আমার মোবাইল ফোনে ধারণকৃত কিছু রেনডম ফুলের ফটোগ্রাফি || ১০% বেনিফিশিয়ারি shy-fox এর জন্য
আমার প্রিয় বাংলা ব্লগ এর ভাই ও বোনেরা, মুসলিম ভাই ও বোনদের জানাই আসসালামু আলাইকুম। সনাতন ধর্মালম্বী ভাই ও বোনদের জানাই আদাব এবং অন্যান্য ধর্ম অবলম্বনকারী ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।
আজ আবারো ফিরে আসলাম আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে। আজ আমি আপনাদের মাঝে আমার মোবাইল ফোনে ধারণকৃত কিছু রেনডম ফুলের ফটোগ্রাফি উপস্থাপন করতে যাচ্ছি। আর এই ফুলগুলো আমি সেদিন ফটোগ্রাফি করেছিলাম আমার এক আত্মীয়ের বাড়ি গিয়ে। ফুল দেখতে সুন্দর আর তাই এই সুন্দর এর মূল্যায়ন হয়ে আসছে চিরকাল। আর তাইতো আমার আত্মীয়ের বাড়ি গিয়ে সেদিন তার বাগানে ফুটা ফুল গুলো দেখে আমি বিমোহিত হয়ে যাই। আর সেই মুহূর্তে এই সুন্দর সুন্দর ফুলগুলো ফটোগ্রাফি করার জন্য আমার মন চঞ্চল হয়ে ওঠে। তাই আর দেরি না করেই চটজলদি আমার মোবাইল ফোনে ফুলগুলোর ফটোগ্রাফি ক্যাপচার করে নেই।
ছোট থেকেই ফুলের প্রতি আমার খুবই আকর্ষণ ছিল। আর তাই আমি আমার বাড়ির আঙিনাতে অনেক ধরনের ফুলের চারা রোপণ করেছিলাম। আমার সেই বাগানে বিভিন্ন ধরনের ফুল শোভা পেত। কিন্তু বড় হয়ে যাওয়ার পর সেই ভাবে আর সময় করে উঠতে পারিনি এই ফুলের বাগানের যত্নের প্রতি। একটা সময়ে সময়ের অভাবে আমার বাগানের ফুলের সৌন্দর্য মলিন হয়ে যায়। তখন থেকেই ফুলের বাগানের প্রতি বিশেষ আকর্ষণ থাকা সত্বেও সময়ের সংকীর্ণতার কারণে ফুলের বাগানটি ধরে রাখা আমার পক্ষে সম্ভব হয়নি। তাই এখনও কোথাও কারও ফুলের বাগান দেখলে আমার ভীষণ আফসোস হয় আমার ফুলের বাগান টির জন্য।
ফুলের বাগানে যখন থোকা থোকা ফুল ফুটে থাকে তা দেখতে আমার কাছে ভীষণ রকম ভালো লাগে। আমি সেদিন আত্মীয়র বাড়িতে গিয়ে যখন এই ফুলগুলো দেখতে পেলাম তখন অপলক দৃষ্টিতে ফুলের সৌন্দর্য উপভোগ করার চেষ্টা করলাম। আমি আমার মোবাইল ফোনে ধারণ করা সেই অপরূপ ফুলের সৌন্দর্য আজ আপনাদের মাঝে উপস্থাপন করছি। আশা করি আপনাদের সকলের কাছেই এই ফুলের সৌন্দর্য অনেক অনেক ভালো লাগবে। তাহলে বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে আমার ফুলের ফটোগ্রাফি গুলো দেখে আসা যাক।
" ফটোগ্রাফি : ১ "
এই ফুলটির নাম লাল মোরগফুল (red cock's comb)। এই ফুলটি নার্সারিতে আবার অনেকের বাড়িতে দেখতে পাওয়া যায়। বিশেষ করে গ্রামাঞ্চলে বাড়িগুলোতে এই ফুলটি বেশি দেখতে পাওয়া যায়। একটি মোরগ ফুল এর গাছে অনেকগুলো ফুল ফুটে থাকে। ফুলটি আমি ছোট একটি গাছ থেকে ফটোগ্রাফি করেছি, বিধায় একটি মোরগ ফুল গাছটিতে শোভা পাচ্ছিল।
" ফটোগ্রাফি : ২ "
