বৃষ্টিভেজা কিছু সুন্দর ফুলের ফটোগ্রাফি
আমার প্রিয় বাংলা ব্লগ এর ভাই ও বোনেরা, মুসলিম ভাই ও বোনদের জানাই আসসালামু আলাইকুম। সনাতন ধর্মালম্বী ভাই ও বোনদের জানাই আদাব এবং অন্যান্য ধর্ম অবলম্বনকারী ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।
আজ আবারো ফিরে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ফুলের ফটোগ্রাফি পোস্ট নিয়ে। আর আজ আমি যে ফুলের ফটোগ্রাফি গুলো আপনাদের মাঝে শেয়ার করছি, তার সবগুলোই সকালবেলায় বৃষ্টিতে ভিজে ভিজে ফটোগ্রাফি গুলো করেছি। কেননা আজ সকালে আমি আমাদের কুড়িগ্রাম শহরের জেলা প্রশাসক কার্যালয়ে গিয়েছিলাম একটি কাজ নিয়ে। তো সেখানে গিয়ে দেখি ডিসি সাহেব একটি মিটিংয়ে রয়েছেন তাই তার সাথে দেখা করতে হলে অনেকটা সময় অপেক্ষা করতে হবে। যেহেতু তার সাথে দেখা করতে গিয়েছি, সেহেতু তার সাথে দেখা না করেতো আর ফিরে আসা যায় না। তাই চিন্তা করলাম মিটিং এর সময়টুকু আমি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে একটি বড় পুকুর রয়েছে, আর সেখান থেকেই কিছু ফুলের ফটোগ্রাফি করে নেই।
তবে আমি যখন ফটোগ্রাফি করার জন্য বেরিয়েছিলাম তখন হঠাৎ করে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছিল। যদিও বা এই গুড়ি গুড়ি বৃষ্টি একদম সকালেই শুরু হয়েছিল। তবে কিছুটা সময়ের জন্য বৃষ্টিটা বন্ধ ছিল। যাই হোক হালকা হালকা বৃষ্টিতে ভিজে ফটোগ্রাফি গুলো করতে আমার কিন্তু বেশ আনন্দই হচ্ছিল। কেননা এরকম বৃষ্টিতে শরীরটা একদম ভিজে যায় না। বৃষ্টির পরে আবহাওয়া একদম ঠান্ডা ঠান্ডা অনুভব হচ্ছিল এবং পরিবেশটা খুবই পরিস্কার মনে হচ্ছিল। মনে হচ্ছিল বৃষ্টি এসে সকল ধুলো ময়লা একদম পরিষ্কার করে দিয়েছে।
যাইহোক আমি যে সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি গুলো করেছি তা বাস্তবে দেখতে খুবই সুন্দর ছিল। হয়তোবা আমি ফটোগ্রাফির মাধ্যমে ফুলের আসল সৌন্দর্যকে তুলে ধরতে পারিনি। তবে ফটোগ্রাফি গুলো দেখতে কিন্তু খারাপ লাগছিল না। আমার কাছে তো ফুলের ফটোগ্রাফি গুলো খুবই ভালো লেগেছে। তাই চিন্তা করলাম আমার ভালো লাগা ফুলের ফটোগ্রাফি গুলো আপনাদের মাঝে শেয়ার করি। তো বন্ধুরা আর কথা না বাড়িয়ে চলুন আমার সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি গুলো দেখে নেয়া যাক।
" ফটোগ্রাফি : ১ "
" ফটোগ্রাফি : ১ "
১। এই ফুলটির নাম zephyranthes মিনিট। এই ফুলটির নাম আমার জানা ছিল না। পরে গুগলে সার্চ দিয়ে এই ফুলটির নাম জানতে পারলাম। যাক ফুলের নাম নিয়ে তো আর কথা নেই সৌন্দর্য নিয়ে হচ্ছে কথা। আর সৌন্দর্যের দিক থেকে এই ফুলটি কিন্তু অতুলনীয়। গোলাপি রঙের এই ফুলগুলো যখন ফুটেছিল তখন দেখতে খুবই সুন্দর লাগছিল। তবে এই ফুলটির বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে, বৃষ্টি পেলেই এই ফুলটি ফোটে।
" ফটোগ্রাফি : ২ "
" ফটোগ্রাফি : ২ "
২। এই ফুলটির নাম মিষ্টি রঙের জবা ফুল। ইদানিং ভিন্ন ভিন্ন রঙের জবা ফুলগুলো চোখের সামনে এসে যায়। তবে আমি আগে কিন্তু এত রংবেরঙের জবা ফুল কখনোই দেখিনি। আমার ধারনা ছিল শুধুমাত্র লাল ও সাদা রঙের জবা ফুল হয়। তবে আমার ধারণা একদমই ভুল ছিল। এখন তো সবখানেতেই ভিন্ন ভিন্ন রংয়ের জবা ফুলগুলো দেখতে পাওয়া যায়।
" ফটোগ্রাফি : ৩ "
" ফটোগ্রাফি : ৩ "
৩। এই ফুলটির নাম হলুদ রঙের কসমস ফুল। হলুদ রঙের কসমস ফুল গুলো যখন হাওয়ায় দুল ছিল, তখন আমার কাছে মনে হচ্ছিল গাছগুলো বোধ হয় ভেঙ্গে পড়বে। কেননা কসমস ফুলের গাছ একদমই হালকা হয়। আর যখন ফুল ফোটে তখন মনে হয় ফুলের ওজনে গাছগুলো ভেঙে পড়বে। কিন্তু তা নয় বরং বৃষ্টির মধ্যে হালকা হালকা বাতাসে কসমস ফুলের গাছগুলো হাওয়ায় দুলছিল। আর ঠিক সেই মুহূর্তে আমি হলুদ রঙের কসমস ফুলটির ফটোগ্রাফি করেছি।
" ফটোগ্রাফি : ৪ "
" ফটোগ্রাফি : ৪ "
৪। এই ফুলটির নাম জংলি টগর ফুল। এই ফুলটির নাম কেন যে জংলি টগর ফুল হলো তা আমার মাথায় আসেনা। কেননা বেশিরভাগ অফিস আদালতের সামনেই আমি এই ফুলগুলোর গাছ দেখতে পেয়েছি। তাহলে কিভাবে এই ফুলগুলো জংলি টগর ফুল হলো তা আমার বোধগম্য নয়। যাইহোক ফুলের নাম দিয়ে কি হবে, যদি তার সৌন্দর্য অফুরন্ত থাকে। তাই এই সুন্দর ছোট ছোট সাদা রংয়ের জংলি টগর ফুলের ফটোগ্রাফি করেছি।
" ফটোগ্রাফি : ৫ "
" ফটোগ্রাফি : ৫ "
৫। এই ফুলটির নাম বিগনোনিয়া ফুল। এই হালকা বেগুনি রঙের ফুলগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। আমার কাছে তো মনে হচ্ছে ফটোগ্রাফির চাইতে বাস্তবে এই ফুলের সৌন্দর্য অনেক অনেক বেশি। আমি যখন এই ফুল গুলো দেখছিলাম তখন যেন আমার চোখ জুড়িয়ে যাচ্ছিল। আর তাই এই সুন্দর ফুলের ফটোগ্রাফি করেছি আপনাদের মাঝে শেয়ার করার জন্য।
" ফটোগ্রাফি : ৬ "
" ফটোগ্রাফি : ৬ "
৬। এই ফুলটির নাম ক্যাম্পসিস গ্র্যান্ডিফ্লোরা ফুল। এই ফুলটিও দেখতে কিন্তু খুবই সুন্দর। বৃষ্টিতে ভিজে ফুলগুলো দেখতে যেন আরো চকচকে মনে হচ্ছিল। এই ফুলটিকে আমার কাছে খুবই ভালো লেগেছে কারণ হচ্ছে এই ফুলের রং খুবই আকর্ষণীয়। যা দেখা মাত্রই ভাল লেগে যাবে। আর সেই ভালো লাগা ফুলের ফটোগ্রাফি করেছি আমার মুঠোফোনে।
" ফটোগ্রাফি : ৭ "
" ফটোগ্রাফি : ৭ "
৭। এই ফুলটির নাম অলকানন্দা ফুল। আর এই ফুলকে চেনে না হয়তো এমন মানুষ খুব কমই পাওয়া যাবে। বৃষ্টির পরে যখন হলুদ অলকানন্দা ফুলের উপরে বৃষ্টির কণা পড়েছিল, তখন দেখতে ফুলটিকে খুবই সুন্দর লাগছিল। আসলে বৃষ্টিস্নাত ফুল গুলো দেখতে অসম্ভব সুন্দর হয়, আর দেখতেও ভালো লাগে। আর তাই ভালোলাগা ফুলের ফটোগ্রাফি করেছি আপনাদের মাঝে তুলে ধরার জন্য।
Photographer | @mahbubul.lemon |
---|---|
Device | Oppo A16 |
Location | Kurigram |
আশা করি আমার ফুলের ফটোগ্রাফি পোস্টটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমে জানাবেন। আজ আর নয়, দেখা হবে আগামীতে নতুন কোন পোস্ট নিয়ে।
আমি মোঃ মাহবুবুল ইসলাম লিমন। বাংলাদেশ আমার জন্মভূমি। বাংলা ভাষা আমার মাতৃভাষা। আমি এই অপরূপ বাংলার কোলে জন্ম নিয়ে নিজেকে অনেক অনেক গর্বিত মনে করি। এই বাংলায় আমার ভালো লাগে, বাংলায় চলতে, বাংলায় বলতে, বাংলায় হাসতে, বাংলায় গাইতে, বাংলায় শুনতে, আরো ভালো লাগে এই অপরুপ বাংলার প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে নিজেকে হারিয়ে যেতে দিতে। সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমাকে সহযোগিতা করবেন। আমি যেন আগামীতেও আরো অনেক সুন্দর সুন্দর পোস্ট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারি। সবাই পরিবারের সকল সদস্যকে নিয়ে ভাল থাকবেন, সুস্থ থাকবেন। এই প্রত্যাশাই সর্বদা।
ফুলের ফটোগ্রাফি পোস্ট মানেই সৌন্দর্যে ভরপুর। আসলে পৃথিবীর সকল সৌন্দর্য যেনো ফুলের মাঝেই লুকায়িত। ভাই আপনার প্রতিটি ফটোগ্রাফি অনেক চমৎকার সুন্দর হয়েছে। সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।
ভাই আমার ফুলের ফটোগ্রাফি আপনার কাছে ভালো লেগেছে এজন্য অনেক অনেক ধন্যবাদ।
আমার মন্তব্যের সুন্দর ফিডব্যাক দেয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।
আপনার তোলা প্রত্যেকটি ফুলের ফটোগ্রাফি খুব চমৎকার হয়েছে ভাইয়া। বিশেষ করে মিষ্টি কালারের জবা ফুলের ফটোগ্রাফিটা বেশ দারুন লেগেছে। আমি সব সময় ফুল খুব ভালোবাসি। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কিছু ফুল আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপু, আমার ফটোগ্রাফিতে থাকা মিষ্টি কালারের জবা ফুলটি আপনার কাছে খুবই ভালো লেগেছে এজন্য অনেক অনেক ধন্যবাদ।
বৃষ্টি ভেজা ফুলগুলো অনেক বেশি সতেজ থাকে। আমার কাছে আপনার আজকের শেয়ার করা ফুল গুলোর ফটোগ্রাফি খুব সুন্দর লাগছে ভাই । বৃষ্টি ভেজা এমন সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
ভাই বৃষ্টি ভেজা ফুলগুলো আমার কাছেও দেখতে খুবই সুন্দর লাগে। আপনার কাছে ভালো লেগেছে এজন্য অনেক অনেক ধন্যবাদ।
সবার মত আমি এমন একজন মানুষ যা প্রকৃতির মাঝে ঘুরে বেড়াতে বেশ ভালো লাগে। যদি হয় বর্ষার দিনের এমন ভেজা ভেজা প্রকৃতি কিংবা ফুলের দৃশ্য তাহলে আরো দারুন লাগে। আপনি কিন্তু ডিসি সাহেবের মিটিং এর অপেক্ষায় সময় নষ্ট না করে সুন্দর সুন্দর ফটোগ্রাফি করলেন। দারুন ফুলের ফটোগ্রাফি ছিল অনেক ভালো লেগেছে।
আপু, আমার বৃষ্টি ভেজা ফুলের ফটোগ্রাফি গুলো আপনার কাছে ভাল লেগেছে এজন্য অনেক অনেক ধন্যবাদ।
ওয়াও আপনার করা এত সুন্দর ফটোগ্রাফি দেখে আমি তো খুব মুগ্ধ হয়েছি। বৃষ্টি ভেজা অসাধারণ কিছু ফুলের ফটোগ্রাফি করেছেন আপনি। এক থেকে সাত নাম্বার পর্যন্ত থাকা প্রত্যেকটা ফুলের ফটোগ্রাফি চমৎকার ছিল। আসলে আমি ফটোগ্রাফি করতে যেমন পছন্দ করি, তেমনই ফটোগ্রাফি গুলো দেখতেও আমার কাছে খুব ভালো লাগে। বর্ণনা সহকারে শেয়ার করেছেন দেখে আরো বেশি ভালো লেগেছে।
আপু আমার ফুলের ফটোগ্রাফি দেখে খুব সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহ দেয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।
ফুলের সৌন্দর্যতা বৃদ্ধি পায় ফটোগ্রাফি করলে। এরকম ফুল গুলোর ফটোগ্রাফি করলে দেখতে আমার কাছে ভালো লাগে। বৃষ্টি ভেজা ফুলের ফটোগ্রাফি করলে সেগুলো দেখতে অন্যরকম লাগে একেবারে। একটু বেশি আকর্ষণীয়ভাবে ফুটে উঠেছে আপনার তোলা প্রত্যেকটা ফটোগ্রাফি। জবা ফুল, কসমস ফুল এবং বিগনোনিয়া ফুলের ফটোগ্রাফি একটু বেশি ভালো লেগেছে
ভাই বৃষ্টিতে ভেজা ফুলগুলো দেখতে সত্যিই খুবই আকর্ষণীয় লাগে। আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।
সকালবেলা আপনাদের কুড়িগ্রাম শহরের জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে অপেক্ষা করার ফাঁকে আপনি হালকা বৃষ্টিতে ভিজে আশপাশ থেকে অসাধারণ কিছু ফুলের ফটোগ্রাফি করেছেন ভাই। সবকটি ফটোগ্রাফি আমার কাছে অসম্ভব সুন্দর লাগছে দেখতে। তার মধ্যে থেকে মিষ্টি রংয়ের জবা ফুলটি একটু বেশিই সুন্দর লাগছে।
আপু আমার ফুলের ফটোগ্রাফি দেখে আপনি খুব সুন্দর মন্তব্য করে আমাকে অনুপ্রেরণা দেয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।
সকালবেলা কুড়িগ্রাম শহরে জেলা প্রশাসক কার্যালয় গিয়ে ডিসি সাহেবের জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হবে জেনে সেই সুযোগে আপনি আশপাশ থেকে অনেক সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি করে নিয়েছেন দেখছি। এটা কিন্তু খুব ভালো বুদ্ধি ভাই।🤭 ক্যাম্পসিস গ্রান্ডিফ্লোরা এবং zephyranthes মিনিট এই ফুল দুটি প্রথমবার দেখলাম মনে হচ্ছে।
ভাই অপেক্ষা করাটা সত্যিই খুব ধৈর্যের বিষয়। আর তাই সেদিন অপেক্ষা করতে করতে কিছুটা বিরক্ত হয়ে ডিসি অফিসের সামনে থেকে ফটোগ্রাফি গুলো করেছিলাম। যাইহোক ভাই আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।