ফুলকপি গাজর আলুর সুস্বাদু রেসিপি//১০% বেনিফিশিয়ারি shy-fox 🦊এর জন্য

"আজ শনিবার-৫ই চৈত্র-১৪২৮ বঙ্গাব্দ, ১৯, মার্চ-২০২২ সাল"

মার প্রিয় বাংলা ব্লগ এর ভাই ও বোনেরা, মুসলিম ভাই ও বোনদের জানাই আসসালামু আলাইকুম। সনাতন ধর্মাবলম্বী ভাই ও বোনদের জানাই আদাব এবং অন্যান্য ধর্ম অবলম্বনকারী ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি মহান সৃষ্টিকর্তার কৃপায় সকলেই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে এবংআপনাদের সকলের দোয়ায় বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছি, সুস্থ আছি।

Picsart_22-03-18_11-16-22-906.jpg

আজ আবারো ফিরে আসলাম আপনাদের মাঝে নতুন একটি পোষ্ট নিয়ে। আমাদের দেশ ষড়ঋতুর দেশ, আমাদের দেশ মৌসুমি জলবায়ুর দেশ। এখানে ঋতু অনুযায়ী ফসল উৎপাদন হয়ে থাকে। ছয় ঋতুর মধ্যে একটি ঋতুতেই সবজির ব্যাপক উৎপাদন করে থাকে কৃষকরা। আর সেটি হচ্ছে শীতকাল। শীতকালে বিভিন্ন ধরনের শাকসবজি উৎপাদন হয়ে থাকে। শীতকালে গাজর ফুলকপি প্রচুর পরিমাণে পাওয়া যায়। এখন শীতকাল শেষের পথে, তাই বাজারে শীতকালীন সবজি গুলো ধীরে ধীরে কমে আসছে। তাই এই সবজি গুলো শেষ হবার আগেই বেশি বেশি করে কিনে খাচ্ছি, প্রচুর পরিমাণে ভিটামিন পাবার আশায়। যারা এই সবজি খেতে চান না, তারা একবার হলেও আমার এই রেসিপি অনুসারে রান্না করে খাবেন। "ইনশাআল্লাহ" আশা করি অনেক অনেক ভাল লাগবে। গাজর ফুলকপি আলু দিয়ে সুস্বাদু এই রেসিপিটি রুটি দিয়ে অথবা গরম গরম ডাল ভাতের সাথে খেতে ভীষণ মজাদার হয়ে থাকে। তাহলে বন্ধুরা চলুন এই মজাদার রেসিপি কিভাবে তৈরি করা যায় তা আপনাদের মাঝে উপস্থাপনা করব।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iPP2LBwZ8P5cAH9bTvYmTA3F8KMYooQZeRmk8HnWhD1yc6eY3zLxg5fNQHdD4FYYi1AtUf92J6z.png

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkPu9GeMSmoUEZhF7e8ybxjzW2V7SfHpdazuSFrfL8L5qXnYBPCExPv4ysKR4zPgv1LUiXYjQUwrRiFdCMrRbe6Qjhaj3H9A7rE.png

CC_20220318_120023.png

CC_20220318_115906.png

ক্রমিক নংউপকরণপরিমাণ
আলু২৫০ গ্রাম
গাজর২৫০ গ্রাম
ফুলকপি৫০০ গ্রাম
পেঁয়াজমাঝারি ৫টি
কাঁচা মরিচ১০টি
রসুন বাটা১ চা চামচ
জিরা গুড়া১ চা চামচ
হলুদ গুঁড়া১ চা চামচ
লবণপরিমাণমতো
১০সয়াবিন তেলপরিমাণমতো

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iP9GV78pPsPPMTWCCQoCf6bgnGyA54cC4bTk7cnYNcfQRvMoDkiUaAdnV8dA5DCb4MPAADReeCn.png

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iPEe61cr8zPiuLbbLrV6hCS5Y9GvSFzaYeErWpQi9kKkRkpR1pFLnUPNS4ZGjUJ6LeaMTPeSdyp.png

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iQCpyfJ2aBLuuM6t9DyLVRQ4fCoQ4LK7JyPMKkfTQ2x6acrJKzR88WLpa6hUEXLCDYmThgd2iDc.png

"প্রথম ধাপ"

IMG20220314030246.jpg

প্রথমে চুলায় কড়াই বসিয়ে দিয়ে তাতে কেটে রাখা কাঁচা মরিচ ও পেঁয়াজ কুচি গুলো ছেড়ে দিতে হবে।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iQCpyfJ2aBLuuM6t9DyLVRQ4fCoQ4LK7JyPMKkfTQ2x6acrJKzR88WLpa6hUEXLCDYmThgd2iDc.png

"দ্বিতীয় ধাপ"

IMG20220314030423.jpg

এবার মরিচগুলো ২-৩ মিনিট ভেজে নেবার পর, উপকরণে দেয়া পরিমাণমতো সয়াবিন তেল কড়াইতে ঢেলে দিতে হবে।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iQCpyfJ2aBLuuM6t9DyLVRQ4fCoQ4LK7JyPMKkfTQ2x6acrJKzR88WLpa6hUEXLCDYmThgd2iDc.png

"তৃতীয় ধাপ"

IMG20220314030700.jpg

এবার তেল মরিচ পেঁয়াজ গুলো কিছুক্ষণ ভাজা হয়ে গেলে উপকরণে দেয়া সকল মসলা কড়াইতে ঢেলে দিতে হবে।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iQCpyfJ2aBLuuM6t9DyLVRQ4fCoQ4LK7JyPMKkfTQ2x6acrJKzR88WLpa6hUEXLCDYmThgd2iDc.png

"চতুর্থ ধাপ"

IMG20220314030955.jpg

এবার মসলা গুলো ভালোভাবে নেড়ে চেড়ে নেবার পর কেটে নেয়া গাজর আলু ফুলকপি কড়াইতে ঢেলে দিতে হবে। এবং ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iQCpyfJ2aBLuuM6t9DyLVRQ4fCoQ4LK7JyPMKkfTQ2x6acrJKzR88WLpa6hUEXLCDYmThgd2iDc.png

"পঞ্চম ধাপ"

IMG20220314031101.jpg

এরপর ভালোভাবে নেড়ে চেড়ে নেয়ার পর সবজিগুলো সিদ্ধ হবার জন্য সামান্য পরিমাণ পানি দিয়ে দিতে হবে এবং ভালোভাবে নাড়াচাড়া করে নিতে
হবে।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iQCpyfJ2aBLuuM6t9DyLVRQ4fCoQ4LK7JyPMKkfTQ2x6acrJKzR88WLpa6hUEXLCDYmThgd2iDc.png

"ষষ্ঠ ধাপ"

IMG_20220319_005858.jpg

এবার ভালোভাবে নেড়ে চেড়ে নেয়ার পর, ঢাকনা দিয়ে ঢেকে দিতে। উপরে দেয়া চিত্রের মত করে।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iQCpyfJ2aBLuuM6t9DyLVRQ4fCoQ4LK7JyPMKkfTQ2x6acrJKzR88WLpa6hUEXLCDYmThgd2iDc.png

"সপ্তম ধাপ"

IMG20220314034601.jpg

এবার সবজিগুলো সিদ্ধ হয়ে ভাজির মত হয়ে আসলে , বুঝতে হবে আমাদের ফুলকপি গাজর আলুর সুস্বাদু রেসিপি টি তৈরি হয়েছে।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iQCpyfJ2aBLuuM6t9DyLVRQ4fCoQ4LK7JyPMKkfTQ2x6acrJKzR88WLpa6hUEXLCDYmThgd2iDc.png

"অষ্টম ধাপ"

CC_20220319_031852.png

এবার মনের মতো সাজিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করুন, আপনার তৈরি ফুলকপি গাজর আলুর সুস্বাদু রেসিপিটি।

আশা করি আমার পোস্টটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমে জানিয়ে দিবেন। আজ আর নয় এখানেই শেষ করছি।

আমি মোঃ মাহবুবুল ইসলাম লিমন। বাংলাদেশ আমার জন্মভূমি বাংলা ভাষা আমার মাতৃভাষা এই অবরোধ বাংলার কোলে জন্ম নিয়া আমি নিজেকে অনেক অনেক গর্বিত মনে করি আমার ভালো লাগে বাংলায় চলতে বাংলায় বলতে বাংলায় হাসতে বাংলায় গাইতে বাংলায় শুনতে আরো ভালো লাগে এই অপরূপ বাংলা প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে নিজেকে হারিয়ে যেতে যেতে সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমাকে সহযোগিতা করবেন আমি যেন আগামীতেও আরো অনেক সুন্দর সুন্দর পোস্ট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারি। সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন।

standard_Discord_Zip.gif

3q52Dkr5nBe3kDiHrk4F3qdzX6E5VuVcCcF7TDQDco37AUsMDxK7aJ1v5hKA8jfHHgL9ABnDXogr1.gif

banner-abbVD.png

Logo.png

"ধন্যবাদ সবাইকে"

Sort:  
 2 years ago 

আজকে আপনি আমার খুব পছন্দের একটি রেসিপি তৈরি করেছেন ভাইয়া ।বিশেষ করে আমার কাছে কিছু সবজি খুব ভালো লাগে। আর এই গুলোকে একসাথে এভাবে ভেজে খেতে বেশি ভালো লাগে ।আমি প্রায় সময় ফুলকপি, গাজর, আলু, বরবটি দিয়ে এভাবে ভাজি করে থাকি ।আপনার রেসিপি দেখতে দারুন হয়েছে মনে হচ্ছে ,খেতেও সুস্বাদু হবে।উপস্থাপন করেছেন।

 2 years ago 

দারুন একটি রেসিপি শেয়ার করেছেন ভাইয়া। সবজি এরকম ভাবে রান্না করলে আমার কাছে খুবই ভালো লাগে খেতে। আপনার রেসিপি টা দেখে মনে হচ্ছে অনেক সুস্বাদু হয়েছে। দারুণভাবে উপস্থাপন করেছেন আমাদের সাথে। ধন্যবাদ আপনাকে এবং শুভকামনা রইল আপনার জন্য।

ফুলকপি গাজর আলুর সুস্বাদু রেসিপি আসলেই ভাইয়া সুন্দর একটা রেসিপি তৈরি করে ফেললেন আপনি। আমার অনেক পছন্দ হয়েছে আপনার রেসিপি। কখনো খাইনি এভাবে তবে ভালো লাগলো। প্রত্যেকটা ধাপ ছিল অসাধারণ। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

সবজি খেতে আমার কাছে খুবই ভালো লাগে ।কারণ সবজিতে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে যা আমাদের দেহের জন্য উপকারী । আলু ফুলকপি ও গাজর দিয়ে সুস্বাদু সবজি রান্না করেছেন। দেখতে খুবই লোভনীয় লাগছে। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

ভাই খুবই চমৎকার কিছু সবজি রেসিপি আপনার মাধ্যমে দেখতে পেলাম। যদিও শীতকাল শেষ তারপরও আপনি আলু গাজর ফুলকপি দিয়ে খুবই সুস্বাদু একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন, দেখতে তো খুবই ভালো লাগছে, খেতেও নিশ্চয়ই অনেক সুস্বাদু হয়েছে। অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

ফুল কপি গাজর আলু দিয়ে সুন্দর একটু ইউনিক রেসিপি উপস্থাপন করেছেন আপনি অনেক সুন্দর হয়েছে খুব গুছিয়ে প্রতিটা ধাপ উপস্থাপনা করেছেন ধন্যবাদ এবং শুভ কামনা রইলো।

 2 years ago 

ফুলকপি গাজর এবং আলু দিয়ে অনেক সুন্দর করে মিলামিশ রান্না করেছেন ভাইয়া, রেসিপির কালার অনেক সুন্দর হয়েছে, সবজি খেতে আমার ভালোই লাগে, আর আমাদের বেশি বেশি সবজি পাওয়াই উচিত, অনেক সুন্দর একটি রেসিপি শেয়ার করেছেন ভাইয়া, আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।

 2 years ago 

আপনি অনেক সুন্দর একটি রেসিপি শেয়ার করেছেন।এই রেসিপিটি আমার অনেক পছন্দের।রেসিপি তৈরির প্রতিটি ধাপ অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন।এত সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ

 2 years ago 

আমি সব রকমের সবজি তরকারি খেতে অনেক পছন্দ করি ভাই । আর আপনি অনেক সুন্দর করে ফুলকপি গাজর আলুর সুস্বাদু রেসিপি করেছেন , যা দেখতে অনেক সুন্দর হয়েছে এবং খাবার উপযোগী হিসবে আমার কাছে অনেক সুস্বাদু।অনেক সুন্দর একটি রেসিপি করেছেন। শুভকামনা রইল

 2 years ago 

ফুলকপি গাজর এবং আলু দিয়ে খুব সুন্দর একটি ভাজি রেসিপি প্রস্তুত করেছেন দেখেই বোঝা যাচ্ছে খেতে অনেক সুস্বাদু হয়েছিল এই ধরনের রেসিপি বিশেষ করে রুটি পরোটা দিয়ে খেতে বেশি লাগে ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে শেয়ার করার জন্য

 2 years ago 

একদম ঠিক কথা বলেছেন ভাইয়া, এই রেসিপি খেতে অনেক সুস্বাদু হয়েছিল। আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.12
JST 0.024
BTC 51460.37
ETH 2243.25
USDT 1.00
SBD 2.01