এই ফুলটির নাম রঙ্গন ফুল যা শোভাবর্ধনকারী উদ্ভিদ হিসেবে অতি জনপ্রিয়। এই রঙ্গন ফুল একটি গাছে অনেকগুলো ফুল থোকায় থোকায় ফুটে থাকে। আর একটি ধোকায় ছোট ছোট অনেকগুলো ফুল ফুটে থাকে। রঙ্গন ফুল যখন থোকায় থোকায় গাছটিতে শোভা পায় তখন দেখতে ভীষণ রকম সুন্দর লাগে। আর সেই সৌন্দর্যকে ধরে রাখার জন্যই আমার মোবাইল ফোনে ফটোগ্রাফি ধারণ করে নিই।
" ফটোগ্রাফি : ৩ "
এই ফুলটির নাম স্টার জেসমিন আবার অনেকে জেসমিনাম মাল্টিফ্লোরাম নামে ও চেনে। এই ফুলটির রং ধবধবে সাদা হওয়ার কারণে গাছটিতে যখন ছোট ছোট অনেক ফুল ফুটে থাকে তা দেখে সত্যিই মুগ্ধ না হয়ে পারা যায় না। আমি যখন এই ফুলের ফটোগ্রাফি করি তখন গাছটিতে খুব বেশি ফুল ছিল না। তবুও যে কয়েকটি ফুল ছিল তা দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছে। ফুলটির রং সাদা হওয়ার কারণে এই ফুলটি সকলের চোখে খুব দ্রুতই নজর কেড়ে নেয়।
" ফটোগ্রাফি : ৪ "
এই ফুলটির নাম (red mussaenda flower) লাল মুসান্ডা ফুল। এই ফুলটির নাম আমার জানা ছিলনা। তাই গুগলে সার্চ দিয়ে ফুলটির নাম জানতে পারলাম। এটি একটি ঝোপজাতীয় গাছ । এই গাছটিতে অনেক ফুল ফুটে থাকে। এই গাছ বছরের যেকোন সময় রোপন করা যায়। এর ফুল সারা বছরই ফুটে থাকে, তবে বর্ষা কালে সবথেকে বেশি ফুল দেখতে পাওয়া যায়। এই গাছ বাগানে, বাড়ির উঠানের পাশে, ছাদে লাগানো যায়।
" ফটোগ্রাফি : ৫ "
এই ফুলটির নাম (pink mussaenda flower) পিঙ্ক মুসান্ডা ফুল। এই ফুলটি (red mussaenda flower) লাল মুসান্ডা ফুল এর আরেকটি জাত। এ ফুলটি বেশ কয়েকটি জাত ও রঙের হয়ে থাকে। এই ফুলটির দেখতে খুবই ভালো লাগে। বাড়ির শোভা বর্ধনের জন্য আমরা এই ফুলের গাছটি অনেকেই রোপন করে থাকি।
" ফটোগ্রাফি : ৬ "
এই ফুলটির নাম গাঁদা ফুল। এই ফুলটি শীতকালে প্রচুর পরিমাণে ফোটে। আবার কমবেশি সারাবছর ফুটে থাকে। এই ফুলটি কয়েকটি রঙের হয়ে থাকে, আজ আমি আপনাদের মাঝে হলুদ রঙের গাদা ফুলটির ফটোগ্রাফি উপস্থাপন করেছি। এই গাধা ফুল দেখতে অনেক অনেক সুন্দর লাগে। গায়ে হলুদের অনুষ্ঠানে গাঁদা ফুলের প্রচুর চাহিদা। এছাড়াও অন্যান্য অনুষ্ঠানে গাঁদা ফুলের ব্যাপক ব্যবহার হয়ে থাকে।
" ফটোগ্রাফি : ৭ "
এই ফুলটির নাম (Canna indica) ক্যান্না ইন্ডিকা। এই ভুলটি নানান দেশভেদে নানান রঙের হয়ে থাকে। এই ফুলটির নাম অবশ্য আমার জানা ছিলনা। গুগলে সার্চ দিয়ে ফুলটির নাম দেখতে পেরেছি। আমার কাছে এই ফুলটির গাছ কিছুটা কলাগাছের মতো মনে হয়েছে। এই ফুলটিও দেখতে অত্যন্ত সুন্দর। আমার কাছে খুবই ভালো লেগেছে ফুলটিকে দেখতে আর তাই আমার মোবাইল ফোনে ফটোগ্রাফি ধারণ করে নেই।
Photographer | Md.mahbubul islam |
---|---|
Device | Oppo A16 |
Ram | 4GB |
Rom | 64GB |
আশা করি আমার মোবাইল ফোনে ধারণকৃত কিছু রেনডম ফুলের ফটোগ্রাফির পোস্টটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমে জানাবেন। আজ আর নয়, দেখা হবে আগামীতে নতুন কোন পোস্ট নিয়ে।
