রেস্টুরেন্টের স্বাদে চিকেন চাওমিন তৈরি || ১০% বেনিফিশিয়ারি shy-fox এর জন্য
আমার প্রিয় বাংলা ব্লগ এর ভাই ও বোনেরা, মুসলিম ভাই ও বোনদের জানাই আসসালামু আলাইকুম। সনাতন ধর্মালম্বী ভাই ও বোনদের জানাই আদাব এবং অন্যান্য ধর্ম অবলম্বনকারী ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।
আজ আবারো ফিরে আসলাম আপনাদের মাঝে নতুন একটি রেসিপি পোস্ট নিয়ে। আজকে আমি রেস্টুরেন্টর স্বাদে কিভাবে চিকেন চাওমিন তৈরি করা যায় তা দেখাবো। তবে এই চিকেন চাওমিন তৈরি করেছে আমার অর্ধাঙ্গিনী। তার হাতের চিকেন চাওমিন খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে। ছুটির দিন এলেই মাঝে মাঝেই ভিন্ন ধরনের রেসিপি গুলো তৈরি করে পরিবারের সবাইকে খাওয়ানোর চেষ্টা করে। তবে চাকরি করার কারণে খুব বেশি একটা সময় করে উঠতে পারে না। যেটুকু সময় পায় সেটুকু সময়ের মধ্যে পরিবারের সমস্ত কাজকর্ম সেরে আমার ছেলে-মেয়েকে বিভিন্ন ধরনের সুস্বাদু খাবার তৈরি করে খাওয়ায়।
তবে আমি যেটা লক্ষ্য করেছি এই চিকেন চাওমিন তৈরি করতে অনেকটা সময় ও অনেকটা ধৈর্য ধরতে হয়। অনেক কয়টি ধাপ পেরিয়ে তবেই না এই চিকেন চাওমিন তৈরি করা যায়। যদিওবা সময় অনেকটা লেগেছে, কিন্তু আমরা খাওয়ার সময় খুব দ্রুতই শেষ করে ফেলেছি। কেননা চিকেন চাওমিন এতটাই স্বাদ হয়েছে তা আর কি বলবো। আমার কাছে মনে হয় রেস্টুরেন্টের চিকেন চাওমিন এত সুস্বাদু হবে কিনা সন্দেহ আছে। আমি যতবার রেস্টুরেন্টে গিয়ে চিকেন চাওমিন খেয়েছি, আমার মনে হয় তার চাইতেও আমার অর্ধাঙ্গীনির হাতের তৈরি চিকেন চাওমিন অনেক বেশি সুস্বাদু হয়েছে।
আমার অর্ধাঙ্গিনী কত যত্ন সহকারে এত সুস্বাদু ও মজাদার চিকেন চাওমিন তৈরি করেছে তার প্রতিটি ধাপ আমি সুন্দরভাবে আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করবো। আমার বিশ্বাস আপনারা এই রেসিপি অনুসরণ করে তৈরি করে খেলে, ইনশাআল্লাহ অবশ্যই ভালো লাগবে। তো বন্ধুরা আর কথা না বাড়িয়ে চলুন দেখে নেয়া যাক, আমার অর্ধাঙ্গীনীর হাতের তৈরি সুস্বাদু ও মজাদার চিকেন চাওমিন রেসিপি তৈরির প্রক্রিয়া।
ক্রমিক নং | উপকরণ | পরিমাণ |
---|---|---|
১ | চাওমিন | ১ প্যাক |
২ | চিকেন | ৫০০ গ্রাম |
৩ | ক্যাপসিকাম | ১ টি |
৪ | গাজর | ১ টি |
৫ | টমেটো | ২ টি |
৬ | সয়াসস | পরিমান মতো |
৭ | টমেটো সস | পরিমান মতো |
৮ | মেয়োনিজ | পরিমান মতো |
৯ | পেঁয়াজ | ২০০ গ্রাম |
১০ | কাঁচা মরিচ | ৮-১০ টি |
১১ | শুকনা মরিচ গুঁড়া | ১ চা চামচ |
১২ | আদা,রসুন পেস্ট | ১ চা চামচ |
১৩ | সয়াবিন তেল | পরিমাণ মতো |
১৪ | লবন | স্বাদমতো |
" ধাপ : ১ "
" ধাপ : ২ "
" ধাপ : ৩ "
- | - |
" ধাপ : ৪ "
- | - |
" ধাপ : ৫ "
" ধাপ : ৬ "
