সূর্যমুখী ফুলের বাগানে আমার কাটানো কিছু মুহূর্ত||১০% বেনেফিশিয়ারি shy-fox এর জন্য

"হ্যালো বন্ধুরা"

মার প্রিয় বাংলা ব্লগের ভাই ও বোনেরা, মুসলিম ভাই ও বোনদের জানাই আসসালামু আলাইকুম, সনাতন ধর্মাবলম্বী ভাই ও বোনদের জানাই আদাব এবং অন্যান্য ধর্ম অবলম্বনকারী ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা,অভিনন্দন। আশা করি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন,সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে এবং আপনাদের সবার দোয়ায় বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছি,সুস্থ আছি।

Picsart_22-03-04_19-11-17-069.jpg

আজ আবারো ফিরে আসলাম আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে। ঘুরে বেড়াতে কার না ভালো লাগে। তাই আমারও ঘুরে বেড়াতে ভীষণ ভালো লাগে। কখনো ঘুরে বেড়াই বন্ধুদের সাথে, কখনো ঘুরে বেড়াই ভাগিনাদের সাথে আবার কখনো ঘুরে বেড়াই পরিবারের সদস্যদের নিয়ে। সেদিন আমি সূর্যমুখী বাগানে বেড়াতে গিয়েছিলাম পরিবারকে নিয়ে। খুবই সুন্দর সময় কাটিয়ে ছিলাম সেই সূর্যমুখী বাগান দেখতে গিয়ে। আজ তারই কিছু কথা আপনাদের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs24mYbuhF29nqTWij5u9mvjBLLVSWcVkJp3dG8uQEfz4F8L9CPSAoCr8Lq2mNQ...7j8q5evqdze4Rc2E6gijJy7eYJ28fLKKVGXdq7UhHVafg5Q9bg3tabiXBwPRMu7LsPYeuHXtxPLw9kvci5U2oreDwcvQ1kQks6WTWw6EZNgfhUxJrPTq12Ysx2.png

rd3GVFgaNqfa5weVZtxxbjKtDyTEHjfxPPPJvmPbgZ2G7nwAXXXa81mFytyZKZkP18iMHMFcYB39CvoQM7SpMhnZ9xvrpBhEHVAmPkvEMg...zeez681d5aQVfWpw1EpYfA8q66dgsTkrXpAu9HhJMcuReadeuU3UmHyYkdUDpugJ3u63igbpkzxwrFW66y9BCksfsN9ix8H4Zp4iYuA86tyawrTRDgRd3U8wkA.png

IMG_20210317_182832.jpg

সূর্যমুখীর বাগানে গিয়ে আমার ছেলেমেয়েদের উচ্ছ্বাস যেন বেড়েই চলেছে। এত সুন্দর মনোরম পরিবেশ চারিদিকে যেদিকে তাকাই শুধু ফুল আর ফুল। আমার ছেলেমেয়ে যখন সূর্যমুখী ফুলের বাগানের ভেতরে দৌড়াদৌড়ি করছিল,তখন আমার কাছে মনে হচ্ছিল সূর্যমুখী ফুলের বাগানের ভিতর ছোট ছোট দুটি ভ্রমর ছোটাছুটি করছিল। তখন আমার মনের ভিতরে প্রশান্তির হাওয়া বইছিলো। মনে হচ্ছিল প্রত্যেকটি মানুষেরই উচিত তাদের সন্তানকে সময় দেবার জন্য,মাঝে মধ্যে সুন্দর সুন্দর জায়গায় ঘুরেবেরাতে নিয়ে যাওয়া উচিত।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs24mYbuhF29nqTWij5u9mvjBLLVSWcVkJp3dG8uQEfz4F8L9CPSAoCr8Lq2mNQ...7j8q5evqdze4Rc2E6gijJy7eYJ28fLKKVGXdq7UhHVafg5Q9bg3tabiXBwPRMu7LsPYeuHXtxPLw9kvci5U2oreDwcvQ1kQks6WTWw6EZNgfhUxJrPTq12Ysx2.png

rd3GVFgaNqfa5weVZtxxbjKtDyTEHjfxPPPJvmPbgZ2G7nwAXXXa81mFytyZKZkP18iMHMFcYB39CvoQM7SpMhnZ9xvrpBhEHVAmPkvEMg...zeez681d5aQVfWpw1EpYfA8q66dgsTkrXpAu9HhJMcuReadeuU3UmHyYkdUDpugJ3u63igbpkzxwrFW66y9BCksfsN9ix8H4Zp4iYuA86tyawrTRDgRd3U8wkA.png

IMG_20210317_182154.jpg

সূর্যমুখী ফুলের বাগানের ভিতর আমার ছেলে মেয়ে দুটি যখন বেশি ছোটাছুটি করছিল তখন তাদের অজান্তেই ফুলের গাছ গুলো কে আঘাত দিয়ে ফেলছিল। এজন্যই ছেলেকে শান্ত করার জন্য তার মায়ের কোলে তুলে দিয়ে দুই একটি ছবি তোলার চেষ্টা করলাম যাতে করে আমার ছেলেটি বুঝতে পারে ছবি তোলা হচ্ছে। ছবি তোলার কারণে তার চঞ্চলতা অনেকটাই কমে গেল। আমার ছেলের চঞ্চলতা কম হওয়ার জন্য তার মা খুশি হয়ে তার গালে আদরের চুমু দিল।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs24mYbuhF29nqTWij5u9mvjBLLVSWcVkJp3dG8uQEfz4F8L9CPSAoCr8Lq2mNQ...7j8q5evqdze4Rc2E6gijJy7eYJ28fLKKVGXdq7UhHVafg5Q9bg3tabiXBwPRMu7LsPYeuHXtxPLw9kvci5U2oreDwcvQ1kQks6WTWw6EZNgfhUxJrPTq12Ysx2.png

rd3GVFgaNqfa5weVZtxxbjKtDyTEHjfxPPPJvmPbgZ2G7nwAXXXa81mFytyZKZkP18iMHMFcYB39CvoQM7SpMhnZ9xvrpBhEHVAmPkvEMg...zeez681d5aQVfWpw1EpYfA8q66dgsTkrXpAu9HhJMcuReadeuU3UmHyYkdUDpugJ3u63igbpkzxwrFW66y9BCksfsN9ix8H4Zp4iYuA86tyawrTRDgRd3U8wkA.png

IMG_20210317_182144.jpg

আমার ছেলেকে শান্ত করার পরও সে বারবার বায়না ধরেছিল একটি ফুল ছিঁড়ে তার হাতে দেয়ার জন্য। কিন্তু ফুল গাছে মানায়, ফুলকে ছিরলে তার সৌন্দর্য মলিন হয়ে যায়। তাই আমি আবারও ছেলেকে বুঝিয়ে ছবি তোলার জন্য ব্যস্ত করে তুললাম। যথারীতি আমার ছেলেও ছবি তোলার জন্য তৈরি হয়ে গেল। তাই আমি চটজলদি তার মায়ের কোলে থাকা অবস্থাতেই একটি ছবি তুলে নিলাম।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs24mYbuhF29nqTWij5u9mvjBLLVSWcVkJp3dG8uQEfz4F8L9CPSAoCr8Lq2mNQ...7j8q5evqdze4Rc2E6gijJy7eYJ28fLKKVGXdq7UhHVafg5Q9bg3tabiXBwPRMu7LsPYeuHXtxPLw9kvci5U2oreDwcvQ1kQks6WTWw6EZNgfhUxJrPTq12Ysx2.png

rd3GVFgaNqfa5weVZtxxbjKtDyTEHjfxPPPJvmPbgZ2G7nwAXXXa81mFytyZKZkP18iMHMFcYB39CvoQM7SpMhnZ9xvrpBhEHVAmPkvEMg...zeez681d5aQVfWpw1EpYfA8q66dgsTkrXpAu9HhJMcuReadeuU3UmHyYkdUDpugJ3u63igbpkzxwrFW66y9BCksfsN9ix8H4Zp4iYuA86tyawrTRDgRd3U8wkA.png