আমি মোঃ মাহবুবুল ইসলাম লিমন। বাংলাদেশ আমার জন্মভূমি। বাংলা ভাষা আমার মাতৃভাষা। আমি এই অপরূপ বাংলার কোলে জন্ম নিয়ে নিজেকে অনেক অনেক গর্বিত মনে করি। এই বাংলায় আমার ভালো লাগে, বাংলায় চলতে, বাংলায় বলতে, বাংলায় হাসতে, বাংলায় গাইতে, বাংলায় শুনতে, আরো ভালো লাগে এই অপরুপ সুন্দর বাংলার প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে নিজেকে হারিয়ে যেতে দিতে। সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমাকে সহযোগিতা করবেন। আমি যেন আগামীতেও আরো অনেক সুন্দর সুন্দর পোস্ট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারি। সবাই পরিবারের সকল সদস্যকে নিয়ে ভাল থাকবেন, সুস্থ থাকবেন। এই প্রত্যাশাই সর্বদা।
আসলে ফুল দেখলে সবারই মন ভালো হয়ে যায়। আপনি আপনার আত্মীয়র বাসায় গিয়ে খুব সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি করেছেন । সেই ফটোগ্রাফি গুলো আমাদের সঙ্গে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে । সবগুলো ফুলের ফটোগ্রাফির চমৎকার হয়েছে।
ভাই খুবই সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করছেন,বুঝতে পারলাম আপনি অনেক ভালো ফটোগ্রাফি করতে পারেন। সাত এবং তিন নাম্বার ফটো আমার কাছে দারুন লাগছে। ফটো তোলার হাত খুবই ভালো।ধন্যবাদ শেয়ার করার জন্য
ভাই অনেক সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য।
ওয়াও ভাইয়া সত্যি খুব সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি করেছেন। আসলে ফুল দেখতে সব সময় খুব ভালো লাগে সেটি বাস্তবে হোক আর ফটোগ্রাফিতে হোক। আপনার প্রত্যেকটা ফুলের ফটোগ্রাফি খুবই সুন্দর হয়েছে এবং সেইসাথে খুব সুন্দর বর্ণনা দিয়েছেন আমার কাছে খুবই ভালো লেগেছে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনার জন্য শুভেচ্ছা ও শুভকামনা রইল।
আমার ফটোগ্রাফী পোস্ট আপনার কাছে ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম আপু। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।
ফুলের প্রতি আমারও একটা আলাদা টান আছে। তবে আপনার মতই বড় হয়ে যাওয়ার সাথে সাথেই শহরমুখী হয়ে গিয়েছি। সেই সাথে বাগান করার সৌভাগ্য আর হয়ে ওঠে না। অসাধারণ ছিলো আপনার ফুলের ফটোগ্রাফি। এবং খুব সুন্দর করে গুছিয়ে লিখেছেন, শুভেচ্ছা রইল ভাইয়া।
ঠিকই বলেছেন ভাইয়া, বড় হয়ে যাওয়ার সাথে সাথে অনেক বেশি কর্মব্যস্ততায় থাকতে হয় তাই আর ফুলের বাগানের প্রতি পর্যাপ্ত সময় না দিতে পেরে ফুলের বাগান করা হয়ে ওঠেনি। ধন্যবাদ