" ধাপ : ৭ "
" ধাপ : ৮ "
" ধাপ : ৯ "
" ধাপ : ১০ "
" ধাপ : ১১ "
" ধাপ : ১২ "
আশা করি আমার তৈরি রেস্টুরেন্টর স্বাদে চিকেন চাওমিন তৈরির রেসিপি পোস্টটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমে জানাবেন। আজ আর নয়, দেখা হবে আগামীতে নতুন কোন পোস্ট নিয়ে।
আমি মোঃ মাহবুবুল ইসলাম লিমন। বাংলাদেশ আমার জন্মভূমি। বাংলা ভাষা আমার মাতৃভাষা। আমি এই অপরূপ বাংলার কোলে জন্ম নিয়ে নিজেকে অনেক অনেক গর্বিত মনে করি। এই বাংলায় আমার ভালো লাগে, বাংলায় চলতে, বাংলায় বলতে, বাংলায় হাসতে, বাংলায় গাইতে, বাংলায় শুনতে, আরো ভালো লাগে এই অপরুপ বাংলার প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে নিজেকে হারিয়ে যেতে দিতে। সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমাকে সহযোগিতা করবেন। আমি যেন আগামীতেও আরো অনেক সুন্দর সুন্দর পোস্ট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারি। সবাই পরিবারের সকল সদস্যকে নিয়ে ভাল থাকবেন, সুস্থ থাকবেন। এই প্রত্যাশাই সর্বদা।
শত কাজের ব্যস্ততায়ও ভাবি যে তার বাচ্চাদের মজার মজার খাবার রান্না করে খাওয়ায় এটা শুনে খুব ভালো লাগলো। চিকেন চাওমিন রেসিপি খুব লোভনীয় ভাবে তৈরি করেছে দেখে বোঝা যাচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছে। দেখে মনে হচ্ছে সত্যি রেস্টুরেন্টের সাথে চিকেন চাওমিনটি তৈরি করেছে। ভাবিকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি রেসিপি তৈরি করার জন্য।
আপু, চিকেন চাওমিন রেসিপিটি খেতে সত্যিই দুর্দান্ত হয়েছিল। সেই স্বাদ যেন আজও ভুলতে পারিনি। আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।
আমি তো আপনার পোষ্টের টাইটেল দেখে মনে করেছি সুস্বাদু চিকেন চাওমিন আপনি রেসিপি করেছেন। যেটা আপনার অর্ধাঙ্গনী খুব সুন্দর করে আপনার জন্য চিকেন চাওমিন খাবার তৈরি করেছেন। আসলে এই ধরনের খাবার দেখলে না খেয়ে থাকতে পারা যায় না আপনার স্ত্রী দারুণভাবে রেসিপি করেছেন সত্যি মুগ্ধ হয়েছি ভাই।
ভাই আমার অর্ধাঙ্গিনী এই সুস্বাদু চিকেন চাওমিন তৈরি করেছিল। তার হাতের চিকেন চাওমিন খেতে ভীষণ ভালো লাগে। রেস্টুরেন্টের স্বাদের থেকেও অনেক অনেক বেশি স্বাদ হয়। আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।
ভাইয়া আপনার চিকেন চাওমিন তৈরীর প্রক্রিয়া গুলো পড়ে মনে হচ্ছে খেতে রেস্টুরেন্টের থেকেও বেশি সুস্বাদু হয়েছে আপনার তৈরি চিকেন চাওমিন। অনেকগুলো উপকরণের সমন্বয়ে অতি লোভনীয় চিকেন চাওমিন রেসিপি পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
চিকেন চাওমিন রেসিপিটি আপনার কাছে ভালো লেগেছে এজন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনার জন্য শুভকামনা রইল।
রেস্টুরেন্টের চেয়ে বাসায় যদি কোন কিছু তৈরি করে খাওয়া হয় তাহলে এর স্বাদ ও গুণগত মান ঠিক থাকে। আর রেস্টুরেন্টের খাবার গুলো বেশি পরিমাণে মসলা দেয়া হয় যা খেলে আমাদের জন্য খুবই ক্ষতিকর। আপনি রেস্টুরেন্টের স্বাদে বাসায় চিকেন চাওমিন তৈরি করেছেন আশা করি খেতে অনেক সুস্বাদু হবে ।।ধাপগুলো সুন্দরভাবে উপস্থাপনের মাধ্যমে শেয়ার করেছেন যা বুঝতে অনেক সুবিধা হয়েছে ।।বেশ ভালো লেগেছে।
আপনি ঠিক বলেছেন ভাই, রেস্টুরেন্টএর চেয়ে বাসায় তৈরি জিনিসের স্বাদ ও গুণগতমান ঠিক থাকে। আপনার সুন্দর মন্তব্য পড়ে আমি আরও নিত্যনতুন রেসিপি তৈরি করতে অনুপ্রাণিত হলাম। ধন্যবাদ
একদম সত্যি কথা বলেছেন ভাই এই জাতীয় রেসিপি তৈরি করতে হলে সত্যিই নিজের অনেক ধৈর্য শক্তি থাকা প্রয়োজন এবং অনেক সময়ের ব্যবধান। আর এর সাথে বলতে পারি অনেকগুলো উপাদানের প্রয়োজন হয়ে থাকে যেগুলো সংরক্ষণ করা অনেকের কাছে কঠিন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই জন্য বলব আপনি উপাদানগুলো খুব সুন্দর করে উপস্থাপন করেছেন এবং রেসিপি এর পূর্বে বারোটি ধাপে তৈরির প্রসেস উপস্থাপন করেছেন। আশা করি অনেক সুস্বাদু হয়েছিল এই রেসিপি।
আপনার কথাটি ঠিক ভাই,চিকেন চাওমিন তৈরি করতে অনেকগুলো উপকরণ ও অনেকটা সময় নিয়ে তৈরি করতে হয়। আমার পোস্টে এসে অনেক সুন্দর মন্তব্য করেছেন এজন্য আপনাকে ধন্যবাদ।
সত্যি ভাই আপনি অনেক ভাগ্যবান ভাবি চাকরি করে এত ব্যস্ততার মধ্যেও আপনার জন্য এত সুন্দর সুস্বাদু খাবার তৈরি করে দেয়। চিকেন চাওমিন আমার খুবই পছন্দের। রেস্টুরেন্টে গেলে আমি চিকেন চাওমিন খাওয়ার চেষ্টা করি।আপনি ঠিক বলেছেন ভাবি যেভাবে যত সুন্দর যত্ন করে চিকেন চাউমিন বানিয়েছে সেটা রেস্টুরেন্টের স্বাদকেও হার মানাবে। চিকেন চাওমিন রেসিপি দেখে মনে হচ্ছে খুব ইয়াম্মি হয়েছে। সেই সাথে সুন্দর করে পরিবেশন করেছেন। ভাইয়া আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
আপু আপনার ভাবীর তৈরি চিকেন চাওমিন রেসিপি রেস্টুরেন্টের থেকেও বেশি সুস্বাদু হয়েছিল। আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।
ভাইয়া আপনার চিকেন চাওমিন দেখে জিভে জল চলে আসলো। রেস্টুরেন্টের স্বাদে আপনি খুব সুন্দর ভাবে চিকেন চাওমিন তৈরি করেছেন ।এই চাওমিন খেতে আমার কাছে অনেক ভালো লাগে। চাউমিন তৈরির ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ মজাদার রেসিপি শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।
জিভে জল চলে আসলে,আমার বাসায় দাওয়াত নিন আপু, এই চিকেন চাওমিন রেসিপি আবারো নতুন করে তৈরি করে খাওয়াবো। আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।