শরতের কাশফুল ও সাদা মেঘের ভেলা
বাংলাদেশের ঋতু পরিক্রমায় শরতের অবস্থান তৃতীয়। বর্ষার পরেই আগমন ঘটে বৈচিত্র্যময় শরতের। বৃষ্টিময় বর্ষা ঋতুতে এদেশের মাঠ ঘাট, নদী নালা, খাল-বিল সবকিছু পানিতে পরিপূর্ণ হয়ে ওঠে। শরৎকালের পানিগুলো শুকাতে থাকে। বর্ষার পানিতে কাশফুল জন্মাতে থাকে। শরৎকালের এসে কাশফুলগুলো পরিপূর্ণরূপে বড় হয়ে ওঠে এবং এর সৌন্দর্য ফুটে ওঠে।
ফুল পছন্দ করে না এমন লোকের সংখ্যা খুঁজে পাওয়া দুষ্কর। কাশফুল সবার বেশ পছন্দের একটি ফুল। বড় বড় নদীর ধারে বাঁধগুলোতে কাশফুল ভালো জন্মায়। বাংলাদেশের প্রায় সব অঞ্চলেই এই ফুল বেশ ভালো জন্মায়। কাশফুল ফোটার মাধ্যমে শরতের আগমন সবাইকে জানিয়ে দেয়। তাইতো শরৎকালের এলেই সবাই ছুটে চলে কাশফুল বাগানে। কাশফুল বাগানের শুভ্রতার সৌন্দর্য মুগ্ধ করে যে কাউকেই। কাশফুলের এই অপরূপ সৌন্দর্য উপভোগ করতে সঙ্গে নিয়ে যায় কাছের মানুষটিকে। শরতকালের প্রধান আকর্ষণ কাশফুল হলেও এটি ছাড়াও যে উপাদানটি মানুষকে মুগ্ধ করে, তা হল শরতের আকাশে সাদা মেঘের ভেলা। শরৎকাল এলেই দেখা যায় তুলোর মতো সাদা মেঘের ভেলা আকাশ দিয়ে উড়ে বেড়ায়। শরৎ আকাশের সাদা মেঘের ভেলা মুগ্ধ করে সকল প্রকৃতি প্রেমীদের। সৌন্দর্যের পুজারীরা সব সময় অধীর আগ্রহে অপেক্ষায় থাকে শরৎকাল এর জন্য। শরতের কাশফুল এবং সাদা মেঘের ভেলা মুগ্ধ করে কবি সাহিত্যিকদের ও। তাইতো তাদের সাহিত্যে ফুটিয়ে তোলে শরতের এসব উপাদান গুলোকে।
শরৎ সৌন্দর্যের প্রতীক। প্রতিটি ঋতুর সৌন্দর্য অনন্য হলেও এই ঋতুতে এসে প্রকৃতিপ্রেমীরা মুগ্ধ হয়ে যায়, প্রকৃতির এই স্নিগ্ধ কোমল রূপ দেখে। প্রকৃতির এই সৌন্দর্য মাখা রূপ বোধ হয় আর কোন ঋতুতে দেখা যায় না।
অসাধারণ ফটোগ্রাফি করেছেন আপনার ফটোগ্রাফিতে শরৎ কালের চিত্র পরিপূর্ণ ভাবে প্রকাশ পেয়েছে এবং সুন্দর বর্ণনা করেছেন আপনার জন্য শুভকামনা রইল
ধন্যবাদ আপনাকে।
আপনি ইচ্ছা করলে পোস্ট এর সৌন্দর্য বাড়াতে প্রথমে কিছু মার্কডাউন ব্যবহার করতে পারেন। আপনি প্রতিটা ছবির লোকেশন ব্যবহার করতে পারেন। আরো সুন্দর দেখাবে। আসলেই শরৎকালের প্রধান আকর্ষণ কাশফুল কাশফুল এখন সচরাচর দেখা যাচ্ছে সকলের পোস্টটি অনেক ভালো লাগছে। এটি দেখতে যেমন সুন্দর এবং এর সাথে ছবি তুলতে আরও সুন্দর লাগে এবং আপনি অনেক সুন্দর ফটোগ্রাফি করেছেন বর্ণনা অনেক সুন্দর ছিল
ধন্যবাদ ভাই।
শরতের কাশফুল ও সাদা মেঘের ভেলা এখন উত্তরা দিয়াবাড়িতে কাশফুল ফুটেছে। দেখতে অনেক সুন্দর হয়েছে। ফটোগ্রাফি গুলো সুন্দর হয়েছে। চেষ্টা করুন ছবি গুলোতে লোকেশন এড করার জন্য ধন্যবাদ আপনাকে ভাইয়া
আপনাকেও ধন্যবাদ ভাই।
ওয়াও খুব অসাধারণ পোস্ট ভাই।বিশেষ করে কাশফুলের ফটোগ্রাফি।এরকম বিশাল বিশাল দালানের পাশে কাশ ফুল থাকা মনে এ যেন সোনার হরিণ।সাধারণত কাশফুল থাকে চড়ে কিন্তু এখন দেখছি শহরের দালানের নিচেও কাশফুল।অনেক ধন্যবাদ আপনাকে আপনার পোস্টটি শেয়ার করার জন্য।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই।