সুস্বাদু পাস্তা তৈরি || ১০% বেনেফিশিয়ারি shy-fox 🦊 এর জন্য

"আজ বৃহস্পতিবার-১৭ ই চৈত্র-১৪২৮ বঙ্গাব্দ, ৩১ শে-মার্চ-২০২২ সাল"

মার প্রিয় বাংলা ব্লগ এর ভাই ও বোনেরা, মুসলিম ভাই ও বোনদের জানাই আসসালামু আলাইকুম। সনাতন ধর্মালম্বী ভাই ও বোনদের জানাই আদাব এবং অন্যান্য ধর্ম অবলম্বনকারী ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।

Picsart_22-03-30_22-36-13-727.jpg

আজ আবারো ফিরে আসলাম আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে। আমি আজ যে রেসিপির সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব তা হচ্ছে ইতালিয়ান খাবার। যদিও বা এটা ইতালিয়ান খাবার তথাপি এটি আমাদের দেশে ব্যাপকহারে প্রসার ঘটিয়েছে। ফাস্টফুড খাবার হিসেবে আমরা নুডলস, পাস্তা, পিজ্জা বিভিন্ন খাবার গুলোকে চিনে থাকি। আর এখনকার দিনে দাঁড়িয়ে এই খাবারগুলো কে এড়িয়ে যাবার সাধ্য নেই আমাদের। আর এই খাবারগুলো কে আমরা এবং আমাদের ছেলে মেয়ে খুব স্বাচ্ছন্দে ভরে গ্রহণ করে থাকি। এই খাবারগুলো স্বাদে ও মানে সমৃদ্ধ হয়ে থাকে। আমরা কেউ কেউ সকালের নাস্তা অথবা বিকেলের হালকা নাস্তা হিসেবে এই খাবারটা গ্রহণ করে থাকি। আটার তৈরি পাস্তা বা মেকারুনি হালকা খিদেয় আমরা খেয়ে থাকি। পাস্তা খেতে খুবই সুস্বাদু হয় বলে ছোট ছোট সোনামনিরা ভীষন আগ্রহ নিয়ে খেয়ে থাকে। আর তাই আজ আমি এই সুস্বাদু পাস্তা তৈরি করে দেখাবো।তাহলে বন্ধুরা চলুন দেরী না করে শুরু করা যাক, সুস্বাদু পাস্তা তৈরির প্রক্রিয়া।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iPP2LBwZ8P5cAH9bTvYmTA3F8KMYooQZeRmk8HnWhD1yc6eY3zLxg5fNQHdD4FYYi1AtUf92J6z.png

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkPu9GeMSmoUEZhF7e8ybxjzW2V7SfHpdazuSFrfL8L5qXnYBPCExPv4ysKR4zPgv1LUiXYjQUwrRiFdCMrRbe6Qjhaj3H9A7rE.png

CC_20220331_010006.png

ক্রমিক নংউপকরণপরিমাণ
পাস্তা১ প্যাক
ডিম২টি
কাঁচা মরিচ৫টি
পেঁয়াজমাজারি ২টি
সয়াবিন তেলপরিমান মত
লবণপরিমাণ মতো

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iP9GV78pPsPPMTWCCQoCf6bgnGyA54cC4bTk7cnYNcfQRvMoDkiUaAdnV8dA5DCb4MPAADReeCn.png

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iPEe61cr8zPiuLbbLrV6hCS5Y9GvSFzaYeErWpQi9kKkRkpR1pFLnUPNS4ZGjUJ6LeaMTPeSdyp.png

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iQCpyfJ2aBLuuM6t9DyLVRQ4fCoQ4LK7JyPMKkfTQ2x6acrJKzR88WLpa6hUEXLCDYmThgd2iDc.png

"ধাপ ১"

CC_20220331_005859.png

প্রথমে পেঁয়াজ এবং মরিচ গুলোকে টুকরো করে কেটে নিতে হবে। উপরে দেয়া চিত্রের মত করে।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iQCpyfJ2aBLuuM6t9DyLVRQ4fCoQ4LK7JyPMKkfTQ2x6acrJKzR88WLpa6hUEXLCDYmThgd2iDc.png

"ধাপ ২"

CC_20220331_005808.png

চুলায় কড়াই বসিয়ে দিয়ে কড়াইতে পানি ঢেলে দিতে হবে।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iQCpyfJ2aBLuuM6t9DyLVRQ4fCoQ4LK7JyPMKkfTQ2x6acrJKzR88WLpa6hUEXLCDYmThgd2iDc.png

"ধাপ ৩"

CC_20220331_005709.png

কড়াইতে ঢেলে দেয়া পানি গুলো যখন গরম হয়ে আসবে তখন পাস্তা গুলো গরম পানিতে ঢেলে দিতে হবে।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iQCpyfJ2aBLuuM6t9DyLVRQ4fCoQ4LK7JyPMKkfTQ2x6acrJKzR88WLpa6hUEXLCDYmThgd2iDc.png

"ধাপ ৪"

CC_20220331_005624.png

এবার পাস্তা গুলো সিদ্ধ হয়ে আসলে ছাকনিতে ঢেলে দিতে হবে। পাস্তা থেকে গরম পানি ঝরিয়ে ফেলতে হবে। এবং ঠাণ্ডা পানি দিয়ে পাস্তা গুলোকে ধুয়ে নিতে হবে।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iQCpyfJ2aBLuuM6t9DyLVRQ4fCoQ4LK7JyPMKkfTQ2x6acrJKzR88WLpa6hUEXLCDYmThgd2iDc.png

"ধাপ ৫"

CC_20220331_005432.png

এরপর আবারও চুলায় কড়াই বসিয়ে দিয়ে সয়াবিন তেল ঢেলে দিতে হবে। সয়াবিন তেল গুলো গরম হয়ে আসলে পূর্বে কেটে নেয়া পেঁয়াজ এবং মরিচগুলো কড়াইতে ঢেলে দিতে হবে।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iQCpyfJ2aBLuuM6t9DyLVRQ4fCoQ4LK7JyPMKkfTQ2x6acrJKzR88WLpa6hUEXLCDYmThgd2iDc.png

"ধাপ ৬"

CC_20220330_225502.png

CC_20220330_224446.png

এবার পেঁয়াজ মরিচ গুলো ভেজে বাদামী রঙের করে নিতে হবে। উপরে দেয়া চিত্রের মত করে।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iQCpyfJ2aBLuuM6t9DyLVRQ4fCoQ4LK7JyPMKkfTQ2x6acrJKzR88WLpa6hUEXLCDYmThgd2iDc.png

"ধাপ ৭"

CC_20220330_224359.png

CC_20220330_224322.png

এবার ডিম দুই টি ভেঙে নিয়ে ভেজে নেয়া পেঁয়াজ গুলোর উপর ঢেলে দিতে হবে। এবং খুন্তির সাহায্যে পেঁয়াজ মরিচ এবং ডিমগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে। উপরে দেয়া চিত্রের মত করে।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iQCpyfJ2aBLuuM6t9DyLVRQ4fCoQ4LK7JyPMKkfTQ2x6acrJKzR88WLpa6hUEXLCDYmThgd2iDc.png

"ধাপ ৮"

CC_20220330_224226.png

এরপর পেঁয়াজ মরিচ এবং ডিম গুলো মিশ্রণ হয়ে যাবার পর পূর্বে সেদ্ধ করে নেয়া পাস্তা গুলো কড়াইতে ঢেলে দিতে হবে।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iQCpyfJ2aBLuuM6t9DyLVRQ4fCoQ4LK7JyPMKkfTQ2x6acrJKzR88WLpa6hUEXLCDYmThgd2iDc.png

"ধাপ ৯"

CC_20220330_224055.png

এবার পাস্তা গুলোকে ডিমের মিশ্রণের সাথে ভালোভাবে নেড়ে চেড়ে নেবার পরে, প্যাকেটের ভিতরে থাকা মসলাটুকু পাস্তার ওপরে ছড়িয়ে দিতে হবে।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iQCpyfJ2aBLuuM6t9DyLVRQ4fCoQ4LK7JyPMKkfTQ2x6acrJKzR88WLpa6hUEXLCDYmThgd2iDc.png

"ধাপ ১০"

CC_20220330_224009.png

এরপর ঢেলে দেয়া মসলা গুলো পাস্তার সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে মাখিয়ে নিতে হবে।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iQCpyfJ2aBLuuM6t9DyLVRQ4fCoQ4LK7JyPMKkfTQ2x6acrJKzR88WLpa6hUEXLCDYmThgd2iDc.png

"ধাপ ১১"

CC_20220330_223916.png

এবার কড়াইতে থাকা পাস্তা গুলো আরো কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিতে হবে। এরপর তৈরি হয়ে যাবে আমাদের সুস্বাদু পাস্তা রেসিপি। এবার আপনি আপনার ইচ্ছে মত সাজিয়ে গরম গরম পরিবেশন করুন সুস্বাদু এই পাস্তা রেসিপি।

আমি পাস্তা খেতে ভীষণ ভালোবাসি। আর তাই মাঝে মাঝেই আমার বাসাতে এই পাস্তা রেসিপি তৈরি করা হয়। ছোট ছোট সোনামনিরা যখন ভাত খেতে চাইবে না তখন বাড়তি খাবার হিসেবে এই পাস্তা রেসিপি দেওয়া যেতে পারে। গরম গরম পাস্তা গাজর-শসা গ্রেট করে ওপরে ছড়িয়ে তার সাথে সস মিশিয়ে খেতে পারলে খুবই খুবই মজার হয়ে থাকে।

আশা করি আমার পোস্টটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমে জানাবেন। আজ আর নয়, দেখা হবে আগামীতে নতুন কোন পোস্ট নিয়ে।

PicsArt_03-21-01.30.10.png

আমি মোঃ মাহবুবুল ইসলাম লিমন। বাংলাদেশ আমার জন্মভূমি। বাংলা ভাষা আমার মাতৃভাষা। আমি এই অপরূপ বাংলার কোলে জন্ম নিয়ে নিজেকে অনেক অনেক গর্বিত মনে করি। এই বাংলায় আমার ভালো লাগে, বাংলায় চলতে, বাংলায় বলতে, বাংলায় হাসতে, বাংলায় গাইতে, বাংলায় শুনতে, আরো ভালো লাগে এই অপরুপ সুন্দর বাংলার প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে নিজেকে হারিয়ে যেতে দিতে। সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমাকে সহযোগিতা করবেন। আমি যেন আগামীতেও আরো অনেক সুন্দর সুন্দর পোস্ট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারি। সবাই পরিবারের সকল সদস্যকে নিয়ে ভাল থাকবেন, সুস্থ থাকবেন। এই প্রত্যাশাই সর্বদা।

3q52Dkr5nBe3kDiHrk4F3qdzX6E5VuVcCcF7TDQDco37AUsMDxK7aJ1v5hKA8jfHHgL9ABnDXogr1.gif

standard_Discord_Zip.gif

Logo.png

abbcommunity.png

"ধন্যবাদ সবাইকে"

Sort:  
 2 years ago 

মিতা আপনি আজকে চমৎকার ভাবে সুস্বাদু পাস্তা তৈরি করেছেন। দেখে তো লোভ সামলানো মুশকিল খেতে ইচ্ছা করছে। অনেক সুন্দর করে সাজিয়ে উপস্থাপনা করেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ মিতা আপনার সুন্দর মন্তব্যের জন্য। পাস্তা আমার কাছে খুবই লোভনীয় একটি রেসিপি। অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

ঝটপট কিভাবে পাস্তা তৈরি করতে হয় সেটা আজকে আপনার পোস্ট দেখে বুঝতে পারলাম। পাস্তা খেয়েছি কিন্তু বাসায় তৈরি করে খাওয়া হয়নি তবে পাস্তা তৈরিতে ধাপগুলো কিভাবে অতিক্রম করতে হয় সেগুলো আপনার পোষ্ট থেকে বুঝে উঠতে পারলাম আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো ভাইয়া।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া আমার পোস্টে এসে এত ভাল মন্তব্য করার জন্য। আমি নিজেও আগে অনেক পাস্তা খেয়েছি। কিন্তু রান্না করতে পারতাম না। আমার বাংলা ব্লগে এসে আমি অনেক রান্না শিখেছি। অনেক অনেক শুভকামনা রইলো আপনার জন্য।

