চিংড়ি মাছের শুটকি দিয়ে মজাদার বেগুনের রেসিপি || ১০% বেনিফিশিয়ারি shy-fox এর জন্য

"আজ মঙ্গলবার - ১০ই জ্যৈষ্ঠ - ১৪২৯ বঙ্গাব্দ, ২৪,মে - ২০২২ খ্রিস্টাব্দ"

মার প্রিয় বাংলা ব্লগ এর ভাই ও বোনেরা, মুসলিম ভাই ও বোনদের জানাই আসসালামু আলাইকুম। সনাতন ধর্মালম্বী ভাই ও বোনদের জানাই আদাব এবং অন্যান্য ধর্ম অবলম্বনকারী ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।

Picsart_22-05-24_02-23-58-247.jpg

আজ আবারো ফিরে আসলাম আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে। আজ আমি আপনাদের মাঝে একটি সুস্বাদু ও মজাদার রেসিপি পোষ্ট উপস্থাপন করতে যাচ্ছি। চিংড়ি মাছের শুটকি খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে। আর এই চিংড়ি মাছের শুটকি দিয়ে বেগুনের সমন্বয়ে খুবই সুস্বাদু রেসিপি তৈরি করা যায়, যা খেতে অনেক অনেক মজার হয়ে থাকে। হ্যাঁ বন্ধুরা আজ আমি আপনাদের মাঝে চিংড়ি মাছের শুটকি দিয়ে মজাদার বেগুনের রেসিপি তৈরি করে দেখাবো। চিংড়ি মাছের শুটকি দিয়ে মজাদার বেগুনের রেসিপি সত্যিই অনেক অনেক মজাদার হয়ে থাকে। শুধু মুখে বললেই নয় এই রেসিপি তৈরি করে খেলে তখনই এর স্বাদ সম্পর্কে জানতে পারা যায়।

আমরা অনেকেই আছি যারা হয়তো মাছের চেয়ে শুটকি খেতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করে থাকি। আবার হয়তো দেখা গেছে সব সময় মাছের রেসিপি খেতে খেতে মুখের রুচিটাকে পরিবর্তন করার জন্য শুটকি মাছের রেসিপি তৈরি করে থাকি। আর তাই আমিও মাছ ও মাংসের একঘেয়েমি কাটানোর জন্য চিংড়ি মাছের শুটকি দিয়ে মজাদার বেগুনের রেসিপি তৈরি করেছি। কেননা এই রেসিপিটি খেতে আমার কাছে খুবই ভালো লাগে। তাই আপনাদের মাঝে এই মজাদার রেসিপিটি উপস্থাপন করতে যাচ্ছি। মাছের চেয়ে শুটকি মাছে পুষ্টিগুণ কোন অংশে কম নয়। আর তাই পুষ্টিগুণের কথা চিন্তা করেও আমি এই রেসিপি মাঝে মাঝে আমার বাসায় তৈরি করে খাই।

আজ আমি চিংড়ি মাছের শুটকি দিয়ে এই মজাদার রেসিপি কিভাবে তৈরি করেছি তার প্রতিটি ধাপ অত্যন্ত সুন্দর ভাবে তুলে ধরার চেষ্টা করেছি। যারা শুটকি মাছ খেতে পছন্দ করেন না, আমার বিশ্বাস তারা আমার এই রেসিপি অনুসরণ করে মজাদার রেসিপি তৈরি করে খেলে অনেক অনেক স্বাদ পাবে। এবং পরবর্তী সময়ে আবারও এই রেসিপি তৈরি করে খেতে ভীষণ পছন্দ করবে। তো বন্ধুরা চলুন দেরী না করে শুরু করা যাক, আমার সেই খুবই পছন্দের রেসিপি, চিংড়ি মাছের শুটকি দিয়ে মজাদার বেগুন এর রেসিপি তৈরি করার প্রক্রিয়া।
C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iPP2LBwZ8P5cAH9bTvYmTA3F8KMYooQZeRmk8HnWhD1yc6eY3zLxg5fNQHdD4FYYi1AtUf92J6z.png

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkPu9GeMSmoUEZhF7e8ybxjzW2V7SfHpdazuSFrfL8L5qXnYBPCExPv4ysKR4zPgv1LUiXYjQUwrRiFdCMrRbe6Qjhaj3H9A7rE.png

Picsart_22-05-24_02-31-04-393.jpg

ক্রমিক নংউপকরণপরিমাণ
চিংড়ি শুটকি১০০ গ্রাম
বেগুন৩০০ গ্রাম
পেঁয়াজমাঝারি ৪টি
রসুনবড় ৩টি
কাঁচা মরিচ৮-১০ টি
জিরা বাটা২ চা চামচ
শুকনা মরিচ গুঁড়া১ চা চামচ
হলুদ গুঁড়া১ চা চামচ
সয়াবিন তেলপরিমাণমতো
১০লবণপরিমাণমতো

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iP9GV78pPsPPMTWCCQoCf6bgnGyA54cC4bTk7cnYNcfQRvMoDkiUaAdnV8dA5DCb4MPAADReeCn.png

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iPEe61cr8zPiuLbbLrV6hCS5Y9GvSFzaYeErWpQi9kKkRkpR1pFLnUPNS4ZGjUJ6LeaMTPeSdyp.png

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs24mYbuhF29nqTWij5u9mvjBLLVSWcVkJp3dG8uQEfz4F8L9CPSAoCr8Lq2mNQ...7j8q5evqdze4Rc2E6gijJy7eYJ28fLKKVGXdq7UhHVafg5Q9bg3tabiXBwPRMu7LsPYeuHXtxPLw9kvci5U2oreDwcvQ1kQks6WTWw6EZNgfhUxJrPTq12Ysx2.png

" ধাপ : ১ "

IMG_20220524_020653.jpgIMG_20220524_020609.jpg

প্রথমে উপরের চিত্রের মত করে কাঁচা মরিচ ও পেঁয়াজ কুচি করে কেটে নিতে হবে।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs24mYbuhF29nqTWij5u9mvjBLLVSWcVkJp3dG8uQEfz4F8L9CPSAoCr8Lq2mNQ...7j8q5evqdze4Rc2E6gijJy7eYJ28fLKKVGXdq7UhHVafg5Q9bg3tabiXBwPRMu7LsPYeuHXtxPLw9kvci5U2oreDwcvQ1kQks6WTWw6EZNgfhUxJrPTq12Ysx2.png

" ধাপ : ২ "

IMG_20220524_020535.jpgIMG_20220524_020254.jpg

এবার রসুন গুলোর খোসা ছাড়িয়ে থেঁতো করে নিতে হবে এবং বেগুন গুলোকে উপরের চিত্রের মত করে কেটে নিতে হবে।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs24mYbuhF29nqTWij5u9mvjBLLVSWcVkJp3dG8uQEfz4F8L9CPSAoCr8Lq2mNQ...7j8q5evqdze4Rc2E6gijJy7eYJ28fLKKVGXdq7UhHVafg5Q9bg3tabiXBwPRMu7LsPYeuHXtxPLw9kvci5U2oreDwcvQ1kQks6WTWw6EZNgfhUxJrPTq12Ysx2.png

" ধাপ : ৩ "

IMG_20220524_020458.jpgIMG_20220524_020731.jpg

তারপর চিংড়ি মাছের শুটকি গুলো হালকা গরম পানিতে ভালোভাবে পরিষ্কার করে নিয়ে আলাদা পাত্রে তুলে রাখতে হবে।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs24mYbuhF29nqTWij5u9mvjBLLVSWcVkJp3dG8uQEfz4F8L9CPSAoCr8Lq2mNQ...7j8q5evqdze4Rc2E6gijJy7eYJ28fLKKVGXdq7UhHVafg5Q9bg3tabiXBwPRMu7LsPYeuHXtxPLw9kvci5U2oreDwcvQ1kQks6WTWw6EZNgfhUxJrPTq12Ysx2.png

" ধাপ : ৪ "

IMG_20220524_020809.jpgIMG_20220524_020845.jpg

এবার চুলায় কড়াই বসিয়ে দিয়ে, উপকরণে নেয়া পরিমাণ মতো সয়াবিন তেল গুলো কড়াইতে ঢেলে দিতে হবে। তারপর কেটে নেয়া মরিচ ও পেঁয়াজ গুলো কড়াইতে ঢেলে দিতে হবে। অল্প কিছুক্ষণ মরিচ ও পেঁয়াজ গুলো ভাজা হলে থেঁতো করে নেয়া রসুন গুলো কড়াইতে ঢেলে দিতে হবে।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs24mYbuhF29nqTWij5u9mvjBLLVSWcVkJp3dG8uQEfz4F8L9CPSAoCr8Lq2mNQ...7j8q5evqdze4Rc2E6gijJy7eYJ28fLKKVGXdq7UhHVafg5Q9bg3tabiXBwPRMu7LsPYeuHXtxPLw9kvci5U2oreDwcvQ1kQks6WTWw6EZNgfhUxJrPTq12Ysx2.png

" ধাপ : ৪ "

IMG_20220524_020915.jpgIMG_20220524_021008.jpg

এবার কড়াইতে ঢেলে দেয়া কাঁচা মরিচ, পেঁয়াজ কুচি ও রসুন থেঁতো, সবগুলো বাদামি রং করে ভেজে নিতে হবে। বাদামি রং ভাজা হয়ে গেলে এক কাপ পরিমাণ পানি কড়াইতে ঢেলে দিতে হবে।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs24mYbuhF29nqTWij5u9mvjBLLVSWcVkJp3dG8uQEfz4F8L9CPSAoCr8Lq2mNQ...7j8q5evqdze4Rc2E6gijJy7eYJ28fLKKVGXdq7UhHVafg5Q9bg3tabiXBwPRMu7LsPYeuHXtxPLw9kvci5U2oreDwcvQ1kQks6WTWw6EZNgfhUxJrPTq12Ysx2.png

" ধাপ : ৫ "

IMG_20220524_021041.jpgIMG_20220524_021138.jpg

এবার এক কাপ পরিমান পানি ঢেলে দেবার পর উপকরণে নেয়া সকল মসলাগুলো কড়াইতে ঢেলে দিয়ে চামচের সাহায্যে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে চিংড়ি মাছের শুটকি গুলো কড়াইতে ঢেলে দিতে হবে।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs24mYbuhF29nqTWij5u9mvjBLLVSWcVkJp3dG8uQEfz4F8L9CPSAoCr8Lq2mNQ...7j8q5evqdze4Rc2E6gijJy7eYJ28fLKKVGXdq7UhHVafg5Q9bg3tabiXBwPRMu7LsPYeuHXtxPLw9kvci5U2oreDwcvQ1kQks6WTWw6EZNgfhUxJrPTq12Ysx2.png

" ধাপ : ৬ "

IMG_20220524_021216.jpgIMG_20220524_021258.jpg

এবার শুটকি গুলোকে আবারো চামচের সাহায্যে ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs24mYbuhF29nqTWij5u9mvjBLLVSWcVkJp3dG8uQEfz4F8L9CPSAoCr8Lq2mNQ...7j8q5evqdze4Rc2E6gijJy7eYJ28fLKKVGXdq7UhHVafg5Q9bg3tabiXBwPRMu7LsPYeuHXtxPLw9kvci5U2oreDwcvQ1kQks6WTWw6EZNgfhUxJrPTq12Ysx2.png

" ধাপ : ৭ "

IMG_20220524_021333.jpgIMG_20220524_021410.jpg

তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর ঢাকনা তুলে কেটে নেয়া বেগুনগুলো কড়াইতে ঢেলে দিতে হবে।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs24mYbuhF29nqTWij5u9mvjBLLVSWcVkJp3dG8uQEfz4F8L9CPSAoCr8Lq2mNQ...7j8q5evqdze4Rc2E6gijJy7eYJ28fLKKVGXdq7UhHVafg5Q9bg3tabiXBwPRMu7LsPYeuHXtxPLw9kvci5U2oreDwcvQ1kQks6WTWw6EZNgfhUxJrPTq12Ysx2.png

" ধাপ : ৮ "

IMG_20220524_021511.jpgIMG_20220524_021546.jpg

এবার কেটে নেয়া বেগুন গুলো ঢেলে দেবার পর আবারো অল্প পরিমাণ পানি দিয়ে চামচের সাহায্যে ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs24mYbuhF29nqTWij5u9mvjBLLVSWcVkJp3dG8uQEfz4F8L9CPSAoCr8Lq2mNQ...7j8q5evqdze4Rc2E6gijJy7eYJ28fLKKVGXdq7UhHVafg5Q9bg3tabiXBwPRMu7LsPYeuHXtxPLw9kvci5U2oreDwcvQ1kQks6WTWw6EZNgfhUxJrPTq12Ysx2.png

" ধাপ : ৯ "

IMG_20220524_021633.jpgIMG_20220524_021546.jpg

তারপর কিছুক্ষণ কষিয়ে নেয়ার পর আবারো চামচের সাহায্যে ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে আরো কষিয়ে নিতে হবে।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs24mYbuhF29nqTWij5u9mvjBLLVSWcVkJp3dG8uQEfz4F8L9CPSAoCr8Lq2mNQ...7j8q5evqdze4Rc2E6gijJy7eYJ28fLKKVGXdq7UhHVafg5Q9bg3tabiXBwPRMu7LsPYeuHXtxPLw9kvci5U2oreDwcvQ1kQks6WTWw6EZNgfhUxJrPTq12Ysx2.png

" ধাপ : ১০ "

IMG_20220524_021722.jpg

এবার ঢাকনা দিয়ে ঢেকে দেবার পর ভালোভাবে আরও কিছুক্ষণ কষিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের চিংড়ি মাছের শুটকি দিয়ে মজাদার বেগুনের রেসিপিটি।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs24mYbuhF29nqTWij5u9mvjBLLVSWcVkJp3dG8uQEfz4F8L9CPSAoCr8Lq2mNQ...7j8q5evqdze4Rc2E6gijJy7eYJ28fLKKVGXdq7UhHVafg5Q9bg3tabiXBwPRMu7LsPYeuHXtxPLw9kvci5U2oreDwcvQ1kQks6WTWw6EZNgfhUxJrPTq12Ysx2.png

" ধাপ : ১১ "

IMG_20220524_022000.jpg

তৈরি হয়ে যাবার পর আলাদা একটি পাত্রে ঢেলে নিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন গরম গরম চিংড়ি মাছের শুটকি দিয়ে মজাদার বেগুনের রেসিপিটি।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs24mYbuhF29nqTWij5u9mvjBLLVSWcVkJp3dG8uQEfz4F8L9CPSAoCr8Lq2mNQ...7j8q5evqdze4Rc2E6gijJy7eYJ28fLKKVGXdq7UhHVafg5Q9bg3tabiXBwPRMu7LsPYeuHXtxPLw9kvci5U2oreDwcvQ1kQks6WTWw6EZNgfhUxJrPTq12Ysx2.png

আশা করি আমার তৈরি চিংড়ি মাছের শুটকি দিয়ে মজাদার বেগুনের রেসিপির পোস্টটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমে জানাবেন। আজ আর নয়, দেখা হবে আগামীতে নতুন কোন পোস্ট নিয়ে।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkPKDYqZPTyz3HQnPBAZYA84k8k89ixkhuUsFjZkgWkC1gjU36M1oU8J7FbJUoPMtjB5EHLD1usXZox8d6boJGJdTa7jANjx37k.png

আমি মোঃ মাহবুবুল ইসলাম লিমন। বাংলাদেশ আমার জন্মভূমি। বাংলা ভাষা আমার মাতৃভাষা। আমি এই অপরূপ বাংলার কোলে জন্ম নিয়ে নিজেকে অনেক অনেক গর্বিত মনে করি। এই বাংলায় আমার ভালো লাগে, বাংলায় চলতে, বাংলায় বলতে, বাংলায় হাসতে, বাংলায় গাইতে, বাংলায় শুনতে, আরো ভালো লাগে এই অপরুপ সুন্দর বাংলার প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে নিজেকে হারিয়ে যেতে দিতে। সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমাকে সহযোগিতা করবেন। আমি যেন আগামীতেও আরো অনেক সুন্দর সুন্দর পোস্ট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারি। সবাই পরিবারের সকল সদস্যকে নিয়ে ভাল থাকবেন, সুস্থ থাকবেন। এই প্রত্যাশাই সর্বদা।

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WQrQvqP5nhp7XM51LVxoiwvG4n2SMPJqq4jr2WDgyE2QvgqfT2KbJEaeoc2UiMkyE3Lt3BykMds72QZ36oyQ.png

3q52Dkr5nBe3kDiHrk4F3qdzX6E5VuVcCcF7TDQDco37AUsMDxK7aJ1uasvrAaBSP6D1NgNuBSX2m.gif

Logo.png

" ধন্যবাদ সবাইকে "

Sort:  
 2 years ago 

আলু বেগুন দিয়ে চিংড়ি মাছের শুটকি রান্না করলে খেতে ভালোই লাগে। আজকে আপনি খুবই সুন্দরভাবে চিংড়ি মাছের শুটকি দিয়ে বেগুন এর রেসিপি তৈরি করেছেন। যা দেখে মনে হচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছে। আমাদের মাঝে এত সুন্দর একটি রেসিপি উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

ওয়াও 🍤🍤🍤। চিংড়ি মাছ তো আমার অনেক ফেভারিট ।আপনার রেসিপি দেখতে খুবই লোভনীয় লাগছে ।
ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