মিতা আপনি আজকে চমৎকার ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। দেখতে অসাধারণ হয়েছে দেখে মুগ্ধ হয়ে গেলাম। রঙ্গন ফুলের ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম। আপনার জন্য শুভ কামনা রইলো 💞
আমার ফুলের ফটোগ্রাফি দেখে আপনি মুগ্ধ হয়েছেন এর চেয়ে বড় প্রাপ্তি আর কিছুই নেই। সুন্দর মন্তব্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ।
আমিও ঞ্জান হওয়ার পর থেকেই ফুল অনেক পছন্দের করি, আপনি আত্মীয়োর বাসায় গিয়ে অনেক সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি করেছেন ভাইয়া, আপনার প্রতিটি ফটোগ্রাফি আমার খুবই ভালো লেগেছে, অনেক সুন্দর করে ফটো গুলোর বর্ণনা দিয়েছেন, এতো সুন্দর ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ, সেই সাথে অনেক অনেক শুভকামনা রইল ভাইয়া।
ভাইয়া,সেই দিন আমার আত্মীয়ের বাসায় গিয়ে যখন ফুলের ফটোগ্রাফি করেছিলাম তখন আমারও ভীষণ ভালো লেগেছিল। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।
ওয়াও ভাইয়া আপনিতো দেখছি ফুলের সমাহার নিয়ে আমাদের মাঝে হাজির হয়ে গেলেন।এতসব চমৎকার ফুলের ফটোগ্রাফি দেখে আমি তো অবাক হয়ে গেলাম। প্রতিটি ফুল এত সুন্দর রঙ্গন ফুল আমার কাছে সবচেয়ে বেশি সুন্দর লেগেছে। প্রত্যেকটি ফটোগ্রাফির সাথে আপনি অনেক সুন্দরভাবে বর্ণনা দিয়েছেন সব মিলিয়ে অসাধারণ।
আমার ফুলের ফটোগ্রাফি থেকে রঙ্গন ফুলের ফটোগ্রাফি টা আপনার কাছে ভাল লেগেছে জেনে খুবই খুশি হলাম আপু। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।
আপনার ফোনে ধারণকৃত রেনডম ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর হয়েছে ।আমার কাছে আপনার প্রতিটি ফুলের ফটোগ্রফি খুব ভালো লেগেছে। সে সাথে আপনি ফুল সম্পর্কে আপনার অনুভূতি আমাদের মাঝে শেয়ার করেছেন। এত সুন্দর ভাবে ফুলের ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপনার মোবাইলে ধারণকৃত কিছু ফুলের ফটোগ্রাফি বেশ সুন্দর হয়েছে।আসলে ফুল দেখলে কার না ভালো লাগে।ফুল হচ্ছে সৌন্দর্যের প্রতীক। সবগুলো ফুলেই বেশ সুন্দর। ধন্যাবাদ আপনাকে।
ঠিকই বলেছেন আপু, ফুল সবার কাছেই ভালো লাগে। আমার পোস্টে এসে সুন্দর মন্তব্য করে অনুপ্রাণিত করার জন্য অনেক অনেক ধন্যবাদ।
ভাইয়া আপনি আপনার মোবাইল দিয়ে খুব সুন্দর করে ফুলের রেনডম ফটোগ্রাফি করেছেন। আমার কাছে খুব ভালো লেগেছে আপনার ফটোগ্রাফি গুলো। ফুল আমার খুব ভালো লাগে। স্টার জেসমিন ফুলটি সবচেয়ে বেশি ভালো লেগেছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া এত সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভেচ্ছা রইল।
আমার ফুলের ফটোগ্রাফি থেকে স্টার জেসমিন ফুলটি আপনার কাছে ভালো লেগেছে এতে করে আমার ফটোগ্রাফি পোস্ট সার্থকতা লাভ করেছে। সুন্দর মন্তব্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ।