গাঙকই শুটকি মাছের ভুনা সুস্বাদু রেসিপি||১০% বেনিফিশিয়ারি shy-fox 🦊এর জন্য
আমার প্রিয় বাংলা ব্লগ এর ভাই ও বোনেরা, মুসলিম ভাই ও বোনদের জানাই আসসালামু আলাইকুম। সনাতন ধর্মালম্বী ভাই ও বোনদের জানাই আদাব এবং অন্যান্য ধর্ম অবলম্বনকারী ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।
আজ আবারো ফিরে আসলাম আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে। আজ আমি আমার খুবই পছন্দের একটি খাবার আপনাদের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি। আমি যে কোন মাছের শুটকি খেতে ভীষণ পছন্দ করি। আর তাই মাঝে মাঝে আমার বাসাতে শুটকি রেসিপি তৈরি করা হয়ে থাকে। শুঁটকিতে প্রচুর পরিমাণ আমিষ ও প্রোটিন দুটোই বিদ্যমান রয়েছে। যারা মাছ খেতে খুব বেশি একটা ভালোবাসে না, তাদের জন্য শুটকি অন্যতম খাবার। শুটকি খেতে খুবই সুস্বাদু হয়ে থাকে। শুটকির ভর্তা হোক, শুটকির ভুনা হোক, আবার সবজি দিয়ে শুটকি হোক, যেভাবেই শুটকি কে আপনি খান না কেন তা অনেক অনেক সুস্বাদু ও মজাদার হয়ে থাকে। আর এই মজাদার গাঙকই শুটকি ভুনা সুস্বাদু রেসিপি আপনাদের মাঝে উপস্থাপন করব। তাহলে বন্ধুরা চলুন দেরী না করে শুরু করা যাক।
ক্রমিকনং | উপকরণ | পরিমাণ |
---|---|---|
১ | গাঙকই শুটকি | ২০০ গ্রাম |
২ | পেঁয়াজ | মাঝারি ৫টি |
৩ | কাঁচা মরিচ | ৪-৫ টি |
৪ | রসুন থেঁতো | মাঝারি ২টি |
৫ | হলুদ গুঁড়া | ১ চা চামচ |
৬ | শুকনা মরিচ গুঁড়া | ১ চা চামচ |
৭ | জিরা বাটা | ১চা চামচ |
৮ | সয়াবিন তেল | পরিমান মত |
৯ | লবণ | পরিমাণমতো |
"ধাপ ১"
প্রথমে শুটকি গুলোকে টুকরো টুকরো করে কেটে নিতে হবে। উপরে দেয়া চিত্রের মত করে।
"ধাপ ২"
এবার টুকরো করে নেয়া শুটকি গুলোকে হালকা গরম পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে।
"ধাপ ৩"
এবার চুলায় কড়াই বসিয়ে দিয়ে সয়াবিন তেল ঢেলে দিতে হবে। সয়াবিন তেল গরম হয়ে আসলে পেঁয়াজ কুচি গুলো কড়াইতে ঢেলে দিতে হবে।
"ধাপ ৪"
এবার পেঁয়াজকুচি গুলো হাল্কা ভাজা হয়ে আসলে, কেটে নেয়া মরিচ এবং রসুন থেঁতো গুলো কড়াইতে ঢেলে দিতে হবে।
"ধাপ ৫"
এবার পেঁয়াজ মরিচ এবং রসুন থেঁতো গুলো বাদামী রঙের ভাজা হয়ে আসলে এক কাপ পরিমান পানি কড়াইতে ঢেলে দিতে হবে।
"ধাপ ৬"
এবার পানিগুলো গরম হয়ে আসলে উপকরণে দেয়া সকল মসলা কড়াইতে ঢেলে দিতে হবে। এবং ভালোভাবে কষিয়ে নিতে হবে।
"ধাপ ৬"
এবার কষানো মসলার উপর শুটকি গুলো ঢেলে দিতে হবে এবং চামচের সাহায্যে ভালোভাবে নাড়াচাড়া করে দিতে হবে।
"ধাপ ৭"
এরপর শুটকি কষানো হয়ে আসলে, তখন শুটকি গুলো সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মত পানি কড়াইতে ঢেলে দিতে হবে।
"ধাপ ৮"
তারপর পানিগুলো যখন শুকিয়ে ঝোলে পরিণত হবে তখন লক্ষ্য রাখতে হবে যেহেতু আমরা ভুনা তৈরি করব সেহেতু ঝোলের পরিমাণটা একদমই থাকবে না।
"ধাপ ৯"
এবার ঝোল একেবারে শুকিয়ে আসলে, আলাদা পাত্রে ঢেলে নিয়ে গরম গরম পরিবেশন করুন। আপনার প্রিয় গাঙকই শুটকি মাছের ভুনা সুস্বাদু রেসিপি।