মাছের চেয়ে শুটকি মাছে পুষ্টিগুণ কোন অংশে কম নয়

আপনি একদম ঠিক বলেছেন ভাইয়া মাছের চেয়ে শুঁটকিতে কিন্তু পুষ্টিগুণঃ কোন অংশে কম থাকে না। চিংড়ি মাছের শুটকি দিয়ে বেগুন এর চমৎকার একটা রেসিপি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। আসলে আপনার শেয়ার করা রেসিপিটি দেখার পরে তো লোভ লেগে যাচ্ছে।

 2 years ago 

বেগুন যেকোনো ভাবে রান্না করলেই আমার কাছে খুব ভালো লাগে খেতে। তবে বিশেষ করে কোন শুটকি কিংবা ইলিশ মাছ দিয়ে রান্না করলে সবচেয়ে বেশি ভালো লাগে। আপনার মত আমাদের বাসায়ও মাঝে মাঝে চিংড়ি শুটকি রান্না করা হয়। বেশ সুস্বাদু লাগে। আপনার রেসিপির কালার টা খুবই লোভনীয় লাগছে। সুস্বাদু রেসিপি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

আমার কাছেও শুটকি মাছ খেতে ভালই লাগে। তাছাড়া বেগুনের সাথে শুটকি র রেসিপি বেশ ভালো লাগে।আপনার রেসিপি দেখে খেতে ইচ্ছে করছে, মনে হচ্ছে বেশ মজা হয়েছে। কালার টা বেশ সুন্দর। প্রতিটি ধাপ খুব সুন্দর করে দেখিয়েছেন।ধন্যবাদ

 2 years ago 

আপনার রেসিপিটা দেখে ভীষণ ভালো লেগেছে। এ ধরনের রেসিপি খুবই সুস্বাদু হয়ে থাকে। চিংড়ি মাছের শুটকি দিয়ে মজাদার বেগুনের রেসিপি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

ঠিকই বলেছেন ভাইয়া মাছের থেকে শুটকির পুষ্টিগুন ও কম না, ভাইয়া আপনার চিংড়ি মাছের শুটকি দিয়ে বেগুনের রেসিপি আমার খুবই ভালো লেগেছে, অনেক মজাদার করে রেসিপি রান্না করেছেন, মাঝে মাঝে শুটকি খাওয়া খুবই ভালো এতে করে মুখের স্বাদ ঠিক থাকে, যাইহোক এতো সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য আপনাকে জানাচ্ছি প্রাণ ঢালা শুভেচ্ছা, সেই সাথে আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।

 2 years ago 

প্রথমে প্রশংসা করতে হচ্ছে আপনার লেখার। আপনি অসাধারণ ব্লগ লিখেন। আর চিংড়ি মাছের শুটকি দিয়ে বেগুন রেসিপি দেখে খেতে ইচ্ছে করছে। যদিও আমি চিংড়ি মাছের শুটকি খাই না, তবে আপনার রেসিপি রহ্মন প্রক্রিয়াটি ছিল বেশ ধারুণ। এবং খুব সুন্দর করে প্রত্যেকটা ধাপ আমাদের সাথে শেয়ার করেছেন। শুভেচ্ছা রইল আপনার জন্য।

 2 years ago 

একটা কথা ঠিক বলেছেন অনেকেই আছে মাছ থেকে শুটকি বেশি পছন্দ করে। আমি আবার শুটকি মাছের ঘ্রান খুব পছন্দ করি। আমার কাছে কোন কিছুর ভুনা করার সময় যদি একটু শুটকি মাছ দেওয়া হয় তাহলে ভালো লাগে। আপনি চিংড়ি মাছের শুটকির সাথে বেগুনি রেসিপি টা দুর্দান্ত করেছেন। এই ভাবে রান্না করলেও খেতে ভীষণ ভালো লাগে।

 2 years ago 

ঠিক বলেছেন ভাইয়া ঝাল ঝাল করে শুটকি মাছ মুখের টেস্টই পাল্টে দেয় । এই চিংড়ি শুটকি গুলো থেকে আমার কাছে ছোট সাইজের চিংড়ি শুঁটকিগুলো খেতে বেশি ভালো লাগে। আমার বাসায় কতগুলো এই চিংড়ি শুটকি আছে । কিভাবে রান্না করবো খুজে পাচ্ছিলাম না। আপনার রেসিপি দেখে আজকে শিখে নিলাম। এরপর এভাবে রান্না করতে পারবো। ধন্যবাদ ভাইয়া আপনাকে।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.029
BTC 62555.95
ETH 2435.55
USDT 1.00
SBD 2.64