ফিরে আসা

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

received_155720526742053.jpeg

received_402508368128587.jpeg

কিছুদিন আগে গ্রামের বাসায় গিয়েছিলাম। মূলত গ্রামের বাসায় যাওয়ার প্রধান কারণ হল করোনা ভাইরাসের ভ্যাকসিন এর দ্বিতীয় ডোজ গ্রহণ করা। টিকা দেওয়ার জন্য গ্রামে গেলেও গ্রামের বন্ধুবান্ধব এবং পরিবারের সদস্যদের সাথে সুন্দর সময় অতিবাহিত করলাম । ভালো সময় গুলো খুব ক্ষণস্থায়ী হয়। বাড়িতে কাটানো সময়গুলো চোখের পলকে চলে গেল।

সেই ঈদের ছুটি কাটিয়ে বাড়ি থেকে বগুড়া এসেছিলাম। এরপর প্রায় দীর্ঘ দুই মাস যাবত আর বাড়িতে যাইনি। দীর্ঘদিন পর গ্রামের বাসায় গেলে পরিবারের সদস্য এবং বন্ধুরা সবাই খুব আপন করে নেয়। বাড়িতে গিয়ে বেশ ভালো সময় অতিবাহিত করলাম। এখন বাড়ি থেকে বগুড়ায় ফিরে আসার সময় হয়ে গেল। অনেকদিন বাড়িতে থাকায় বাড়ি থেকে ফিরে আসতে খুব খারাপ লাগছিল।তবে খারাপ লাগলেও করার কিছু নেই, বর্তমানে বগুড়া এবং কিছুদিন পর ঢাকায় হবে আমার প্রধান গন্তব্যস্থল। কারণ এর দুটি শহরকে ঘিরেই আমার সবকিছু নির্ভর করছে। ষষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বগুড়ায় সময় কাটিয়েছি এবং এরপর ভর্তি পরীক্ষায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এ ভর্তির মাধ্যমে স্নাতক শ্রেণীর পড়াশোনা ঢাকায় স্থানান্তর করেছি। যার ফলে ছোটবেলা থেকে এখন পর্যন্ত এবং ভবিষ্যতেও কিছু বছর এই দুই শহরে সবকিছু সম্পন্ন হবে। কিছুদিন পর বগুড়া থেকে চলে যাব এটা ভেবেও খুব খারাপ লাগছে। সেই করোনাভাইরাস এর মাঝামাঝি সময় থেকে এই শহরে আসা।

আজ বিকেলে বাড়ি বগুড়া চলে আসলাম। ফিরে আসার সময় বাড়িতে কাটানো সময়গুলো স্মৃতি চারিত হতে লাগলো। বন্ধুদের সঙ্গে আড্ডা, পরিবারের সদস্যদের সঙ্গে গল্পগুজব সবকিছুই চোখের সামনে ভেসে উঠতে লাগল। চোখের সামনে ভেসে উঠলেই কি আর করার!

received_664651914502224.jpeg

received_646983012954308.jpeg

Sort:  
 3 years ago 

চোখের সামনে ভেসে উঠলো কি আর করার!

এটা অতীব বাস্তব একটি কথা বলেছেন ভাইয়া আপনি। আসলে ভালো সময় গুলো মনে হয় খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেলো আর খারাপ সময় গুলো মনে হয় একদম শেষ ই হচ্ছেনা।মন খারাপ করিয়েন না, একদিন পরিবারের সাথেই থাকতে পারবেন আশা করি।😍

 3 years ago 

এত সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 3 years ago 

গ্রামের বাড়িতে গেলে বাড়ি থেকে ফিরে আসার সময় খুব খারাপ লাগে।বাড়ি গিয়ে খুব সুন্দর সময় কাটিয়েছেন। কিছুদিন পর আবার সবকিছু ঠিক হয়ে যাবে।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আসলেও ভাই সুন্দর সময় গুলো খুবই ক্ষণস্থায়ী হয়ে থাকে।অনেক দিন পরে পরিবারের সাথে অনেক ভালো সময় কাটিয়েছেন এটাই সেরা।আপনি সুন্দর ভাবে আপনার সুন্দর মুহুর্ত গুলো তুলে ধরেছেন।শুভ কামনা রইলো

 3 years ago 

আপনার দিনটি ভালো কাটুক বন্ধু,

 3 years ago 

গ্রামের নির্মল হাওয়া স্বাস্থ্যের জন্য উপকারি।টিকা দিতে গিয়ে গ্রামের আরো থেকে যেতেন, তাহলে আরো ভালো লাগতো।
ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্ট শেয়ার করার জন্য।

 3 years ago 

আসলে ভালো সময় গুলো খুব তারাতারি চলে যায়। ক্ষণস্থায়ী হয়। আপনি করোনার ভ্যাকসিন দিতে গ্রামে গিয়েছিলেন। বন্ধুবান্ধব পরিবারের সাথে আড্ডা অনেক ভাল ছিল মুহূর্তটি। অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন বিষয়টি

 3 years ago 

আপনার পোস্টটি পড়ে বুঝতে পারলাম যে, আপনি খুব সুন্দর সময় অতিবাহিত করেছেন আপনার গ্রামে। আসলেই প্রিয়জনদের ছেড়ে আসা অনেক কষ্টের। আশা করি আপনি খুব দ্রুতই আবার আপনার গ্রামের বাড়িতে যেতে পারবেন। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

কোভিট-১৯ এর টিকা গ্রহণ করায় আপনাকে অভিনন্দন। আসলে ভালো বন্ধু আর পরিবারের সাথে কাটানো মুহূর্ত গুলো খুব তারাতাড়ি শেষ হয়ে যায়। তাদের ছেড়ে আসতে মন চায় না কিন্তু কিইবা করার আছে আসতে তো হবেই, যাইহোক মন খারাপ করা যাবে না। আবার সময় আসবে মিলিত হওয়ার।

 3 years ago (edited)

আসলেই নিজের এলাকায় থাকার মজাই আলাদা। জীবনের প্রয়োজনে আমরা বিভিন্ন জায়গায় জীবনের অনেকটা সময় কাটিয়ে দিই। কিন্তু মন পড়ে থাকে প্রিয়জনদের কাছে।

আপনার প্রতি আমার কিছু পরামর্শ থাকবে। চেষ্টা করুন অতি দ্রুত মার্কডাউনের ব্যবহার শিখে নিতে। তাহলে আপনার এই পোস্টটা আরো সুন্দর দেখাবে। আর এরপর থেকে এই ধরনের পোস্টে চেষ্টা করবেন অবশ্যই what3words লোকেশন কোড ব্যাবহার করতে। আপনার যেকোন রকম সাহায্য অথবা পরামর্শের জন্য আমার সাথে ডিসকর্ড এ যোগাযোগ করুন। ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.15
JST 0.028
BTC 54179.48
ETH 2261.18
USDT 1.00
SBD 2.31