আমি মোঃ মাহবুবুল ইসলাম লিমন। বাংলাদেশ আমার জন্মভূমি। বাংলা ভাষা আমার মাতৃভাষা। আমি এই অপরূপ বাংলার কোলে জন্ম নিয়ে নিজেকে অনেক অনেক গর্বিত মনে করি। এই বাংলায় আমার ভালো লাগে, বাংলায় চলতে, বাংলায় বলতে, বাংলায় হাসতে, বাংলায় গাইতে, বাংলায় শুনতে, আরো ভালো লাগে এই অপরুপ সুন্দর বাংলার প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে নিজেকে হারিয়ে যেতে দিতে। সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমাকে সহযোগিতা করবেন। আমি যেন আগামীতেও আরো অনেক সুন্দর সুন্দর পোস্ট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারি। সবাই পরিবারের সকল সদস্যকে নিয়ে ভাল থাকবেন, সুস্থ থাকবেন। এই প্রত্যাশাই সর্বদা।
আপনি অনেক লোভনীয় একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন। শুটকি মাছ ভুনা দেখতে খুব দারুণ লাগছে মনে হচ্ছে অনেক সুস্বাদু হয়েছে। শুভকামনা রইল আপনার জন্য
ভাইয়া শুটকি ভুনা দেখতে যেমন দারুন ছিল খেতেও তেমনি সুস্বাদু হয়েছিল। আপনার সুন্দর মতামত দিয়ে পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।
শুটকি মাছ ভুনার অনেক সুস্বাদু একটি রেসিপি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার এই শুটকি মাছ ভুনার রেসিপি দেখেই বোঝা যাচ্ছে রেসিপিটি অনেক বেশি সুস্বাদু হয়েছিল। শুটকি মাছ ভুনার এরকম রেসিপি দেখলে জিভে জল চলে আসে। ধন্যবাদ আপনাকে এত মজাদার একটি রেসিপি শেয়ার করার জন্য
জি ভাইয়া, আমারও একই অবস্থা শুটকি মাছ দেখলে জিভে জল চলে আসে এবং ভীষণ খাওয়ার ইচ্ছে হয়। আপনার সুন্দর মতামতের জন্য অনেক অনেক ধন্যবাদ।
গাঙকই শুটকি মাছের ভুনা সুস্বাদু রেসিপি অনেক সুন্দর করে রান্না করেছেন এবং এই মাছটি আমি তো আজকে ভাইয়া নতুন শুনলাম। কৈ মাছ শুনেছি কিন্তু এটাই অনেক লাগলো। প্রতিটি ধাপ খুব সুন্দর করে তুলে ধরেছেন। আপনার জন্য শুভকামনা রইল। আপনার রান্নার ধরনটি বেশ ভালো ভাইয়া।
আমরা যে মাছটিকে গাঙকই বলে থাকি, হয়তো আপনারা সেই মাছটিকে অন্য কোন নামে চিনে থাকবেন। এজন্য গাঙকই শুটকি মাছ টি আপনার কাছে নতুন মনে হচ্ছে। ধন্যবাদ।
শুটকি খেতে আমার খুবই ভালো লাগে। সেটা শুটকির ভাজি হোক বা ভর্তা। শুটকি হলে গরম ভাতের সঙ্গে আর কিছুই লাগে না। আপনার আজকে গাঙকই মাছের শুটকি দেখে মনে হচ্ছে যে খুবই সুস্বাদু হয়েছে। এই মাছের নাম আমি আগে কখনো শুনিনি। খেয়েছি কিনা জানি না। কিন্তু আপনার রেসিপিটি খুবই লোভনীয় লাগছে দেখতে।
সত্যি বলেছেন আপু শুটকি ভাজি হোক আর ভর্তা হোক স্বাদের কিন্তু কমতি হয় না। অঞ্চলভেদে আপনার এলাকার মাছটির নাম অন্য হতে পারে। শুভকামনা রইল আপনার জন্য।
রেসিপি প্রস্তুতের ধরন খুবই চমৎকার হয়েছে। খুব সুন্দর ভাবে ধাপে ধাপে উপস্থাপন করেছেন যে কিভাবে প্রস্তুত করতে হয়। রান্নার মসলা এবং মাছ আলাদা আলাদাভাবে দেখিয়েছেন। প্রস্তুতির সময় খুব সুন্দর ভাবে ফটো উঠিয়েছেন। আসলে রান্না করতে গেলে ফটো গুলো উঠাতে খুবই ঝামেলা হয়েছে কিন্তু আপনি ঝামেলা কে জয় করে সুন্দরভাবে ফটো উঠিয়ে রান্নাটা প্রস্তুত করা বন্ধুদের মাঝে শেয়ার করেছেন। দারুন সব ছবি তুলেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ।
অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আপনার এত সুন্দর মন্তব্যের জন্য। শুনেছি কষ্ট না করলে কেষ্ট মেলে না। ভালো কিছু আশা করতে গেলে একটু ঝামেলা তো পোহাতে হবে। অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য।
শুটকি মাছ আমার খুব পছন্দের একটি খাবার । বাড়িতে আমি প্রায়ই শুটকি মাছের ভুনা খেয়ে থাকি । আপনার রেসিপি দেখে আমার খুবই পছন্দ হয়েছে। দেখেই লোভ লাগতেছে ।ধাপে ধাপে খুব সুন্দর ভাবে উপস্থাপন করে শেয়ার করেছেন । ধন্যবাদ ভাই এত সুন্দর একটি রেসিপি শেয়ার করার ।
অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আমার পোস্টে এসে আমাকে সহযোগিতা করার জন্য। শুটকি মাছ সত্যিই অনেক একটি লোভনীয় খাবার। অনেক শুভকামনা রইল আপনার জন্য।
গাঙকই একটু অন্যধরনের মাছ মনে হচ্ছে। এইরকম মাছের নাম কখনো শুনি নাই। গাঙকই শুটকির রেসিপি টা দারুণ তৈরি করেছেন। এবং শুটকির সম্পর্কে এতোটা বিস্তারিত আমার জানা ছিল না। আপনার পোস্ট থেকে জানলাম। ভালো পোস্ট ছিল। ধন্যবাদ আপনাকে।।
ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য। এই শুটকি মাছ টি সামুদ্রিক মাছ। আপনার এলাকায় এটি হয়তোবা অন্য নামে পরিচিত। আপনার জন্য শুভকামনা রইল।
ভাই আপনার কমেন্টগুলো যেমন সুন্দর আপনার রান্না ও ঠিক তেমনি সুন্দর। গাঙ কই মাছের নাম কখনো শুনিনি। এটা কি সামুদ্রিক মাছ নাকি নদীর মাছ। যাই হোক না কেন রেসিপিটি আমার কাছে বেশ ভালো লাগলো। মনে হচ্ছে খুব সাদের হয়েছিল। শেয়ার করার জন্য ধন্যবাদ
অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আপনার এত সুন্দর মন্তব্যের জন্য।গাঙকই মাছ টি সামুদ্রিক মাছ, এটা নদীর মাছ নয়। রেসিপিটি সত্যিই অনেক অনেক সুস্বাদু হয়েছিল। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
সত্যি বলতে ভাইয়া মাছের শুটকি আমার অনেক ভালো লাগে। আর বড় মাছের শুটকি হলে তো কোন কথাই নেই। এত সুন্দর ভাবে রান্না করেছেন যেন দেখে মনে হচ্ছে কোন মাংসের রেসিপি। খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন সবকিছু। সব মিলিয়ে অসাধারণ হয়েছে ভাইয়া। অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে শেয়ার করার জন্য।
অনেক অনেক ধন্যবাদ ভাইয়া, আমার পোস্টে এসে আমাকে মন্তব্য করার জন্য। শুটকি মাছ আমারও অনেক ভালো লাগে। অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য।
গাঙকই ও শুটকি মাছের ভুনা কখনো একসাথে খাওয়া হয়নি। তবে শুটকি মাছের ভুনা মাঝেমধ্যেই খাওয়া হয়। আপনার রেসিপিতে শুটকি মাছের ভুনা দেখে খেতে খুব ইচ্ছা। আপনাদের রেসিপি দেখে মনে হচ্ছে গঙকই ও শুটকি মাছের ভুনা অনেক সুস্বাদু হয়েছে। শুভকামনা রইল আপনার জন্য।
ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য। শুটকি মাছ সত্যিই অনেক সুস্বাদু একটি রেসিপি। আমার শুটকি মাছ খেতে অনেক অনেক ভালো লাগে। শুভকামনা রইল আপনার জন্য।