খাসির মাংসের তেহারি||১০% বেনিফিশিয়ারি shy-fox এর জন্য

"হ্যালো বন্ধুরা"

মার প্রিয় বাংলা ব্লগ এর ভাই ও বোনেরা। আশা করি মহান সৃষ্টিকর্তার কৃপায় সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আল্লাহর অসীম রহমতে ও আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।

Picsart_22-02-27_15-58-07-256.jpg

আজ আবারো ফিরে আসলাম আপনাদের মাঝে নতুন আরো একটি পোস্ট নিয়ে। প্রতিদিন তিন বেলা খাওয়া আমাদের দৈনিক খাদ্যাভ্যাসে পরিণত হয়েছে। আমরা বাঙালি,মাছে ভাতে বাঙ্গালী।তাই তিন বেলা ভাত খাওয়া আমাদের দৈনিক রুটিন হিসেবে মেনে থাকি।ভাত খেতে খেতে মুখের স্বাদ মাঝে মাঝে ভিন্ন কিছু চায় আর তাই এই একঘেয়েমি কাটানোর জন্য পোলাও,বিরিয়ানি, তেহারি বিভিন্ন ধরনের আইটেম তৈরি করে খাই। বাড়িতে মেহমান এলে এই খাবারগুলোর আয়োজন চলে তুমুলভাবে। তাই আজ আমি খাবারের ভিন্নতা আনার জন্য এই তেহারির আয়োজন করেছি। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সুস্বাদু তেহারি রান্না করা যায়। তাহলে বন্ধুরা চলুন দেরী না করে শুরু করা যাক।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iPP2LBwZ8P5cAH9bTvYmTA3F8KMYooQZeRmk8HnWhD1yc6eY3zLxg5fNQHdD4FYYi1AtUf92J6z.png

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkPu9GeMSmoUEZhF7e8ybxjzW2V7SfHpdazuSFrfL8L5qXnYBPCExPv4ysKR4zPgv1LUiXYjQUwrRiFdCMrRbe6Qjhaj3H9A7rE.png

Picsart_22-02-28_01-06-12-650.jpg

ক্রমিক নংউপকরণপরিমাণ
খাসির মাংস৫০০ গ্রাম
চিনিগুড়া চাল৫০০ গ্রাম
পেঁয়াজ২৫০ গ্রাম
আদা বাটা২ চা চামচ
রসুন বাটা৩ চা চামচ
রাঁধুনি তেহারি মসলা৩ চা চামচ
জিরা বাটা১ চা চামচ
লবণপরিমান মত
কাঁচা মরিচ৭-৮ টি
১০সাদা এলাচ৫ টি
১১কালো এলাচ৩ টি
১২লং৩-৪ টি
১৩টক দই১ কাপ
১৪সয়াবিন তেল১ কাপ

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iP9GV78pPsPPMTWCCQoCf6bgnGyA54cC4bTk7cnYNcfQRvMoDkiUaAdnV8dA5DCb4MPAADReeCn.png

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iPEe61cr8zPiuLbbLrV6hCS5Y9GvSFzaYeErWpQi9kKkRkpR1pFLnUPNS4ZGjUJ6LeaMTPeSdyp.png

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iQCpyfJ2aBLuuM6t9DyLVRQ4fCoQ4LK7JyPMKkfTQ2x6acrJKzR88WLpa6hUEXLCDYmThgd2iDc.png

১ম ধাপ:

IMG_20220225_161811.jpgIMG_20220225_162529.jpg

প্রথমে চুলায় কড়াই বসিয়ে তেল ঢেলে দিতে হবে।তারপর পেঁয়াজগুলো কে ছেড়ে দিয়ে নেড়েচেড়ে বাদামী রঙের করে ভেজে নিতে হবে।এবার ভাজা পেঁয়াজ থেকে কিছুটা পেঁয়াজ আলাদা করে তুলে নিতে হবে বেরেস্তার জন্য। আর কিছুটা পেঁয়াজ থেকে যাবে কড়াইতে।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iQCpyfJ2aBLuuM6t9DyLVRQ4fCoQ4LK7JyPMKkfTQ2x6acrJKzR88WLpa6hUEXLCDYmThgd2iDc.png

২য় ধাপ:

IMG_20220225_162826.jpgIMG_20220225_162936.jpg

এবার উপকরণের সকল মসলাগুলো ভাজা পেঁয়াজ এর উপর ছেড়ে দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে এক কাপ পরিমান পানি দিয়ে দিতে হবে। তারপর খাসির গোশত টুকু মসলার উপর ছেড়ে দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iQCpyfJ2aBLuuM6t9DyLVRQ4fCoQ4LK7JyPMKkfTQ2x6acrJKzR88WLpa6hUEXLCDYmThgd2iDc.png

৩য় ধাপ:

IMG_20220225_163137.jpgIMG_20220225_173448.jpg

ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে খাসির মাংস গুলো সিদ্ধ হওয়ার জন্য পরিমাণমতো পানি দিয়ে দিতে হবে। এভাবে আমি মাংসগুলোকে দুইবার কষিয়ে নিয়েছি।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iQCpyfJ2aBLuuM6t9DyLVRQ4fCoQ4LK7JyPMKkfTQ2x6acrJKzR88WLpa6hUEXLCDYmThgd2iDc.png

৪র্থ ধাপ:

IMG_20220225_163402.jpgIMG_20220225_232609.jpg

খাসির মাংস দুইবার ভালোভাবে কষিয়ে নেয়ার পরে একটি পাত্রে তুলে রাখতে হবে এবার অন্য একটি পাত্রে পরিমান মত তেল দিয়ে তাতে সাদা এলাচ,কালো এলাচ ও লং গুলো দিয়ে দিতে হবে।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iQCpyfJ2aBLuuM6t9DyLVRQ4fCoQ4LK7JyPMKkfTQ2x6acrJKzR88WLpa6hUEXLCDYmThgd2iDc.png

৫ম ধাপ:

IMG_20220225_233115.jpgIMG_20220225_233354.jpg

এবার চিনিগুড়া চাউল গুলো তেল ও গরম মসলার উপরে ঢেলে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পরে গরম পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iQCpyfJ2aBLuuM6t9DyLVRQ4fCoQ4LK7JyPMKkfTQ2x6acrJKzR88WLpa6hUEXLCDYmThgd2iDc.png

৬ষ্ঠ ধাপ:

IMG_20220225_234043.jpgIMG_20220225_234147.jpg

এবার চিনিগুড়া চাল গুলো ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে তার উপরে পূর্বের রান্না করা খাসির মাংস গুলো ঢেলে দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। চিনিগুড়া চাল খাসির মাংস ভালোভাবে নাড়াচাড়া হয়ে গেলে তার ওপরে পেঁয়াজের বেরেস্তা ছড়িয়ে দিতে হবে।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iQCpyfJ2aBLuuM6t9DyLVRQ4fCoQ4LK7JyPMKkfTQ2x6acrJKzR88WLpa6hUEXLCDYmThgd2iDc.png

৭ম ধাপ:

IMG_20220225_234659.jpgIMG_20220225_235300.jpg

পেঁয়াজের বেরেস্তা গুলো ভালোভাবে নেড়েচেড়ে নেয়ার পর কয়েকটি কাঁচামরিচ উপরে ছরিয়ে দিয়ে ঢেকে দিতে হবে। তারপর কিছুক্ষণ হালকা জালে দমে বসিয়ে দিতে হবে।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iQCpyfJ2aBLuuM6t9DyLVRQ4fCoQ4LK7JyPMKkfTQ2x6acrJKzR88WLpa6hUEXLCDYmThgd2iDc.png

৮ম ধাপ:

CC_20220226_003942.png

কিছুক্ষণ দমে রাখার পরে রাইস ডিশে ঢেলে নিয়ে আপনার মনের মত সাজিয়ে গরম গরম পরিবেশন করুন সুস্বাদু খাসির মাংসের তেহারি। আমার বিশ্বাস আমি যে রেসিপিটি তৈরি করেছি এভাবে কেউ তৈরি করে খেলে অবশ্যই অবশ্যই খাসির মাংসের তৈরি তেহারি অনেক ভালো লাগবে।

আশা করি আমার পোস্টটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন।

আমি মোঃ মাহবুবুল ইসলাম লিমন। বাংলাদেশ আমার জন্মভূমি। বাংলা ভাষা আমার মাতৃভাষা। ভালো লাগে বাংলায় চলতে,বাংলায় বলতে,বাংলায় গাইতে,বাংলায় শুনতে,আরো ভালো লাগে বাংলার অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে।আমার জন্য দোয়া করবেন এবং আমাকে সহযোগিতা করবেন।আমি যেন আগামীতেও আরো অনেক সুন্দর সুন্দর পোষ্ট আপনাদের মাঝে উপহার দিতে পারি। সবাই ভাল থাকবেন,সুস্থ থাকবেন এই প্রত্যাশা সর্বদা।

standard_Discord_Zip.gif

abbcommunity.png

"ধন্যবাদ সবাইকে"

Sort:  
 2 years ago 

ছবি দেখেই তো খেতে ইচ্ছে করছে।মাংস এবং ভাতের কম্বিনেশন টা ভালো হয়েছে। পরিবেশেন টা ভালো হয়েছে। সাথে যদি থাকে আলু ভাজা তাহলে কোন কাথাই নাই। উপস্থাপনা খুব ভাল ছিল। রেসিপির ছবিগুলো ধাপে ধাপে দিয়েছেন ।ধন্যবাদ

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপু, আপনার এত সুন্দর মন্তব্যের জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

তেহারি‌ খেতে আমি অনেক ভালোবাসি এবং আপনি যেভাবে খাসির মাংসের তেহারি আমাদের সবার মাঝে উপস্থাপন করেছেন দেখতে বেশ লোভনীয় দেখাচ্ছে। রেসিপি টা দেখে মনে হচ্ছে রেসিপি টা খুবই সুস্বাদু হয়েছে, তাছাড়াও ধাপে ধাপে আপনি অনেক সুন্দর ভাবে রেসিপিটা আমাদের মাঝে উপস্থাপন করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

জি ভাইয়া, তেহারি খেতে খুবই সুস্বাদু হয়েছিল। আমার পোস্টে এসে আমাকে সহযোগিতা করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

আপনার এই রেসিপিটি দেখতে খুবই সুন্দর হয়েছে সত্যি ভাইয়া অসম্ভব সুন্দর একটি রেসিপি করেছেন। তেহেরি আমার খুবই পছন্দের সেটা যদি হয় খাসির মাংসের তাহলে তো কথাই নেই। দেখতে খুবই লোভনীয় লাগছে খেতেও খুবই সুস্বাদু হয়েছে মনে হচ্ছে। প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই এত সুন্দর একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা।

 2 years ago 

ধন্যবাদ আপু, আপনার এত সুন্দর মন্তব্যের জন্য। তেহারি খেতে সত্যিই খুব সুস্বাদু হয়েছিল। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

এই রেসিপিটি পছন্দ করবেনা এমন মানুষ নেই বললে চলে। তেহারি দেখে জিভে পানি চলে আসলো ভাইয়া। দেখে লোভ সামলাতে পারছিনাহ 😋
আর আপনি খুব সুন্দর ভাবে এটি ধাপে ধাপে বর্ননা দিয়েছেন।

ধন্যবাদ আপনাকে ভাইয়া সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য ও আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল 🤗

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া, খুব সুন্দর মন্তব্য করার জন্য। আমাকে সহযোগিতা করার জন্য আপনাকে আবারো অনেক ধন্যবাদ জানাচ্ছি।

ছবি দেখেই খেতে ইচ্ছা করছে ভাইয়া।তেহারি আমার খুব প্রিয়া খাবার।আপনি অনেক সুন্দরভাবে রান্না করেছেন।আপনার রেসিপির উপস্থাপনা খুবই ভালো হয়েছে।ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ভাইয়া, আমার রেসিপিটি আপনার কাছে ভালোলাগার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

খাসির মাংসের বিরানি দেখে তো জিহ্বায় জল চলে আসে। অনেক সুন্দর ভাবে খাসির মাংসের তেহরানি তৈরি করার ধাপগুলো আমাদের মাঝে শেয়ার করেছেন। তেহরানি তৈরি করার পদ্ধতি জানা ছিল না সেটা আপনার পোষ্ট থেকে কিছুটা জানতে পারলাম।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া, আমার তৈরি রেসিপি আপনার কাছে ভাল লেগেছে জানতে পেরে খুব খুশি হলাম। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

আপনাকে স্বাগতম ভাইজান 💚

 2 years ago (edited)

তেহারী খেতে বরাবরই আমি খুব ভালোবাসি তাইতো আপনার রেসিপি টা দেখে লোভ সামলাতে পারছিনা খেতে মনে হচ্ছে ভারী সুস্বাদু হয়েছিল বিশেষ করে কষানো মাংস দেখে খুব লোভ হচ্ছে ধাপগুলো সুন্দর উপস্থাপনা করেছেন শুভেচ্ছা রইল আপনার জন্য

 2 years ago 

এত সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

খাসির মাংসের তেহারি খাবার সবার থেকে বেস্ট। আপনি খুব সুন্দর করে খাসির মাংসের তেহারি তৈরি করেছেন। যেটা খুবই লোভনীয় খাবার দেখে জিভে জল চলে আসে। এত সুন্দর করে খাসির মাংসের তেহারি রেসিপি করে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ ভাইয়া, আপনার অসাধারণ মন্তব্যের জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

তেহেরি অনেক পছন্দের একটি খাবার আমার। আপনি খুব সুন্দর করে খাসির মাংস দিয়ে তৈরি রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনি খুব সুন্দর করে প্রতিটি ধাপের বননা আমাদের মাঝে তুলে ধরেছেন। এইরকম সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। শুভকামনা রইল ভাই আপনার জন্য।

 2 years ago 

আমার তৈরি রেসিপি আপনার কাছে ভালো লেগেছে এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

তেহারি এবং বিরায়ানি এইসব জাতীয় খাবার গুলো আমার খুবই পছন্দের। আর এটা খেতে আসলেই অনেক বেশি ভালো লাগে। আপনি আজকে খাসির মাংস দিয়ে তেহারি রান্না করেছেন এটা তো খেতে ভীষণ ভালো লাগে। আর আপনি খুবই সহজ ভাবে উপস্থাপনা করেছেন এবং আপনার তেহারি রান্না টা আমার কাছে বেশ লোভনীয় লাগছে। অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া, খুব সুন্দর মন্তব্যের জন্য। আমার পোস্টে এসে আমাকে সহযোগিতা করার জন্য আবারো অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.030
BTC 58679.35
ETH 3155.04
USDT 1.00
SBD 2.44