 2 years ago 

হুম রেসিপি পোষ্ট করতে গেলে বিভিন্ন ধরনের রেসিপি সম্পর্কে ধারণা পাওয়া যায়।

 2 years ago 

খুব সহজে অল্প সময়ে অনেক সুন্দর করে সুস্থতা পাস্তা রেসিপি শেয়ার করেছেন ভাইয়া, এবং পোস্টি আকর্ষণীয় করার জন্য অনেক সুন্দর করে আপনি ফটো গুলো কভার করেছেন, উপস্থাপনাটাও অনেক সুন্দর ছিলো, ধন্যবাদ ভাইয়া এতো সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আপনার এত সুন্দর মন্তব্যের জন্য।
ছোট ছোট খিদা
ঝটপট রান্না
রেসিপি পাস্তা।
অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

আপনি অল্প সময়ে সুস্বাদু পাস্তা রেসিপি তৈরি করেছেন। আপনার পাস্তা রেসিপি দেখে অনেক লোভনীয় লাগছে। আপনার রেসিপি দেখে বোঝা যাচ্ছে খেতে অনেক সুস্বাদু হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি পাস্তার রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ আমার পোস্টে আসার জন্য।
পাস্তা রেসিপি টি সত্যিই অনেক সুস্বাদু হয়েছিল।
শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

ভাই দারুন পাস্তা রান্না করছেন আপনি। লোভ সংবরণ করা মুশকিল। অনেকদিন থেকে পাস্তার একটি প্যাকেট কিনে বাসায় রেখে দিয়েছি কিন্তু রান্না করার সাহস পাচ্ছিনা। আপনার রেসিপি দেখে এখন শুরু করে দেবো। অনেক ধন্যবাদ শেয়ার করার জন্য

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আপনার এত সুন্দর মন্তব্যের জন্য। আপনার রেখে দেয়া পাস্তা টি, আমার তৈরি করা রেসিপি টির রন্ধন প্রণালী অনুযায়ী রান্না করে খাবেন। ইনশাআল্লাহ অনেক ভালো লাগবে। অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য।

আপনি অনেক সুন্দর ভাবে পাস্তা তৈরি করেছেন।সবচেয়ে যেটা ভালো লেগেছে তা হচ্ছে আপনার প্রতিটি ধাপের উপস্থাপনা। আপনি অসাধারণ ভাবে উপস্থাপনা গুলো করেছেন যা আমাদেরকে আকর্ষিত করেছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য। আপনাদের ভালোলাগা আমার সার্থকতা। অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

আপনার রেসিপিটি দেখে অনেক ভালো লাগলো। রেসিপি তৈরির পদ্ধতি গুলো অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। শুভকামনা রইল আপনার জন্য

 2 years ago 

ধন্যবাদ আপনার এত সুন্দর মন্তব্যের জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

আজকে আপনি আমাদের মাঝে খুবই সুন্দর হবে পাস্তা তৈরি করার পদ্ধতি শেয়ার করেছেন ভাইয়া। পাস্তা ক্ষেত্রে ব্যক্তিগতভাবে আমার অনেক ভালো লাগে তাই আপনার তৈরি করা এই রেসিপিটি আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এমন সুন্দর একটা রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আমার পোস্টে এসে এত ভাল মন্তব্য করার জন্য। আসলে পাস্তা সবারই ভালো লাগে, ছোট-বড় সবার। অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

আপনি অসাধারণ ভাবে পাস্তা তৈরি করেছেন। দেখে আমার লোভ লেগে গেল। আপনি চমৎকার ভাবে এটা উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ধরনের রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া আপনার এত সুন্দর মন্তব্যের জন্য। আমার পোষ্টের রন্ধনপ্রণালী অনুযায়ী একদিন রান্না করে খাবেন। আশা করি অনেক অনেক ভাল লাগবে। শুভকামনা রইল আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.14
TRX 0.12
JST 0.025
BTC 53615.59
ETH 2344.94
USDT 1.00
SBD 2.13