DIY - রঙিন কাগজের প্রজাপতি || ১০% বেনিফিশিয়ারি shy-fox এর জন্য

"আজ বুধবার - ২৬শে,শ্রাবণ - ১৪২৯ বঙ্গাব্দ, ১০,আগস্ট - ২০২২ খ্রিস্টাব্দ"

মার প্রিয় বাংলা ব্লগ এর ভাই ও বোনেরা, মুসলিম ভাই ও বোনদের জানাই আসসালামু আলাইকুম। সনাতন ধর্মালম্বী ভাই ও বোনদের জানাই আদাব এবং অন্যান্য ধর্ম অবলম্বনকারী ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।

Picsart_22-08-10_03-01-45-093.jpg

আজ আবারো ফিরে আসলাম আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আমি আপনাদের মাঝে একটি DIY পোস্ট উপস্থাপন করব। অনেকদিন থেকে সময় ও সুযোগের অভাবে DIY পোস্ট তৈরি করতে পারছি না। আগে মাঝে মাঝেই আমি DIY পোস্ট করে আপনাদের মাঝে উপস্থাপন করতাম। কিন্তু এখন কেন জানি সময়ের অভাবে এই DIY প্রজেক্ট থেকে অনেকটা দূরে চলে গেছি। তাই চিন্তা ভাবনা করলাম খুব সহজে এবং অল্প সময়ে কিভাবে রঙিন কাগজ ব্যবহার করে একটি DIY প্রজেক্ট তৈরি করা যায়। যেই ভাবা সেই কাজ রঙিন কাগজ নিয়ে বসে পড়লাম সুন্দর একটি প্রজাপতি তৈরি করার জন্য। এবং খুব অল্প সময়ের মধ্যেই আমি এই রঙিন কাগজের প্রজাপতিটি তৈরি করতে সক্ষম হয়েছি।

আমার তৈরি রঙিন কাগজের প্রজাপতি আমি কিভাবে তৈরি করেছি তার প্রতিটি ধাপ সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করেছি। আপনারা যদি কেউ এই রঙিন কাগজের প্রজাপতি তৈরি করতে চান, তাহলে আমার পোস্ট দেখে খুব সহজেই তৈরি করতে পারবেন বলে আশা করছি। আজ আর কথা বাড়াচ্ছি না, চলুন তাহলে দেখে আসা যাক আমার তৈরি রঙিন কাগজের প্রজাপতি।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iPP2LBwZ8P5cAH9bTvYmTA3F8KMYooQZeRmk8HnWhD1yc6eY3zLxg5fNQHdD4FYYi1AtUf92J6z.png

5ShzsKnKF7vppGeV6VN3m3GSDcLoRruAhMmifZtFSDkYScYbdAV4MoMxZjGfLrmhWTwwEo57mJMP2KhY6VU9yhScubZLvowWz9so2CP3giMukFSq871BVG2h4kE42juxvnjJgoP3gby5rn8WzGoPDuHx.png

IMG_20220810_022718.jpg

কমিক নংউপকরণপরিমাণ
রঙিন কাগজ২টি
আঠাপরিমাণ মতো
স্কেল১টি
কম্পাস১টি
পেন্সিল১টি
কাঁচি১টি
পুঁথি২টি

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iP9GV78pPsPPMTWCCQoCf6bgnGyA54cC4bTk7cnYNcfQRvMoDkiUaAdnV8dA5DCb4MPAADReeCn.png

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xqT56gd8WMUtTnZkMX813iVdwDK6KpXjv3EniDQJvE6znhj9avVdaRGUM8x2ThUQ4rFPXiu1PJHHh36krn3YmgKVAYXwC.jpeg

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs24mYbuhF29nqTWij5u9mvjBLLVSWcVk.png

" ধাপ : ১ "

IMG_20220810_022522.jpg

দুইটি নীল রঙের রঙিন কাগজের উপর কম্পাসের সাহায্যে ১০×১০ সেন্টিমিটার মাপে বৃত্ত করে কাঁচির সাহায্যে কেটে নিতে হবে।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs24mYbuhF29nqTWij5u9mvjBLLVSWcVk.png

" ধাপ : ২ "

IMG_20220810_022400.jpg

এবার বৃত্ত করে নেয়া রঙিন কাগজের টুকরো দুটি চিকন একটি ভাঁজ করে, বারবার উল্টিয়ে পাল্টিয়ে একই মাপে ভাঁজ দিতে হবে।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs24mYbuhF29nqTWij5u9mvjBLLVSWcVk.png

" ধাপ : ৩ "

IMG_20220810_022145.jpg

এবার উল্টিয়ে পাল্টিয়ে ভাঁজ করে নেয়া রঙিন কাগজ দুটিকে মাঝ বরাবর আরেকটি ভাজ করে আঠার সাহায্যে জুড়ে দিতে হবে। জুড়ে দিলেই প্রজাপতির পাখার রূপ নেবে।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs24mYbuhF29nqTWij5u9mvjBLLVSWcVk.png

" ধাপ : ৪ "

IMG_20220810_021909.jpg

এবার ২০×১ সেন্টিমিটার আকাশি রঙের রঙ্গিন কাগজ কাছে সাহায্যে কেটে নিয়ে মাঝ বরাবর ভাঁজ দিতে হবে।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs24mYbuhF29nqTWij5u9mvjBLLVSWcVk.png

" ধাপ : ৫ "

IMG_20220810_021824.jpg

এবার ভাঁজ দেয়া রঙ্গিন কাগজ এর উপরের মাথা দুটোকে হাতের সাহায্যে উপরে দেয়া চিত্রের মতো করে পেঁচিয়ে নিতে হবে। যা প্রজাপতির সামনের অংশের রূপ নেবে।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs24mYbuhF29nqTWij5u9mvjBLLVSWcVk.png

" ধাপ : ৬ "

IMG_20220810_021739.jpg

এবার বানিয়ে নেয়া প্রজাপতির পাখা দুটির একটিতে বানিয়ে নেয়া প্রজাপতির সামনের অংশটি আঠার জুড়ে দিতে হবে। উপরে দেয়া চিত্রের মতো করে।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs24mYbuhF29nqTWij5u9mvjBLLVSWcVk.png

" ধাপ : ৭ "

IMG_20220810_012242.jpg

এবার বানিয়ে নেয়া প্রজাপতির আরেকটি পাখা আঠার সাহায্যে জুড়ে দিতে হবে। উপরে দেয়া চিত্রের মত করে। জুড়ে দিলেই প্রজাপতির পূর্ণাঙ্গ রূপ আসবে।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs24mYbuhF29nqTWij5u9mvjBLLVSWcVk.png

" ধাপ : ৮ "

IMG_20220810_024525.jpg

এবার প্রজাপতির মাঝখানে পুঁথি দুইটি গ্লু গানের সাহায্যে জুড়ে দিলেই তৈরি হয়ে যাবে আমাদের কাঙ্ক্ষিত সেই রঙিন কাগজের প্রজাপতি টি।

আশা করি আমার তৈরি রঙিন কাগজের প্রজাপতির DIY পোস্টটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমে জানাবেন। আজ আর নয়, দেখা হবে আগামীতে নতুন কোন পোস্ট নিয়ে।

PicsArt_03-21-01.30.10.png
আমি মোঃ মাহবুবুল ইসলাম লিমন। বাংলাদেশ আমার জন্মভূমি। বাংলা ভাষা আমার মাতৃভাষা। আমি এই অপরূপ বাংলার কোলে জন্ম নিয়ে নিজেকে অনেক অনেক গর্বিত মনে করি। এই বাংলায় আমার ভালো লাগে, বাংলায় চলতে, বাংলায় বলতে, বাংলায় হাসতে, বাংলায় গাইতে, বাংলায় শুনতে, আরো ভালো লাগে এই অপরুপ সুন্দর বাংলার প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে নিজেকে হারিয়ে যেতে দিতে। সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমাকে সহযোগিতা করবেন। আমি যেন আগামীতেও আরো অনেক সুন্দর সুন্দর পোস্ট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারি। সবাই পরিবারের সকল সদস্যকে নিয়ে ভাল থাকবেন, সুস্থ থাকবেন। এই প্রত্যাশাই সর্বদা।

5zGozCj1raAPxR2gxtAcC4PqrgwoJ7g4fhsaZBQiGiZqD8TG2URyGVeS9wfGC6bbv9GSFJJ7cs9hhhzg9bBWB2YWdJJwcvoKQM9J4d27PR...KPKF6zqAovEmYL1T3UophX8h4Vurjb89ULGf4rkgt5dtawbAQzfqC1a6RfjNVLwj8U29EuYyYkv5jrrkhKTV7iz4S2EEfCFWVMc9QFV9HDhKqYRqgectoFAwRP.gif

standard_Discord_Zip.gif

3q52Dkr5nBe3kDiHrk4F3qdzX6E5VuVcCcF7TDQDco37AUsMDxK7aJ1uasvrAaBSP6D1NgNuBSX2m.gif

Logo.png

g6br9NKHvSo72r7xnHSpj1hkcv6csCddDyMEi1jUecgDw3N4Yfy6YpdUvdCyw6kiWy8pVjCrDNVML5aQoBLFZoYCEFX6JNcKgvs5UsgTeh...vc46UPdpEf1AVVuUWBn8RUMuwUdmFWuyrwZEyyuDTDyVbPcmkcnLzvaPhyPaKzykkdRpMiY3R5t15G2er9hQQRrN59nMWe2xMnGw1fVdX6StCUsD1ukGkadgPX.gif

Sort:  

মামা রঙ্গিন কাগজ দিয়ে প্রজাপতি টা দে খুব সুন্দর বানিয়েছেন মনে পড়ে গেল স্কুল জীবনের কথা আমরাও একসময় এই ভাবেই বানাইতাম অনেক সুন্দর হয়েছে মামা

 2 years ago 

একদম ঠিক কথা বলেছো ভাগ্নে, স্কুল জীবনে এরকম প্রজাপতি অনেক বানিয়েছি এবং সহপাঠীদের সাথে খেলেছি। তোমার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে সুন্দর একটি প্রজাপতি বানিয়েছেন ভাইয়া। প্রজাপতির রং নীল হওয়ার কারণে আরো বেশি ভালো লাগছে। প্রজাপতি বানানোর পুরো পদ্ধতিটা আপনি সুন্দরভাবে উপস্থাপন করেছেন এজন্য অনেক ধন্যবাদ আপনাকে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো ভাইয়া।

 2 years ago 

আপু আমার তৈরি রঙিন কাগজের প্রজাপতি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম। অনেক সুন্দর মন্তব্য করেছেন এজন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

রঙিন কাগজের প্রজাপতি 🦋 টা অনেক সুন্দর হয়েছে। ধাপগুলো অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি রঙিন কাগজ দিয়ে প্রজাপতি বানিয়েছেন। শুভ কামনা রইলো আপনার জন্য।

 2 years ago 

ভাই, আমার তৈরি রঙিন কাগজের প্রজাপতি আপনার কাছে ভালো লেগেছে এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

আপনার রঙিন কাগজের প্রজাপতি একবারে সুন্দর হয়েছে এবং ইউনিক পোস্ট ছিল। আসলে এরকম পোস্ট দেখতেও খুব ভালো লাগে এবং আপনার এই পোস্টটি করতে অনেক সময় লেগেছে তা দেখে বোঝা যাচ্ছে। আপনার উপস্থাপনা অসাধারণ ছিল। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

