আলু দিয়ে সুস্বাদু ব্রয়লার মুরগির ভুনা রেসিপি || ১০% বেনিফিশিয়ারি shy-fox 🦊 এর জন্য

in আমার বাংলা ব্লগ2 years ago
"আজ মঙ্গলবার - ৬ই বৈশাখ - ১৪২৯ বঙ্গাব্দ, ১৯শে - এপ্রিল - ২০২২ খ্রিস্টাব্দ"

মার প্রিয় বাংলা ব্লগ এর ভাই ও বোনেরা, মুসলিম ভাই ও বোনদের জানাই আসসালামু আলাইকুম। সনাতন ধর্মালম্বী ভাই ও বোনদের জানাই আদাব এবং অন্যান্য ধর্ম অবলম্বনকারী ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।

Picsart_22-04-18_02-43-30-075.jpg

আজ আবারো ফিরে আসলাম আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে। আমার বাসায় ছোট ছোট দুটি সোনামণি রয়েছে। একটি আমার মেয়ে আরেকটি আমার ছেলে। যারা শুধু হাড় ছাড়া মাংসের খোঁজ করে। আর তাই তাদের খাবারের সুবিধার্থে মাঝে মাঝেই আমাকে ব্রয়লার মুরগির রেসিপি তৈরি করতে হয়। তবে ব্রয়লার মুরগির ঝোলের রেসিপি খুব বেশি একটা ভালো লাগেনা। সেজন্য আমার বাসায় ব্রয়লার মুরগির ভুনা রেসিপি তৈরি করে থাকি। ব্রয়লার মুরগির ভুনা খেতে সত্যিই অনেক অনেক সুস্বাদু হয়ে থাকে। আর এই সুস্বাদু রেসিপিকে আজ আমি আলু দিয়ে ভুনা করে দেখাবো। এখানে আমি মুরগির মাংস ও আলুকে তেলে ভেজে নিয়েছি। যার কারণে মুরগির মাংসের ভুনা খেতে আলাদা একটা ফ্লেভার আসবে। যারা ব্রয়লার মুরগির মাংস খেতে চান না, তাদের জন্য আমার এই আজকের রেসিপি। এই রেসিপি অনুসারে একদিন তৈরি করে খাবেন ইনশাল্লাহ অবশ্যই ভালো লাগবে। তো বন্ধুরা চলুন দেরী না করে শুরু করা যাক, আলু দিয়ে সুস্বাদু ব্রয়লার মুরগির ভুনা রেসিপি তৈরীর প্রক্রিয়া।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iPP2LBwZ8P5cAH9bTvYmTA3F8KMYooQZeRmk8HnWhD1yc6eY3zLxg5fNQHdD4FYYi1AtUf92J6z.png

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkPu9GeMSmoUEZhF7e8ybxjzW2V7SfHpdazuSFrfL8L5qXnYBPCExPv4ysKR4zPgv1LUiXYjQUwrRiFdCMrRbe6Qjhaj3H9A7rE.png

Picsart_22-04-18_03-26-26-603.jpg

ক্রমিক নংউপকরণপরিমান
ব্রয়লার মুরগির মাংস১০০০ গ্রাম
আলুবড় ৪টি
শুকনা মরিচ গুঁড়া২ চা চামচ
হলুদ গুঁড়া১ চা চামচ
পাঁচফোড়ন গুঁড়া১ চা চামচ
জিরা বাটা২ চা চামচ
আদা বাটা১ চা চামচ
রসুন বাটা২ চা চামচ
সয়াবিন তেলপরিমান মত
১০লবণপরিমাণমতো

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iP9GV78pPsPPMTWCCQoCf6bgnGyA54cC4bTk7cnYNcfQRvMoDkiUaAdnV8dA5DCb4MPAADReeCn.png

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iPEe61cr8zPiuLbbLrV6hCS5Y9GvSFzaYeErWpQi9kKkRkpR1pFLnUPNS4ZGjUJ6LeaMTPeSdyp.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPyPsMyHugtgimeGf4GaeSLBpLo19W7P5uB2gbyncoyGXD1NKkqukpZJFh2WSt...99m7GH5RKMpgtKcjCjGPqhwrNS9phrmLSozKKEPgcSP214fZQvV9yqPMKUARL4j1np5YNnjfGMxUiYGEUmignDqyEjLR3oVuULXCc3JuAWkV6kG2cvDhvVQDdQ.png

" ধাপ ১ "

