পরিশ্রম ও সফলতা

in আমার বাংলা ব্লগ3 years ago

received_358010372729084.jpeg

আমাদের জীবনে বড় কিছু করতে হলে পরিশ্রমের কোন বিকল্প নেই। জীবনে পরিশ্রম করতে থাকলে সফলতা একসময় আপনা-আপনি ধরা যায়। বিনা পরিশ্রমে কখনো সফলতা অর্জন করা সম্ভব নয়। শুধু পরিশ্রম করলেই হয় না, কিছুটা মেধাও থাকতে হয়। তবে পরিশ্রম ছাড়া শুধুমাত্র মেধা দিয়ে কখনো সফলতার উচ্চ পর্যায়ে পৌঁছা সম্ভব না। সুতরাং আমরা এ বিষয়টি সহজেই উপলব্ধি করতে পারে যে,
সফলতা এবং পরিশ্রম পরস্পরের পরিপূরক।

পরিশ্রমী ব্যক্তি আমরা অনেক সময় গাধার সঙ্গে তুলনা করি। কিন্তু এই ধারণা কি আসলেই সঠিক নাকি ভুল? আমার মতে এটা পুরোপুরি ভুল একটি ধারণা।এর পেছনে আমি কতগুলো যুক্তি দাঁড় করতে চাই। পৃথিবীর শ্রেষ্ঠ ধনী ব্যক্তি হলেন বিল গেটস। তিনি কিন্তু তার শ্রেণীতে টপার কিংবা ভালো ছাত্র ছিলেন না।যার ফলে তিনি বিশ্ববিদ্যালয় জীবন শেষ না করেই পড়াশোনা শেষ করতে হয়েছিল। পরবর্তীতে তিনি পরিশ্রম করে এতটাও উচ্চ পর্যায়ে চলে গিয়েছিলেন যে,তার বিশ্ববিদ্যালয় জীবনে যে সকল শিক্ষার্থীরা টপার ছিল তারা পর্যন্ত বিল গেটসের অফিসে চাকরি করতো। শুধুমাত্র মেধা দিয়ে যদি সফলতা বিবেচনা করা হত তাহলে বিল গেটস কিন্তু সফল হতেন না। আবার টমাস আলভা এডিসন বৈদ্যুতিক বাতি আবিষ্কার করেছিলেন। তিনিও খুব একটা মেধাবী ছিলেন না। বরং তারমধ্যে যে বিষয় দুটি ছিল তা হল পরিশ্রম এবং লেগে থাকার মানসিকতা। এ দুটি বিষয় তাকে একজন সফল বিজ্ঞানীতে পরিণত করেছে। আমাদের চারপাশে এরকম আরো অসংখ্য পরিশ্রম করে সফল হওয়ার দৃষ্টান্ত রয়েছে।

সুতরাং জীবনে বড় কিছু করতে হলে আমাদের ছাত্র অবস্থা থেকে পরিশ্রম করা খুবই জরুরী। কারণ জীবনে বড় কিছু করে সফল হতে চাইলে একমাত্র প্রধান সহায়ক হলো পরিশ্রম। পরিশ্রমী একজন মানুষকে উন্নতির চরম শিখরে পৌঁছে দিতে পারে।

Sort:  
 3 years ago 

সুন্দর একটি বিষয় নিয়ে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। বলা হয়ে থাকে পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি। পরিশ্রম ছাড়া আজ পর্যন্ত কেউ সফল হই নি সফল হবেও না। অলস ব্যাক্তি কখনোই পরিশ্রম করতে চাইবে না। আর পরিশ্রম না করলে সে সাফল্য খুজে পাবে না।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago (edited)

ইংরেজিতে একটি কথা আছে-"Industry is the mother of good luck"অর্থাৎ পরিশ্রম সৌভাগ্যের মা"
আপনার পোস্টটি ভালোই ছিল।আরো বেশি ভালো হতো পোস্ট রিলেটেড ৫/৬ ফটোগ্রাফি ও পোস্টের দৈর্ঘ্য একটু বাড়ালে।
ধন্যবাদ আপনাকে পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনাকে ধন্যবাদ ভাই।

 3 years ago 

পরিশ্রম ছাড়াই সফলতা আসে না। আপনি অনেক সুন্দর একটি পোস্ট করেছেন পড়ে ভালো ‌লাগলো ভাই ধন্যবাদ আপনাকে আপনার জন্য শুভকামনা রইলো

 3 years ago 

আপনাকেও ধন্যবাদ ভাই।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 66779.99
ETH 3503.24
USDT 1.00
SBD 2.70