKkRkpR1pFLnUPNS4ZGjUJ6LeaMTPeSdyp.png

" ধাপ : ১ "

IMG_20221002_043735.jpg

IMG_20221002_043540.jpg

১।
প্রথমে পরিমান মতো পানি সহ সসপেন চুলায় বসিয়ে দিতে হবে। পানিগুলো ফুটিয়ে আসলে, চাওমিন গুলো ফুটন্ত পানিতে ছেড়ে দিতে হবে।

" ধাপ : ২ "

IMG_20221002_043440.jpg

IMG_20221002_042947.jpg

২।
এবার ফুটন্ত পানিতে ছেড়ে দেয়ার পর, কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিব। এরপর চাওমিন গুলো সিদ্ধ হয়ে আসলে একটি ছাকনির সাহায্যে চাওমিন এর পানি ঝরিয়ে নেব।

" ধাপ : ৩ "

IMG_20221002_042832.jpgIMG_20221002_042759.jpg
IMG_20221002_042729.jpgIMG_20221018_070342.jpg
--
৩।
এবার পর্যায়ক্রমে ক্যাপসিকাম,গাজর, পেঁয়াজ ও কাঁচামরিচ গুলোকে চিত্রের মতো করে কেটে নিতে হবে।

" ধাপ : ৪ "

IMG_20221002_044403.jpgIMG_20221002_044326.jpg
IMG_20221002_044245.jpgIMG_20221002_044201.jpg
--
৪।
এবার মুরগির মাংস গুলো টুকরো করে কেটে নিতে হবে। তারপর পরিমান মতো লবন, টমেটো সস ও সয়াসস, টুকরো করে নেয়া মাংসের উপর ঢেলে দিতে হবে।

" ধাপ : ৫ "

IMG_20221002_044118.jpgIMG_20221002_044049.jpg

IMG_20221002_044017.jpg

৫।
এবার আদা,রসুন পেস্ট ও শুকনা মরিচ গুঁড়া মাংসের উপরে দিয়ে মেরিনেট করে ১০-১৫ মিনিটের জন্য রেখে দিতে হবে।

" ধাপ : ৬ "

IMG_20221002_043357.jpg

IMG_20221002_043300.jpg

৬।
এবার চুলায় কড়াই বসিয়ে দিতে হবে। কড়াই গরম হয়ে আসলে, পরিমাণ মতো সয়াবিন তেল কড়াইতে ঢেলে দিতে হবে।

" ধাপ : ৭ "

IMG_20221002_043237.jpgIMG_20221002_043209.jpg

IMG_20221002_042920.jpg

৭।
এবার সয়াবিন তেল গরম হয়ে আসলে মেরিনেট করে নেয়া চিকেন মাংস গুলো, গরম তেলে ভেজে আলাদা একটি পাত্রে তুলে নিতে হবে।

" ধাপ : ৮ "

IMG_20221002_042606.jpg

IMG_20221002_042552.jpg

৮।
এবার আবারো চুলায় কড়াই বসিয়ে দিতে হবে। কড়াই গরম হয়ে আসলে পরিমাণ মতো সয়াবিন তেল কড়াইতে ঢেলে দিতে।

" ধাপ : ৯ "

IMG_20221002_042437.jpgIMG_20221002_042400.jpg
IMG_20221002_042323.jpgIMG_20221002_042252.jpg
৯।
এবার সয়াবিন তেল গরম হয়ে আসলে, কেটে নেয়া পেঁয়াজ, গাজর ও ক্যাপসিকাম পর্যায়ক্রমে কড়াইতে ঢেলে দিতে হবে। তারপর চামচের সাহায্যে ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে।

" ধাপ : ১০ "

IMG_20221002_042216.jpgIMG_20221002_042141.jpg

IMG_20221002_042113.jpg

১০।
এবার নেড়েচেড়ে নেয়ার পর পরিমাণ মতো টমেটো সস ও মেয়োনিজ কড়াইতে ঢেলে দিয়ে, চামচের সাহায্যে ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে।

" ধাপ : ১১ "

IMG_20221002_042043.jpgIMG_20221002_041959.jpg

IMG_20221018_083613.jpg

১১।
এবার ভালোভাবে নেড়েচেড়ে নেয়ার পর, ভেজে নেয়া চিকেন মাংস গুলো কড়াইতে ছেড়ে দিয়ে কিছুক্ষণ চামচের সাহায্যে নেড়েচেড়ে নিতে হবে। তারপর সেদ্ধ করে নেয়া চাওমিন গুলো কড়াইতে ঢেলে দিয়ে চামচের সাহায্যে ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে এবং কষাতে হবে। কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের কাঙ্ক্ষিত রেস্টুরেন্টের স্বাদে চিকেন চাওমিন রেসিপিটি।

" ধাপ : ১২ "

IMG_20221001_230205.jpg

১২।
এবার বাড়িতে বসেই আপনার মনের মতো করে সাজিয়ে গরম গরম পরিবেশন করুন, রেস্টুরেন্টের স্বাদে চিকেন চাওমিন রেসিপিটি।

আশা করি আমার তৈরি রেস্টুরেন্টর স্বাদে চিকেন চাওমিন তৈরির রেসিপি পোস্টটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমে জানাবেন। আজ আর নয়, দেখা হবে আগামীতে নতুন কোন পোস্ট নিয়ে।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkPKDYqZPTyz3HQnPBAZYA84k8k89ixkhuUsFjZkgWkC1gjU36M1oU8J7FbJUoPMtjB5EHLD1usXZox8d6boJGJdTa7jANjx37k.png
আমি মোঃ মাহবুবুল ইসলাম লিমন। বাংলাদেশ আমার জন্মভূমি। বাংলা ভাষা আমার মাতৃভাষা। আমি এই অপরূপ বাংলার কোলে জন্ম নিয়ে নিজেকে অনেক অনেক গর্বিত মনে করি। এই বাংলায় আমার ভালো লাগে, বাংলায় চলতে, বাংলায় বলতে, বাংলায় হাসতে, বাংলায় গাইতে, বাংলায় শুনতে, আরো ভালো লাগে এই অপরুপ বাংলার প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে নিজেকে হারিয়ে যেতে দিতে। সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমাকে সহযোগিতা করবেন। আমি যেন আগামীতেও আরো অনেক সুন্দর সুন্দর পোস্ট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারি। সবাই পরিবারের সকল সদস্যকে নিয়ে ভাল থাকবেন, সুস্থ থাকবেন। এই প্রত্যাশাই সর্বদা।

3jpR3paJ37V8JxyWvtbhvcm5k3roJwHBR4WTALx7XaoRovfEfMUsxphK2C94MUmPesRzxucV6L5C5WztC1e4L1hqcx2mH3BcV9oEFqiwTsErcMQNvVa4puc9hxr4N1FcnerVs.gif

3q52Dkr5nBe3kDiHrk4F3qdzX6E5VuVcCcF7TDQDco37AUsMDxK7aJ1uasvrAaBSP6D1NgNuBSX2m.gif

3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeSsa63mzHQexuvWRDgxAQmHZjMKhFaYGe2ubQmiC33SnsVy3TGA7BbZJiqfXWxLCKhiShcGVU.png

" ধন্যবাদ সবাইকে "

Sort:  
 2 years ago 

শত কাজের ব্যস্ততায়ও ভাবি যে তার বাচ্চাদের মজার মজার খাবার রান্না করে খাওয়ায় এটা শুনে খুব ভালো লাগলো। চিকেন চাওমিন রেসিপি খুব লোভনীয় ভাবে তৈরি করেছে দেখে বোঝা যাচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছে। দেখে মনে হচ্ছে সত্যি রেস্টুরেন্টের সাথে চিকেন চাওমিনটি তৈরি করেছে। ভাবিকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি রেসিপি তৈরি করার জন্য।

 2 years ago 

আপু, চিকেন চাওমিন রেসিপিটি খেতে সত্যিই দুর্দান্ত হয়েছিল। সেই স্বাদ যেন আজও ভুলতে পারিনি। আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

আমি তো আপনার পোষ্টের টাইটেল দেখে মনে করেছি সুস্বাদু চিকেন চাওমিন আপনি রেসিপি করেছেন। যেটা আপনার অর্ধাঙ্গনী খুব সুন্দর করে আপনার জন্য চিকেন চাওমিন খাবার তৈরি করেছেন। আসলে এই ধরনের খাবার দেখলে না খেয়ে থাকতে পারা যায় না আপনার স্ত্রী দারুণভাবে রেসিপি করেছেন সত্যি মুগ্ধ হয়েছি ভাই।

 2 years ago 

ভাই আমার অর্ধাঙ্গিনী এই সুস্বাদু চিকেন চাওমিন তৈরি করেছিল। তার হাতের চিকেন চাওমিন খেতে ভীষণ ভালো লাগে। রেস্টুরেন্টের স্বাদের থেকেও অনেক অনেক বেশি স্বাদ হয়। আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

ভাইয়া আপনার চিকেন চাওমিন তৈরীর প্রক্রিয়া গুলো পড়ে মনে হচ্ছে খেতে রেস্টুরেন্টের থেকেও বেশি সুস্বাদু হয়েছে আপনার তৈরি চিকেন চাওমিন। অনেকগুলো উপকরণের সমন্বয়ে অতি লোভনীয় চিকেন চাওমিন রেসিপি পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

চিকেন চাওমিন রেসিপিটি আপনার কাছে ভালো লেগেছে এজন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

রেস্টুরেন্টের চেয়ে বাসায় যদি কোন কিছু তৈরি করে খাওয়া হয় তাহলে এর স্বাদ ও গুণগত মান ঠিক থাকে। আর রেস্টুরেন্টের খাবার গুলো বেশি পরিমাণে মসলা দেয়া হয় যা খেলে আমাদের জন্য খুবই ক্ষতিকর। আপনি রেস্টুরেন্টের স্বাদে বাসায় চিকেন চাওমিন তৈরি করেছেন আশা করি খেতে অনেক সুস্বাদু হবে ।।ধাপগুলো সুন্দরভাবে উপস্থাপনের মাধ্যমে শেয়ার করেছেন যা বুঝতে অনেক সুবিধা হয়েছে ।।বেশ ভালো লেগেছে।

 2 years ago 

আপনি ঠিক বলেছেন ভাই, রেস্টুরেন্টএর চেয়ে বাসায় তৈরি জিনিসের স্বাদ ও গুণগতমান ঠিক থাকে। আপনার সুন্দর মন্তব্য পড়ে আমি আরও নিত্যনতুন রেসিপি তৈরি করতে অনুপ্রাণিত হলাম। ধন্যবাদ

 2 years ago 

একদম সত্যি কথা বলেছেন ভাই এই জাতীয় রেসিপি তৈরি করতে হলে সত্যিই নিজের অনেক ধৈর্য শক্তি থাকা প্রয়োজন এবং অনেক সময়ের ব্যবধান। আর এর সাথে বলতে পারি অনেকগুলো উপাদানের প্রয়োজন হয়ে থাকে যেগুলো সংরক্ষণ করা অনেকের কাছে কঠিন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই জন্য বলব আপনি উপাদানগুলো খুব সুন্দর করে উপস্থাপন করেছেন এবং রেসিপি এর পূর্বে বারোটি ধাপে তৈরির প্রসেস উপস্থাপন করেছেন। আশা করি অনেক সুস্বাদু হয়েছিল এই রেসিপি।

 2 years ago 

আপনার কথাটি ঠিক ভাই,চিকেন চাওমিন তৈরি করতে অনেকগুলো উপকরণ ও অনেকটা সময় নিয়ে তৈরি করতে হয়। আমার পোস্টে এসে অনেক সুন্দর মন্তব্য করেছেন এজন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

সত্যি ভাই আপনি অনেক ভাগ্যবান ভাবি চাকরি করে এত ব্যস্ততার মধ্যেও আপনার জন্য এত সুন্দর সুস্বাদু খাবার তৈরি করে দেয়। চিকেন চাওমিন আমার খুবই পছন্দের। রেস্টুরেন্টে গেলে আমি চিকেন চাওমিন খাওয়ার চেষ্টা করি।আপনি ঠিক বলেছেন ভাবি যেভাবে যত সুন্দর যত্ন করে চিকেন চাউমিন বানিয়েছে সেটা রেস্টুরেন্টের স্বাদকেও হার মানাবে। চিকেন চাওমিন রেসিপি দেখে মনে হচ্ছে খুব ইয়াম্মি হয়েছে। সেই সাথে সুন্দর করে পরিবেশন করেছেন। ভাইয়া আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

আপু আপনার ভাবীর তৈরি চিকেন চাওমিন রেসিপি রেস্টুরেন্টের থেকেও বেশি সুস্বাদু হয়েছিল। আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

ভাইয়া আপনার চিকেন চাওমিন দেখে জিভে জল চলে আসলো। রেস্টুরেন্টের স্বাদে আপনি খুব সুন্দর ভাবে চিকেন চাওমিন তৈরি করেছেন ।এই চাওমিন খেতে আমার কাছে অনেক ভালো লাগে। চাউমিন তৈরির ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ মজাদার রেসিপি শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

জিভে জল চলে আসলে,আমার বাসায় দাওয়াত নিন আপু, এই চিকেন চাওমিন রেসিপি আবারো নতুন করে তৈরি করে খাওয়াবো। আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.029
BTC 68565.31
ETH 2455.74
USDT 1.00
SBD 2.62