IMG_20220418_031901.png

IMG_20220418_031729.png

প্রথমে ব্রয়লার মুরগি টিকে টুকরো টুকরো করে কেটে নিতে হবে। তারপর উপকরনে দেয়া সকল মসলার অল্প পরিমাণ টুকরো করে নেয়া মাংসের উপর ছড়িয়ে দিতে হবে। এবং ভালোভাবে মাখিয়ে নিতে হবে।

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPyPsMyHugtgimeGf4GaeSLBpLo19W7P5uB2gbyncoyGXD1NKkqukpZJFh2WSt...99m7GH5RKMpgtKcjCjGPqhwrNS9phrmLSozKKEPgcSP214fZQvV9yqPMKUARL4j1np5YNnjfGMxUiYGEUmignDqyEjLR3oVuULXCc3JuAWkV6kG2cvDhvVQDdQ.png

" ধাপ ২ "

IMG_20220418_031833.png

IMG_20220418_031657.png

IMG_20220418_031600.png

এবার চুলায় কড়াই বসিয়ে দিয়ে সয়াবিন তেল ঢেলে দিতে হবে। তেল গুলো গরম হয়ে আসলে মাখিয়ে নেয়া ব্রয়লার মাংস গুলো কড়াইতে কিছুক্ষণ ভেজে নিতে হবে। উপরে দেয়া চিত্রের মত করে।

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPyPsMyHugtgimeGf4GaeSLBpLo19W7P5uB2gbyncoyGXD1NKkqukpZJFh2WSt...99m7GH5RKMpgtKcjCjGPqhwrNS9phrmLSozKKEPgcSP214fZQvV9yqPMKUARL4j1np5YNnjfGMxUiYGEUmignDqyEjLR3oVuULXCc3JuAWkV6kG2cvDhvVQDdQ.png

" ধাপ ৩ "

IMG_20220418_031023.png

IMG_20220418_030936.png

IMG_20220418_030907.png

তারপর আলুগুলো প্রথমে টুকরো করে নিয়ে, চুলায় কড়াই বসিয়ে দিয়ে সয়াবিন তেল ঢেলে দিতে হবে। তেল গুলো গরম হয়ে আসলে টুকরো করে নেয়া আলু গুলো কড়াইতে কিছুক্ষণ ভেজে নিতে হবে। উপরে দেয়া চিত্রের মত করে।

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPyPsMyHugtgimeGf4GaeSLBpLo19W7P5uB2gbyncoyGXD1NKkqukpZJFh2WSt...99m7GH5RKMpgtKcjCjGPqhwrNS9phrmLSozKKEPgcSP214fZQvV9yqPMKUARL4j1np5YNnjfGMxUiYGEUmignDqyEjLR3oVuULXCc3JuAWkV6kG2cvDhvVQDdQ.png

" ধাপ ৪ "

IMG_20220418_031435.png

IMG_20220418_031341.png

এবার চুলায় কড়াই বসিয়ে দিয়ে সয়াবিন তেল ঢেলে দিতে হবে। তেল গুলো গরম হয়ে আসলে পেঁয়াজ কুচি গুলো কড়াইতে ঢেলে দিয়ে কিছুক্ষণ ভেজে বাদামি রং করে নিতে হবে।

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPyPsMyHugtgimeGf4GaeSLBpLo19W7P5uB2gbyncoyGXD1NKkqukpZJFh2WSt...99m7GH5RKMpgtKcjCjGPqhwrNS9phrmLSozKKEPgcSP214fZQvV9yqPMKUARL4j1np5YNnjfGMxUiYGEUmignDqyEjLR3oVuULXCc3JuAWkV6kG2cvDhvVQDdQ.png

" ধাপ ৫ "

IMG_20220418_031313.png

IMG_20220418_031215.png

এবার পেয়াজ গুলো বাদামী রঙ করে ভাজা হয়ে গেলে এক কাপ পরিমাণ পানি কড়াইতে ঢেলে দিতে হবে। তারপর পানিগুলো গরম হয়ে আসলে উপকরণে নেয়া সকল মসলা গুলো কড়াইতে ঢেলে দিয়ে চামচের সাহায্যে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে।

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPyPsMyHugtgimeGf4GaeSLBpLo19W7P5uB2gbyncoyGXD1NKkqukpZJFh2WSt...99m7GH5RKMpgtKcjCjGPqhwrNS9phrmLSozKKEPgcSP214fZQvV9yqPMKUARL4j1np5YNnjfGMxUiYGEUmignDqyEjLR3oVuULXCc3JuAWkV6kG2cvDhvVQDdQ.png

" ধাপ ৬ "