IMG_20210317_183020.jpg

এতেও যখন আমার ছেলে ফুল ছেঁড়া থেকে অব্যাহতি দিচ্ছিল না তাই তাকে কিছু চকলেট খাওয়ার জন্য হাতে ধরিয়ে দিলাম। এবার সে তার কাজিনের কোলে চড়ে চকলেট খাওয়ায় ব্যস্ত হয়ে পড়ল। আর সেই সুযোগে আমি ছবিটি তুলে নিলাম। ছবিটি তোলার পরেও আমার ছেলে বারংবার ফুল হাতে নেবার জন্য অনেকটাই জেদ ধরে বসে ছিল।একেই বুঝি বলে ছোটবেলার জেদ যার হাত থেকে রেহাই পাওয়া বড়ই দুষ্কর।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs24mYbuhF29nqTWij5u9mvjBLLVSWcVkJp3dG8uQEfz4F8L9CPSAoCr8Lq2mNQ...7j8q5evqdze4Rc2E6gijJy7eYJ28fLKKVGXdq7UhHVafg5Q9bg3tabiXBwPRMu7LsPYeuHXtxPLw9kvci5U2oreDwcvQ1kQks6WTWw6EZNgfhUxJrPTq12Ysx2.png

rd3GVFgaNqfa5weVZtxxbjKtDyTEHjfxPPPJvmPbgZ2G7nwAXXXa81mFytyZKZkP18iMHMFcYB39CvoQM7SpMhnZ9xvrpBhEHVAmPkvEMg...zeez681d5aQVfWpw1EpYfA8q66dgsTkrXpAu9HhJMcuReadeuU3UmHyYkdUDpugJ3u63igbpkzxwrFW66y9BCksfsN9ix8H4Zp4iYuA86tyawrTRDgRd3U8wkA.png

IMG_20210317_182849.jpg

আমরা সারাটা বিকেল সূর্যমুখী ফুলের বাগানে অনাবিল আনন্দে সময়টুকু পার করেছিলাম। এই আনন্দঘন মুহূর্তে আমার স্ত্রীর একটু হাসিমাখা মুখের ছবি তুলে নিলাম। এত সুন্দর সময় পার করিয়ে ছিলাম আমরা তা আর বলার বাইরে। সূর্যমুখী ফুলের বাগানে গিয়ে পরিবারের সবার মুখে হাসি দেখতে পেয়ে নিজের কাছে খুব ভালো লাগছিল।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs24mYbuhF29nqTWij5u9mvjBLLVSWcVkJp3dG8uQEfz4F8L9CPSAoCr8Lq2mNQ...7j8q5evqdze4Rc2E6gijJy7eYJ28fLKKVGXdq7UhHVafg5Q9bg3tabiXBwPRMu7LsPYeuHXtxPLw9kvci5U2oreDwcvQ1kQks6WTWw6EZNgfhUxJrPTq12Ysx2.png

rd3GVFgaNqfa5weVZtxxbjKtDyTEHjfxPPPJvmPbgZ2G7nwAXXXa81mFytyZKZkP18iMHMFcYB39CvoQM7SpMhnZ9xvrpBhEHVAmPkvEMg...zeez681d5aQVfWpw1EpYfA8q66dgsTkrXpAu9HhJMcuReadeuU3UmHyYkdUDpugJ3u63igbpkzxwrFW66y9BCksfsN9ix8H4Zp4iYuA86tyawrTRDgRd3U8wkA.png

IMG_20210317_182057.jpg

সবার যখন হাসিমাখা মুখের ছবি তোলা শেষ। সবার যখন আনন্দটুকু সবার মাঝে ভাগাভাগি করে নেওয়া হচ্ছিল ঠিক সেই সময় আমি নিজেও আমার একটি সেলফি তুলে নিলাম। এই সেলফি স্মৃতি হিসেবে আমার মুঠোফেনে ক্যামেরাবন্দি হয়ে আছে।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs24mYbuhF29nqTWij5u9mvjBLLVSWcVkJp3dG8uQEfz4F8L9CPSAoCr8Lq2mNQ...7j8q5evqdze4Rc2E6gijJy7eYJ28fLKKVGXdq7UhHVafg5Q9bg3tabiXBwPRMu7LsPYeuHXtxPLw9kvci5U2oreDwcvQ1kQks6WTWw6EZNgfhUxJrPTq12Ysx2.png

rd3GVFgaNqfa5weVZtxxbjKtDyTEHjfxPPPJvmPbgZ2G7nwAXXXa81mFytyZKZkP18iMHMFcYB39CvoQM7SpMhnZ9xvrpBhEHVAmPkvEMg...zeez681d5aQVfWpw1EpYfA8q66dgsTkrXpAu9HhJMcuReadeuU3UmHyYkdUDpugJ3u63igbpkzxwrFW66y9BCksfsN9ix8H4Zp4iYuA86tyawrTRDgRd3U8wkA.png

আশা করি আমার পোস্টটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে।ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমে জানিয়ে দিবেন। আজ আর নয়,এখানেই শেষ করছি।

আমি মোঃ মাহবুবুল ইসলাম লিমন। বাংলাদেশ আমার জন্মভূমি। বাংলা ভাষা আমার মাতৃভাষা। এই বাংলায় আমার ভালো লাগে, বাংলায় চলতে,বাংলায় বলতে,বাংলায় শুনতে,বাংলায় গাইতে,বাংলায় হাসতে,আরো ভালো লাগে এই অপরূপ বাংলার প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে হারিয়ে যেতে। আমার জন্য সবাই দোয়া করবেন এবং আমাকে সহযোগিতা করবেন।আমি যেন আগামীতেও আরো অনেক সুন্দর সুন্দর পোস্ট নিয়ে আপনাদের সামনে আসতে পারি।সবাই পরিবারের সকল সদস্যকে নিয়ে ভাল থাকবেন,সুস্থ থাকবেন। এই প্রত্যাশা সর্বদাই।

standard_Discord_Zip.gif

banner-abbVD.png

Logo.png

abbcommunity.png

"ধন্যবাদ সবাইকে"

Sort:  
 2 years ago 

সূর্যমুখী ফুল ভালো লাগে না এমন মানুষ হয়তো বা খুঁজে পাওয়া কষ্টের, আমার কাছে তো সূর্যমুখী ফুল দেখতে অনেক ভালো লাগে ভাইয়া। আপনি খুবই সুন্দর ভাবে সূর্যমুখী ফুলের বাগানে কাটানো কিছু মুহূর্ত গুলো আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনার আনন্দঘন মুহূর্তের কিছু আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য। আপনার সঙ্গে আমিও একমত , সূর্যমুখী ফুল ভালোবাসে না এরকম লোক সংখ্যা খুবই কম। অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

সূর্যমুখী ফুলের বাগানে আপনি চমৎকার মুহূর্ত উপভোগ করেছেন। চোখ যেদিকে তাকায় সেদিকেই ফুল আর ফুল। এই ফুলের ভোজ্যতেলে বিশেষ উপাদান রয়েছে। এটি যেমন ফুল হিসেবে গুরুত্বপূর্ণ তেমনি তেল উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দারুন এমন মুহূর্ত আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া , আপনার চমৎকার মন্তব্যের জন্য। সূর্যমুখী ফুলের বাগানে চারিদিকে শুধু "ফুল আর ফুল" মনে হয় যেন ফুলের রাজ্য। অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

ধন্যবাদ শ্রদ্ধেয় এমন একটি সুন্দর বিষয় আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

সূর্যমুখী ফুল খুবই গুরুত্বপূর্ণ একটি ফুল দেখতে যেমন সুন্দর ঠিক ততটাই উপকারী। কেননা এই ফুল থেকেই তৈরি করা হয় সয়াবিন তেল। আর এই ফুলের চাষ বাংলাদেশের খুব কমই হয় নির্দিষ্ট অঞ্চলে ছাড়া। তবে আপনাদেরকে সূর্যমুখী ফুলের বাগানে একসাথে দেখে অনেক ভালো লাগছে। সব সময় হাসি খুশি থাকেন এই কামনা করি।

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ ভাইয়া, আপনার এত সুন্দর মন্তব্যের জন্য। এভাবেই পাশে থাকবেন সব সময়। আপনিও সব সময় হাসিখুশি থাকুন , সুস্থ থাকুন আমিও এই কামনাই করি। অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

সূর্যমুখী বাগানে খুব সুন্দর একটি মুহূর্ত কাটিয়েছেন আপনারা সবাই। আমার কাছে খুবই ভালো লেগেছে আপনাদের কাটানো মুহূর্ত টা দেখে। এত সুন্দর একটি মুহূর্ত আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুভকামনা রইলো আপনাদের সবার জন্য।

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া, আপনার চমৎকার মন্তব্যের জন্য। এভাবে সব সময় পাশে থাকবেন সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

ভাইয়া আপনি তো দেখছি সূর্যমুখী ফুল বাগানে অসম্ভব সুন্দর মূহুর্ত কাটিয়েছেন।আমার কাছে অনেক ভালো লেগেছে ভাইয়া। আপনার ছেলে মেয়ে মাশাআল্লাহ অনেক কিউট তার সাথে আমাদের ভাবিও। ধন্যবাদ ভাইয়া এই সুন্দর মূহুর্ত গুলো আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য। আপনার জন্য অনেক শুভকামনা রইল ভাইয়া।

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপু, আপনার এত সুন্দর মন্তব্যের জন্য। সূর্যমুখী ফুলের বাগানে সত্যিই অনেক ভালো সময় কাটিয়ে ছিলাম। অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

সূর্যমুখী ফুলের বাগানে অনেক সুন্দর সময় কাটিয়েছেন। এমনিতেই সূর্যমুখী ফুলের বাগানের সৌন্দর্য টা একটু বেশি ছিল তারপরে যদি স্বপরিবারে সেখানে সময় কাটানো যায় তাহলে আরো বেশি মজা হয়। আপনার কাটুন সুন্দর মুহুর্ত গুলো শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া , আপনার সুন্দর মন্তব্যের জন্য। সূর্যমুখী ফুলের বাগানে গেলে সবার ভালো লাগবে আমার বিশ্বাস। অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

আসলেই সূর্যমুখী ফুলের বাগানে কাটানো মুহূর্ত তাই তো আলাদা একটা অনুভূতি। আমি ভাইয়ের সাথে কয়েকবার গিয়েছিলাম খুবই ভালো লেগেছিল। চারপাশে কত বড় বড় সূর্যমুখী ফুল দেখতে তো জাস্ট অসাধারণ লাগছে। আপনার সূর্যমুখী ফুলের বাগানে কাটানো মুহূর্ত দেখে বোঝাই যাচ্ছে খুবই আনন্দ করলেন। খুবই চমৎকার কিছু পাশাপাশি ফটোগ্রাফিও করলেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল 😍😍

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ আপু , আপনার এত সুন্দর মন্তব্যের জন্য। সত্যিই অনেক ভালো লেগেছিল সূর্যমুখী ফুলের বাগানে গিয়ে। সাথে আমার ছেলে মেয়ে অনেক আনন্দ করেছিল , কারণ এত ফুল ওরা কখনো এভাবে দেখেনি। অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

সূর্যমুখী বাগানে কাটানো সময়টুকু পড়ে অনেক ভালো লাগলো । পরিবারের সাথে আপনি অনেক সুন্দর একটি সময় কাটিয়েছেন । সুন্দর সময়টুকু সাথে সাথে ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর ভাবে তুলেছিলেন ।
আপনার ও আপনার পরিবারের জন্য শুভকামনা রইল

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া, আপনার চমৎকার মন্তব্যের জন্য। এভাবেই পাশে থাকবেন সবসময় এই কামনা করব। আপনার জন্য অনেক শুভকামনা রইল।

 2 years ago 

সূর্যমুখী ফুলের বাগানে এভাবে অনেক দিন যাবত সুন্দর মুহূর্ত কাটানো হয় না। আমাদের দিকে সূর্যমুখী ফুলের চাষাবাদ হয় না সেই জন্য এই সুন্দর মুহূর্ত উপভোগ করা হয় না ।আপনার কাটানো মুহূর্ত কিছু দৃশ্য দেখে খুবই ভালো লাগলো ।শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া, আপনার সুন্দর মন্তব্যের জন্য। সূর্যমুখী ফুলের বাগান আসলে সব জায়গায় চাষাবাদ করে না। এতে আফসোস করিয়েন না। যেমন সিলেটে চা চাষ করে, কিন্তু আমাদের দিকে চাষ করেনা। অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

আপনার আনন্দময় মূহুর্তের গল্প খুব সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন। সূর্যমুখি ফুল দেখেছি তবে কখনো সূর্যমুখি ফুলের ক্ষেত দেখিনি। আপনার পরিবারকে নিয়ে এত সুন্দর একটি সময় কাটানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনার জন্য অনেক শুভকামনা ও দোয়া রইল।

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপু, আপনার অসাধারণ মন্তব্যের জন্য। সূর্যমুখী ফুলের বাগান সত্যিই অনেক চমৎকার। এভাবেই পাশে থাকবেন সহযোগিতার হাত বাড়িয়ে। শুভকামনা রইল আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.030
BTC 58613.96
ETH 3153.58
USDT 1.00
SBD 2.43