আপু রঙিন কাগজের তৈরি জিনিস গুলো দেখতে সত্যিই সুন্দর হয়। আমার তৈরি রঙিন কাগজের প্রজাপতিটি আপনার কাছে ভালো লেগেছে এজন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

বাহ দারুন হয়েছে তো প্রজাপতিটি।
তবে রঙিন কাগজ দিয়ে আমিও এরকম বানাতে চাই।কিন্তু আমার টা কেনো জানি হয় না😓

 2 years ago 

ভাই, একবার না পারিলে দেখো শতবার প্রবাদ বাক্যটি অবশ্যই মনে আছে। প্রজাপতিটি তৈরি করা খুবই সহজ একটু চেষ্টা করলেই তৈরি করতে পারবেন।

 2 years ago 

বাহ ভাইয়া আপনি খুব সুন্দর একটি কাগজের প্রজাপতি বানিয়েছেন। আপনার প্রজাপতি দেখতে খুবই সুন্দর লাগছে। এটা দিয়ে আপনি ঘর ডেকোরেশন করতে পারবেন। খুব সুন্দর লাগবে।

 2 years ago 

ঠিক বলেছেন আপু রঙিন কাগজের তৈরি প্রজাপতিগুলো দিয়ে সুন্দর করে ঘর ডেকোরেশন করা যায়। আপনার সুন্দর মতামত প্রকাশ করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

আপনি খুবই সহজে এবং খুবই সুন্দর ভাবে একটি রঙিন কাগজ দিয়ে প্রজাপতি তৈরি করেছেন। অনেক ভালো লাগলো আপনার প্রজাপতি তৈরি দেখে। ধাপে ধাপে অনেক সুন্দর ভাবে উপস্থাপনা করেছেন। ধন্যবাদ শেয়ার করার জন্য।

 2 years ago 

ভাই রঙিন কাগজ দিয়ে প্রজাপতি তৈরি সত্যিই অনেক অনেক সহজ পদ্ধতি ছিল। আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

 2 years ago 

বাহ ভাইয়া রঙিন কাগজ দিয়ে তো আপনি খুব সুন্দর একটি প্রজাপতি তৈরি করেছেন। আপনার তৈরি করা কাগজের প্রজাপতিটি আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপু আমার তৈরি রঙিন কাগজের প্রজাপতি আপনার কাছে ভালো লেগেছে জানতে পেরে খুবই খুশি হলাম। আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

 2 years ago 

রঙিন কাগজের তৈরি প্রজাপতি সুন্দর হয়েছে ভাইয়া। রঙিন কাগজ দিয়ে যেকোনো কিছু তৈরি করলে দেখতে ভালো লাগে। আপনার তৈরি করা প্রজাপতি দেখে সত্যিকারের প্রজাপতির মত লাগছে। রংবেরঙের প্রজাপতি গুলো দেখতে যেমন ভাল লাগে তেমনি রঙিন কাগজের প্রজাপতি গুলোও দেখতে ভালো লাগে। ধন্যবাদ আপনাকে প্রজাপতি তৈরির পদ্ধতি উপস্থাপন করার জন্য।

 2 years ago 

ঠিক বলেছেন ভাই, রংবেরঙের প্রজাপতি গুলো দেখতে সত্যিই দারুণ লাগে। আমার তৈরি রঙিন কাগজের প্রজাপতি আপনার কাছে ভালো লেগেছে এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

রঙিন কাগজের প্রজাপতি খুব সুন্দর ভাবে ধাপে ধাপে আমাদের মাঝে শেয়ার করেছেন ।দেখতেও অসাধারণ হয়েছে। এবং প্রজাপতি কালার করার জন্য তার সৌন্দর্য প্রকাশ পেয়েছে ধন্যবাদ পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

নীল রঙের রঙিন কাগজ ব্যবহার করে প্রজাপতিটি তৈরি করেছি বলে আমার কাছে ভীষণ রকম ভালো লেগেছে। আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.030
BTC 69253.24
ETH 2750.52
USDT 1.00
SBD 2.74