IMG_20220418_031147.png

IMG_20220418_031100.png

এবার কষিয়ে নেওয়ার পর, পূর্বে ভেজে নেয়া ব্রয়লার মুরগির মাংস গুলো কড়াইতে ঢেলে দিতে হবে। তারপর চামচের সাহায্যে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। এরপর অল্প কিছুক্ষণ জ্বাল দিয়ে, ঝোল গুলোকে শুকিয়ে আনতে হবে।

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPyPsMyHugtgimeGf4GaeSLBpLo19W7P5uB2gbyncoyGXD1NKkqukpZJFh2WSt...99m7GH5RKMpgtKcjCjGPqhwrNS9phrmLSozKKEPgcSP214fZQvV9yqPMKUARL4j1np5YNnjfGMxUiYGEUmignDqyEjLR3oVuULXCc3JuAWkV6kG2cvDhvVQDdQ.png

" ধাপ ৭ "

IMG_20220418_030715.png

IMG_20220418_030549.png

এবার ঝোল গুলো শুকিয়ে আসার পর পূর্বে ভেজে নেয়া আলুগুলো কড়াইতে ঢেলে দিতে হবে এবং চামচের সাহায্যে ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। তারপর মাংস ও আলু সিদ্ধ হয়ার জন্য পরিমাণমতো পানি কড়াইতে ঢেলে দিতে হবে।

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPyPsMyHugtgimeGf4GaeSLBpLo19W7P5uB2gbyncoyGXD1NKkqukpZJFh2WSt...99m7GH5RKMpgtKcjCjGPqhwrNS9phrmLSozKKEPgcSP214fZQvV9yqPMKUARL4j1np5YNnjfGMxUiYGEUmignDqyEjLR3oVuULXCc3JuAWkV6kG2cvDhvVQDdQ.png

" ধাপ ৮ "

IMG_20220418_030523.png

এবার কড়াইতে দেয়া মাংসের তরকারি তে যখন ঝোলের পরিমাণ একদম কমে আসবে ও গায়ে মাখা মাখা ঝোল থেকে যাবে তখনই বুঝতে হবে আমাদের রেসিপিটি তৈরি হয়ে গেছে এবার আপনি আপনার ইচ্ছে মত সাজিয়ে গরম গরম পরিবেশন করুন আলু দিয়ে সুস্বাদু ব্রয়লার মুরগির ভুনা রেসিপি।

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPyPsMyHugtgimeGf4GaeSLBpLo19W7P5uB2gbyncoyGXD1NKkqukpZJFh2WSt...99m7GH5RKMpgtKcjCjGPqhwrNS9phrmLSozKKEPgcSP214fZQvV9yqPMKUARL4j1np5YNnjfGMxUiYGEUmignDqyEjLR3oVuULXCc3JuAWkV6kG2cvDhvVQDdQ.png

আশা করি আমার পোস্টটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমে জানাবেন। আজ আর নয়, দেখা হবে আগামীতে নতুন কোন পোস্ট নিয়ে।

PicsArt_03-21-01.30.10.png

আমি মোঃ মাহবুবুল ইসলাম লিমন। বাংলাদেশ আমার জন্মভূমি। বাংলা ভাষা আমার মাতৃভাষা। আমি এই অপরূপ বাংলার কোলে জন্ম নিয়ে নিজেকে অনেক অনেক গর্বিত মনে করি। এই বাংলায় আমার ভালো লাগে, বাংলায় চলতে, বাংলায় বলতে, বাংলায় হাসতে, বাংলায় গাইতে, বাংলায় শুনতে, আরো ভালো লাগে এই অপরুপ সুন্দর বাংলার প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে নিজেকে হারিয়ে যেতে দিতে। সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমাকে সহযোগিতা করবেন। আমি যেন আগামীতেও আরো অনেক সুন্দর সুন্দর পোস্ট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারি। সবাই পরিবারের সকল সদস্যকে নিয়ে ভাল থাকবেন, সুস্থ থাকবেন। এই প্রত্যাশাই সর্বদা।

3q52Dkr5nBe3kDiHrk4F3qdzX6E5VuVcCcF7TDQDco37AUsMDxK7aJ1v5hKA8jfHHgL9ABnDXogr1.gif

standard_Discord_Zip.gif

Logo.png

"ধন্যবাদ সবাইকে"

Sort:  
 2 years ago 

আলু দিয়ে সুস্বাদু বয়লার মুরগির মাংসের খুব সুন্দর ভুনা রেসিপি তৈরি করেছেন। আমার কাছে ভুনা রেসিপি খেতে বেশি ভালো লাগে। আপনার বয়লারের ভুনা রেসিপি আমার খুব ভালো লেগেছে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

মুরগির মাংস আমার কাছে খুবই ভালো লাগে আর ঝাল যদি একটু বেশি হয় তাহলে তো আর কোন কথাই নেই। আলু দিয়ে আপনি খুবই সুন্দরভাবে মুরগির মাংস রান্না করেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

ব্রয়লার মুরগির মাংস খেতে হলে ঝাল ঝাল করে খেতে হবে তাহলে বেশি সুস্বাদু হবে। আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

ব্রয়লার মুরগির মাংস অনেক সুন্দর করে রান্না করেছেন ভাইয়া, তবে আমার একটু ব্রয়লার মুরগির ভুনা টাই খেতে খুবই ভালো লাগে, তারপরেও আপনার রান্নাটিও অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন, শুভকামনা রইলো আপনার জন্য ভাইয়া।

 2 years ago 

আমার রেসিপিটির রান্নার প্রক্রিয়া আপনার কাছে ভাল লেগেছে জেনে ভীষণ খুশি হলাম ভাইয়া। আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

একটু আগে ব্রয়লার মুরগী দিয়েই ভাত খেয়ে উঠলাম। আপনার ব্রয়লার মুরগির রেসিপি খুব লোভনীয় হয়েছে। আপনি ছবিগুলো খুব সুন্দর ভাবে এডিট করে আকর্ষনীয় করেছেন। ভালো ছিলো সব মিলিয়ে।

 2 years ago 

রেসিপিটি সুন্দর করে উপস্থাপন করার চেষ্টা করেছি মাত্র। আপনার কাছে ভাল লেগেছে জেনে ভীষণ খুশি হলাম। ধন্যবাদ।

 2 years ago 

আলু দিয়ে মজাদার ব্রয়লার মুরগির রেসিপি দেখে অনেক সুস্বাদু মনে হচ্ছে। আপনি খুবই সুন্দরভাবে রেসিপিটি উপস্থাপন করলেন। আপনার ধাপে ধাপে উপস্থাপন দেখে আমি তৈরি করা শিখতে পেরেছি। শুভকামনা রইল।

 2 years ago 

আমার রেসিপিটি তৈরি করতে শিখে গেছেন জেনে খুবই খুশি হলাম ভাইয়া। আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

আলু দিয়ে বয়লার মুরগির ভুনা টা দেখে মনে হচ্ছে অনেক সুস্বাদু হবে। বয়লার মুরগির ভুনার ভেতরে আলু দিলে আমার খেতে অনেক ভালো লাগে। আমি রান্না করলে সাধারণত বয়লার মুরগির ভেতরে আলু দিয়ে থাকি। আপনি অনেক কলিটি সম্পুর্ন পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন ।আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপু, আমার পোস্টে এসে এত সুন্দর মন্তব্য করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

আলু দিয়ে সুস্বাদু ব্রয়লার মুরগির ভুনা রেসিপি শেয়ার করেছেন দারুন হয়েছে। রান্নার কালার দেখে তো লোভ সামলানো মুশকিল। অনেক সুন্দর করে সাজিয়ে উপস্থাপনা করেছেন। ধন্যবাদ আপনাকে

 2 years ago 

এত সুন্দর মন্তব্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ মিতা। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

আপনি খুব সুন্দর করে মুরগির মাংস রান্না করেছেন। দেখে খুব ভালো লাগলো। আপনি রন্ধন প্রক্রিয়া ধাপসমূহ খুব চমৎকার ভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন। এবং পোষ্টটি শুরু থেকে শেষ পর্যন্ত সুন্দরভাবে উপস্থাপন করেছেন। এত অসাধারণ রেসিপি শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। খুবই সুন্দর মন্তব্য করে আমাকে সহযোগিতা করার জন্য আবারো আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

আলু দিয়ে সুস্বাদু ব্রয়লার মুরগির ভুনা রেসিপি দেখতে অসাধারণ হয়েছে। ঠিক বলেছেন ব্রয়লার মুরগি ঝোলের থেকে ভুনা খেতে ভালো লাগে। আমার কাছে ভুনা অনেক ভালো লাগে । প্রতিটি ধাপ খুব সুন্দরভাবে বর্ণনা করেছেন। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

জি আপু ব্রয়লার মুরগির ঝোল এর থেকে ভুনা করে খেতে বেশি ভালো লাগে। আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.029
BTC 58720.84
ETH 3088.52
USDT 1.00
SBD 2.41